Healing Quran রুকইয়াহ

Healing Quran রুকইয়াহ Faith • Cure • Protection

রুকইয়াহ
মোবাইলঃ 01616783326
ই মেইলঃ mm5687776@gmail
ঠিকানাঃ লাকসাম বাইপাস,হাউজিং মসজিদের পুর্ব উত্তর পার্শে। লাকসাম কুমিল্লা

আমাদের সেবাঃ
কুরআনের আয়াত এবং হাদীসে বর্ণিত দোয়ার মাদ্ধমেঃ

১।জিনের চিকিৎসা।
২।যাদুটোনার চিকিৎসা।
৩।বান মারা রুগির চিকিৎসা।
৪। শারীরিক জটিল রোগের চিকিৎসা।
৫। মানুষিক জটিল রোগের চিকিৎসা।

#রুকইয়াহ

জিন, যাদু বা বদনজরের পেশেন্টদের সুস্থ হতে দেরি হওয়ার মূল কারণগুলো কয়েকটি দিক থেকে বোঝা যায়—এগুলো সাধারণ শারীরিক রোগের মত...
10/08/2025

জিন, যাদু বা বদনজরের পেশেন্টদের সুস্থ হতে দেরি হওয়ার মূল কারণগুলো কয়েকটি দিক থেকে বোঝা যায়—এগুলো সাধারণ শারীরিক রোগের মতো নয়, বরং আত্মিক, মানসিক, এবং কখনো শারীরিক—তিন দিকেই প্রভাব ফেলে।

১. সমস্যার গভীরতা ও সময়কাল

যাদু বা জিনের আক্রমণ যদি অনেক দিন ধরে থাকে, তবে শরীর, মন, এবং আত্মা—তিনটিতেই গভীর প্রভাব পড়ে।

দীর্ঘ সময়ের ক্ষতি সারতে সময় বেশি লাগে, যেমন দীর্ঘদিনের অসুখের চিকিৎসা ধীরে হয়।

২. রোগীর ঈমান ও আমল

আল্লাহর ওপর ভরসা, পাঁচ ওয়াক্ত নামাজ, নিয়মিত কুরআন তিলাওয়াত, রুকইয়াহ শোনা এবং যিকির—এসব যত দৃঢ় হবে, তত দ্রুত আরোগ্য আসে।

যদি রোগী গুনাহে লিপ্ত থাকে বা তাওবা না করে, তবে শিফা পেতে দেরি হয়।

৩. আক্রমণের ধরন ও শক্তি

কিছু যাদু বা জিন আক্রমণ খুব শক্তিশালী হয়, অনেক সময় একাধিক জিন বা পুনঃপুন যাদু করা হয়।

এসব ভাঙতে নিয়মিত ও দীর্ঘ সময়ের রুকইয়াহ লাগে।

৪. রোগীর ধৈর্য ও ধারাবাহিকতা

অনেকেই কিছুদিন রুকইয়াহ করেই হতাশ হয়ে যান বা মাঝপথে ছেড়ে দেন।

রুকইয়াহ একটি প্রক্রিয়া—ধৈর্য, নিয়ত এবং ধারাবাহিকতা জরুরি।

৫. আল্লাহর পরীক্ষা ও হিকমাহ

কখনো আল্লাহ বিলম্বিত শিফা দেন—এটি হতে পারে ঈমানের পরীক্ষা, গুনাহ মোচন, বা আত্মিক উন্নতির জন্য।

কুরআনে আছে:

> وَبَشِّرِ الصَّابِرِينَ
“আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।” (সূরা আল-বাকারা 2:155)

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

08/08/2025

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহ বা পাপকাজ ত্যাগ করার উপকারীতা:

(১) সৌন্দর্য বৃদ্ধি পায়।
(২) মানুষের অন্তরে মর্যাদা লাভ হয়।
(৩) পূর্বে লোকেরা ক্ষতি করে থাকলে লোকদের কাছ থেকে সাহায্য এবং নিরাপত্তা।
(৪) লোকেরা যদি গীবত করে থাকে, তাহলে তার সম্মান রক্ষা পায়।
(৫) আল্লাহ তার দুয়া কবুল করেন।
(৬) আল্লাহ তাআ’লার নৈকট্য।
(৭) ফেরেশতাদের নৈকট্য।
(৮) মানুষ ও জিনদের মধ্য থেকে যারা শয়তান তারা দূরে সরে যায়।
(৯) লোকেরা তাকে সাহায্য করার জন্য, তার চাহিদা পূরণ করার জন্যে এবং তার সাহচর্য ও ভালোবাসা পাওয়ার জন্য প্রতিযোগীতা করবে।
(১০) সে মৃত্যুকে ভয় করবেনা, বরং আল্লাহ তাআ’লার সাথে সাক্ষাত লাভের জন্য ও তাঁর কাছ থেকে পুরষ্কার পাওয়ার জন্যে আগ্রহী হবে।
(১১) এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হবে এবং পরকালকে অনেক মূল্যবান মনে করবে।
(১২) পরকালে অনেক বড় রাজত্ব ও মর্যাদা পাওয়ার জন্যে চেষ্টা করবে।
(১৩) আল্লাহর আনুগত্যের স্বাদ ফিরে পাবে।
(১৪) ঈমানের মিষ্টতা অনুভব করবে।
(১৫) আরশ বহনকারী ফেরেশতা ও আরশের চারপাশে আল্লাহর প্রশংসাকারী ফেরেশতাদের দুয়া লাভ করবে।
(১৬) কেরামান কাতেবীন দুইজন ফেরেশতা তার উপরে খুশি থাকবে এবং তারা তার জন্যে দুয়া করবে।
(১৭) জ্ঞান, বুদ্ধি ও ঈমান বৃদ্ধি পাবে।
(১৮) আল্লাহর ভালোবাসা অর্জিত হবে।
(১৯) আল্লাহর সাথে সাক্ষাত কামনা করবে।
(২০) তওবাহ করে পবিত্র জীবন-যাপনের উপরে সন্তুষ্ট থাকবে।
(২১) আল্লাহ তাকে এমন সুখ ও শান্তি দান করবেন, যা সে যখন পাপ কাজে লিপ্ত ছিলো তা থেকে বঞ্চিত ছিলো।

[আল-ফাওয়ায়েদ, পৃষ্ঠা: ২৫৫]

08/08/2025

উম্মাহ কেমন আছে!!! এই জবাবে আল্লাহকে কি বলবো...!!!!

07/08/2025

আসলে প্যারানরমাল সমস্যা গুলো মেডিক্যাল সমস্যার মতোই।
যেমন ধরুন আপনার সামান্য একটা রোগ হয়েছে তাহলে অল্প ওষুধ খেলেই আপনি ভাল হয়ে যাবেন। কিন্তু যখন আপনার বড় একটা রোগ হয় তখন আপনি এম বি বি এস অথবা আরো বড় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিবেন যতক্ষন না আপনি সুস্থ হচ্ছেন।

ঠিক তেমনি ভাবে কেউ যদি জিন যাদুতে নরমাল ভাবে আক্রান্ত হয়,তাহলে ১/২ টি শেষন করেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর কেউ যদি অনেকদিন ধরে জিন যাদুতে আক্রান্ত থাকেন।অথবা মারাত্মক কোন যাদুতে আক্রান্ত থাকেন,সে ক্ষেত্রে শেষন বেশি লাগবে। কিছু সময় লাগবে পরিপুর্ন সুস্থ হতে। আপনার করনীয় হচ্ছে অভিজ্ঞ রাকির মাদ্ধমে চিকিৎসা নেওয়া।

07/08/2025

কুরআনের শক্তি!!!

HEALING QURAN
Ruqyah & Hijama Center

ঢাকা শাখাঃ
আফতাবনগর ব্লক E, সেক্টর 1, রোড নং 2, বাসা নং 26. নিচতলা।
(গাড়ী পার্কিং এর ব্যবস্থা আছে)

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01577-267460 (Only Call)
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

কুমিল্লা শাখাঃ
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের পুর্ব পাশে পার্টি অফিসের সাথে।

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

হিজামা সিরিয়ালঃ
☎ 01616-783326

অনেক বছর ধরে বিয়ের চেস্টা করছিল। জিন যাদুতে আক্রান্ত হওয়ার কারনে হচ্ছিলনা! আলহামদুলিল্লাহ অবশেষে রুকইয়াহ চিকিৎসা নেওয়ার ...
06/08/2025

অনেক বছর ধরে বিয়ের চেস্টা করছিল। জিন যাদুতে আক্রান্ত হওয়ার কারনে হচ্ছিলনা! আলহামদুলিল্লাহ অবশেষে রুকইয়াহ চিকিৎসা নেওয়ার পর হয়ে গেলো!!

আসসালামুয়ালাইকুম হুজুর আজকে আপনার প্রেশেন্ট এর বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন।
আর এখন রুকাইয়ার অডিও গুলো সব শুনতে হবে? জানাবেন দয়া করে

আলহামদুলিল্লাহ.. এই ভাবেই আল্লাহ তায়ালা রুকইয়াহ এর বরকতে মানুষকে পেরেশানি থেকে মুক্ত করেন।

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। একি সাথে ৬ টি উদ্ধার করা হয়েছে। গতকাল আমরা একটি পোস্ট  করেছিলাম, শশুর বাড়ির আত্নী...
06/08/2025

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
একি সাথে ৬ টি উদ্ধার করা হয়েছে। গতকাল আমরা একটি পোস্ট করেছিলাম, শশুর বাড়ির আত্নীয়র পক্ষে থেকে বউকে মেরে ফেলার জন্য যাদু করেছে। জিন-শয়তান রুকইয়াহর আয়াতের কস্ট সহ্য করতে না পেরে সকল যাদুর তথ্য দিয়ে দেয়।
আমরা আজকে এই যাদু গুলো বালিশ কেটে বের করেছি-আলহামদুলিল্লাহ।

যাদুতে যা যা ব্যবহার করা হয়েছিল:

১) পেশেন্টর জামা
২) সুই
৩) কাফনের কাপর
৪) পেশেন্টের চুল
৫) যাদুর রক্ত
৬) পেশেন্টের নাম

নিচে ছবিতে দেখুন!!

যাদু নস্ট করা হয়েছে - আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন সুস্থ আছে।

আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টে দেখুন..

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

06/08/2025

আলহামদুলিল্লাহ বালিশের যাদু গুলো পাওয়া গেছে! বিস্তারিত সন্ধ্যায় দেওয়া হবে ইনশাআল্লাহ।

06/08/2025

#প্রবাসি দের জন্য অনলাইন সেশন!

HEALING QURAN
Ruqyah & Hijama Center

ঢাকা শাখাঃ
আফতাবনগর ব্লক E, সেক্টর 1, রোড নং 2, বাসা নং 26. নিচতলা।
(গাড়ী পার্কিং এর ব্যবস্থা আছে)

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01577-267460 (Only Call)
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

কুমিল্লা শাখাঃ
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের পুর্ব পাশে পার্টি অফিসের সাথে।

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

হিজামা সিরিয়ালঃ
☎ 01616-783326

📸 একটি বাস্তব চিত্র। এক ভয়ঙ্কর সত্য।❗ এক শাশুড়ি তার পুত্রবধূকে সহ্য করতে পারছিল না। নিজের ছেলের স্ত্রীকে মেরে ফেলার পরিক...
05/08/2025

📸 একটি বাস্তব চিত্র। এক ভয়ঙ্কর সত্য।

❗ এক শাশুড়ি তার পুত্রবধূকে সহ্য করতে পারছিল না। নিজের ছেলের স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করল।
🧿 গোপনে ২টি তাবিজ কবিরাজ থেকে এনে বালিশের নিচে রেখে দিল—এমনভাবে যাতে মেয়েটি ধীরে ধীরে অসুস্থ হয়ে ৩ মাসের মধ্যেই মারা যায়।

📛 চিকিৎসায় কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু মেয়েটি দুর্বল হয়ে যাচ্ছিল… মুখ দিয়ে কয়েকদিন পর পর রক্ত বের হচ্ছিল! রাতে ঘুমাতে পারছিল না… হঠাৎ হঠাৎ ভয় পাচ্ছিল… ইদানীং পায়খানার সাথেও রক্ত বের হচ্ছিল!

🔍 এরপর রুকইয়াহ করার সময় বিষয়টি ধরা পড়ে। দেখা গেল, ওই তাবিজের মাধ্যমে মেয়েটির উপর জিন এবং যাদু দিয়ে আক্রমণ চালানো হচ্ছিল।
জিন নিজ থেকেই সব বলে দেয় বাচার জন্য।
কারন সে কুরআনের আয়াত সহ্য করতে পারছিলনা!

---

❌ মনে রাখবেন: এইসব তাবিজ-কবচ, গায়েবী হামলা এবং হিংসা ইসলামে হারাম এবং শিরক।
✅ সুরক্ষা চান? কুরআনই যথেষ্ট। রুকইয়াহই যথার্থ।

📌 Healing Quran রুকইয়াহ
🔗 নিরাপদ, সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেবা
🌐 BDRuqyah.com

📞 যোগাযোগ করুন ইনবক্সে

05/08/2025

HEALING QURAN
Ruqyah & Hijama Center

ঢাকা শাখাঃ
আফতাবনগর ব্লক E, সেক্টর 1, রোড নং 2, বাসা নং 26. নিচতলা।
(গাড়ী পার্কিং এর ব্যবস্থা আছে)

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01577-267460 (Only Call)
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

কুমিল্লা শাখাঃ
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের পুর্ব পাশে পার্টি অফিসের সাথে।

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

হিজামা সিরিয়ালঃ
☎ 01616-783326

04/08/2025

🔴 “বাচ্চা নষ্ট করার যাদু” বলতে কী বোঝায়?

অনেক সময় মানুষ ভুলভাবে ধারণা করে থাকে যে, কেউ যাদুর মাধ্যমে গর্ভপাত ঘটাতে পারে বা সন্তান জন্মের আগেই ক্ষতি করতে পারে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ ধরণের কুফরি যাদু কিছু কিছু মানুষ শয়তানের সাহায্যে করে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে:

নারীর গর্ভে থাকা শিশুর ক্ষতি করা

গর্ভপাত ঘটানো

সন্তান জন্ম নেওয়ার পর অসুস্থ করা বা হত্যা করা

দাম্পত্য জীবন নষ্ট করে সন্তান জন্ম বন্ধ করা

---

📚 ইসলাম কী বলে?

✅ কুরআনে আল্লাহ বলেন:

> وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ
“তারা কাউকে ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া।”
📖 সূরা আল-বাকারা: ১০২

🔴 অর্থাৎ, যাদু সত্য হলেও তা আল্লাহর ইচ্ছা ছাড়া কারও ক্ষতি করতে পারে না।

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Healing Quran রুকইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Quran রুকইয়াহ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram