Natural Treatment

Natural Treatment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natural Treatment, Kushtia.

28/03/2017

Homoeo
Modern Herbal Medical
কুষ্টীয়া মজমপুর গেট,ওয়ারলেছ টাওয়ারের সামনে। পুরুষদের যৌনস্বাস্থ্য সচেতনেতা সম্পর্কিত বাংলাদেশের সর্ববৃহৎ ব্লগ । যৌনস্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শে আমরা রয়েছি আপনার পাশে । আমাদের হেল্পলাইন-০১713906993

জেনে নিন - পুরুষাঙ্গের গঠন , সমস্যা সৃষ্টির কারন এবং সমস্যা সমাধানের উপায় সহ যাবতীয় সকল বিষয়াদি সম্পর্কে ।
পুরুষ মানবদেহে যতগুলো অঙ্গ - প্রত্যঙ্গ রয়েছে , তন্মধ্যে অত্যন্ত বিশেষ একটি অঙ্গের নাম হল লিঙ্গ / গোপনাঙ্গ / পুরুষাঙ্গ , আর প্রায় প্রতিটি পুরুষ ই তার এই বিশেষ অঙ্গকে একটু বিশেষ ভাবেই আশা করে থাকে । কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে , যৌনতা সম্পর্কে আমাদের দেশের পুরুষদের তেমন কোন বিশেষ জ্ঞান না থাকার কারনে এবং নিজেদের কিছু ভুলত্রুটির কারনে আমাদের দেশের অধিকাংশ পুরুষদের মাঝেই পুরুষাঙ্গ ছোট / চিকন / দুর্বলতা নামক সমস্যা অনুভূত হয় এবং সমস্যায় ভুক্তভোগী পুরুষগণ নিজের বিশেষ অঙ্গকে বড় , মোটা এবং শক্তিশালী করার সমাধান খুজতে থাকেন । আর পুরুষদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে অনেক ভুয়া এবং অসাধু ডাক্তার - কবিরাজগন মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা ক্ষতিকর এবং ক্যামিক্যাল মিশ্রিত বিভিন্ন ম্যাজিক্যাল মলম - টোটকা - ট্যাবলেট - স্প্রে সহ অনেক প্রকার উত্তেজক মেডিসিন এর মাধ্যমে চিকিৎসার নামে অপচিকিৎসা প্রদান করে থাকে , যা আসলে একজন ভুক্তভোগী পুরুষের সমস্যা সমাধানের পরিবর্তে অধিক বেশী সমস্যা সৃষ্টি করে থাকে ।

আর তাই , আমাদের দেশের পুরুষদের যৌনতা বিষয়ক জানার এবং পুরুষাঙ্গ বিষয়ক সমস্যা সমাধানের সুবিদার্থে , আজ আমরা আলোচনা করব - পুরুষাঙ্গের গঠন প্রণালী , পুরুষাঙ্গে সমস্যা সৃষ্টির কারণ , পুরুষাঙ্গ বিষয়ক সমস্যা সমাধানের উপায় , পুরুসাঙ্গ কি আসলেই বড় / মোটা / শক্তিশালী করা আদৌ সম্ভব কি না এবং যদি সম্ভব হয়ে থাকে , তাহলে সেটা কিভাবে সম্ভব , এই সম্ভাব্যতার বৈজ্ঞানিক যুক্তি এবং প্রমান সহ যাবতীয় বিষয়াদি সম্পর্কে ।

পুরুষাঙ্গের গঠন প্রণালী :- স্বাভাবিক অবস্থায় একজন পুরুষের পুরুষাঙ্গ একদম ছোট / নরম / নিস্তেজ অবস্থায় থাকে , আবার বিশেষ মুহূর্তে সেই অঙ্গটিই অত্যন্ত শক্ত , মোটা এবং সুদৃঢ় রুপ ধারন করে । কখনো কি ভেবে দেখেছেন , এটা কিভাবে সম্ভব , কিভাবে নরম এই অঙ্গটি এত শক্ত হচ্ছে , কি প্রকিয়ায় হাড়বিহীন একটি অঙ্গ এতটা শক্তিশালী রুপ ধারন করছে , আবার পরক্ষনেই সেই অঙ্গটি তুলার মত নরম হয়ে যাচ্ছে , কোন গঠন প্রণালীর কারণে একটি অঙ্গের এইরূপ পরিবর্তন সম্ভব হচ্ছে , আসলে উক্ত প্রশ্নগুলো যদিও আপনার মনে কখনো এসে থাকে , হয়ত তার উত্তরগুলো আপনার অজানাই রয়ে গেছে , তবে আজ আমরা সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি -

পুরুষাঙ্গ মুলত একধরনের স্পঞ্জের মত টিস্যু দিয়ে তৈরি , যা পুরুষেরা যৌন উত্তেজনা অনুভব করলে শিরা-উপশিরার মাধ্যমে রক্তের প্রবাহ মাত্রা বাড়িয়ে দেয় , আর সেই রক্ত পুরুষাঙ্গের ভিতর থাকা দুটি সিলিন্ডার আকৃতির প্রকোষ্ঠের ভেতর জমা হয় , যার ফলে পুরুষাঙ্গটি ফুলে বড় , মোটা এবং শক্ত হয়ে যায় । আবার উত্তেজনা চলে গেলে প্রকোষ্ঠ দুটি থেকে রক্ত বেরিয়ে আসে এবং পুরুষাঙ্গ নিস্তেজ ও নরম হয়ে যায় । এই হল মূলত পুরুষাঙ্গের গঠন প্রণালী এবং পুরুষাঙ্গের আকারের পরিবর্তন রহস্য ।

পুরুসাঙ্গে সমস্যা সৃষ্টির কারণ :- নিজেদের কিছু ভুলত্রুটি যেমন - অতিরিক্ত হস্তমৈথুন , অতিরিক্ত সহবাস , জীবানুর সংক্রামন , আঘাত পাওয়ার ফলে , বিবাহকাল অধিক সময় পার হলে , হস্তমৈথুনের সময় জোর প্রয়োগ সহ অন্যান্য আরো বিভিন্ন কারনবশত পুরুষাঙ্গে থাকা স্পঞ্জের মত টিস্যুগুলোর কার্যক্ষমতা হ্রাস এবং উৎপাদন কমে যেতে পারে , যার ফলে যৌন উত্তেজনার সময় শিরা-উপশিরার মাধ্যমে রক্তের সঠিক প্রবাহ মাত্রা বাধাগ্রস্ত হয় । এছাড়া অনেক সময় বিভিন্ন কারণে পুরুষাঙ্গে থাকা রক্ত জমাকারি প্রকোষ্ঠ ২ টি দুর্বল হয়ে যায় অথবা প্রকোষ্ঠের নিজস্ব শক্তি ক্ষীণ হয়ে যায় অথবা প্রকোষ্ঠের মাঝে রক্ত ধারন ক্ষমতা কমে যায় । আর উল্লেক্ষিত এই সব কারণগুলোর কারনেই মুলত লিঙ্গ শক্ত না হয়া , লিঙ্গের শক্তি কমে যাওয়া , লিঙ্গ ক্রমশ ছোট / চিকন এবং দুর্বল হয়ে যাওয়া , লিঙ্গ সতেজতা কমে কালো / মাটি বর্ণের রুপ ধারন করা , লিঙ্গের অগ্রভাগ বিবর্ণতা ধারন করা সহ বিশেষ অঙ্গের যাবতীয় সমস্যার দৃষ্টিগোচর হয়ে থাকে ।

পুরুষাঙ্গ বিষয়ক সমস্যা সমাধানের উপায় :- সমস্যা যখন রয়েছে , তখন তার সমাধান ও নিশ্চয়ই রয়েছে , কারণ সকল মুশকিল এর ই আহসান সম্ভব । তবে যে কোন বাহ্যিক সমস্যা দূরীকরণে প্রথমেই প্রয়োজন সমস্যা সৃষ্টির ভিতরগত / মূল কারণগুলো চিহ্নিত করা , অতঃপর সেই মূল সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করা এবং সমস্যা নিরসনে তার বাস্তবিক প্র্যয়োগ করা । তবে যে কোন সমস্যার সমাধান হিসাবে অনেকগুলো সম্ভাব্য উপায় সামনে এসে দাড়ায় কিন্তু উক্ত সমস্যা সমাধানে বৈজ্ঞানিক যুক্তি এবং নিজস্ব মেধার আলোকে উপযুক্ত উপায়ের দারস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ । আর পুরুষের বিশেষ অঙ্গ ছোট / চিকন / দুর্বল / নিস্তেজ হয়ে যাওয়া সমস্যা দূরীকরণের উপযুক্ত উপায় হিসাবে MXN modern herbal ltdএর রয়েছে শতভাগ প্রাকৃতিক এবং ভেষজ উপাদানের সংমিশ্রণে তৈরিকৃত " যাহা আপনার বিশেষ অঙ্গের সমস্যা সমাধানে শতভাগ কার্যকরী ।

" বিস্তারিত " :- সুনামধন্যGermanyর হোমিও ও আয়ুর্বেদিক মূল্যবান উপাদানের গুনাগুন , যা ব্যাবহারে ফলে আপনার লিঙ্গের স্পঞ্জ টিস্যু উৎপাদন এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাবে , লিঙ্গের সজীবতা বৃদ্ধি করবে , লিঙ্গের মাঝে রক্ত সঞ্চালন এবং সরবারহ বৃদ্ধি করবে , লিঙ্গের মাঝে থাকা প্রকোষ্ঠ ২টির রক্ত ধারণক্ষমতা বৃদ্ধি করবে , আর উক্ত কারনসমূহের ফলাফল হিসাবে আপনার লিঙ্গ ফিরে পাবে তার পূর্ণ শক্তি এবং সক্ষমতা , লিঙ্গের জড়তা কেটে লিঙ্গ ফিরে পাবে তার পূর্ণ রুপ , পূর্ণ শক্তি এবং পূর্ণ সতেজতা , পুরুষাঙ্গের সকল জড়তা এবং সমস্যা কাটিয়ে পুরুসাঙ্গ হবে বড় , মোটা এবং শক্তিশালি । গভীর থেকে খুব ধীরে ধীরে সমাধান করে থাকে , যার কারনে ইহার কার্যকারিতা সম্পূর্ণ স্থায়ী হিসাবে বিবেচিত ।

মোবাইল নাম্বার :- (০১৭১৩৯০৬৯৯৩)

গোপনীয়তা এবং নীতিমালা :- আমাদের নিকট আপনার প্রদেয় সকল ধরনের তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ , যার গোপনীয়ানতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব , আর আমরা আমাদের এই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ । সুতুরাং কোন প্রকার লজ্জা কিংবা সংকোচ ছাড়াই আপনি আপনার বিশেষ অঙ্গের সমস্যা বিষয়ক যে কোন আলোচনা করতে পারেন ।

আমাদের কিছু কথা এবং পরামর্শ :- যৌনতা আসলে লজ্জার কোন বিষয় নয় , বরংচ ইহা শিক্ষণীয় বিষয় । অন্যান্য সকল সমস্যার ন্যায় যৌন সমস্যাও অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা । কিন্তু যৌন বিষয়ক উপযুক্ত শিক্ষার অভাবে আমাদের দেশের পুরুষদের মাঝে এই সমস্যা অধিক বেশী পরিলক্ষিত হয় , আর আমাদের দেশের পুরুষদের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজারো অপচিকিৎসক দ্বারা অপচিকিৎসার শিকার হচ্ছে আমাদের পুরুষ সমাজ । আর এই অপচিকিৎসকদের দেয়া অপচিকিৎসা থেকে দূরে থাকতে আপনাদের সকলের প্রতি রইল আমাদের বিশেষ অনুরোধ এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল কিছু পরামর্শ - ( ১ ) কখনো ওয়ান টাইম / সাময়িক উত্তেজনা সৃষ্টি কোন মেডিসিন সেবন করবেন না ( ২ ) ২৪ ঘণ্টায় ফলাফল ও ৭ দিনে রোগ মুক্তি , এমন টাইপের বিজ্ঞাপন বিশ্বাস করবেন না ( ৩ ) আপনি বাংলাদেশী হয়ে পশ্চিমাদের মত পুরুষাঙ্গ কোনদিনও পাবেন না , কারণ শারীরিক অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ এর মত পুরুষের এই বিশেষ অঙ্গটিও দেশ , জাতি , বর্ণ , আবহাওয়া এর উপর নির্ভর করে গঠিত হয় ( ৪ ) অতিরিক্ত হস্তমৈথুন , অতিরিক্ত সহবাস , অতিরিক্ত পর্ণ মুভি দেখা থেকে বিরত থাকুন ( ৫ ) অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত জীবন-যাপন থেকে দূরে থাকুন ( ৬ ) প্রতিদিন পরিমিত ব্যায়াম করুন এবং পুষ্টিকর খাদ্য গ্রহন করুন । পরিশেষে বলতে চাই , যৌনতা নিয়ে কোন লজ্জা নয় , যৌন বিষয়ে কোন সংকোচ নয় , যৌন সমস্যা তেমন মারাত্মক কিছু নয় , উপযুক্ত এবং অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসার মাধ্যমে যৌন সমস্যার খুব সহজেই সমাধান পাওয়া যায় , আর তাই আজ থেকে আপনার যে কোন যৌন সমস্যার সমাধানে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার- এর শরণাপন্ন হোন , পাশাপাশি যে কোন যৌন বিষয়ক পরামর্শে আমাদের "অভিজ্ঞ ডাক্তার-গন তো রয়েছেই আপনার পাশে , ভাল থাকবেন , সুখে থাকবেন , ধন্যবাদ ।মোবঃফোনঃ০১৭১৩৯০৬৯৯৩
Like
CommentShare
Comments
ডাঃ মোঃ আঃ হান্নান
Write a comment...

Homoeo
Modern Herbal Medical
কুষ্টীয়া মজমপুর গেট,ওয়ারলেছ টাওয়ারের সামনে। পুরুষদের যৌনস্বাস্থ্য সচেতনেতা সম্পর্কিত বাংলাদেশের সর্ববৃহৎ ব্লগ । যৌনস্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শে আমরা রয়েছি আপনার পাশে । আমাদের হেল্পলাইন-০১713906993

জেনে নিন - পুরুষাঙ্গের গঠন , সমস্যা সৃষ্টির কারন এবং সমস্যা সমাধানের উপায় সহ যাবতীয় সকল বিষয়াদি সম্পর্কে ।
পুরুষ মানবদেহে যতগুলো অঙ্গ - প্রত্যঙ্গ রয়েছে , তন্মধ্যে অত্যন্ত বিশেষ একটি অঙ্গের নাম হল লিঙ্গ / গোপনাঙ্গ / পুরুষাঙ্গ , আর প্রায় প্রতিটি পুরুষ ই তার এই বিশেষ অঙ্গকে একটু বিশেষ ভাবেই আশা করে থাকে । কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে , যৌনতা সম্পর্কে আমাদের দেশের পুরুষদের তেমন কোন বিশেষ জ্ঞান না থাকার কারনে এবং নিজেদের কিছু ভুলত্রুটির কারনে আমাদের দেশের অধিকাংশ পুরুষদের মাঝেই পুরুষাঙ্গ ছোট / চিকন / দুর্বলতা নামক সমস্যা অনুভূত হয় এবং সমস্যায় ভুক্তভোগী পুরুষগণ নিজের বিশেষ অঙ্গকে বড় , মোটা এবং শক্তিশালী করার সমাধান খুজতে থাকেন । আর পুরুষদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে অনেক ভুয়া এবং অসাধু ডাক্তার - কবিরাজগন মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা ক্ষতিকর এবং ক্যামিক্যাল মিশ্রিত বিভিন্ন ম্যাজিক্যাল মলম - টোটকা - ট্যাবলেট - স্প্রে সহ অনেক প্রকার উত্তেজক মেডিসিন এর মাধ্যমে চিকিৎসার নামে অপচিকিৎসা প্রদান করে থাকে , যা আসলে একজন ভুক্তভোগী পুরুষের সমস্যা সমাধানের পরিবর্তে অধিক বেশী সমস্যা সৃষ্টি করে থাকে ।

