সূর্যমুখী Shurjomukhi

সূর্যমুখী Shurjomukhi

20/10/2022

আসসালামু আলাইকুম,

🧓প্রিম্যাচ্যুর হেয়ার গ্রেয়িং🍎অল্পবয়সেই চুল পাকছে? রুখে দিন হোমিওপ্যাথিতে!🖤 কালো চুলই চুলের সৌন্দর্য।  চুল পাকলে প্রকৃত ব...
19/10/2022

🧓প্রিম্যাচ্যুর হেয়ার গ্রেয়িং

🍎অল্পবয়সেই চুল পাকছে?
রুখে দিন হোমিওপ্যাথিতে!

🖤 কালো চুলই চুলের সৌন্দর্য। চুল পাকলে প্রকৃত বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়! চুল পাকার সমস্যায় খুব ভালো সমাধান রয়েছে হোমিওপ্যাথিতে।

🌿 চুল সাদা হওয়ার কারণ হল, হেয়ার ফলিকলে মেলানিনের মাত্রা কমে যাওয়া। প্রশ্ন হল হেয়ার ফলিকল কী? আর মেলানিন কী?

📍 মাথার ত্বকের নীচে থাকে চুলের শিকড়। এই মূলকে ঘিরে থাকে বীজ কোষ। বীজ কোষে থাকে বিশেষ ধরনের কোষ যার নাম মেলানোসাইট কোষ।

মেলানোসাইট কোষ তৈরি করে মেলানিন নামে রঞ্জক। এই রঞ্জকের কারণে চুলের রং হয় কালো। আমাদের ত্বকের রঙের জন্যও দায়ী এই মেলানিন। মেলানোসাইট কোষগুলি স্বাভাবিক মাত্রায় মেলানিন তৈরি করতে না পারলে চুলের রং সাদা হতে শুরু করে।

🌳 অকালে চুলপাকার কারণগুলির মধ্যে রয়েছে,
➡️বংশগত,
➡️ কঠিন কোনও অসুখ,
➡️ ভিটামিনের অভাব,
➡️ দীর্ঘসময় ধরে চুলে রোদ পড়া,
➡️ চুলে তাপ প্রয়োগ করা,
➡️ হেয়ার স্ট্রেটনিং,
➡️ মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার,
➡️ কলপ করা,
➡️ অতিরিক্ত ধূমপানের অভ্যাস ইত্যাদি।

সুতরাং প্রথমেই দেখতে হবে চুল পাকতে শুরু করেছে কেন! সেই বুঝে ওষুধ খেতে হবে। চুল পাকতে শুরু করার প্রাথমিক অবস্থা থেকেই হোমিওপ্যাথির সাহায্য নিলে চুল সাদা হওয়ার অগ্রগতি অনেকটাই রোধ করা সম্ভব!

🌿 বংশগতির কারণে চুল পাকলে সেই বুঝে কিছু ওষুধ খেতে হবে। আবার কিছু রোগ যেমন থাইরয়েডের গণ্ডগোল হলে, শ্বেতীর মতো অটোইমিউন ডিজিজ হলে, মানসিক চাপে ভুগলে ও ধূমপানে আসক্তি থাকলে আগে রোগ বা মূল কারণটি সারানোর ওষুধ দিতে হবে। তাহলেই চুল সাদা হওয়া বন্ধ হয়ে যাবে।

আবার ভিটামিন বি৩, বি৬, বি৭, বি১২, ই, এ, সি এর মতো ভিটামিন, জিঙ্ক-সেলেনিয়ামের মতো খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাবেও দ্রুত পাকতে পারে চুল। সেক্ষেত্রে ওষুধের সঙ্গে শরীরে যাতে পুষ্টি উপাদানের জোগান বজায় থাকে তাও নিশ্চিত করতে হবে।

অন্যদিকে কলপে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড নামে রাসায়নিক। পারঅক্সাইড চুলের মেলানিন ধ্বংস করে। ফলে দ্রুত চুল সাদা হতে থাকে। অতএব, চুল কেন পাকছে তার প্রধান কারণ চিহ্ণিত করা আগে দরকার। সেই বুঝে দেওয়া যায় ওষুধ।

🌳হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম, সালফার, সোরাইনাম, ক্যালকেরিয়া কার্ব, সেলিনিয়াম, ফসফরাসের মতো ওষুধগুলি চুল পাকা রোধে খুব ভালো কাজ করে। তবে কোন রোগীর ক্ষেত্রে কোন ওষুধ ভালো কাজ করবে তা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকই নির্ণয় করতে পারেন।

