Dr. Nur Uddin Mahmud

Dr. Nur Uddin Mahmud চিকিৎসা সেবার্থে ...

Infertility & Subfertilityবন্ধ্যাত্ব এবং হোমিওপ্যাথিক চিকিৎসা—বিবাহ হওয়ার পর স্বামী-স্ত্রীর মাধ্যমে নতুন মেহমান আসবে! প...
30/04/2025

Infertility & Subfertility

বন্ধ্যাত্ব এবং হোমিওপ্যাথিক চিকিৎসা—

বিবাহ হওয়ার পর স্বামী-স্ত্রীর মাধ্যমে নতুন মেহমান আসবে! পরিবারের অন্য সদস্যরা এই আশায় অপেক্ষমাণ থাকেন। কিন্তু কোনো কারণে সন্তান না হলে বা বিলম্ব হলে পরিবারের লোকদের চিন্তা আর মন্তব্যের শেষ থাকে না।

২০০০ সালের দিকে আমার এক বন্ধু আমার কাছে এমনই সমস্যা নিয়ে এসেছেন, তিনি বললেন— "ইব্রাহিমের মায়ের কলা পড়ায়ও কাজ হলো না!" কথা শুনে হাসলাম! আলহামদুলিল্লাহ; তার মেয়ের কোলের নাতনি নিয়ে এসেছেন চিকিৎসার জন্য!!

গ্রামের মানুষ বেশিরভাগ সময়ই খোনার, তাবিজ, কবিরাজ-ওঝা, কালের দৃষ্টি সহ নানা ধরনের চিন্তা এবং চেষ্টায় ব্যস্ত থাকেন। মূলত নারী বা পুরুষ অথবা উভয়ের শারীরিক নানান ত্রুটির কারণে গর্ভধারণ হয় না। উপযুক্ত পরীক্ষার মাধ্যমে কারণ নির্ধারণ করে সঠিকভাবে চিকিৎসা দিতে পারলে গর্ভধারণ নিশ্চিত হতে পারে।

আমার চিকিৎসা জীবনে এমন কিছু রোগী পেয়েছি এবং চিকিৎসা দেওয়ার সুযোগ হয়েছে। অনেকেই মা-বাবা হয়েছেন এবং সন্তুষ্ট আছেন।

এ ক্ষেত্রে দুই ধরনের সমস্যা দেখা যায়।
প্রথমত, যারা কখনোই গর্ভধারণ করেননি। আবার কারো একটি বা দুটি বাচ্চা হওয়ার পরে ইচ্ছা থাকা সত্ত্বেও আর গর্ভধারণ হচ্ছে না। উভয়ের ক্ষেত্রেই চিকিৎসা একই রকম।

পুরুষের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস করলে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে তিনি তার যথাযথ চিকিৎসা নেবেন এবং সমস্যাগুলো সমাধানযোগ্য।
নারীর ক্ষেত্রে জরায়ু, ওভারি, টিউব, সার্ভিক্সসহ প্রজনন যন্ত্রের নানান পর্বে অসুবিধা থাকতে পারে। অসুবিধা শনাক্ত করতে পারলে চিকিৎসা কঠিন নয়।

পরীক্ষায় সাধারণত যে সকল সমস্যাগুলো পাওয়া যায় এবং যেগুলো গর্ভধারণের ক্ষেত্রে বাধা হিসাবে কাজ করে, তা হচ্ছে—
বয়সের পাশাপাশি জরায়ু পরিপক্ব না হওয়া,
ওভারিতে সিস্ট, টিউমার, পলিসিস্টিক ওভারি,
ফ্যালোপিয়ান টিউবের অবস্ট্রাকশন,
সার্ভিক্সের ইনফেকশন, জরায়ুতে টিউমার,
মাসিকের অনিয়ম, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া—
সহ স্বামী এবং স্ত্রীর নানান ত্রুটির কারণে গর্ভধারণ হয় না।

ত্রুটিগুলো নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে পারলে অনেক ক্ষেত্রেই গর্ভধারণ হতে পারে। আমরা ভালোই আশা করি।
পরবর্তী পর্বে উপকৃত কিছু রোগীর বক্তব্য পেশ করার জন্য চেষ্টা করবো।
আশা করি সাথেই থাকবেন,
ধন্যবাদ।

12/04/2025

শ্বাস*কষ্ট/অ্যাজমা হলে মৃত্যুর পূর্ব পর্যন্ত ঔষধ খাওয়া লাগে!
হোমিওপ্যাথিক চিকিৎসায় স্থায়ীভাবে হাপানী/শ্বাস কষ্ট ভালো হয়েছে এমন অনেক রোগীর মধ্য থেকে এক জনের বক্তব্য!

09/04/2025

হার্টে ব্লক শুনলে টেনশনের তো শেষ থাকেনা!

07/03/2025

হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুস্থ হওয়া একজন রুগির সাক্ষাৎকার।
[ রুগীর নাম্বার সংযুক্ত করা হলো - যাচাই করার সুবিধার্থে 01569171326 ]

01/02/2025

হেপাটাইটিস বি ভাইরাস আরোগ্যের দিকে.....

Hydrocephalus & Homoeopathic treatmentপর্ব- ২🌐 সম্মানিত পাঠক,তাকরিমের সুস্থতা দেখে তাকে সাথে নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১৫ ...
21/11/2024

Hydrocephalus & Homoeopathic treatment
পর্ব- ২

🌐 সম্মানিত পাঠক,

তাকরিমের সুস্থতা দেখে তাকে সাথে নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১৫ মাসের শিশু রাফিয়া!

✅আশা করি পূর্বের শিশুদের মতো তার সুস্থতাও আমাদেরকে আনন্দিত ও উৎসাহিত করবে!

Hydrocephalus & Homoeopathic Treatmentসম্মানিত পাঠক!কিছু রোগীর চিকিৎসা করা সহজ। আবার কিছু রোগীর চিকিৎসা করা মোটেই সহজ নয...
31/08/2024

Hydrocephalus & Homoeopathic Treatment

সম্মানিত পাঠক!
কিছু রোগীর চিকিৎসা করা সহজ। আবার কিছু রোগীর চিকিৎসা করা মোটেই সহজ নয়! এসব রোগী নিয়ে চিকিৎসক এবং অভিভাবকের অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার শেষ থাকে না! Hydrocephalus সেই ধরনের অন্যতম একটি রোগ। এই ধরনের রোগ এবং রোগী নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি সাথেই থাকবেন।

📌 মস্তিষ্ক থেকে cerebrospinal fluid শরীরের অন্যান্য অংশে নিঃসরণ হয়। কোনো কারণে এই প্রক্রিয়ার ব্যাঘাত হলে মস্তিষ্কে fluid জমতে শুরু করে। এর ফলে মস্তিষ্কের ভেতরে অতিরিক্ত চাপ পড়ে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং মাথা আকারে স্বাভাবিকের চেয়ে বড় হতে থাকে।

🎾 জন্মগতভাবে, গর্ভাবস্থায় মস্তিষ্কের বিকাশের কোনো ত্রুটি, ইনফেকশন, আঘাত, টিউমার বা স্ট্রোকের কারণে এরূপ হতে পারে।

🎗️ প্রচলিত চিকিৎসায় সার্জারির মাধ্যমে টিউব স্থাপন করে একটি পথ তৈরি করা হয় এবং মস্তিষ্কের অতিরিক্ত fluid কে abdominal cavity বা অন্য কোথাও সরিয়ে দিয়ে মস্তিষ্কের চাপ কমানো ও fluid প্রবাহের স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করা হয়।

