Tohiron Nessa Hospital

Tohiron Nessa Hospital Non-profit Health services by Alauddin Ahmed Faundation.

সকালে খালি পেটে কিংবা বিকেলে ইসবগুলের ভুসি খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ইসবগুল খান অনেকে। মূ...
09/02/2025

সকালে খালি পেটে কিংবা বিকেলে ইসবগুলের ভুসি খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ইসবগুল খান অনেকে। মূলত কোষ্ঠকাঠিন্য কিংবা পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে দিনে একবার ইসবগুলের ভুসির ওপরই ভরসা রাখেন অনেকে। কিন্তু আপনি কি জানেন? সকালে, বিকেলে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে খালি পেটে ভুসি খেলে কী হয় শরীরে?

পুষ্টিবিদরা বলছেন, শরীরে নানা উপকারিতা পেতে ইসবগুলের ভুসি খাওয়া জরুরি। কয়েকটি রোগের বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা গড়ে ওঠার সুযোগ ঘটে এটি নিয়মিত খাওয়ার অভ্যাসে। তাই আসুন জেনে নিই, নিয়মিত ইসবগুলের পানীয় কেন খাবেন-

১। কোষ্ঠকাঠিন্য দূর করে: কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের সৃষ্টি হয়। পাইলস রোগীদের সারা বছর ইসবগুলের শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। কারণ এটি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। ৫ থেকে ১০ গ্রাম ইসবগুল এক কাপ হালকা ঠান্ডা বা হালকা গরম পানিতে আধাঘণ্টা ভিজিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সকালে খালি পেটে খেয়ে নিলে উপকার পাওয়া যায়।

২। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে রক্ষা করে: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ইসবগুলের শরবত খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। উচ্চ রক্তচাপের পাশাপাশি টাইপ ২ ডায়াবেটিস রোগীর জন্য ইসবগুলের শরবত দারুণ পথ্য হিসেবে বিবেচিত।

৩। আমাশয় থেকে রক্ষা করে: বিশেষজ্ঞরা বলছেন, ইসবগুল আমাশয় রোগের জীবাণু নষ্ট করতে পারে না। তবে আমাশয়ের জীবাণু পেট থেকে বের করে দেয়ার ক্ষমতা রাখে। এছাড়া পেটে গ্যাসের সমস্যা দূর করে পাচনক্রিয়া স্বাভাবিক রাখতেও কাজ করতে পারে ইসবগুলের পানীয়।

৪। হজমে সাহায্য করে: হজম প্রক্রিয়ায় অস্বাভাবিকতা দূর করতেও ইসবগুলের ভুসি দারুণ কাজ করে। ভাজাপোড়া খাওয়ার কারণে হজমের সমস্যা দেখা দিলেও ইসবগুলের শরবত কাজে আসে। পাকস্থলী পরিষ্কার রাখতেও রোজ সকালে খালি পেটে এটি খেতে পারেন।

৫। ডায়রিয়া উপশমে: দিনে দুবার ৭ থেকে ২০ গ্রাম ইসবগুলের ভুসি খেলে ডায়রিয়া উপশম হয়। রোগীকে ইসবগুলের শরবত খাওয়ালে মিলবে উপকার। ডায়রিয়া থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা সবসময় ইসবগুলের শরবত খান।

সুখবর, সুখবর, চক্ষু রোগীদের জন্য সু-খবর।
28/01/2025

সুখবর, সুখবর, চক্ষু রোগীদের জন্য সু-খবর।

21/09/2024

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

Non-profit Health services by Alauddin Ahmed Faundation.

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর।🤍🤍🤍
22/02/2024

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।
সেই কথা ভেবে ভেবে
কেটে যায় লগ্ন,
ভরে যায় তৃষিত এ অন্তর।🤍🤍🤍

Come to Tehiran Necha Hospital, get services at low cost and stay healthy.
19/02/2024

Come to Tehiran Necha Hospital, get services at low cost and stay healthy.

আপনাদের সার্বিক প্রচারনা অত্র অঞ্চলের অন্ধত্ব নিবারণে এক অসামান্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। মহান আল্লাহ আপনাদেরক...
26/09/2023

আপনাদের সার্বিক প্রচারনা অত্র অঞ্চলের অন্ধত্ব নিবারণে এক অসামান্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। মহান আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন, ইন-শা-আল্লাহ।

তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে সমস্ত চিকিৎসকগণ নিয়মিতভাবে চিকিৎসা সেবা প্রদান করছেন।
09/05/2023

তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে সমস্ত চিকিৎসকগণ নিয়মিতভাবে চিকিৎসা সেবা প্রদান করছেন।

Address

Alauddinnagar, Kumarkhali
Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when Tohiron Nessa Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tohiron Nessa Hospital:

Share

Category