❤️ অবশ্য আর্নিকা মাদার টিংচার, জাবোরান্ডি মাদার টিংচার, আমলকী মাদার টিংচার নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার চুলে ব্যবহার করা যায়। তবে সমস্যার প্রকৃত সমাধান চাইলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।

ডা. আয়েশা সিদ্দীকা (হোমিওপ্যাথ)

🔻 মেদ মেদ মেদ কমানোর উপায় চারিদিকে শুনা যায়, সবাই কিন্তু মেদ কমানোর উপায় চায় না। কেউ কেউ মেদ বাড়ানোর উপায়ও চায়,,,আজকে হো...
21/06/2022

🔻 মেদ মেদ মেদ কমানোর উপায় চারিদিকে শুনা যায়, সবাই কিন্তু মেদ কমানোর উপায় চায় না। কেউ কেউ মেদ বাড়ানোর উপায়ও চায়,,,

আজকে হোমিওপ্যাথিক মেডিসিন এর দ্বারা মেদ বাড়ানো ও কমানোর উপায় সম্পর্কে আলোচনা করবো,,

১০০% কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন 😱

🔴 মেদ কমাইতে অন্যতম উৎকৃষ্ট ঔষধ
🔸 ক্যালোট্রপিস
🔸 ফিউকাস ভেস
🔸 ফাইটোল্যাক্কা

🔴 মেদ বাড়াইতে বা মোটাসোটা হতে চাইলে
🔸 আলফালফা
🔸 ফাইভফস
🔸 ক্যারিকা প্যাপায়া

📍 অবশ্যই কমপক্ষে ৩ মাস ঔষধ সেবন করতে হবে। রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে

ঔষধ চলাকালীন সময়ে দুধ, চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে।

সূর্যমুখী Shurjomukhi

সংসারে কাজ যেন শেষ হয় না!সারাদিন একের পর এক কাজ করেই চলেছি,,,,, সংসারের কাজ, সন্তানের জন্য কাজ, নিজের পড়াশোনা, কিংবা নিজ...
20/06/2022

সংসারে কাজ যেন শেষ হয় না!

সারাদিন একের পর এক কাজ করেই চলেছি,,,,, সংসারের কাজ, সন্তানের জন্য কাজ, নিজের পড়াশোনা, কিংবা নিজের ক্যারিয়ার গড়তে ব্যাস্ততা।

এত ব্যাস্ততা কিসের জন্য? স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার প্রচেষ্টা,,,, সন্তানদের মানুষের মত মানুষ বানানোর প্রচেষ্টা। তাইতো?

তাহলে এবার বলুন, পরিবারকে কতটুকু সময় দিচ্ছেন? স্বামী স্ত্রী কতক্ষণ কতক্ষণ একসাথে সময় কাটায়? সন্তানকে সময় দেন, পরিবারকে সময়দেন,,,

সবাই একসাথে কিছু সৃয় তেলাওয়াত করুন, বাসার বাচ্চাদের নিয়ে নামাজ পড়ুন, একসাথে নাস্তা করতে করতে গল্প করুন,,, পরিবারে আল্লাহ তায়ালা শান্তি দিবেন, বরকত দিবেন,,, হতাশা দুর হবে, মনের জোড় বাড়বে, মানসিক শক্তি, পারিবারিক বন্ধন অটুট হবে।

পরিবারে শান্তি আনতে স্বামী স্ত্রীর সম্পর্ক টা ভালো হওয়া চাই,,, এটাতে সবাই একমত কিন্তু দ্বন্দ্ব যেন লেগেই থাকে,,, পিছু ছাড়েনা🤔🤔

🔻🔻 আমি মনে করি যার যে বিষয়েই দ্বন্দ্ব হোক না কেন,,, ঝগড়া, ভুল বুঝাবুঝি, দ্বন্দ্বের মুল কারণ হলো শারীরিক সম্পর্কে পরিপূর্ণ তৃপ্তি না পাওয়া,,,, হয়তো সেটা নিজেরা টের নাও পেতে পারেন,,,,
খেয়াল করে দেখবেন বিষয়টা।

s*x health ভালো রাখুন। প্রয়োজনে হোমিওপ্যাথির সহায়তা নিন❤️ সুখী পরিবার গড়ে তুলুন ❤️

আর ঝগড়ার খারাপ প্রভাব পরে সন্তানের উপর।

ইলেকট্রনিক শক❗❗হাতের কাছে হোমিও ফার্স্ট এইড বক্সে রাখুন কফিয়া বা ফসফরাস ২০০😱। ১মাত্রা দিয়ে ম্যাগ ফস 3x ও কেলি ফস 6x ৩টি ...
20/06/2022

ইলেকট্রনিক শক❗❗

হাতের কাছে হোমিও ফার্স্ট এইড বক্সে রাখুন কফিয়া বা ফসফরাস ২০০😱।

১মাত্রা দিয়ে ম্যাগ ফস 3x ও কেলি ফস 6x ৩টি করে মোট ৬ টি বড়ি গরম পানি সহ ১৫ মিনিট পর পর খাওয়াতে হবে

🔻🔻 অবশ্যই রোগীকে চিৎ করে শুয়ায়ে সমস্ত দেহে সরিষার তেল মালিশ করতে হবে।

হোমিওপ্যাথিতে ঔষধের পাওয়ার কম বেশি রোগীর অনেক কিছুর সাথে বিবেচনা করে ঠিক করা হয়।প্রয়োজনে ১ বা ২ মাস পর পাওয়ার বাড়ানো হয় ...
20/06/2022

হোমিওপ্যাথিতে ঔষধের পাওয়ার কম বেশি রোগীর অনেক কিছুর সাথে বিবেচনা করে ঠিক করা হয়।

প্রয়োজনে ১ বা ২ মাস পর পাওয়ার বাড়ানো হয় চিররোগের ক্ষেত্রে। চিররোগ, জটিল রেগের ক্ষেত্রে এই কারণেই কিছুটা সময় লাগে। ফার্স্টেই অনেক বেশি পাওয়ার এর মেডিসিন দেয়া যায় না।

একই ঔষধ ৩০,২০০,১০০০,১০হাজার, ৫০হাজার আরো বেশি পাওয়ারেরও আছে।

ফাংশনাল চেঞ্জ এর সময় আস্তে আস্তে উচ্চ শক্তির ঔষধ ব্যবহার করা হয়।

অবশ্যই লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।

কিছু করতে পারছিনা আমরা, অন্তত দু’আ করতে পারি!হে আল্লাহ সিলেটবাসীদের উপর রহম করুন,আমাদেরকে হেফাজত করুন। আপনার আযাবে পাকড়...
20/06/2022

কিছু করতে পারছিনা আমরা, অন্তত দু’আ করতে পারি!

হে আল্লাহ সিলেটবাসীদের উপর রহম করুন,
আমাদেরকে হেফাজত করুন। আপনার আযাবে পাকড়াও হতে চাইনা।

বাড়িয়ে দিই সহযোগিতার হাত

#ডাক্তার

ডার্ক সার্কেল, ব্ল্যাকহেডস ও ব্রণ মেছতার পার্মানেন্ট সলুশান  ⁉️❓❓🍇🍇 হোমিওপ্যথিক ঔষধ গোড়া থেকে নির্মূল করে এবং রোগটি আর প...
19/06/2022

ডার্ক সার্কেল, ব্ল্যাকহেডস ও ব্রণ মেছতার পার্মানেন্ট সলুশান ⁉️❓❓

🍇🍇 হোমিওপ্যথিক ঔষধ গোড়া থেকে নির্মূল করে এবং রোগটি আর পুনরায় ফিরে আসে না।ডার্ক সার্কেল ও ত্বকের বিভিন্ন রোগের চিকিৎসার কিছু সাধারণ ঔষধ

🔴 লাইকোপোডিয়াম ক্ল্যাভ্যাটাম
▪️ চোখের চারপাশের নীল বৃত্তাকার ধূসর-হলুদ রঙের দাগ নিরাময় করে
▪️ এটি নাক এবং মুখের উপর বাদামী দাগ নিরাময় করতে পারে।
▪️ ব্ল্যাকহেডস দুর করে।

🔴 সিপিয়া অফিনসিনালিস
▪️ ক্লোঅ্যাজমা (মুখের উপর হলুদ দাগ এবং নাক এবং গালের উপরের অংশে একটি হলুদ চিহ্ন)রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
▪️ ব্রণ ও মেছতার জন্য খুবই কার্যকরী

🔴 থুজা অক্সিডেন্টালিস
▪️বাদামী ছোপযুক্ত শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত
▪️চোখের নীচে ডার্ক সার্কেল থাকলেও উপকার মেলে।
▪️ ব্রণ এর জন্য একটি ভালো মেডিসিন

🔴 আর্জেন্টিকাম নাইট্রিকাম
▪️ পাংশুবর্ণ ,
▪️ ফ্যাকাশে ত্বকের গরিমা ফিরিয়ে আনতে সাহায্য করে। যারাটেনশন করেন , নিয়মিত বাদামী ছোপ পড়ছে মুখে তাদের জন্য এটা কার্যকরী।

🔴 ক্যাডমিয়াম সালফারেটাম
▪️ গাল এবং নাকের উপরের হলুদ, কালো বা সাদা দাগ দূর করতে ব্যবহার করতে পারে।সাধারণত বাতাস এবং সূর্যরশ্মির কারণে এই দাগ হয়ে থাকে।

🔴 কোপাইভা অফিনসিনালিস
▪️ বাদামী লেন্টিকুলার( লেন্সের মতো)স্পটগুলো হ্রাস করে।

🔴 গর্ভাশয় এবং মাসিক রোগের কারণে চামড়া বিবর্ণহয়েছে যেসব মহিলাদের তারা কলোফাইলাম থালিকট্রোয়িডস খেতে পারেন।

🔴 প্লামবাম মেলালিকাম সাধারণত
▪️ লিভার স্পট,
▪️ হাইপার পিগমেন্টেশন এবং
▪️ মুখের তেল সামগ্রী হ্রাস করে।

অবশ্যই লক্ষণ অনুযায়ী খেতে হবে।

দ্রুত আরোগ্যের জন্যে ,ত্বকের গঠনবিন্যাস ঠিক রাখার জন্য , উজ্জ্বলতা বজায় রাখতে ত্বকে লাগানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত হয় মাদার টিংচার ও কম শক্তি দিয়ে তৈরি মেডিসিন যা পার্শ্ব প্রতিক্রিয়াহীন হবে।

🔸 যাইহোক সঠিক চিকিৎসা পেতে সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার দেখান, তার পরামর্শ নিন। রোগীর পুঙ্খানুপুঙ্খ অসুবিধা জানার পর চিকিত্সার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনি যদি কোন নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করতে চান তবে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন।

ডা. আয়েশা সিদ্দিকা

💠 কোলেস্টেরল নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি 🔻🔻 স্থূলতা কোলেস্টেরল বৃদ্ধির প্রধান কারণ। উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি বাড়লে ওজন বৃদ্ধি...
19/06/2022

💠 কোলেস্টেরল নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি

🔻🔻 স্থূলতা কোলেস্টেরল বৃদ্ধির প্রধান কারণ। উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি বাড়লে ওজন বৃদ্ধি করবেন না। ওজন কমানোর চেষ্টা করুন। উচ্চ কোলেস্টেরল এবং স্থূলতার কারণে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ শরীরে উৎপন্ন হয়।

🔴 উচ্চ কোলেস্টেরল হওয়ার কারণ

🔸 ওজন বৃদ্ধি
🔸 কঠোর পরিশ্রম না করা
🔸 খাওয়ায় অবহেলা
🔸 বংশগত

🔴 কোলেস্টেরল বৃদ্ধির ফলে যেগুলি হয়-

▪️ উচ্চ রক্তচাপ
▪️ দ্রুত ক্লান্তি
▪️ঘেমে যাওয়া
▪️ ডায়াবেটিস রোগীদের সুগারের মাত্রা বেড়ে যাওয়া

🟢 কোলেস্টেরল কমানোর উপায়

▪️স্থূলতা হ্রাস করুন
▪️মাছ
▪️শুকনো ফল
▪️ অ্যালোভেরা
▪️ ধনিয়া
▪️ অঙ্কুরিত শস্য
▪️ ওটস
▪️ গ্রিন ট্রি ইত্যাদি খান
▪️ যোগব্যায়াম করুন
▪️ স্বাস্থ্যকর খাদ্য খান
▪️ অতিরিক্ত ওষুধ খাওয়া এড়িয়ে চলুন

✅ সাইড ইফেক্ট ছাড়া হোমিওপ্যাথি মেডিসিন খেতে পারেন রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে।

ডা. আয়েশা সিদ্দিকা

🔴 প্রেগ্ন্যান্সি হোমিও কম্বো প্যাকএই প্যাকে থাকবে▪️ জরায়ুর স্থিতি পক্কোতা বাড়ার মেডিসিন যাতে এবোরশন না হয়,,,▪️ গর্ভস্থ শ...
19/06/2022

🔴 প্রেগ্ন্যান্সি হোমিও কম্বো প্যাক

এই প্যাকে থাকবে

▪️ জরায়ুর স্থিতি পক্কোতা বাড়ার মেডিসিন যাতে এবোরশন না হয়,,,

▪️ গর্ভস্থ শিশুর হাড় ও ব্রেণ ঠিক মত গঠিত হওয়ার মেডিসিন

▪️ বাচ্চার পজিশন ঠিক থাকার ও স্বাভাবিক থাকার মেডিসিন

▪️ গর্ভস্থ সন্তান বাবা মা অথবা বংশগত যেকোনো রোগ বা দোষ থেকে মুক্ত থাকে ( এজমা, টিবি, এলার্জি, ডায়াবেটিস, প্যারালাইসিস, বাত, বেঁটে বা খাটো হওয়া ইত্যাদি)

▪️ আয়রন ও ক্যালসিয়াম এর হোমিও ঔষধ

▪️ গর্ভস্থ শিশুর নড়াচড়া ঠিক থাকার ও অক্সিজেনের লেবেল ঠিক রাখার জন্য

▪️ শিশুর গর্ভকালীন ত্রুটি মুক্ত হওয়ার

▪️ নরমাল ডেলিভারিতে বেবি হওয়ার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন

▪️ স্ট্রেচ মার্কস, মাতৃত্বকালীন দাগ দুর করার মেডিসিন

▪️ প্রসব ক্রিয়া দ্রুত হওয়ার ও প্রসবকালীন জটিলতা হতে মুক্তি পাওয়ার মেডিসিন।

▪️ কন্সটিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন

❤️❤️ যাতে একজন গর্ভবতী মা ও গর্ভস্থ শিশু পার্শ্বপ্রতিক্রিয়া হীন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারেন এই প্রত্যাশা❤️❤️।

💠 এই মেডি প্যাক টি কাদের জন্য? ❓❓

🔸 গর্ভবতী মায়ের জন্য
🔸 যারা নরমাল ডেলিভারিতে বেবি হওয়ার চেষ্টা করবেন তাদের
🔸 যারা ভি ব্যাক এ চেষ্টা করতে চান তাদের
🔸 যারা সি সেকশান এ করবেন তাদের জন্যও সেরা একটি কম্বো প্যাক।

🔴বি.দ্রঃ প্রেগন্যান্সি হোমিও কম্বো প্যাক টি আমি ব্যাক্তিগত ভাবে সবদিক বিবেচনা করে গুছিয়েছি। কোন ভুলত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ও ইনবক্সে জানাবেন, আমি শুধরিয়ে নিব।

ডা. আয়েশা সিদ্দিকা

হোমিও ফেয়ারনেস টোনার হোমিও টোনার,,, শতভাগ কার্যকরী হোমিও মেডিসিন দিয়ে তৈরি। 🔖 এটি ত্বকের বাড়তি পুষ্টি জোগায় এবং ত্বকের...
19/06/2022

হোমিও ফেয়ারনেস টোনার

হোমিও টোনার,,, শতভাগ কার্যকরী হোমিও মেডিসিন দিয়ে তৈরি।

🔖 এটি ত্বকের বাড়তি পুষ্টি জোগায় এবং ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখে। মেডিসিন টোনার ত্বককে গভীর থেকে পরিষ্কার করে।

🔻 যার ফলে ত্বকে মেলানিনের মাত্রা কমিয়ে ভিতর থেকে গ্লো ও শাইনি করে তোলে। ত্বক হয় আরো ফর্সা ও আকর্ষণীয় 😱

🔖 এ ছাড়া লোমকূপ সংকুচিত করে ব্রণের প্রবণতা কমাতে সহায়তা করে।

🔖 টোনার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে।

📍 হোমিও মেডিসিন টোনার সম্পুর্ন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

"হোমিও ফেয়ারনেস টোনার " ভিতর থেকে গ্লো করে।

ডা. আয়েশা সিদ্দিকা

🙈 ছবির সাথে টোনারের কোন সম্পর্ক নেই 🙈

ওজন কমাতে হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন তো❓আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ  আমাদের সবার প্রিয় Raunak Nishi  আপুর ওয়েট ৩ কেজি...
19/06/2022

ওজন কমাতে হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন তো❓

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় Raunak Nishi আপুর ওয়েট ৩ কেজি কমেছে😱😱 আরো কয়েকটি সমস্যা দুর হয়েছে।

আর কয়েকটি বাদ আছে আশাকরি আস্তে আস্তে সেটাও সারিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

আপু কালকে জানালেন,,, আল্লাহর হাজার শুকরিয়া, আপুও অনেক খুশি, আমারও ভালো লাগছে,,,🥰

সবাই দোয়া করবেন, আমি যেন সবাইকে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে যেতে পারি,,,

Address

Mahatab Uddin Road, Court Para
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when সূর্যমুখী Shurjomukhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সূর্যমুখী Shurjomukhi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram