Health Zone

Health Zone আমাদের প্রোডাক্ট এর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নিঃসন্দেহে নিতে পারবেন ইনশাআল্লাহ

04/11/2024
বাংলাদেশ সাইন্সল্যাবের পরিক্ষীত সাটিফিকেট বাংলাদেশ DRICM কতৃক অনুমোদন এবং বাংলাদেশ BSTI কর্তৃক অনুমোদিত আমাদের যৌন বিশেষ...
04/11/2024

বাংলাদেশ সাইন্সল্যাবের পরিক্ষীত সাটিফিকেট বাংলাদেশ DRICM কতৃক অনুমোদন এবং বাংলাদেশ BSTI কর্তৃক অনুমোদিত আমাদের যৌন বিশেষজ্ঞ ডক্টর শুভেন্দ্র কর্মকার এর সাজেশনে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি

Night King massage oil. সাইজ অনেক কিছু মেটার করে। আপনার লিঙ্গ /পেনিস কে ২-৪ ইঞ্চি লম্বা, মোটা, শক্ত এবং বড় করবে স্থায়ীভা...
04/11/2024

Night King massage oil.
সাইজ অনেক কিছু মেটার করে।
আপনার লিঙ্গ /পেনিস কে ২-৪ ইঞ্চি লম্বা, মোটা, শক্ত এবং বড় করবে স্থায়ীভাবে। 🍌🍌🍌
এখনি আপনার সমস্যা সমাধান করতে যোগাযোগ করুণ নিচের নাম্বারে।

বিবাহিত ভাইবোনেরা অবশ্যই পড়বেন।💝বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনে...
06/05/2024

বিবাহিত ভাইবোনেরা অবশ্যই পড়বেন।💝

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই | দরকার আপনার ভালোবাসার |
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না | আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে |
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায় |
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না |.
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন | কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন | উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন |
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে |
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসা/স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে|
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসা/স্কুলে দিয়ে আসুন |
সে আপনার আদর্শে বড় হবে |

তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না | বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে |
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় | এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না |
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে | দেখে না শুধু আপনাকে |
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় | এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে |
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা
আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা হলো না | সন্তান বুকে নিয়ে ঘুমানো|
হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড় | যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন |

03/05/2024

স্বাস্থ্যকর জীবন একটি বিষয় যা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবন মানে শুধু রোগমুক্ত থাকা নয়, বরং মানসিক ও শারীরিক ভালোবাসা, সন্তুষ্টি ও সুখ অনুভব করা। স্বাস্থ্যকর জীবনের জন্য কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ উপায় হলো:

নিয়মিত ভিত্তিতে ব্যায়াম করা। ব্যায়াম শরীরের ওজন নিয়ন্ত্রণ করে, শক্তি বাড়ায়, মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা উচিত।1

স্বাস্থ্যকর খাবার খাওয়া। খাবারের তালিকায় বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেল, প্রোটিন, আঁশ, ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার রাখা উচিত। ফল, শাক-সবজি, শষ্যদানা, দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম প্রভৃতি খাবার শরীরের জন্য উপকারী। ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার, আঁশযুক্ত খাবার, অতিরিক্ত চিনি বা লবণ এড়াতে হবে।2

পরিমিত মদ্যপান করা। মদ্যপান করলে শরীরের ক্যালোরি বাড়ে, যা ওজন বাড়ানোর কারণ হতে পারে। মদ্যপান করলে হৃদরোগ, ক্যান্সার, যকৃত রোগ, মানসিক সমস্যা ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে। তাই মদ্যপান করলে পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। নারীদের জন্য দৈনিক ছোট এক গ্রাস ওয়াইন বা পুরুষদের জন্য এক বোতল বিয়ারের বেশি মদ নয়।1

ধূমপান না করা। ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। ধূমপান করলে হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য, চোখের রোগ, দাঁতের রোগ ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে। ধূমপান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ধূমপান করলে বার্ধক্যে শরীরের অবনতি দ্রুত হয়।1

পর্যাপ্ত ঘুমানো। ঘুম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঘুম শরীর ও মনের শান্তি রাখে, শক্তি বাড়ায়, মেমরি ও শিক্ষার ক্ষমতা বাড়ায়। ঘুম কম হলে মানসিক ও শারীরিক সমস্যা হতে পারে। প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত।1

এই উপায়গুলি মেনে চললে আপনি স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবেন। স্বাস্থ্যকর জীবন আপনাকে রোগমুক্ত রাখবে এবং দীর্ঘ জীবন লাভ করতে সাহায্য করবে।

03/05/2024

শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিচের ৫ টি পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে:

ভালো ও পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে: শরীর সুস্থ রাখার জন্য প্রথমেই ভালো ও পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকে নজর দিতে হবে। নিয়মিত খাবার না খেলে খুব শীঘ্রই আপনি অসুস্থ হয়ে যাবেন।

উত্তম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উত্তম স্বাস্থ্যবিধি শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে বিরাট ভূমিকা রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

সঠিক উপায়ে ত্বক ও চুলের যত্ন নিন: ত্বক ও চুলের সঠিক যত্নের ফলে শরীর ও মন ভালো থাকে, মন সতেজ থাকলে যেকোনো কাজ সঠিক, সুন্দর ও ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করা যায়।

পর্যাপ্ত ঘুম নিন: দিনে ঘুমানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। রাতে পর্যাপ্ত ঘুমিয়ে নিতে হবে।

নিয়মিত ব্যায়াম করুন: নিয়মিত ব্যায়াম করা শরীরের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

★কোন সাইড-ইফেক্ট আছে কি নাঃ আমাদের প্রোডাক্টটি একদম ন্যাচারাল এবং অর্গানিক প্রডাক্ট যার ফলে কোন ধরনের সাইডএফেক্ট নাই এবং...
03/05/2024

★কোন সাইড-ইফেক্ট আছে কি নাঃ আমাদের প্রোডাক্টটি একদম ন্যাচারাল এবং অর্গানিক প্রডাক্ট যার ফলে কোন ধরনের সাইডএফেক্ট নাই এবং বিএসটিআই অনুমোদিত.. ১০০% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

★অর্ডার প্রসেসঃ পুরা বাংলাদেশে ক্যাশঅন হোম ডেলিভারি দেওয়া হয় অগ্রিম কোন টাকা দিতে হবে না পার্সেল হাতে পেয়ে ডেলিভারিম্যানকে টাকা বুঝিয়ে দিবেন।

★রিটার্ন পলিসিঃ আমাদের নিয়ম অনুসারে টানা ২০-২৫দিন ব্যবহার করার পরও যদি কোন কারণে কাজ না হয় সেটি প্রমাণ করতে পারলে ৬০% টাকা রিটার্ন করা হবে।

★আরো বিস্তারিত জানতে মেসেজ করুন এবং সরাসরি যোগাযোগ করুন

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Health Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram