ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া

ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া, Hospital, আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া কুষ্টিয়া ।( আজমিরি হোটেল ও ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্ট এর সামনে ), Kushtia.
(7)

☑️ সঠিক রোগের সঠিক ফিজিওথেরাপি ও হিজামা চিকিৎসা নিন সুস্থ থাকুন।

⭕ ফিজিও প্রিনন মাহমুদ রিফাত
🟡 প্রতিষ্ঠাতা এবং চীফ ফিজিও
🟢 ডিপ.পিটি এস.এম.এফ ঢাকা,বিপিটি(অন কোর্স) ।
🟠 এফ.টি: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের সকল আয়োজন সফল হউক।
08/09/2025

সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের সকল আয়োজন সফল হউক।

© Healthy Life
07/09/2025

© Healthy Life

🥰 আলহামদুলিল্লাহ 🥰❤️ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে পরিচালিত হচ্ছে।
05/09/2025

🥰 আলহামদুলিল্লাহ 🥰

❤️ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে পরিচালিত হচ্ছে।

01/09/2025

❤️ ফ্রি মেডিকেল ক্যাম্প ❤️

🥰 ইনশাআল্লাহ প্রতি মাসের প্রথম শুক্রবার আপনাদের ফ্রি পরামর্শ ও সেবা দিতে উপস্থিত থাকবো 📣

ফিজিওথেরাপি (Physiotherapy) হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যেখানে ওষুধ ছাড়াই বিভিন্ন শারীরিক উপায় ও বৈজ্ঞানিক কৌশল ব্য...
28/08/2025

ফিজিওথেরাপি (Physiotherapy) হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যেখানে ওষুধ ছাড়াই বিভিন্ন শারীরিক উপায় ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে রোগীর ব্যথা উপশম, পেশি ও জয়েন্টের কার্যক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক চলাফেরায় ফিরিয়ে আনার জন্য চিকিৎসা প্রদান করা হয়। এটি চিকিৎসা ও পুনর্বাসন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ।



ফিজিওথেরাপির সংজ্ঞাঃ-

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে:
“Physiotherapy is a health care profession concerned with human function and movement, maximizing physical potential, and quality of life through promotion, prevention, treatment, and rehabilitation.”

অর্থাৎ, ফিজিওথেরাপি মানুষের নড়াচড়া ও কার্যক্ষমতা পুনরুদ্ধার, ব্যথা উপশম এবং জীবনমান উন্নত করার জন্য ব্যবহৃত হয়।



ফিজিওথেরাপির লক্ষ্যঃ-
1. ব্যথা কমানো বা দূর করা।
2. জয়েন্ট ও পেশির গতিশীলতা বৃদ্ধি।
3. আঘাত বা অসুস্থতার পরে স্বাভাবিক চলাফেরায় ফিরিয়ে আনা।
4. শারীরিক প্রতিবন্ধকতা হ্রাস করে রোগীকে স্বনির্ভর করা।
5. পুনর্বাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদে রোগীর জীবনমান উন্নত করা।
6. আঘাত বা অসুস্থতা প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টি।



ফিজিওথেরাপির শাখা ও ক্ষেত্রঃ-

ফিজিওথেরাপি নানা বিষয়ে কার্যকর এবং এর বিভিন্ন সাব-স্পেশালিটি আছে।যেমন:

1. মাসকিউলোস্কেলেটাল (Musculoskeletal Physiotherapy):
• হাড়, জয়েন্ট, লিগামেন্ট, পেশি সংক্রান্ত সমস্যা যেমন: ফ্র্যাকচার, আর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি ইত্যাদি।
2. নিউরোলজিক্যাল (Neurological Physiotherapy):
• স্ট্রোক, পার্কিনসন্স, সেরিব্রাল পালসি, স্পাইনাল কর্ড ইনজুরি ইত্যাদি ক্ষেত্রে।
3. কার্ডিও-পালমোনারি (Cardiopulmonary Physiotherapy):
• হৃদরোগ, ফুসফুসের রোগ যেমন COPD, পোস্ট-অপারেটিভ কেয়ার।
4. পেডিয়াট্রিক (Pediatric Physiotherapy):
• শিশুদের জন্মগত বা বিকাশজনিত সমস্যা যেমন ডিলে মাইলস্টোন, সেরিব্রাল পালসি ইত্যাদি।
5. জেরিয়াট্রিক (Geriatric Physiotherapy):
• বৃদ্ধ বয়সের সমস্যার চিকিৎসা যেমন অস্টিওআর্থ্রাইটিস, ভারসাম্যহীনতা।
6. স্পোর্টস ফিজিওথেরাপি:
• খেলোয়াড়দের ইনজুরি প্রতিরোধ ও পুনর্বাসন।
7. উইমেনস হেলথ ফিজিওথেরাপি:
• গর্ভাবস্থা, প্রসব পরবর্তী সমস্যা, পেলভিক ফ্লোর ডিসঅর্ডার ইত্যাদি।



