Fair Diagnostic Center

Fair Diagnostic Center A computerized Diagnostic Center.

নবজাতক,  শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা: মোরশেদ আলম হিরো আজ ৩১/০১/২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে রাত ৯  টা পর্যন্ত চেম্বার করছ...
31/01/2025

নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
ডা: মোরশেদ আলম হিরো
আজ ৩১/০১/২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চেম্বার করছেন।

21/09/2024
20/11/2023

বিশেষ বিজ্ঞপ্তি
মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইকবাল হোসেন ভারতের AIG হসপিটালে এডভ্যান্স এন্ডোসকপিক আল্ট্রাসাউন্ড ট্রেনিং এর জন্য আগামী ১৩-১১-২০২৩ ইং থেকে ১২-১২-২০২৩ ইং পর্যন্ত ভারতে অবস্থান করার কারণে সরাসরি রোগী দেখিতে পারবে না। যে সমস্ত রোগীগণ স্যারের পরামর্শ নিতে ইচ্ছুক তারা প্রতি রবিবার অনলাইনে সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:৩০ পর্যন্ত ব্যবস্থাপত্র গ্রহন করতে পারিবেন।
বিঃ দ্রঃ পরবর্তী পরামর্শের জন্য অফিসে যোগাযোগ করে আসার জন্য অনুরোধ রইলো। হট লাইনঃ০১৭১১৪৬৫১৭৬/০১৮১৯৯৮৯৫৫৮/০১৯৭১৪৬৫১৭৬.

A computerized Diagnostic Center.

18/09/2023

সম্মানিত,
লক্ষ্মীপুর বাসী
আসসালামু আলাইকুম।
ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন।
ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ রয়েছে সকল ধরনের আল্ট্রাসনোগ্রাফি যেমনঃ
1. Whole Abdomen.
2. Pregnancy profile.
3. Anomaly Scan.
4. TVS, Folliculometry
5. Thyroid gland.
6. Te**is/ Sc***um.
7. Breast
8. Duplex Ultrasound
9. Biophysical profile.
10. Genetic Scan/NT scan
11. Brain
12. USG Guided FNAC
12. Other ultrasound system.
-----------------🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯------------------
যে সকল ডাক্তার আল্ট্রাসনোগ্রাফি করেনঃ

Dr. Salauddin patwary azad
MBBS: BCS: M-phil (Radiology & imaging).
Comilla madical collage, comilla.
চেম্বার সময়ঃ প্রতি শুক্রবার সকাল ০৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত।

Dr. Lotifa Akter Laboni
MBBS: PGT: CMU:DMU
Trained in TVS & colour doppler
চেম্বার সময়ঃ শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা দুপুর ২ টা,
-------------🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯----------------

TVS:
টিভিএস বা ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি কি এবং কি কারণে করতে হয়?

টিভিএস (TVS) বা ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি এক ধরণের আল্ট্রাসাউন্ড যা ডাক্তাররা মহিলা প্রজনন অঙ্গগুলি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

টিভিএস এর প্রয়োজনীয়তাঃ
* অস্বাভাবিক পেলভিক বা শ্রোণীর কারণ জানতে।
*Unexplained vaginal bleeding.
* Folliculomatry
* Pelvic pain.
* Ectopic pregnancy.
* Infertility.
* Cyst/Uterus/Fibroid চেক করতে।
* IUD সঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না যাচাই করতে।

এছাড়া-
* ভ্রূণের হার্টবিট নিরীক্ষণ করতে
* গর্ভপাত বা অকাল প্রসবের মতো জটিলতার কারণ হতে পারে এমন কোনও পরিবর্তনের জন্য জরায়ুর দিকে নজর দিতে।
* Placenta কোন অস্বাভাবিকতা আছে কি পরীক্ষা করতে।
* যে কোনও অস্বাভাবিক রক্তক্ষরণের উৎস চিহ্নিত করতে।
* সম্ভাব্য গর্ভপাত নির্ণয় করতে।
* তাড়াতাড়ি গর্ভাবস্থা নিশ্চিত করতে চাইলে।
----------------🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯--------------

Genetic scan:-
এনটি স্ক্যান নুকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান নামেও পরিচিত। এটি আল্ট্রাসাউন্ড স্ক্যানের একটি অংশ যা গর্ভাবস্থার 12 সপ্তাহে করা হয়। স্ক্যানটি শিশুদের মধ্যে ক্রোমোসোমাল অস্বাভাবিকতার ঝুঁকি প্রকাশ করে। ডাউন সিনড্রোম, এডওয়ার্ডস সিন্ড্রোম বা প্যাটৌ সিনড্রোমের কোনও সম্ভাবনা আছে কিনা তা আমাদের জানায়।

------------------🔯🔯🔯🔯✡️✡️✡️✡️✡️✡️------------------

Biophysical profile:-
কি কি সমস্যা নিয়ে biophysical profile করবেনঃ
১. বাচ্চার নড়াচড়া কমে যাওয়া।
২. পানি কমে যাওয়া।
৩. গর্ভকালীন উচ্চরক্তচাপ।
৪. গর্ভকালীন ডায়াবেটিস।
patient praparation: রোগী ভরাপেট/ পেট ভরে খাবে ২০ মিনিট হাটিহাটি করবে।তার পরে আল্ট্রা করতে আসবে।
সময়ঃ সন্ধ্যা ০৬ টা থেকে রাত ০৮ টা।
--------------🔯🔯🔯🔯✡️✡️✡️✡️✡️✡️--------------------

Duplex Ultrasonography system:

------------------🔯🔯🔯🔯✡️🔯🔯🔯🔯🔯🔯--------------

Anomaly scan অ্যানোমালি স্ক্যান কী?

অ্যানোমালি স্ক্যান এক ধরনের আধুনিক আলট্রাসনোগ্রাফি যার মাধ্যমে সাধারণ আলট্রাসনোগ্রাফি থেকে আরও উন্নত ও স্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া সম্ভব। এটি Ultrasound level 2 নামেও পরিচিত। সাধারণত গর্ভাবস্থায় ১৮ সপ্তাহের পর থেকে ২৪ সপ্তাহের মধ্যে এটি করতে হয়। তবে উত্তম সময় ২০-২৩ সপ্তাহ। এটি সকল গর্ভবতী মাকেই করতে উপদেশ দেয়া হয়। এই স্ক্যান করার মূল উদ্দেশ্য হলো গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কিনা বা কোনো শারীরিক ত্রুটি আছে কিনা তা খুঁটিয়ে দেখা। বেশ কিছু শারীরিক ত্রুটি অ্যানোমালি স্ক্যানে ধরা পড়ে যা সাধারণ আলট্রাসাউন্ডে ধরা পড়ে না। বাচ্চার লিঙ্গ বা জেন্ডার সম্পর্কেও এই স্ক্যান এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।

অ্যানোমালি স্ক্যান এ যে সমস্ত ত্রুটি ধরা পড়ে

এই স্ক্যান এর মাধ্যমে গর্ভস্থ শিশুর ব্রেইন, স্পাইনাল কর্ড, মুখের গঠন, হাড়, কিডনি এবং পেটের মধ্যকার অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিকতা ধরা পড়ে। যেমন:

এনেনকেফালি (Anencephaly):

এটি এমন একটি জন্মগত ত্রুটি যেখানে শিশুর ব্রেইন ও স্পাইনাল কর্ডের গঠন ঠিকমতো হয় না। এক্ষেত্রে শিশুর মস্তিষ্ক এবং মাথার খুলির একটি বড় অংশই অনুপস্থিত থাকে বা গঠনই হয় না। শিশুর মুখ এবং ঘাড়ও কিছুটা বিকৃত থাকে। এটি এমনই সিরিয়াস কন্ডিশন যার কোনো চিকিৎসা নেই এবং এ ধরনের শিশু জন্ম নিলেও বেশিক্ষণ বাঁচে না।

ক্লেফট লিপ বা তালু কাটা (Cleft lip/Palate)

বাচ্চার ঠোঁট বা তালু কাটা আছে কি না তা এই স্ক্যানের মাধ্যমে দেখা যায়।

গুরুতর হাড়ের বিকৃতি (Skeletal dysplasia)

শিশুর শারীরিক গঠনে হাড়ে বা অন্য কোনো মেজর বিকলাঙ্গতা আছে কিনা তা এই স্ক্যানের মাধ্যমে বোঝা যায়।

জেনেটিক ডিফেক্ট (Genetic defect)

বাচ্চার নাকের হাড়ের গঠন বা অনুপস্থিতি দেখে তার কোনো জেনেটিক ডিফেক্ট বা ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি আছে কিনা তা বোঝা যায়।

এক্সোমফ্যালোস বা ওমফ্যালোসিল ( Omphalocele, gasatroschisis)

এটিও শিশুর পেটের মাসলজনিত জন্মগত ত্রুটি, যার ফলে নবজাতকের নাড়ীর একটি অংশ এবং অধিকাংশ সময়ে লিভার ও পেটের ভেতরের অন্যান্য অংশ নাভীর মধ্য দিয়ে বাইরে চলে আসে এবং এটি একটি থলের মধ্যে থাকে। থলেটি একটি পাতলা পর্দা দিয়ে তৈরি এবং এই পাতলা পর্দার ভেতর দিয়ে ভেতরের নাড়ীগুলি স্পষ্ট দেখা যায়।

এমন অনেক গুরুত্বপূর্ণ জন্মগত ত্রুটি যা নিরাময় করা কষ্টসাধ্য এমনকি অনেক সময় যা নবজাতকের প্রাণনাশেরও কারণ হতে পারে সে সম্পর্কে এই অ্যানোমালি স্ক্যান থেকে ধারণা পাওয়া যায়। অ্যানোমালি স্ক্যান আমাদের দেশে সব জায়গায় সহজলভ্য নয়। তবে এ প্রক্রিয়াটি সম্পর্কে জানার পর কেউ যদি গর্ভস্থ শিশুর ভবিষ্যৎ চিন্তা করে পরীক্ষাটি করাতে চান তাহলে চিকিৎসকের পরামর্শক্রমে তা করাতে পারেন।

10/09/2023
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার  ডা: রাজিব চন্দ্র  দাস স্যারকেফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিদায় সংবর্...
23/08/2023

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার
ডা: রাজিব চন্দ্র দাস স্যারকে
ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

গোধূলির কথা বুঝেছি যখন আজ ঘনিয়েছে বেলা, সমুদ্র হয়েছে বিরামহীন মায়া বেড়ে কি করে থামাব এ বিদায়ের তোলপাড় দোলা ৷

হে প্রিয় স্যার, আজ আপনার বিদায় বেলা আমরা সত্যি খুবই বিমোহিত, হয়তো বা আমরা আপনাকে তেমন কিছু দিতে পারি নাই, কিন্তু আপনার দেওয়া ভালোবাসা ভুলার নয়, আপনি শিখিয়েছেন কি ভাবে সুন্দর ভাষা, সংস্কৃতি, চিকিৎসা সেবা দিয়ে মানুষকে কাছে পাওয়া যায়। আজ আমরা এমন একজন মানুষকে বিদায় দিবো যার কাছে আমাদের এখনো অনেক শিক্ষা শিখার বাকী ছিলো।

হে প্রিয় স্যার, বিদায় বেলা হয়তো বা আপনাকে কিছুই দিতে পারবো না, কিন্তু আপনার জন্য সদা-সর্বদা দোয়া ও ভালোবাসা। আপনি আমাদের কাছ থেকে যে উদ্দেশ্য বিদায় নিচ্ছেন তা যেনে আপনার কামিয়াবি হয় সেই দোয়া করি।

10/08/2023

Address

Botu Chowdhury Bari, College Road
Lakshmipur
3703

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801711465176

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fair Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share