19/04/2021
একটি মানবিক আবেদন...
Areia Mubushshara Priyanka (কুষ্টিয়া গার্লস স্কুল'১২ , কুষ্টিয়া সরকারি কলেজ '১৪ ) বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাঃ আব্দুল্লাহেল বাকী ( যুদ্ধাহত ) গত এক বৎসর যাবৎ ফুসফুস ক্যান্সারে ( Small Cell Carcinoma Stage IV ) আক্রান্ত .. বর্তমানে তার Chemotherapy চলমান আছে BSMMU হাসপাতালে,আসলে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো কতোটা কঠিন তা আমরা সকলেই ধারণা করতে পারি।
তারোপর, আবার দূর্ভাগ্যবসত কিছুদিন আগে প্রিয়াঙ্কার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে ।দুইজনের ট্রিটমেন্টের খরচ বাবদ যে পরিমাণ অর্থ প্রয়োজন তা প্রিয়াংকার একার পক্ষে যোগাড় করা সম্ভব না,আমাদের সহযোগীতা ছাড়া!
মানসিক ভাবে ও একদম ভেঙে পড়েছে। বাবা মা কে একসাথে এই অবস্থায় দেখবে ও হয়তো কখনও কল্পনাও করেনি। প্রিয়াংকার এই কঠিন সময়ে আমরা যারা ওর পরিচিত, অপরিচিত মানুষ আছি সকলে যদি নিজের সাধ্য অনুযায়ী এগিয়ে এসে ওর পাশে দাঁড়াই, আর্থিক ভাবে একটু সহায়তা করি, তবে হয়তো মেয়েটার বাবা মায়ের চিকিৎসাটা করানো সম্ভব হবে!
নিজ হাত খরচের টাকা হোক, ঈদ খরচের টাকা হোক,দান খয়রাতের টাকা হোক, যাকাত এর একটা নির্দিষ্ট অর্থ হোক, তা এই পবিত্র রমজান মাসের উসিলায় আমাদের বন্ধু প্রিয়াঙ্কার বাবা মায়ের চিকিৎসার জন্য দান করার জন্য সকলকে বিনয়ের সাথে অনুরোধ করা হলো।।
সবাই ওর পরিবারের জন্য দো'আ করবেন যেনো ও ওর বাবা মাকে আবার সুস্থভাবে ফিরে পায়, দোয়া করি কাউকে যেনো এমন কঠিন মুহূর্তের সম্মুখীন হতে না হয়। ভালো থাকবেন সবাই।
Shafiul Basher Anik
☀️Nagad - 01978592789
☀️Bkash - 01978592789
☀️Dutch Bangla Bank
Account name : MD SHAFIUL BASHER
Account number : 168 105 51297
Brunch : KUSHTIA
Abdullah Sagor
☀️Nagad - 01787020405
☀️Rocket - 017870204055
☀️Bkash - 01787020405
Ashik Mostofa Tonmoy
☀️Nagad - 01770607606
☀️Rocket - 017706076063
☀️Bkash - 01770607606
☀️DBBL AC: 168 105 20420
☀️Dutch Bangla Bank
Account name : MD AHONAF AKIB
Account number : 168 151 52019
Brunch : KUSHTIA
☀️CITY BANK
Account name MD.AHONAF AKIB
account number - 2302563471001
Brunch : KUSHTIA