
27/07/2025
গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সন্ধানী-এর মতো একটি জনকল্যাণমূলক সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ ছড়াচ্ছে। সম্প্রতি নয়াদিগন্ত পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে "সন্ধানীর আড়ালে ছাত্রলীগের অনুষ্ঠান আয়োজন; অবশেষে স্থগিত" শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে, এই ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
📌"কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি ও সন্ধানীর অবস্থান"
কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রত্যক্ষভাবে ছাত্ররাজনীতির অনুপ্রবেশ ঘটে "বাংলাদেশ ছাত্রলীগ" এর কলেজ কমিটি ঘোষণার মাধ্যমে। উক্ত কমিটিতে পদপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে পরবর্তীতে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পরবর্তী কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়। এই সাহসী ও নীতিনিষ্ঠ সিদ্ধান্তটি গৃহীত হয় তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী রেজিমের অধীনেই, যা প্রমাণ করে যে, সন্ধানী তার অরাজনৈতিক ও মানবসেবামূলক আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি।
জুলাই গণঅভ্যুত্থান – ২০২৪ সময়কালীন, যখন গোটা দেশ এক চরম উত্তাল সময় পার করছিল, ঠিক তখন সন্ধানী-ই ছিল একমাত্র সংগঠন যারা জরুরি স্বাস্থ্যসহায়তা, রক্ত সরবরাহ, আহতদের চিকিৎসা এবং আন্দোলনকারীদের চিকিৎসাসেবা প্রদানে সর্বাগ্রে এগিয়ে আসে।
নিজেদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও, সন্ধানীর স্বেচ্ছাসেবীরা আন্দোলনকারীদের পাশে থেকে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এই ঐতিহাসিক সময়কালে, সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট তাদের সেবামূলক কাজ ও সাহসিকতার জন্য ছিল জাতীয় পর্যায়ে অন্যতম অগ্রণী ইউনিট।
কুষ্টিয়া মেডিকেল কলেজের ইতিহাসে সন্ধানী শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি একটি মানবিক চেতনার প্রতীক, যেখানে রাজনীতি নয়, সেবা-ই সর্বাগ্রে। রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জাতীয় সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো—এই দুটি অধ্যায়ের মাধ্যমে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট প্রমাণ করেছে, তারা শুধু মেডিকেল শিক্ষার্থীর সংগঠন নয়, বরং একটি আদর্শিক ও সেবামূলক আন্দোলনের পথিকৃৎ।
সন্ধানী সবসময়ই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে একটি নিরপেক্ষ, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এই অবস্থান শুধু নীতিগত নয়, বাস্তবেও প্রতিফলিত হয়েছে সংগঠনটির প্রতিটি কর্মকাণ্ডে। গত ১০ বছর ধরে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ঔষধ বিতরণসহ বিভিন্ন জনহিতকর কাজ অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে করে আসছে। আমাদের সকল কার্যক্রম জনস্বার্থে পরিচালিত এবং এই অঞ্চলের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।
কিছু কুচক্রী মহল সন্ধানীর সুনাম ক্ষুণ্ণ করতে এবং আমাদের জনকল্যাণমূলক কাজে বাধা দিতে এই ধরনের ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাই এবং এর তীব্র প্রতিবাদ করছি। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে এবং সচেতন জনসাধারণকে অনুরোধ করছি, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান না দিতে।
আমরা দাবি জানাচ্ছি, যারা এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তারা অবিলম্বে তাদের অপপ্রচার বন্ধ করুক এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুক। অন্যথায়, সন্ধানী তার সম্মান ও ভাবমূর্তি রক্ষার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
আমরা বিশ্বাস করি, সত্যের জয় অবশ্যম্ভাবী এবং সন্ধানী তার মহৎ উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতেও জনগণের সেবায় নিবেদিত থাকবে।
জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।