আর তাই , আমাদের দেশের পুরুষদের যৌনতা বিষয়ক জানার এবং পুরুষাঙ্গ বিষয়ক সমস্যা সমাধানের সুবিদার্থে , আজ আমরা আলোচনা করব - পুরুষাঙ্গের গঠন প্রণালী , পুরুষাঙ্গে সমস্যা সৃষ্টির কারণ , পুরুষাঙ্গ বিষয়ক সমস্যা সমাধানের উপায় , পুরুসাঙ্গ কি আসলেই বড় / মোটা / শক্তিশালী করা আদৌ সম্ভব কি না এবং যদি সম্ভব হয়ে থাকে , তাহলে সেটা কিভাবে সম্ভব , এই সম্ভাব্যতার বৈজ্ঞানিক যুক্তি এবং প্রমান সহ যাবতীয় বিষয়াদি সম্পর্কে ।

পুরুষাঙ্গের গঠন প্রণালী :- স্বাভাবিক অবস্থায় একজন পুরুষের পুরুষাঙ্গ একদম ছোট / নরম / নিস্তেজ অবস্থায় থাকে , আবার বিশেষ মুহূর্তে সেই অঙ্গটিই অত্যন্ত শক্ত , মোটা এবং সুদৃঢ় রুপ ধারন করে । কখনো কি ভেবে দেখেছেন , এটা কিভাবে সম্ভব , কিভাবে নরম এই অঙ্গটি এত শক্ত হচ্ছে , কি প্রকিয়ায় হাড়বিহীন একটি অঙ্গ এতটা শক্তিশালী রুপ ধারন করছে , আবার পরক্ষনেই সেই অঙ্গটি তুলার মত নরম হয়ে যাচ্ছে , কোন গঠন প্রণালীর কারণে একটি অঙ্গের এইরূপ পরিবর্তন সম্ভব হচ্ছে , আসলে উক্ত প্রশ্নগুলো যদিও আপনার মনে কখনো এসে থাকে , হয়ত তার উত্তরগুলো আপনার অজানাই রয়ে গেছে , তবে আজ আমরা সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি -

পুরুষাঙ্গ মুলত একধরনের স্পঞ্জের মত টিস্যু দিয়ে তৈরি , যা পুরুষেরা যৌন উত্তেজনা অনুভব করলে শিরা-উপশিরার মাধ্যমে রক্তের প্রবাহ মাত্রা বাড়িয়ে দেয় , আর সেই রক্ত পুরুষাঙ্গের ভিতর থাকা দুটি সিলিন্ডার আকৃতির প্রকোষ্ঠের ভেতর জমা হয় , যার ফলে পুরুষাঙ্গটি ফুলে বড় , মোটা এবং শক্ত হয়ে যায় । আবার উত্তেজনা চলে গেলে প্রকোষ্ঠ দুটি থেকে রক্ত বেরিয়ে আসে এবং পুরুষাঙ্গ নিস্তেজ ও নরম হয়ে যায় । এই হল মূলত পুরুষাঙ্গের গঠন প্রণালী এবং পুরুষাঙ্গের আকারের পরিবর্তন রহস্য ।