🏛️ আমার চিকিৎসা জীবনে আমি বেশ কিছু রোগী পেয়েছি। তাদের মধ্যে একজনের নাম 🏒তামিম; তখন বয়স ছিল দুই বছর। দীর্ঘ ৮ মাস একটানা চিকিৎসার পর সে সুস্থ হয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা তার রোগের বিষয়ে নিশ্চিত হয়েছি, আবার সিটি স্ক্যান করেই তার সুস্থতার বিষয়ে নিশ্চিত হয়ে চিকিৎসা শেষ করেছি। সে পুরোপুরি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।

তার সুস্থতা দেখে একজন চিকিৎসা নিতে এসেছে, তার নাম 🏒তাকরিম। বয়স এক বছর। তার চিকিৎসা চলছে, তুলনামূলক ভালো আছে, সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ। ধারণার জন্য দুজনের ছবি সংযুক্ত করা হলো।

🏒 অন্য একটি রোগী যাত্রাবাড়ী থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছে, নাম— আব্দুল মমিন। তার মায়ের সাক্ষাৎকার পরবর্তী পর্বে তুলে ধরার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
🌂 নানান কারণে তাদের পরিচয় দেয়া গেল না।

সাথে থাকার জন্য ধন্যবাদ!!

24/04/2024

Kidney disease ঃ Advice & treatment # কিডনি রোগীদের জন্য পরামর্শ এবং চিকিৎসা
পর্ব -৪

সলেমা খাতুন, বয়স- ৪০ বছর,
জাজিরা, ফলকন, কমলনগর, লক্ষীপুর ।

♻️ রোগীর পরিবারের সদস্যদের অনুরোধে রোগীকে দেখতে গেলাম। দেখলাম খাটের উপর সাদা কাপড়ে ঢাকা, মৃত ব্যক্তির মতোই সোজা হয়ে শুয়ে আছেন।

🔰 মনে হলো হাড়ের সাথে চামড়া লেগে গেছে!

পরীক্ষার কাগজপত্র দেখলাম-
Mucinous cystadeno carcinoma.

🌐 দেশের ক্যান্সার চিকিৎসার
সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে ফেরত দিয়েছে।

রোগীর কি অবস্থা তাতো বুঝতেই পারছেন!
সম্ভব নয় বললাম!

🏞️ স্বজনরা বললেন 'আমরা হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় নিয়ত করে বের হয়েছি যে, আপনার চিকিৎসা নেবো! আপনি চিকিৎসা দেন, বাঁচা-মারা নিয়ে আপনার কোনো দায় নেই!

🔔 সম্মানিত পাঠক! তাদের আগ্রহের কারণেই চিকিৎসা শুরু করলাম। দু'মাস পর চেম্বারে অনেক রোগীর মাঝ থেকে একজন ভদ্র মহিলা বার বার সালাম দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করছিলেন। আমি ব্যস্ততার কারণে তার প্রতি পূর্ণ মনোযোগী হতে পারিনি। এবার তিনি সালাম দিয়ে বললেন ''আমাকে চিনতে পারেননি"?

🔷 তাকাইলাম,বললাম "কে আপনি"? বললেন "সালেমা খাতুন"! বিশ্বাস করবেন? কয়েক মিনিট হতবাক হয়ে তাকিয়ে রইলাম! ভাবলাম আল্লাহ তায়ালা এ কি করে সম্ভব? সুস্থ স্বাভাবিক দেহের একজন মানুষ হিসাবে বেচে আছেন!
আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এখনো ভালো আছেন।

🟢 সম্মানিত পাঠক, অনেক সময় আমরা নিজের সক্ষমতা নিয়েই ভাবি! এর বাহিরে আল্লাহ তায়ালার ও করনীয় আছে, এবিষয়ে ও আমাদের বিশ্বাস থাকা জরুরি।
সাথে থাকার জন্য ধন্যবাদ।

01/04/2024

পাথর নিয়ে এবার তিনি নিজেই উপস্থিত!

Address

Kamalnagar
Lakshmipur
3137

Telephone

+8801710845748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nur Uddin Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category