ফিজিওথেরাপির সাধারণ চিকিৎসা পদ্ধতি

ফিজিওথেরাপিস্টরা রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন থেরাপি ব্যবহার করেন, যেমন:
1. এক্সারসাইজ থেরাপি (Exercise Therapy):
• স্ট্রেচিং, স্ট্রেন্থেনিং, ব্যালেন্স ট্রেনিং।
2. ইলেক্ট্রোথেরাপি (Electrotherapy):
• আল্ট্রাসাউন্ড, শর্ট ওয়েভ ডায়াথার্মি (SWD), TENS, IFT ইত্যাদি।
3. ম্যানুয়াল থেরাপি (Manual Therapy):
• জয়েন্ট মোবিলাইজেশন, ম্যানিপুলেশন, সফট টিস্যু টেকনিক।
4. হাইড্রোথেরাপি (Hydrotherapy):
• পানির মধ্যে বিভিন্ন ব্যায়াম।
5. পোস্চারালও আর্গোনমিক পরামর্শ (Postural & Ergonomic Advice):
• কাজের জায়গায় সঠিক ভঙ্গি ও অভ্যাস শেখানো।

⭕ ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টারে যেসকল রোগের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় :
- বাত-ব্যথা
- কোমড় ব্যথা
- ঘাড় ব্যথা
- হাঁটু ও গোড়ালীর ব্যথা
- আঘাত জনিত ব্যথা
- ডিস্ক প্রলেপস জনিত ব্যাথা
- সায়াটিকা
- হাড় ক্ষয় জনিত ব্যথা
যেমন- সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস, অষ্টিও-আরথ্রাইটিস ।
- জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা ফ্রোজেন সোল্ডার
- প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেসস
- স্ট্রোক জনিত প্যারালাইসিস
- স্পাইনাল কর্ড ইনজুরি বা অন্য কারনে প্যারালাইসিস জনিত সমস্য্যা
- মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
- বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়
আইসিইউ-তে অবস্থানকারী রোগীর জন্য
- জন্মগত বাঁকা পা বা ক্লাবফিট
- গাইনোকলজিক্যাল সমস্যায় সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু)
- অ্যানকাইলজিং স্পন্ডাইলাইটিস
- পারকিন্সন ডিজিজ
- বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ও পুনর্বাসন সেবায়
- স্পোর্টস ইঞ্জুরি

✅ আজই একজন দক্ষ ও অভিঙ্গ ফিজিওথেরাপিস্টর পরামর্শ নিন

⭕ ফিজিও প্রিনন মাহমুদ রিফাত
🟡 প্রতিষ্ঠাতা এবং চীফ ফিজিও
🟢 ডিপ.পিটি এস.এম.এফ ঢাকা,বিপিটি(অন কোর্স) ।
🟠 এফ.টি: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

✅ স্ট্রোক,প্যারালাইসিস,বাত-ব্যাথা রোগে বিশেষ অভিজ্ঞ।
☑️ স্পেশাল ট্রেনিং: ম্যানুয়াল থেরাপি,ম্যানুপুলেশন,আকুপাংচার ও হিজামা বা কাপিং থেরাপি।

☑️ সঠিক রোগের সঠিক ফিজিওথেরাপি ও হিজামা চিকিৎসা নিন সুস্থ থাকুন।

👉 আমাদের ঠিকানাঃ
🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার ।
⭕ আর.সি আর.সি স্ট্রিট কোর্টপাড়া (ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্ট এর পাশে) কুষ্টিয়া
🔴 ফোনঃ 01970574485 : 01770574485

ফিজিওথেরাপি সেন্টার কুস্টিয়া
ফিজিওথেরাপি সেন্টার কুষ্টিয়া
Physiotherapy Centre Kushtia Physiotherapy Kushtia,
ফিজিওথেরাপি কুস্টিয়া ,
ফিজিওথেরাপি কুষ্টিয়া,
হিজামা কুস্টিয়া,
হিজামা কুষ্টিয়া ,
হিজামা সেন্টার কুষ্টিয়া,
হিজামা সেন্টার কুস্টিয়া ।

CT Scan of Lumber spine,Pelvic joints ..
24/08/2025

CT Scan of Lumber spine,Pelvic joints ..

Address

আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া কুষ্টিয়া ।( আজমিরি হোটেল ও ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্ট এর সামনে )
Kushtia
7010

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801701062622

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category