পুরুসাঙ্গে সমস্যা সৃষ্টির কারণ :- নিজেদের কিছু ভুলত্রুটি যেমন - অতিরিক্ত হস্তমৈথুন , অতিরিক্ত সহবাস , জীবানুর সংক্রামন , আঘাত পাওয়ার ফলে , বিবাহকাল অধিক সময় পার হলে , হস্তমৈথুনের সময় জোর প্রয়োগ সহ অন্যান্য আরো বিভিন্ন কারনবশত পুরুষাঙ্গে থাকা স্পঞ্জের মত টিস্যুগুলোর কার্যক্ষমতা হ্রাস এবং উৎপাদন কমে যেতে পারে , যার ফলে যৌন উত্তেজনার সময় শিরা-উপশিরার মাধ্যমে রক্তের সঠিক প্রবাহ মাত্রা বাধাগ্রস্ত হয় । এছাড়া অনেক সময় বিভিন্ন কারণে পুরুষাঙ্গে থাকা রক্ত জমাকারি প্রকোষ্ঠ ২ টি দুর্বল হয়ে যায় অথবা প্রকোষ্ঠের নিজস্ব শক্তি ক্ষীণ হয়ে যায় অথবা প্রকোষ্ঠের মাঝে রক্ত ধারন ক্ষমতা কমে যায় । আর উল্লেক্ষিত এই সব কারণগুলোর কারনেই মুলত লিঙ্গ শক্ত না হয়া , লিঙ্গের শক্তি কমে যাওয়া , লিঙ্গ ক্রমশ ছোট / চিকন এবং দুর্বল হয়ে যাওয়া , লিঙ্গ সতেজতা কমে কালো / মাটি বর্ণের রুপ ধারন করা , লিঙ্গের অগ্রভাগ বিবর্ণতা ধারন করা সহ বিশেষ অঙ্গের যাবতীয় সমস্যার দৃষ্টিগোচর হয়ে থাকে ।

পুরুষাঙ্গ বিষয়ক সমস্যা সমাধানের উপায় :- সমস্যা যখন রয়েছে , তখন তার সমাধান ও নিশ্চয়ই রয়েছে , কারণ সকল মুশকিল এর ই আহসান সম্ভব । তবে যে কোন বাহ্যিক সমস্যা দূরীকরণে প্রথমেই প্রয়োজন সমস্যা সৃষ্টির ভিতরগত / মূল কারণগুলো চিহ্নিত করা , অতঃপর সেই মূল সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করা এবং সমস্যা নিরসনে তার বাস্তবিক প্র্যয়োগ করা । তবে যে কোন সমস্যার সমাধান হিসাবে অনেকগুলো সম্ভাব্য উপায় সামনে এসে দাড়ায় কিন্তু উক্ত সমস্যা সমাধানে বৈজ্ঞানিক যুক্তি এবং নিজস্ব মেধার আলোকে উপযুক্ত উপায়ের দারস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ । আর পুরুষের বিশেষ অঙ্গ ছোট / চিকন / দুর্বল / নিস্তেজ হয়ে যাওয়া সমস্যা দূরীকরণের উপযুক্ত উপায় হিসাবে MXN modern herbal ltdএর রয়েছে শতভাগ প্রাকৃতিক এবং ভেষজ উপাদানের সংমিশ্রণে তৈরিকৃত " যাহা আপনার বিশেষ অঙ্গের সমস্যা সমাধানে শতভাগ কার্যকরী ।

" বিস্তারিত " :- সুনামধন্যGermanyর হোমিও ও আয়ুর্বেদিক মূল্যবান উপাদানের গুনাগুন , যা ব্যাবহারে ফলে আপনার লিঙ্গের স্পঞ্জ টিস্যু উৎপাদন এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাবে , লিঙ্গের সজীবতা বৃদ্ধি করবে , লিঙ্গের মাঝে রক্ত সঞ্চালন এবং সরবারহ বৃদ্ধি করবে , লিঙ্গের মাঝে থাকা প্রকোষ্ঠ ২টির রক্ত ধারণক্ষমতা বৃদ্ধি করবে , আর উক্ত কারনসমূহের ফলাফল হিসাবে আপনার লিঙ্গ ফিরে পাবে তার পূর্ণ শক্তি এবং সক্ষমতা , লিঙ্গের জড়তা কেটে লিঙ্গ ফিরে পাবে তার পূর্ণ রুপ , পূর্ণ শক্তি এবং পূর্ণ সতেজতা , পুরুষাঙ্গের সকল জড়তা এবং সমস্যা কাটিয়ে পুরুসাঙ্গ হবে বড় , মোটা এবং শক্তিশালি । গভীর থেকে খুব ধীরে ধীরে সমাধান করে থাকে , যার কারনে ইহার কার্যকারিতা সম্পূর্ণ স্থায়ী হিসাবে বিবেচিত ।

মোবাইল নাম্বার :- (০১৭১৩৯০৬৯৯৩)

গোপনীয়তা এবং নীতিমালা :- আমাদের নিকট আপনার প্রদেয় সকল ধরনের তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ , যার গোপনীয়ানতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব , আর আমরা আমাদের এই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ । সুতুরাং কোন প্রকার লজ্জা কিংবা সংকোচ ছাড়াই আপনি আপনার বিশেষ অঙ্গের সমস্যা বিষয়ক যে কোন আলোচনা করতে পারেন ।

আমাদের কিছু কথা এবং পরামর্শ :- যৌনতা আসলে লজ্জার কোন বিষয় নয় , বরংচ ইহা শিক্ষণীয় বিষয় । অন্যান্য সকল সমস্যার ন্যায় যৌন সমস্যাও অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা । কিন্তু যৌন বিষয়ক উপযুক্ত শিক্ষার অভাবে আমাদের দেশের পুরুষদের মাঝে এই সমস্যা অধিক বেশী পরিলক্ষিত হয় , আর আমাদের দেশের পুরুষদের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজারো অপচিকিৎসক দ্বারা অপচিকিৎসার শিকার হচ্ছে আমাদের পুরুষ সমাজ । আর এই অপচিকিৎসকদের দেয়া অপচিকিৎসা থেকে দূরে থাকতে আপনাদের সকলের প্রতি রইল আমাদের বিশেষ অনুরোধ এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল কিছু পরামর্শ - ( ১ ) কখনো ওয়ান টাইম / সাময়িক উত্তেজনা সৃষ্টি কোন মেডিসিন সেবন করবেন না ( ২ ) ২৪ ঘণ্টায় ফলাফল ও ৭ দিনে রোগ মুক্তি , এমন টাইপের বিজ্ঞাপন বিশ্বাস করবেন না ( ৩ ) আপনি বাংলাদেশী হয়ে পশ্চিমাদের মত পুরুষাঙ্গ কোনদিনও পাবেন না , কারণ শারীরিক অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ এর মত পুরুষের এই বিশেষ অঙ্গটিও দেশ , জাতি , বর্ণ , আবহাওয়া এর উপর নির্ভর করে গঠিত হয় ( ৪ ) অতিরিক্ত হস্তমৈথুন , অতিরিক্ত সহবাস , অতিরিক্ত পর্ণ মুভি দেখা থেকে বিরত থাকুন ( ৫ ) অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত জীবন-যাপন থেকে দূরে থাকুন ( ৬ ) প্রতিদিন পরিমিত ব্যায়াম করুন এবং পুষ্টিকর খাদ্য গ্রহন করুন । পরিশেষে বলতে চাই , যৌনতা নিয়ে কোন লজ্জা নয় , যৌন বিষয়ে কোন সংকোচ নয় , যৌন সমস্যা তেমন মারাত্মক কিছু নয় , উপযুক্ত এবং অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসার মাধ্যমে যৌন সমস্যার খুব সহজেই সমাধান পাওয়া যায় , আর তাই আজ থেকে আপনার যে কোন যৌন সমস্যার সমাধানে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার- এর শরণাপন্ন হোন , পাশাপাশি যে কোন যৌন বিষয়ক পরামর্শে আমাদের "অভিজ্ঞ ডাক্তার-গন তো রয়েছেই আপনার পাশে , ভাল থাকবেন , সুখে থাকবেন , ধন্যবাদ ।মোবঃফোনঃ০১৭১৩৯০৬৯৯৩
Like
CommentShare
Comments
ডাঃ মোঃ আঃ হান্নান
Write a comment...

Address

Kushtia

Telephone

01713906993

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram