Suborno Manob Kollyan Shangstha

Suborno Manob Kollyan Shangstha প্রতিবন্ধী জীবনের হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে সকল "না পারি"কে "পারি"তে রুপান্তর করা আমাদের লক্ষ্য

Mimma Mita
07/06/2025

Mimma Mita

18/03/2025

সুবর্ণ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালবাসা।
সংস্থার "সুবর্ণ" নামটি প্রতিবন্ধী মানুষের একটি প্রতীক। আমরা নিজেরা আর্থিকভাবে স্বচ্ছল না হলেও।মনের টানে নিজস্ব আর্থিক অনুদানে সংস্থাটি ক্ষুদ্র পরিসরে পরিচালনা করে থাকি।

আমরা সুবর্ণ ছাড়াও বৃদ্ধা মা বাবা, বিধবা খালা ফুপু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষুদ্র ক্ষুদ্র সেবা প্রদান করে থাকি ছোট ছোট অনুদান সংগ্রহ করে।

সামনে আগত ঈদুল ফেতর। এক মাস রোজার শেষে আমরা এই আনন্দ উৎসব পালন করি। আর্থিক সামর্থ্য না থাকলেও স্বল্প পরিসরে এই আনন্দ আমরা কিছু পরিবারের মাঝে বিলিয়ে দিতে চেষ্টা করি।

বাঙালির ঈদ আয়োজনে একটি ঐতিহ্যবাহী খাবার শেমাই। আমরা তাই এই শেমাই উপকরণগুলি বেছে নিয়েছি উপহার দেয়ার জন্য। সাথে লুচি উপকরণ।এবারে আমাদের আয়োজন
শেমাই - ৩ পোয়া
চিনি - ১ কেজি
গুড়া দুধ- ২০ গ্রাম
কিসমিস - ২০ গ্রাম
ময়দা - ১ কেজি
তেল - ৫০০ গ্রাম।

আমাদের নেই প্রধান অতিথি বিশেষ অতিথি, সাংবাদিকদের ভিড়, মান্যবর সাথী। প্রধান অতিথি বিশেষ অতিথির জন্য আমরা গ্রাম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের অপেক্ষায় রাখাতে বিশ্বাসী নই। ওদের ঘন্টার সময়ের অনেক মুল্য। আমরা তাই সেদিকে লক্ষ্য রেখেই অনারম্বরভাবে মানুষের ঘরে পৌছে দিয়ে থাকি আমাদের উপহার সামগ্রী।

১ এপ্রিল ২০২৫ আসন্ন ঈদ উপলক্ষ্যে আমরা ১৮০ পরিবারে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছি।

Mimma Mita

Mimma Sultana, Mimma Mita Shorifuzzaman Liton Adv Jesmin Ara Mala Mst Mili Shirena Akther Joly Sheikh Omor Suraia Malik ...
11/03/2025

Mimma Sultana, Mimma Mita Shorifuzzaman Liton Adv Jesmin Ara Mala Mst Mili Shirena Akther Joly Sheikh Omor Suraia Malik Use me evryone Everyone.

এই মুখের হাসিগুলো ভুলতে পারিনা.....

হাসবো নাতো একা একা
হাসবো সবাই মিলে
হাসবো ঈদের শেমাই খেয়ে
আনন্দে খিলখিলিয়ে

সবেবরাতের পর থেকে সেইসব মুখের দেখা পাই। ওরা আসে আমাকে খোজে ঈদ উপহার একটু শেমাই চিনি পাওয়ার আশায়। হাটতে পারে না, একেবারে বৃদ্ধা, বিধবা, সুবর্ণ অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ। যাদের খেটে খাওয়ার শক্তি নেই।

এত বলি আসা লাগবে না, রেডি করে খবর দেবো। কিছুতেই শুনবে না, বলবে যদি তাদের কথা মনে না থাকে।
ভরসা দিয়ে ওদের বিদায় করি।

আচ্ছা ওদের রেখে আমি ঈদে কিভাবে শেমাই খাবো? পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ওদের বাদ দিয়ে ঈদের দিন শেমাইএর জর্দা, শেমাইএর হালুয়া, শেমাই এর পায়েস, দুধ শেমাই সাথে লুচি, শেমাই এর পোলাও খেতে পারবো না আমি।

তাই পণ করেছি এবারো আমরা সবাইকে নিয়েই খাবো। এবারের উপকরণ সাজিয়েছি

১/ শেমাই - ৩ পোয়া,
২/ চিনি - ১ কেজি
৩/ গুড়া দুধ - ২০ গ্রাম
৪/ আটা - ১ কেজি
৫/ কিসমিস - ২০ গ্রাম

আমি ধনী নই। দিন চলা গরীব মানুষ। কিন্তু মন যে মানে না ওদের ফেলে একা একা খাওয়ার কথা। তাইতো ভাইবোন আত্মীয়স্বজন, কাছে দুরের শুভাকাঙ্ক্ষী যারা দিতে চাই সবার নিকট থেকে অর্থ সংগ্রহ করে আমরা ঈদের বাঙ্গালীয়ান ঐতিহ্যবাহী খাবারটি এইসকল মানুষের হাতে পৌছে দেয়ার চেষ্টা করি।

আমার ভাইবোন ও গুটিকয়েক নিকটতম মানুষের কাছ থেকে যৎসামান্য অর্থ নিয়ে এই ব্যাপক কাজটি শুরু করি। রোজার শেষ দিকে দেখি না চাইতেই অনেকে এগিয়ে এসেছে। আমাদের টার্গেট ফিলাপ হয়ে গেছে। কমও হয় না বেশিও হয় না।

তাইতো আল্লাহর উপর ভরসা করে গরীবের ঘোড়া রোগের স্বপ্ন দেখি। আমার অগাধ বিশ্বাস আল্লাহ এবারো আমাকে ঠিক লক্ষ্যে পৌছে দিবে।

31/12/2024
সুবর্ণ (মানব কল্যাণ সংস্থা)
22/05/2024

সুবর্ণ (মানব কল্যাণ সংস্থা)

দৃষ্টি আকর্ষণ..... স্কুলে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি  ফর্মে স্পস্ট লেখা রয়েছে আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যে ব...
08/05/2024

দৃষ্টি আকর্ষণ.....

স্কুলে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ফর্মে স্পস্ট লেখা রয়েছে আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যে বিতরণ করতে হবে। অথচ চুয়াডাঙ্গা মাধ্যমিক আদর্শ বালক স্কুল থেকে ১০০ টাকা করে ফর্ম বিক্রয় করা হচ্ছে,,
DC Chuadanga

27/03/2024

আসুন সবাই মিলে মানবতার কাজ করি..........

সুবর্ণ (মানব কল্যাণ সংস্থা) এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সু অর্থ সুন্দর বর্ণ অর্থ অক্ষর প্রতিবন্ধী শব্দকে সুন্দর অক্ষরে আখ্যায়িত করতেই সুবর্ণ সংস্থার নামকরণ। এই সংস্থা প্রতিবন্ধীদের অধিকার, স্বাস্থ্য শিক্ষাসহ সেবামূলক বিভিন্ন কর্মসূচী পালন করে। এই সংস্থা নিজ অর্থায়নে সকলের দোয়া সহযোগিতায় একটু একটু করে এগিয়ে চলেছে। ইচ্ছে হলে আপনিও এই সংস্থায় আর্থিক সহযোগিতা করতে পারেন। সুবর্ণ সংস্থার বিকাশ নাম্বার- 01925-380138
ব্যাংক হিসাব নাম্বার ০২০০০১৯৩২৬৯১৩ হিসাবের নাম - সুবর্ণ (মানব কল্যাণ সংস্থা), অগ্রণী ব্যাংক, কেদারগঞ্জ শাখা, চুয়াডাঙ্গা।

Mimma Mita

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suborno Manob Kollyan Shangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Suborno Manob Kollyan Shangstha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram