27/07/2025
/গলগন্ড রোগে সুস্থ হওয়া একজন নারী রোগীর বক্তব্য নিম্নে দেয়া হলো-
🟢১ম পর্ব....
হোমিওপ্যাথিক চিকিৎসা'র মাধ্যমে Thyroid / গলগন্ড চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য
নিম্নে দেয়া হলো.....⏬⏬
📌গলার সামনের দিকে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত, যা শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্ল্যান্ড অস্বাভাবিক ভাবে বড় হলে আমরা তাকে গলগন্ড হিসাবে শনাক্ত করি।
✅আয়োডিনের ঘাটতিকে এই রোগের বড় কারণ হিসাবে গণ্য করা হয়। এছাড়া , বংশগত , ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া , টিউমার , হাইপার থাইরয়েডিজম , হাইপো থাইরয়েডিজম বা হরমোনের অসামঞ্জস্যতার কারণেও এমন হতে পারে।
🎗️এতে গলার সামনের অংশ ফুলে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া, গিলতে কষ্ট হওয়া, কণ্ঠস্বরের পরিবর্তন এবং ব্যথাও থাকতে পারে।
💊প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এ ধরনের সমস্যায় হরমোন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত এবং আজীবনের জন্য ঔষধ ব্যবস্থা করা হয়। নিয়ন্ত্রণের বাইরে থাকলে অপারেশনের পরামর্শ দেওয়া হয়। বিবেচনার বিষয় হচ্ছে, উন্নত দেশগুলোতে গুরুত্বের বিবেচনায় গলগন্ড অপারেশন করা হয় না।
🌿হোমিওপ্যাথিক চিকিৎসায় এ ধরনের রোগের চিকিৎসা অনেকটাই সহজ। আমার চিকিৎসা জীবনে বেশ কিছু রোগীর চিকিৎসা দেওয়ার সুযোগ হয়েছে। ৮ মাসের কম সময়ে কোনো রোগী সুস্থ হয়নি। তাঁরা প্রত্যেকেই নারী রোগী ছিলেন।
🌏 পরবর্তী পর্যায়ে দু'একজনের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ!