11/03/2025
Mimma Sultana, Mimma Mita Shorifuzzaman Liton Adv Jesmin Ara Mala Mst Mili Shirena Akther Joly Sheikh Omor Suraia Malik Use me evryone Everyone.
এই মুখের হাসিগুলো ভুলতে পারিনা.....
হাসবো নাতো একা একা
হাসবো সবাই মিলে
হাসবো ঈদের শেমাই খেয়ে
আনন্দে খিলখিলিয়ে
সবেবরাতের পর থেকে সেইসব মুখের দেখা পাই। ওরা আসে আমাকে খোজে ঈদ উপহার একটু শেমাই চিনি পাওয়ার আশায়। হাটতে পারে না, একেবারে বৃদ্ধা, বিধবা, সুবর্ণ অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ। যাদের খেটে খাওয়ার শক্তি নেই।
এত বলি আসা লাগবে না, রেডি করে খবর দেবো। কিছুতেই শুনবে না, বলবে যদি তাদের কথা মনে না থাকে।
ভরসা দিয়ে ওদের বিদায় করি।
আচ্ছা ওদের রেখে আমি ঈদে কিভাবে শেমাই খাবো? পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ওদের বাদ দিয়ে ঈদের দিন শেমাইএর জর্দা, শেমাইএর হালুয়া, শেমাই এর পায়েস, দুধ শেমাই সাথে লুচি, শেমাই এর পোলাও খেতে পারবো না আমি।
তাই পণ করেছি এবারো আমরা সবাইকে নিয়েই খাবো। এবারের উপকরণ সাজিয়েছি
১/ শেমাই - ৩ পোয়া,
২/ চিনি - ১ কেজি
৩/ গুড়া দুধ - ২০ গ্রাম
৪/ আটা - ১ কেজি
৫/ কিসমিস - ২০ গ্রাম
আমি ধনী নই। দিন চলা গরীব মানুষ। কিন্তু মন যে মানে না ওদের ফেলে একা একা খাওয়ার কথা। তাইতো ভাইবোন আত্মীয়স্বজন, কাছে দুরের শুভাকাঙ্ক্ষী যারা দিতে চাই সবার নিকট থেকে অর্থ সংগ্রহ করে আমরা ঈদের বাঙ্গালীয়ান ঐতিহ্যবাহী খাবারটি এইসকল মানুষের হাতে পৌছে দেয়ার চেষ্টা করি।
আমার ভাইবোন ও গুটিকয়েক নিকটতম মানুষের কাছ থেকে যৎসামান্য অর্থ নিয়ে এই ব্যাপক কাজটি শুরু করি। রোজার শেষ দিকে দেখি না চাইতেই অনেকে এগিয়ে এসেছে। আমাদের টার্গেট ফিলাপ হয়ে গেছে। কমও হয় না বেশিও হয় না।
তাইতো আল্লাহর উপর ভরসা করে গরীবের ঘোড়া রোগের স্বপ্ন দেখি। আমার অগাধ বিশ্বাস আল্লাহ এবারো আমাকে ঠিক লক্ষ্যে পৌছে দিবে।