সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট Voluntary Organization

ড. মো. শহীদুল ইসলাম স্যারকে প্রফেসর পদে উন্নীত হওয়ায় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।...
02/12/2025

ড. মো. শহীদুল ইসলাম স্যারকে প্রফেসর পদে উন্নীত হওয়ায় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনার জ্ঞান, নিষ্ঠা ও নেতৃত্ব আমাদের পথ দেখায়।

প্রফেসর হিসেবে স্যারের নতুন অধ্যায়ের যাত্রা আরও সফল ও সমৃদ্ধ হোক। সর্বোচ্চ শ্রদ্ধা ও অভিনন্দন।

World AMR Awareness Week 2025‘Act Now: Protect Our Present, Secure Our Future’.অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক এন্টিবায়োটিক ব্য...
24/11/2025

World AMR Awareness Week 2025
‘Act Now: Protect Our Present, Secure Our Future’.

অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক এন্টিবায়োটিক ব্যবহার ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে। সচেতনতা বৃদ্ধি এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপই পারে উক্ত সমস্যা হতে উত্তরণের অন্যতম উপায়।

প্রতি বছরের ন্যায় এবছরও সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দুই দিন ব্যাপী অতিরিক্ত এন্টিবায়োটিক গ্রহণ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর...💝

প্রফ নামক মহাযুদ্ধেজয়ী হবে তুমিই...মেডিকেল লাইফের প্রথম প্রফ একটি বিভীষিকাময় অবস্থা, একটি মহাযুদ্ধের রূপ। আমরা বুঝি এই প...
11/11/2025

প্রফ নামক মহাযুদ্ধে
জয়ী হবে তুমিই...

মেডিকেল লাইফের প্রথম প্রফ একটি বিভীষিকাময় অবস্থা, একটি মহাযুদ্ধের রূপ। আমরা বুঝি এই পর্যায় একজন পরিক্ষার্থীর সময় কিভাবে অতিবাহিত হয়।

আগামী ১৬ নভেম্বর হতে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হতে চলা প্রথম প্রফের পরীক্ষার্থীদের সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ হতে কিছু উপহার প্রদান করা হয়।

স্নেহের এমবিবিএস ১৩তম ব্যাচের জন্য শুভকামনা। মহান আল্লাহ আপনাদের জন্য সবকিছু সহজ করে দিক, সফলতা দান করুন- এই প্রত্যাশায়...

মানবতার কল্যাণে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের ড্রাগ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।~~গত ৯ নভেম্বর, Acute Abdomen...
09/11/2025

মানবতার কল্যাণে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের ড্রাগ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।

~~
গত ৯ নভেম্বর, Acute Abdomen এর এক অসহায় রোগী সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সাথে যোগাযোগ করলে দ্রুততার সাথে কুষমেক ইউনিট হতে জরুরী ঔষধ প্রদান করে সহায়তা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. মো. মাহমুদুল হাসান এবং উপদেষ্টা ডা. মুকাররাবিন হক নিবিড়।

~~
গত ৫ নভেম্বর, Nephrotic Syndrome-এ আক্রান্ত একটি শিশু জটিল অবস্থা নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তার পরিবার ঔষধ কিনতে হিমশিম খাচ্ছিলো, বিষয়টি আমাদের নজরে আসে। তৎক্ষণাৎ আমাদের ড্রাগ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু ঔষধ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের কার্যকরী সদস্য-২ আজমিরা আইরিন মিথিলা।

~~
গত ৩ অক্টোবর, মেডিসিন বিভাগ হতে MSK তথা পেশি জনিত জটিলতায় আক্রান্ত এক অসহায় রোগী জরুরী ঔষধ কিনতে অপারগতা প্রকাশ করলে সন্ধানী কুষমেক ইউনিটের সাথে যোগাযোগ করলে, ইউনিট হতে ব্যবস্থাপনা পত্র অনুযায়ী প্রয়োজনীয় ড্রাগ প্রদান করে রোগীকে সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মুকাররাবিন হক নিবিড় এবং উপদেষ্টা ডা. বুশরা রহমান।

এভাবেই সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট মানবতার কল্যাণে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রইল।

"জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর"

"রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি...""জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫" উপলক্ষে প...
05/11/2025

"রক্তদানে হয় না ক্ষতি,
চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি..."

"জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫" উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সর্বোচ্চ ছয়জন রক্তদাতাকে (০২/১১/২০২৪ থেকে ০২/১১/২০২৫) আলোচনা সভায় সম্মাননা প্রদান করা হয়েছে। নিম্নে উল্লেখিত ছয়জনকে সম্মাননা প্রদান করা হয়-
1. ডা.ফাহিমা মেহজাবিন শ্রাবণী (৯ম ব্যাচ)
2. সাম্মাস সারজিল(১১ ব্যাচ)
3. মোস্তফা মামুন ইমরান (১৩ ব্যাচ)
4. আজমাঈন ফায়েখ প্রথম(১৩ ব্যাচ)
5. জুহায়ের আফতাব মেমন(১৩ ব্যাচ)
6. মাসুম ভাই(অফিস সহকারী)

সকলকে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।

গত ৩১ অক্টোবর, ২০২৫কুষ্টিয়ার বড়িয়ায় টাকিমারার হররা দাখিল মাদ্রাসায় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট এবং PURE Diagnost...
04/11/2025

গত ৩১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়ার বড়িয়ায় টাকিমারার হররা দাখিল মাদ্রাসায় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট এবং PURE Diagnostic & Dialysis এর যৌথ উদ্যোগে ফ্রী হেলথ ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত দিনব্যাপী কর্মসূচিতে দুইশতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের নিজস্ব ড্রাগ ব্যাংক এর পক্ষ থেকে ব্যাবস্থাপনা অনুযায়ী যথাযথ ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও দুইশতাধিক রোগীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং শতাধিক রোগীর রক্তের গ্লুকোজ নির্ণয় করা হয়।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর...💝

(প্রচার সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের কর্মসূচি অব্যাহত থাকবে।)

“রক্তদানে হয়না ক্ষতি,চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি…”"জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫" উপলক্ষে কুষ্টিয়...
02/11/2025

“রক্তদানে হয়না ক্ষতি,
চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি…”

"জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫" উপলক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
আয়োজনে: কুষ্টিয়া মেডিকেল কলেজ
সার্বিক সহযোগিতায়: সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

দিনব্যাপী কর্মসূচির শুরুতে কুষ্টিয়া মেডিকেল কলেজ মাল্টিপারপাস হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-

সভাপতি:
ডা. মোঃ শহিদুল ইসলাম স্যার
ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া

প্রধান অতিথি:
জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্যার,
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া

বিশেষ অতিথি:
জনাব মোঃ মিজানুর রহমান ,
পুলিশ সুপার, কুষ্টিয়া

সম্মানিত অতিথিবৃন্দ:
ডা. মোঃ আনোয়ারুল কবীর স্যার,
পরিচালক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া।

ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যার, উপপরিচালক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া

ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন,
সিভিল সার্জন, কুষ্টিয়া

ডা. এস এম খসরুজ্জামান স্যার,
সদস্য সচিব, শিক্ষক সমিতি, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া

ডা. আব্দুল্লাহ মান্নান স্যার,
তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া

ডা. মুকাররাবিন হক নিবিড়, সাবেক সাধারণ সম্পাদক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ

পরবর্তীতে বিগত একবছরের ৬ জন সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে একটি আকর্ষণীয় র‍্যালী কুষ্টিয়া মেডিকেল কলেজ হতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং সবশেষে সকলের উপস্থিতিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান করেন ১৩তম ব্যাচের জুহাইর মেমন।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে আমরা সবাই এই অঙ্গীকারবদ্ধ হই যে " আমরা সকলেই স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসবো"

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর "

"রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি" এই উপপাদ্যকে সামনে রেখে পালিত হতে যাচ্ছে ২রা নভেম্বর "জাতীয় স্বেচ্...
01/11/2025

"রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি"

এই উপপাদ্যকে সামনে রেখে পালিত হতে যাচ্ছে ২রা নভেম্বর "জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫"

উক্ত দিবস উপলক্ষে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণে পোস্টারিং করা হয়।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।

২ রা নভেম্বর "জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫" উপলক্ষে আগামীকাল একযোগে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ...
01/11/2025

২ রা নভেম্বর "জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫" উপলক্ষে আগামীকাল একযোগে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালে যাথাযথ মর্যাদায় পালিত হতে যাচ্ছে। উক্ত উপলক্ষে আগামীকাল সকাল ১০:০০ ঘটিকায় আলোচনা সভা, র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এছাড়াও সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আপনারা সকলেই আমন্ত্রিত

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"

গত ২৬ শে অক্টোবর, ২০২৫ ইং তারিখে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত হয়  "Fresher's Reception & 10 years ...
31/10/2025

গত ২৬ শে অক্টোবর, ২০২৫ ইং তারিখে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত হয় "Fresher's Reception & 10 years celebration of SKuMCU -2025"

প্রথম পর্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ এর ১৪তম ব্যাচের নবীন সন্ধানীয়ানদের বরণ করে নেয় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা.মাহবুবুর রহমান খান স্যার, এছাড়াও উপস্থিত ছিলেন সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের অন্যতম শুভাকাঙ্ক্ষী ডা. আক্রামুজ্জামান মিন্টু স্যার ও ডা. শহীদুল ইসলাম স্যার । তাদের উপস্থিতিতে নবীনবরণের আয়োজনটি পূর্ণতা লাভ করে এবং স্যারেরা নবীন সন্ধানীয়ানদের বিভিন্ন উপদেশমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিশেষ ধন্যবাদ জানাই সন্ধানীর শুভাকাঙ্ক্ষী স্যারদেরকে যাদের অবদানে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ডা. মুছাদ্দেক রেজা রিপন স্যার, , ডা. শহীদুল ইসলাম স্যার, ডা. খশরুজ্জামান মুকুল স্যার, ডা. ইমতিয়াজ স্যার, ডা. বসীর উদ্দীন স্যার সহ সবাইকে।

পরবর্তীতে আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা; যা মুখোরিত হয় কৃতী সন্ধানীয়ানদের বিভিন্ন পারফরম্যান্স এর মাধ্যমে। তারপরই প্রোগ্রামকে আরও একটু আনন্দঘন করতে স্টেজে উঠে ইসলামিক ইউনিভার্সিটির জনপ্রিয় ব্যান্ড "The WAVE"
অবশেষে র‍্যাফেল ড্র ও গ্র‍্যান্ড ডিনারের মাধ্যমে প্রোগ্রামের ইতি টানা হয়।

ধন্যবাদ জানাই ডা. শামসুন্নাহার এ্যানি ম্যামকে (এসিস্ট্যান্ট রেজিস্ট্রার, গাইনী এন্ড অবস) উপদেষ্টা সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট,উপদেষ্টা সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

আরও ধন্যবাদ জানাই সন্ধানী কুষমেক ইউনিটের সকল উপদেষ্টাগণকে যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ উপদেষ্টা ডা.নিবিড়, ডা.প্রদীপ্ত প্রতিক চন্দ, ডা. মাহমুদুল হাসান, ডা. আতিকুর রহমান, ডা. জহির রাইহান ও উপদেষ্টা ডা.অর্ণব সরকার সহ সকল ইন্টার্ন ভাইয়া ও আপুদের তাদের মূল্যবান সময় প্রদানের জন্য।

সবশেষে ধন্যবাদ জানাই "SQUARE Pharmaceuticals PLC LTD"কে তাদের সার্বিক সহযোগিতার জন্য।

সকল সন্ধানীয়ানদের সতস্ফুর্ত অংশগ্রহণে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রাংগনে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"

সকলেই আমন্ত্রিত...
30/10/2025

সকলেই আমন্ত্রিত...

Pink October:ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত সচেতনতা…স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী অক্টোবর মাস...
29/10/2025

Pink October:
ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত সচেতনতা…

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী অক্টোবর মাসকে Pink October হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যার মধ্যে
২% পুরুষ সদস্যও আছেন।

প্রতি বছরের ন্যায় এবছরও সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দুই দিন ব্যাপী ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর...💝


Address

Kushtia Medical College
Kushtia
5700

Telephone

+8801754704709

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram