কুরআনিক চিকিৎসা সেন্টার

কুরআনিক চিকিৎসা সেন্টার ইসলামিক এবং ভেষজ চিকিৎসার এক অভূতপূর্ব সমন্বয়

ভাইজান,একজন হাফেজ এবং আলেম হিসেবে আমি বিশ্বাস করি হয়তো আমিও আপনাকে চিনি না আর আপনিও আমাকে চেনেন না, কিন্তু আল্লাহ আমাদের...
27/02/2023

ভাইজান,
একজন হাফেজ এবং আলেম হিসেবে আমি বিশ্বাস করি হয়তো আমিও আপনাকে চিনি না আর আপনিও আমাকে চেনেন না, কিন্তু আল্লাহ আমাদের দু'জনকেই চেনেন। যদি আপনার সাথে ভূল কিছু করি এর জন্য অবশ্যই আমাকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে ভাইজান। বিস্তারিত জানতে দয়া করে ম্যাসেজ দিন অথবা +8801957128430 এই নাম্বারে কল দিন। আল্লাহ আপনার সহায় হৌন

ভাইজান,আমরা আপনাকে যে সমাধান বা যে চিকিৎসাই দেই না কেন, সবার আগে মাথায় একটা প্রশ্ন আসে সেটা হল "বিশ্বাস"। বর্তমানে অনলা...
13/02/2023

ভাইজান,
আমরা আপনাকে যে সমাধান বা যে চিকিৎসাই দেই না কেন, সবার আগে মাথায় একটা প্রশ্ন আসে সেটা হল "বিশ্বাস"। বর্তমানে অনলাইনে নামে বে নামে ব্যাঙের ছাতার মত অসংখ্য পেজ বের হয়েছে আর সেগুলো প্রতিনিয়ত প্র তা*রণা করেই যাচ্ছে। যার কারণে ভালো কিছু দেখলেও মানুষের মনে সেই বিশ্বাসটা থাকে না। আর এই হাজারো প্র তা*রণার ভিড়ে মানুষকে বিশ্বাস করা কঠিন নয় অসম্ভব। তবে ভাইজান আপনাকে একটাই অনুরোধ করব আপনি আমাদের চিকিৎসা নিন বা না নিন আপনি আমাদের কুরআন এবং ভেষজ চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানার অনুরোধ রইলো। একজন মুসলিম হিসেবে যা করি না কেন সব সময় একটা কথা খেয়াল রাখি আমাদের মাথার উপর আল্লাহ আছেন। কাজের ক্ষেত্রে হয়তো আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না তবে তিনি সবাইকে চিনেন আমরা কে কি কাজ করি তার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখেন। আর আমাদের প্যাকেজটিতে কালো বটিকা আছে যার সম্পূর্ণটাই কোরআন - হাদিস বিশ্লেষণের আলোকে বানানো হয়েছে

প্রথমেই একটা কথা বলি ভাইজান,
আপনার যে দ্রুত বী-র্য পতনের সমস্যা রয়েছে এটা দীর্ঘদিন হ-স্ত-মৈ-থু-নের ফলে হয়েছে। আর হ-স্ত-মৈ-থু-ন শুধু যৌ-না-ঙ্গে-র সমস্যা করে না এটা আপনার যৌ-বন কেও শেষ করে দেয়। যার ফলে দ্রুত বী-র্য-পা-তের সমস্যা হয়, বী-র্যে-র পরিমাণ কমে যায়, বী-র্য পাতলা হয়ে যায়। লি-ঙ্গে-র আকার আকৃতি ছোট হয়ে যায়, লি-ঙ্গ নি-স্তেজ হয়ে যায়, স-হ-বা-সের সময় কমে যায়

আর এসব সমস্যার ফলে মানুষ দিশেহারা হয়ে বাজারের সস্তা (লাভ ফরএভার) (বায়োমেনিক্স প্লাস) (লাভ বার্ড) এবং ফার্মেসিতে পাওয়া উ-ত্তে-জ-ক ঔ-ষধ ব্যবহার করেছেন ফলে যৌ-বন আরো বেশি ধ্বংস হয়ে যায়

🟢 ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা পাঁচটি আইটেমের সমন্বয়ে ঘটিত। কোরআন ও হাদিসের আলোকে বানানো আয়ুর্বেদ প্রাকৃতিক ভেষজ চিকিৎসা। পাঁচটি আইটেমের ভেষজ চিকিৎসা হচ্ছে

• কোরআন ও হাদিসের আলোকে বানানো কালো বটিকা
• সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ হালুয়া
• প্রাকৃতিক ভেষজ লিকুইড
• প্রাকৃতিক ভেষজ সাদা বটিকা
• এবং প্রাকৃতিক উপায়ে তৈরি মালিশ

🟢 সাবধানতাঃ- একটা কথা বলে রাখা ভালো আমাদের এই চিকিৎসা কোন যৌ-ন উ-ত্তে-জক নয়।অনেকে অনেক মেডিসিন ব্যবহার করেছেন যা হয়তো আপনাকে সাময়িকভাবে আনন্দ দিয়েছে যা পরবর্তীতে সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা সম্পন্ন প্রাকৃতিক হওয়ায় কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি স্থায়ী একটা ফলাফল পাবেন

🟢 নিরাপত্তাঃ- একজন মুসলিম হিসেবে এতোটুকু বুঝতে পারি যদি এক চুল পরিমাণও ভুল করি তাহলে আর জবাব দিতে হবে। আমি সুস্থ মস্তিষ্কে এমন কিছু করবো না যাতে পরকালের জবাবদিহি করতে হয়। অভিজ্ঞ হাফেজ আলেম এবং ইউনানী চিকিৎসক দ্বারা আমাদের চিকিৎসা কেন্দ্রটি পরিচালিত হয়। আপনি চাইলে আমাদের নিজস্ব অফিসে এসেও পন্যটি ক্রয় করতে পারবেন

🟢 রিভিউঃ- আলহামদুলিল্লাহ আমাদের পণ্য নিয়ে অসংখ্য মানুষ ফলাফল পেয়েছে এমন অসংখ্য রিভিউ আমাদের পেইজে বিস্তারিত দেয়া আছে। সেগুলো দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি আমাদের ভেষজ চিকিৎসা নিতে পারেন

যদি সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে অনুগ্রহ পূর্বক +8801957128430 এই নাম্বারে ফোন দিতে পারেন ভাইজান ইনশাআল্লাহ বিস্তারিত কথা হবে। আল্লাহ আপনার সহায় হোন

আমাদের দ্রূত বী*র্য*পাত সমস্যার জন্য মোট ওষুধ হচ্ছে ৫ টি। যার মধ্যে দু’টি আইটেম আমরা ইসলামিক চি*কিৎসাশাস্ত্র অনুযায়ী তৈর...
09/02/2023

আমাদের দ্রূত বী*র্য*পাত সমস্যার জন্য মোট ওষুধ হচ্ছে ৫ টি। যার মধ্যে দু’টি আইটেম আমরা ইসলামিক চি*কিৎসাশাস্ত্র অনুযায়ী তৈরী করি। প্রথমটি হচ্ছে কালো বটিকা এবং দ্বিতীয়টি হচ্ছে লিকুইড (তরল)। কালো বটিকা আমরা নিজেরা হাতেই তৈরী করি। কালো বটিকাটে যেই আইটেমগুলো আছে সেগুলো এবং এগুলোর ইসলামিক রেফারেন্স নিচে উল্লেখ করা হলো
• কালো জিরা (৬৩/ চি*কিৎসা (كتاب الطب), সহীহ বুখারী)
• মধু (সূরা আল-ইসরা, আয়াত: ৮২)
• জমজম এর পানি (কিতাবুল মুগনি ফিল হাজ্জি ওয়াল উমরাহ : ৩১০)
• ত্বীন ফল (সূরা ত্বীন, মহাগ্রন্থ কুরআন)
• আজওয়া খেজুরের বীজ (মুসনাদে আহমাদ ১৫৭১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৪৭৭)
সহ আরো প্রায় ৫ টি উপাদান। তবে ওষুধের কার্যকারিতা বাড়ানোর জন্য এগুলোতে আরো কিছু গাছ-গাছালি ব্যাবহার করা হয়। এই উপাদানগুলো ব্যাবহার করে ওষু*ধ তৈরী করার কারণে আমাদের ওষুধের নাম দেওয়া হয়েছে “কুরআনিক মেডিসিন”। তবে সুস্পষ্টভাবে আমরা এটা বলছি যে আমাদের সবগুলো ওষুধ ইসলামী চি*কিৎসা শাত্র অনুযায়ী তৈরী নয় বরং বাকি ৩ আইটেম আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী তৈরী। সেই ওষুধগুলো তৈরীর ফর্মূলা যেই বইগুলো থেকে নেওয়া হয়েছে তাদের নাম নিচে উল্লেখ করা হলোঃ-
১. দ্যা কমপ্লিট বুক অব আয়ুর্বেদিক হোম রেমেডিস – ভাসান্ত ল্যাড
২. টেক্সবুক অব আয়ুর্বেদা – ভাসান্ত ল্যাড
৩. আয়ুর্ভেদা – দ্যা সাইন্স অব সেলফ হিলিং ইত্যাদি বই থেকে
আশা করি বুঝতে পেরেছেন ভাইজান

সাধারণত আমরা যখন কোনো ভালো ডক্টরের কাছে যাই তখন সেই ডক্টর রোগীর অনেককিছু পরীক্ষা-নিরীক্ষা করেই কিন্তু চি*কিৎসা দিয়ে থাকে...
09/02/2023

সাধারণত আমরা যখন কোনো ভালো ডক্টরের কাছে যাই তখন সেই ডক্টর রোগীর অনেককিছু পরীক্ষা-নিরীক্ষা করেই কিন্তু চি*কিৎসা দিয়ে থাকেন। কিন্তু অনলাইনের মধ্যে ম্যাসেজে এই সবকিছু জেনে চি*কিৎসা দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই আপনার যদি সুযোগ হয় তাহলে দয়া করে চেম্বারে (জংশন বাজার, লাকসাম, কুমিল্লা) আসার অনুরোধ রইলো। আর যদি আপনি অনলাইনে চি*কিৎসা নিতে চান সেক্ষেত্রে দয়া করে
◾ আপনার বয়স
◾ ডায়াবেটিস বা এমন কোনো জটিল রোগ আছে কি না
◾ এর আগে এই সমস্যার জন্য কি কি ওষুধ খেয়েছিলেন বা কি কি চি*কিৎসা নিয়েছিলেন
◾ এই সমস্যা শুরু হওয়ার কতোদিন হলো?
◾ আপনার অবস্থা কেমন? কয়েক মিনিট বা সেকেন্ড নাকি একেবারেই যৌ|ন অক্ষম (বিস্তারিত বলুন)
◾ আপনার দিনে কেমন পরিশ্রম করা হয়?
◾ আপনার প্রেশার কতো? (হাই নাকি লো)
◾ আপনার ওজন কি উচ্চতা এবং বয়স অনুযায়ী ঠিক আছে নাকি ওভার ওয়েইট?
◾ আপনার কোনো এলোপ্যাথিক টেস্ট করা হয়েছিলো কি’না, অর্থাৎ যদি হরমোনাল কোনো টেস্ট করা হয়ে থাকে তাহলে দয়া করে সেগুলোর ছবি আমাদের পাঠাবেন
এগুলো বিবেচনা করে আশা করি আমাদের পক্ষ থেকে সর্বচ্চটা করা সম্ভব আপনার জন্য। ধন্যবাদ

আলহামদুলিল্লাহ, কাস্টমার এর সন্তষ্টি
09/02/2023

আলহামদুলিল্লাহ, কাস্টমার এর সন্তষ্টি

আপনি ফুটপাথ থেকে যদি একটা পাগলা মলম কেনেন সেখানে আপনাকে বলা হবে পৃথিবীর সকল ব্যাথা এই একটা মলম দিয়েই সেড়ে যাবে। কিন্তু আ...
09/02/2023

আপনি ফুটপাথ থেকে যদি একটা পাগলা মলম কেনেন সেখানে আপনাকে বলা হবে পৃথিবীর সকল ব্যাথা এই একটা মলম দিয়েই সেড়ে যাবে। কিন্তু আপনি একজন ভালো এমবিবিএস ডাক্তারের কাছে যান তার কাছে যদি আপনি “গ্যরান্টি চান রোগ ঠিক হওয়ার” হয়তো উনি হাসবেন। দেখুন, আপনার বাসার জন্য কেনা টিভি বা ফ্রিজটার জন্য হয়তো গ্যারান্টি আপনি পেতে পারেন কিন্তু একটা রোগ ভালো হওয়ার গ্যারান্টি আপনি কখনো পাবেন না। কারণ মানব শরীর হচ্ছে পৃথিবীর সবচাইতে জটিল সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। এই সমস্যা কেনো, সাধারণ জ্বর-সর্দির বিষয়েও কখনো ১০০ ভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। যারা এই গ্যারান্টি দেয় তারা মূলত শুধু আপনার কাছে পণ্যটা বিক্রি করতে পারলেই বাঁচে, এদের টার্গেট কোনোমতে পণ্য আপনার হাতে ধরিয়ে দেওয়া! কিন্তু আমরা এভাবে চি*কিৎসা করি না ভাই। আমাদের এমনও কাস্টমার আছে যে একাই নতুন করে আরো ১০ টা কাস্টমার এনে দিছে সন্তষ্ট হয়ে। আবার এমন কাস্টমার আছে যাদের মুখে হয়তো সেই সফলতা বা ওষুখ থেকে মুক্তির হাসি আমরা আনতে পারি নি। আমরা এখানে ব্যার্থ। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি ১০০ জনের মধ্যে হয়তো ২-৩ জন একটু খারাপ ফিডব্যাক দিয়েছেন। মানুষের রোগ সেড়ে যাওয়ার বিষয়ে যদি কেউ ১০০ ভাগ নিশ্চয়তা দিতে পারে সেটা এক আল্লাহ! এখন আপনিই সিদ্ধান্ত নিন ভাই। তবে আমাদের থেকে চি*কিৎসা নিন বা না নিন আপনার প্রতি একটা অনুরোধ থাকবে যারা ১০০ ভাগ গ্যারান্টি দেয় বা গ্যারান্টি কার্ড দেয় ওষুধ সাড়ার বিষয়ে তাদের কাছে ওষুধ নিবেন না। শুধুমাত্র বিক্রির উদ্যেশ্য নিয়েই তারা এরকম কিছু বিজ্ঞাপন দেয় ভাইজান। তবে ১০০ শতাংশ ভালো হওয়ার নিশ্চয়তা দিতে না পারলেও অন্তত এই নিশ্চয়তা দিতে পারি যে উসিলা হিসেবে আমরা ১০০ শতাংশ চেষ্টা করবো আল্লাহর ওয়াস্তে আপনার অসুখ সাড়ার জন্য ভাইজান। আশা করি বুঝতে পেরেছেন

আমাদের ওষুধ খাওয়ার নিয়ম
09/02/2023

আমাদের ওষুধ খাওয়ার নিয়ম

আমাদের চিকিৎসা পদ্ধতি এখানে একটি বিষয়ে বলে রাখা ভালো, আমরা দরবেশ, কবিরাজ, পীরবাবা এরকম কিচ্ছু নই। বরং আমরা ইসলামিক চিকিৎ...
09/02/2023

আমাদের চিকিৎসা পদ্ধতি
এখানে একটি বিষয়ে বলে রাখা ভালো, আমরা দরবেশ, কবিরাজ, পীরবাবা এরকম কিচ্ছু নই। বরং আমরা ইসলামিক চিকিৎসা এবং আয়ুর্বেদীয় চিকিৎসার একটা সমন্বয় ঘটিয়েছি। এই ইসলামিক চিকিৎসাগুলো আমরা নিয়েছি,
১. দ্যা কানুন অব মেডিসিন, লেখক ইবনে সিনা
২. বুখারী শরীফ (এখানে রাসূল (সাঃ) বেশকিছু চিকিৎসার কথা বর্ণনা করেছেন)
৩. ইসলামিক মেডিসিন, লেখক ইউসুফ আল হাজ্জাজ আহমেদ
৪. মেডিসিন এন্ড শরীয়াহ, লেখক আসিম
৫. হেলথ এন্ড মেডিসিন ইন ইসলামিক ট্রেডিশন, লেখক ফজলুর রহমান ইত্যাদি বই থেকে।

আর আমরা আয়ুর্বেদীয় চিকিৎসা নিয়েছি
১. দ্যা কমপ্লিট বুক অব আয়ুর্বেদিক হোম রেমেডিস – ভাসান্ত ল্যাড
২. টেক্সবুক অব আয়ুর্বেদা – ভাসান্ত ল্যাড
৩. আয়ুর্ভেদা – দ্যা সাইন্স অব সেলফ হিলিং ইত্যাদি বই থেকে

তো এই চিকিৎসাগুলোর সমন্বয়ে আমরা তৈরী করেছি এক অভূত পূর্ব ওষুধের কম্বিনেশন যা প্রায় শতভাগ বিশেষ সময়ে দূর্বলতা কমাতে সক্ষম ইনশাআল্লাহ

আমাদের উদ্যেশ্যএমন অনেক মানুষকে আমরা পেয়েছি যারা তাদের জীবনে এই সমস্যাগুলো নিয়ে হোমিও, এলোপ্যাথিক, দরবেশ, ফকির, কবিরাজ, ...
09/02/2023

আমাদের উদ্যেশ্য
এমন অনেক মানুষকে আমরা পেয়েছি যারা তাদের জীবনে এই সমস্যাগুলো নিয়ে হোমিও, এলোপ্যাথিক, দরবেশ, ফকির, কবিরাজ, ওঝা সহ আরো অনেক মানুষের কাছে গেছেন। সবার থেকেই কিছুটা করে চিকিৎসা নিয়েছেন। কিছুদিন হয়তো ভালো ছিলেন তারপর আবারো দূর্বল হয়ে গেছেন। তো এভাবে একটার পর একটা চিকিৎসা পাল্টানোর কারণে তার মধ্যে ওষুধ কাজ করার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। ফলে মানুষজন তার জীবনের সবচাইতে আনন্দময় একটা জিনিস থেকে সারাজীবনের জন্য বঞ্চিত হচ্ছে। অনেকের সংসার নষ্ট হচ্ছে। তো আমাদের স্পষ্ট উদ্যেশ্য হচ্ছে এই যৌন সমস্যার একটা চিরস্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ অনেকেই এই সমাধান পেয়েছেন। যেই প্রমাণ আপনি আমাদের পেজে দেখতেই পাচ্ছেন

আমাদের অভিজ্ঞতা কি?আমরা অনলাইনে আসার খুব বেশিদিন হয় নি। তবে অফলাইন বা লাকসামে সরাসরি প্রায় ১১ বছর ধরে চিকিৎসা দিচ্ছি। এই...
09/02/2023

আমাদের অভিজ্ঞতা কি?
আমরা অনলাইনে আসার খুব বেশিদিন হয় নি। তবে অফলাইন বা লাকসামে সরাসরি প্রায় ১১ বছর ধরে চিকিৎসা দিচ্ছি। এই দীর্ঘ সময়ে হয়তো অনেকগুলো ওষুধ দিয়েছি মানুষকে আর বোঝার চেষ্টা করেছি কোন ওষুধে কতোটুকু কাজ হচ্ছে। সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতির পরিবর্তন এনেছি। আপনাকে যেই ৫ আইটেম দেবো সেটি আমাদের প্রায় ১১ বছর ধরে করা চেষ্টার ফসল ভাইজান

1.আমরা কে?আমাদের যিনি চিকিৎসা দেন তিনি তার জীবনে প্রায় ১২ হাজারেরোও বেশি মানুষকে চিকিৎসা দিয়েছেন। এভাবে একটা সময় গিয়ে তি...
09/02/2023

1.
আমরা কে?
আমাদের যিনি চিকিৎসা দেন তিনি তার জীবনে প্রায় ১২ হাজারেরোও বেশি মানুষকে চিকিৎসা দিয়েছেন। এভাবে একটা সময় গিয়ে তিনি দেখলেন তার কাছে চিকিৎসা নিতে আসা অধিকাংশ মানুষই যৌন সমস্যায় ভূগছেন। তখন তিনি এই চিকিৎসা নিয়ে বেশ গবেষণা শুরু করলেন। তবে শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে তিনি পুরো বিষয়টা সমাধান করতে পারছিলেন না। তাই তিনি ইসলামিক অর্থাৎ কুরআন হাদীস ও এই সম্পর্কিত আরো বিস্তারিত জানা শুরু করেন। বর্তমানে তিনি এই চিকিৎসা দিচ্ছেন আর সাম্প্রতিককালে অনলাইনেও এই চিকিৎসা দেওয়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ।

09/02/2023

Address

লাকসাম, কুমিল্লা (জংশন চত্তর)
Laksham

Telephone

+8801957128430

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআনিক চিকিৎসা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category