সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট Voluntary Organization

গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সন্ধানী-এর মতো একটি জনকল্যাণমূলক সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি কিছু মহল উদ্...
27/07/2025

গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সন্ধানী-এর মতো একটি জনকল্যাণমূলক সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ ছড়াচ্ছে। সম্প্রতি নয়াদিগন্ত পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে "সন্ধানীর আড়ালে ছাত্রলীগের অনুষ্ঠান আয়োজন; অবশেষে স্থগিত" শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে, এই ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

📌"কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি ও সন্ধানীর অবস্থান"

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রত্যক্ষভাবে ছাত্ররাজনীতির অনুপ্রবেশ ঘটে "বাংলাদেশ ছাত্রলীগ" এর কলেজ কমিটি ঘোষণার মাধ্যমে। উক্ত কমিটিতে পদপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে পরবর্তীতে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পরবর্তী কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়। এই সাহসী ও নীতিনিষ্ঠ সিদ্ধান্তটি গৃহীত হয় তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী রেজিমের অধীনেই, যা প্রমাণ করে যে, সন্ধানী তার অরাজনৈতিক ও মানবসেবামূলক আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি।

জুলাই গণঅভ্যুত্থান – ২০২৪ সময়কালীন, যখন গোটা দেশ এক চরম উত্তাল সময় পার করছিল, ঠিক তখন সন্ধানী-ই ছিল একমাত্র সংগঠন যারা জরুরি স্বাস্থ্যসহায়তা, রক্ত সরবরাহ, আহতদের চিকিৎসা এবং আন্দোলনকারীদের চিকিৎসাসেবা প্রদানে সর্বাগ্রে এগিয়ে আসে।

নিজেদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও, সন্ধানীর স্বেচ্ছাসেবীরা আন্দোলনকারীদের পাশে থেকে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এই ঐতিহাসিক সময়কালে, সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট তাদের সেবামূলক কাজ ও সাহসিকতার জন্য ছিল জাতীয় পর্যায়ে অন্যতম অগ্রণী ইউনিট।

কুষ্টিয়া মেডিকেল কলেজের ইতিহাসে সন্ধানী শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি একটি মানবিক চেতনার প্রতীক, যেখানে রাজনীতি নয়, সেবা-ই সর্বাগ্রে। রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জাতীয় সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো—এই দুটি অধ্যায়ের মাধ্যমে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট প্রমাণ করেছে, তারা শুধু মেডিকেল শিক্ষার্থীর সংগঠন নয়, বরং একটি আদর্শিক ও সেবামূলক আন্দোলনের পথিকৃৎ।

সন্ধানী সবসময়ই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে একটি নিরপেক্ষ, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এই অবস্থান শুধু নীতিগত নয়, বাস্তবেও প্রতিফলিত হয়েছে সংগঠনটির প্রতিটি কর্মকাণ্ডে। গত ১০ বছর ধরে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ঔষধ বিতরণসহ বিভিন্ন জনহিতকর কাজ অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে করে আসছে। আমাদের সকল কার্যক্রম জনস্বার্থে পরিচালিত এবং এই অঞ্চলের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

কিছু কুচক্রী মহল সন্ধানীর সুনাম ক্ষুণ্ণ করতে এবং আমাদের জনকল্যাণমূলক কাজে বাধা দিতে এই ধরনের ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাই এবং এর তীব্র প্রতিবাদ করছি। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে এবং সচেতন জনসাধারণকে অনুরোধ করছি, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান না দিতে।
আমরা দাবি জানাচ্ছি, যারা এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তারা অবিলম্বে তাদের অপপ্রচার বন্ধ করুক এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুক। অন্যথায়, সন্ধানী তার সম্মান ও ভাবমূর্তি রক্ষার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
আমরা বিশ্বাস করি, সত্যের জয় অবশ্যম্ভাবী এবং সন্ধানী তার মহৎ উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতেও জনগণের সেবায় নিবেদিত থাকবে।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।

"Poster Making Contest – বিজয়ীদের নাম ঘোষণা” "জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ" এবং "রক্তদান কর্মসূচী" শীর্ষক নির্মিত অসাধার...
25/07/2025

"Poster Making Contest – বিজয়ীদের নাম ঘোষণা”

"জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ" এবং "রক্তদান কর্মসূচী" শীর্ষক নির্মিত অসাধারণ পোস্টারগুলোর মধ্য থেকে নির্বাচিত হয়েছে প্রতিযোগিতার সেরা বিজয়ীগণ!
তাদের সৃজনশীলতা, ভাবনার গভীরতা এবং ইতিহাসের প্রতি দায়িত্বশীল প্রকাশ সত্যিই প্রশংসনীয়।

🎉 বিজয়ীদের প্রতি রইলো অভিনন্দন ও শুভেচ্ছা!
🖌️ পাশাপাশি সকল অংশগ্রহণকারীকেও ধন্যবাদ, যারা পোস্টারের মাধ্যমে প্রতিবাদের এক নতুন ভাষা গড়ে তুলেছেন।

📌 বিজয়ীদের তালিকা ও বিস্তারিত তথ্য নিচে প্রকাশ করা হলো:

🔸ক্যাটাগরি : সিনিয়র (ব্যাচ: ০৯-১২)

প্রথম স্থান : আনিকা মাহজেবিন লাবণ্য (ব্যাচ-১১)
দ্বিতীয় স্থান : লাইবা বিনতে ইউসুফ (ব্যাচ-০৯)
তৃতীয় স্থান : আসহাব সাদিক দিপ্য (ব্যাচ-১১) এবং যৌথভাবে ফাতিমা মাহমুদ মিম (ব্যাচ-১২)

🔸ক্যাটাগরি : জুনিয়র (ব্যাচ: ১৩-১৪)

প্রথম স্থান : নুসরাত মনসুর (ব্যাচ-১৩)
দ্বিতীয় স্থান : মোবাশশিরা রশিদ (ব্যাচ-১৩)
তৃতীয় স্থান : মেশকাতুল জান্নাত ( ব্যাচ-১৪) এবং যৌথভাবে নাফিসা আনজুম ইভা (ব্যাচ-১৪)

🔸বিশেষ বিবেচনায় সম্মানিত অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন:

জান্নাত-ই-অতসী (ব্যাচ-১৩)
সাদিয়া আলম (ব্যাচ-১৪)
জান্নাতুন তাসনিম (ব্যাচ-১৪)

সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে প্রত্যেক অংশগ্রহণকারীকে, যারা ইতিহাস, মানবতা ও চেতনার বার্তা তাদের শিল্পকর্মে ধারণ করেছেন।

📢 বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ সংক্রান্ত তথ্য এবং দেয়ালিকার জন্য নির্বাচিত পোস্টারসমূহ নিয়ে পরবর্তী আপডেট শীঘ্রই জানিয়ে দেওয়া হবে!

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ♥️

"স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ"রক্তদান কর্মসূচিকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সদর হাসপাতাল সহ কুষ্টিয়ার ব...
25/07/2025

"স্বেচ্ছায় করি রক্তদান
হাসবে রোগী বাঁচবে প্রাণ"

রক্তদান কর্মসূচিকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সদর হাসপাতাল সহ কুষ্টিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে রোগী কল্যাণ উপ পরিষদের নাম্বারসহ পোস্টার লাগানো হয়েছে।
যেকোনো প্রয়োজনে আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করলে রক্ত ম্যানেজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"

বিশেষ বিবৃতি: এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন ও বিশেষ করে সাম্প্রতিক মাইলস...
24/07/2025

বিশেষ বিবৃতি:
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন ও বিশেষ করে সাম্প্রতিক মাইলস্টোন বিমান দূর্ঘটনায় নিহতের সম্মানে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের
"Freashers reception & Gala Night- 2025" উদযাপন সাময়িক স্থগিত রাখা হলো। পরবর্তী তারিখ অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

SANDHANI KuMC Unit is proud to announce Square Pharmaceuticals PLC. Bangladesh as the official co-sponsor of the event F...
23/07/2025

SANDHANI KuMC Unit is proud to announce Square Pharmaceuticals PLC. Bangladesh as the official co-sponsor of the event Fresher’s Reception and Gala Night-2025 powered by SANDHANI Kushtia Medical College Unit
A snap with the officials of square pharmaceuticals Ltd. In front of our SANDHANI office

সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।রক্ত দিন,জীবন বাঁচান...❤️
21/07/2025

সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

রক্ত দিন,
জীবন বাঁচান...❤️

21/07/2025

জরুরি বিজ্ঞপ্তিঃ

Our hearts are heavy with grief over the tragic plane crash involving Milestone College, Diabari Campus.We pray for the ...
21/07/2025

Our hearts are heavy with grief over the tragic plane crash involving Milestone College, Diabari Campus.
We pray for the souls of those who lost their lives and for healing and strength for their families and the entire Milestone community.
May Almighty grant peace to the departed and patience to those left behind.

20/07/2025

Stay tuned for the biggest blast of KuMC!✨

কুষ্টিয়া মেডিকেল কলেজ বরাবরের মতোই তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে। নভেম্বর ২০২৪ এ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্ত...
13/07/2025

কুষ্টিয়া মেডিকেল কলেজ বরাবরের মতোই তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে। নভেম্বর ২০২৪ এ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল এক্সামে সর্বোচ্চ স্থান অধিকার এবং একই সাথে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশনে অভাবনীয় সাফল্য কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের তীব্র অধ্যবসায় এবং একাগ্রতার বহিঃপ্রকাশ।
এই সাফল্যে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ হতে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা।♥️

Considering the enthusiastic response, we are extending the submission deadline for the poster competition. Don’t miss t...
10/07/2025

Considering the enthusiastic response, we are extending the submission deadline for the poster competition. Don’t miss the chance to participate!

Check out the following link for further details:
https://www.facebook.com/share/p/1JSYkGz2wo/

Submit your poster and be part of the creative journey.

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(RMU) অধীনে অনুষ্টিতব্য ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ন সকল ভাইয়া ও আপুদের সন্ধানী কুষ...
09/07/2025

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(RMU) অধীনে অনুষ্টিতব্য ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ন সকল ভাইয়া ও আপুদের সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সুন্দর হোক আপনাদের আগামীর পথচলা।

Address

Kushtia

Telephone

+8801754704709

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট:

Share