Bhabanigonj Homeo Clinic

Bhabanigonj Homeo Clinic Dr. Masum Sohel
DHMS ( Gov Reg: 43442)
Aim: Real Cure by Homeo Path. Con: 01812799961
Classical Homeo Path. Sadar. Lakshmipur.

Address: Allardan Market, Bhobanigonj,
Chorasta bazar.

বন্যার্তদের মাঝে হোমিও প্যাথ এর প্রাথমিক চিকিৎসা প্রদান। সার্বিক কাজে পাশে ছিল ভবানীগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ...
10/09/2024

বন্যার্তদের মাঝে হোমিও প্যাথ এর প্রাথমিক চিকিৎসা প্রদান। সার্বিক কাজে পাশে ছিল ভবানীগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।
মসজিদের ইমামগনের অতি আন্তরিকতায় প্রোগ্রামটি সফল করা গেছে।
আল্লাহ সকলকে আরোগ্য দান করুন।
মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত।

বন্যা কবলিত এলাকায় পানি বাহিত বিভিন্ন রোগের জন্য চিকিৎসা দেওয়া হবে। প্রথমে ভবানীগঞ্জ ইউনিয়নে। দয়া করে কোন এলাকায় ১ম দিলে...
05/09/2024

বন্যা কবলিত এলাকায় পানি বাহিত বিভিন্ন রোগের জন্য চিকিৎসা দেওয়া হবে। প্রথমে ভবানীগঞ্জ ইউনিয়নে। দয়া করে কোন এলাকায় ১ম দিলে সবচেয়ে ভালো হবে জানালে উপকৃত হবো। ঔষধ সামগ্রি প্রস্তুত। আপনাদের সহযোগীতা ও পরামর্শ কাম্য।

25/08/2024

লক্ষ্মীপুর এর বন্যাপরিস্থিতি তে
হোমিও চিকিৎসা ক্যাম্প করতে চাই। আগ্রহী ডা: গন ফোন নাম্বার দিন।

ইদপুনর্মিলনী-২০২৪আয়োজনে: লক্ষ্মীপুর হোমিও চিকিৎসক  ফাউন্ডেশন।
28/06/2024

ইদপুনর্মিলনী-২০২৪
আয়োজনে: লক্ষ্মীপুর হোমিও চিকিৎসক ফাউন্ডেশন।

পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কোরবানি করি, একে অপরকে ক্ষমা করি। একটি সুন্দর আলোকিত সমাজ বির্নিমান করি।সকলকে ইদুল আযহার...
16/06/2024

পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কোরবানি করি, একে অপরকে ক্ষমা করি। একটি সুন্দর আলোকিত সমাজ বির্নিমান করি।
সকলকে ইদুল আযহার শুভেচ্ছা।

হাতের আঙ্গুলে আঁচিল এর চিকিৎসা -রোগী রাগী, শান্তনা দিলে রাগ আরো বৃদ্ধি পায়।  গাড়ের দিকে চিকন,  লবন খাওয়া আগ্রহ বেশি।রোগী...
14/06/2024

হাতের আঙ্গুলে আঁচিল এর চিকিৎসা -
রোগী রাগী, শান্তনা দিলে রাগ আরো বৃদ্ধি পায়। গাড়ের দিকে চিকন,
লবন খাওয়া আগ্রহ বেশি।
রোগীর ডায়বেটিস আছে।
উভয় হাতের আঙ্গুলে ১৫/২০ আঁচিল।
করলা খেতে ভালো বাসে।
২০০ ও ১ এম নেট্রাম মিউর এ রোগীর সম্পূর্ণ আঁচিল পড়ে যায়।
তার মাধ্যমে আমি আরো কিছু রোগী পাই।
লাক্ষণিক চিকিৎসাই হোমিও প্যাথির একমাত্র পথ।

বর্তমানে জ্বর খুব প্রভাব বিস্তার করছে।আমি একজন রোগীকে দীর্ঘ শুয়ে থাকতে দেখে এবং কাথা গায়ে চুপ পড়ে আছে,  খবর নিয়ে জানতে প...
06/06/2024

বর্তমানে জ্বর খুব প্রভাব বিস্তার করছে।
আমি একজন রোগীকে দীর্ঘ শুয়ে থাকতে দেখে এবং কাথা গায়ে চুপ পড়ে আছে, খবর নিয়ে জানতে পারলাম সাথে দূর্গন্ধ যুক্ত পাতলা পায়খানা করছে। নড়াচড়া একদম করছে না, গায়ে প্রচন্ড ব্যাথায় ব্যাপটেসিয়া ২০০ চার ডোজ এ রুগি আরোগ্য হয়।
এভাবে প্র্যাটিক্যাল আরোগ্য তথ্য পাবেন
ইনশাআল্লাহ।

দাঁতের চিকিৎসা বলতে মাড়ির চিকিৎসাকে বুঝায়।মাড়ি ফোলা, প্রচন্ড ব্যথা, দাঁত শিরশির করা, দাঁতের সাথে দাঁত লাগানো যায় না এমন ...
25/03/2024

দাঁতের চিকিৎসা বলতে মাড়ির চিকিৎসাকে বুঝায়।
মাড়ি ফোলা, প্রচন্ড ব্যথা, দাঁত শিরশির করা, দাঁতের সাথে দাঁত লাগানো যায় না এমন ব্যাথা, ব্যাথার জন্য কোন কিছু খাওয়া যায়না, এর সাথে কান ব্যথা থাকলে কার্যকরি ঔষধ হেকলা লাভা।

25/03/2024

চেম্বার খোলা থাকবে সকাল ১০ হতে রাত ৮ টা পর্যন্ত।

অসাধ্য সাধনে হোমিওসফলতার গল্প-১১। ডায়বেটিস ফল্ট করে স্ট্রোকহঠাৎ হওয়ায় ততক্ষনাৎ আমি একোনাট কয়েক ডোজ খাওয়াই এবং চিনির শরবত...
27/10/2023

অসাধ্য সাধনে হোমিও
সফলতার গল্প-১
১। ডায়বেটিস ফল্ট করে স্ট্রোক
হঠাৎ হওয়ায় ততক্ষনাৎ আমি একোনাট কয়েক ডোজ খাওয়াই এবং চিনির শরবত।
স্ট্রো বুজতে পারায় ঔষধ পরিবর্তন করে কস্টিকাম ঔষধ ২০০ কয়েক ডোজ প্রয়োগ করি। এবং হাসপাতালের উদ্দেশ্য যাই। ডাক্তার সিটি স্ক্যান এর পরামর্শ দেন। কিন্তু ওনার অস্থিরতায় ১ম বার পারা যায় না। এ্যাম্বুলেনস এ তুলি, তখন ওনি স্বাভাবিক হয়ে যায়, হাসে কথা বলে। আবার পরে ডাক্তারের পরামর্শে সিটি স্ক্যান করি ও রিপোর্ট আসে ব্রেন এ হাল্কা ক্ষতি হয়েছে। ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত কোন ঔষধ খাওয়ানোর সুযোগ হয়নি। স্ট্রোক কালীন প্রেসার ছিল ১৮০। প্রেসার এর জন্য এলোপ্যাথি ও হোমিও গ্লোনাইন খাওয়ানো হয়।
ইনশাআল্লাহ পরের দিন বাড়ি আসে। আমি এলোপ্যাথি ও হোমিওপ্যাথি প্যাথি চালাই। তিনি বিছানা হতে উঠতে পারতেন না।
আমি ওনার শীত বেশি, সমস্ত মুখে আঁচিল, প্রেসাব ঘন ঘন, ডান পা নাড়াতে পারে না, পায়খানা অনেকটা দাড়িয়ে করতে হয়, কোষ্টকাঠিন্য, ব্রেইন স্ট্রোক এসব দেখে কস্টিকাম ৩০, ২০০, প্রয়োগ করি, খুবই ধীরে উন্নতি হয়। কিন্তু মাঝে খেয়াল করি ওনি আঙ্গুল দিয়ে পায়খানা বের করতে হয় তখন আমি সাইলেশিয়া প্রয়োগ করি।
আবার পুনরায় কস্টিকাম ১ এম প্রতি ৭ দিন পর পর প্রয়োগ করি ওনি হাটা চলা করতে পারেন। কিন্তু বসতে পারতে না।
আবার শরীর এ দূর্গন্ধ, গোসলে অনীহা, চুকানি, অত্যাধিক শীত বেশি, গরমেও সোয়েটার গায়ে দেয় এসব দেখে ১ হাজার শক্তির সোরিনাম ২ ডোজ প্রয়োগ করি। ৭/৮ দিনের মাথায় ওনি সুস্থ হয়ে মসজিদে যান। ৮/৯ মাস পরে যান জামাতে নামাজ পড়তে শুরু করেন।
ধন্যবাদ হোমিও, ধন্যবাদ হ্যানিম্যান তোমায়।
২/৩ ঘন্টার পর সুস্থ্য হন,

Address

Laksham
3702

Telephone

+8801812799961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhabanigonj Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share