07/06/2024
অনেক পুরুষই যৌন শক্তি বা যৌন ক্ষমতা বাড়ানোর উপায় খোঁজেন। শারীরিক মিলনের ক্ষেত্রে সঙ্গীকে সুখ দেওয়া এবং সহবাসের সময় বাড়ানোটাই সাধারণত মূল লক্ষ্য হয়।যৌন স্বাস্থ্য ভালো রাখতে তাই কিছু সহজ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি 🔻
✅ এক্সারসাইজ করা: নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আর শরীর সুস্থ রাখতে কার্ডিওভাসক্যুলার এক্সারসাইজের জুড়ি মেলা ভার।
✅ শাকসবজি এবং ফল: শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে পাতে থাকুক পেঁয়াজ-রসুন, কলা, লঙ্কার মতো খাদ্যোপাদান। পেঁয়াজ এবং রসুন শ্বাসপ্রশ্বাসের জন্য দারুণ এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে।
✅ মাংসসহ অন্যান্য খাবার: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দেহে রক্ত সঞ্চালন বাড়ায়। তার জন্য খেতে হবে স্যামন, টুনা-র মতো মাছ, অ্যাভোকাডো এবং অলিভ অয়েল। এছাড়া বেশি পরিমাণে খাওয়া উচিত ভিটামিন বি-১ সমৃদ্ধ খাবারও। এই তালিকায় রয়েছে রাজমা, বাদাম, মাংস। আর খেতে হবে ভিটামিন-বি সমৃদ্ধ ডিমও। কারণ এই খাবার মানসিক চাপ কমায়।
✅ মানসিক চাপ নয়: মানসিক চাপ স্বাস্থ্য এবং যৌনশক্তির উপরেও প্রভাব ফেলে। মানসিক চাপ হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়িয়ে দেয়। যা যৌন ইচ্ছা বা কামনা এবং যৌন ক্ষমতা কমিয়ে দেয়।
✅ সূর্যালোকে থাকতে হবে: মেলাটোনিন হরমোন ঘুমের জন্য ভাল, কিন্তু যৌন চাহিদাও কমিয়ে দেয়। অর্থাৎ মেলাটোনিন কম হলে যৌন চাহিদাও বেড়ে যায়। আর মেলাটোনিন উৎপাদন বন্ধ করে সূর্যালোক। তাই বলা হয়, শীতকালে রোদ পোহালে বাড়ে যৌন চাহিদা।
✅ সঙ্গীর প্রতি মনোযোগ: সঙ্গম বা শারীরিক মিলন কখনওই একমুখী বিষয় নয়। তাই সঙ্গীর দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। সঙ্গীর যৌন চাহিদা বুঝতে হবে। যাতে সঙ্গী সঙ্গমটা উপভোগ করতে পারেন, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে।