
25/08/2023
অদ্য 24-08-2023 ইং রোজ বৃহস্পতিবার বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম (সাইদুর) বহলবাড়ীয়া সেন্টার বাজার এ অবস্থিত "ডক্টরস পয়েন্ট এন্ড মেডিকেল সার্ভিসেস " এর স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন । এই সময় তিনি নিজেও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন ।