Safe Diagnostic Center, Lakshmipur

Safe Diagnostic Center, Lakshmipur লক্ষ্মীপুুর জেলার সর্বাধুনিক প্রযুক?

২০২৫ এর হজ্জ শেষে রোগিদের সেবায় সেইফ ডায়াগণষ্টিক সেন্টার, লক্ষ্মীপুর এ ফিরলেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: আব্দুল্লাহ আল আম...
15/06/2025

২০২৫ এর হজ্জ শেষে রোগিদের সেবায় সেইফ ডায়াগণষ্টিক সেন্টার, লক্ষ্মীপুর এ ফিরলেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: আব্দুল্লাহ আল আমিন।
সেইফ ডায়াগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে সেইফের এমডি রাজু হাসান এবং ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু ডা: আব্দুল্লাহ আল আমিন'কে স্বাগত জানান।

নাইট ডিউটিতে রোগী আসছে বাড়িতে ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে। আমরা Ruptured uterus(জরায়ু) হিসেবে  Emergency অপারেশ...
05/02/2025

নাইট ডিউটিতে রোগী আসছে বাড়িতে ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে। আমরা Ruptured uterus(জরায়ু) হিসেবে Emergency অপারেশনে তুললাম। পেট খুলে ইউটেরাস তো আর পাওয়া যায়না! পরে কি দেখা যায়?! পলিথিন ব্যাগের ভিতর Placenta,Uterus,,Fallopian tube,Ovary!
মানে গর্ভফুল আসতেছে না দেখে এমন টান দিছে সবাই মিলে যে জরায়ুসুদ্ব হাতে করে নিয়ে আসছে!
জীবনে এতোটা অবাক হবো ভাবি নি!
হ্যাপি ডাক্তারি in Bangladesh!

সিরিয়াসলি? কতটা যন্ত্রণাদায়ক ছিল সেই মহিলার জন্য,চিন্তা করলেই গা শিউরে উঠে! একটু সামান্য হাত কাটলেই কতটা ব্যাথা লাগে,আর এই খানে এই গর্ভবতী মহিলার ভিতরের জরায়ু,সাথে টিউব, ওভারি টানাটানি ক্ক্রে ছিড়ে নিয়ে এসেছে! ইয়া আল্লাহ! কতটা অমানবিক! কত টা পেইনফুল। এই কাজ টা করার পর আবার পলিথিনে করে মাসিকের রাস্তার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল! এত নিষ্ঠুর আপনারা কিভাবে হতে পারেন? আপনারাও তো মা হয়েছেন, এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন,কিভাবে পারেন আপনারা এমন করতে?

কত শিক্ষিত মানুষ দেখি বাসায় ডেলিভারি করায়,ডাক্তারের উপর তাদের বিশ্বাস নাই,তাদের ধাত্রীর উপর বিশ্বাস।ধাত্রী রোগী মারলেও সেটা আল্লাহর ইচ্ছা,আর ডাক্তার মরা রোগী চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করার পরেও মানুষ ডাক্তার কেই ধরে,কি অদ্ভুত বাংগালী আমরা।
এই সব শুধু এই বাংলাদেশেই সম্ভব।

আমেরিকা ইউরোপ কেনো এলিয়েন খুঁজতে যায়,তাদের উচিত আমার দেশের মানুষ কে রিসার্চ করা, আমাদের মতো এতো ইউনিক পাবলিক পৃথিবীর আর কোথাও নেই!

#কালেক্টেড

 #জরুরি_নিয়োগ_বিজ্ঞপ্তি:পদের নাম: একাউন্টস অফিসারশিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণঅভিজ্ঞতা: বাধ্যতামূলক ন...
27/12/2024

#জরুরি_নিয়োগ_বিজ্ঞপ্তি:
পদের নাম: একাউন্টস অফিসার
শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ
অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, থাকিলে অগ্রধিকার পাবেন
বেতন: পনের হাজার টাকা
প্রতিষ্ঠান: সেইফ হসপিটাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর
সিভি পাঠাবেন: hasanmeharul@gmail.com
আবেদন ও সিভি পাঠানোর শেষ সময়: ৬ই জানুয়ারী ২০২৫ইং

26/11/2024

আপনার পরিচিত কেউ কি মাদকাসক্ত?
আপনি/পরিচিত কেউ কি মানসিক সমস্যায় ভুগছেন?
অথবা অতিরিক্ত টেনশন- দুশ্চিন্তা করছেন?

তাহলে আজই যোগাযোগ করুন সেইফ ডায়াগণষ্টিক সেন্টার, লক্ষ্মীপুর এ। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার মানসিক, মাদকাসক্ত, স্নায়ুবিক, মাথাব্যাথা ও সাইকো সেক্সুয়াল রোগ বিশেষজ্ঞ #সহকারি_অধ্যাপক_ডাক্তার_মোহাম্মদ_রায়হান_সিদ্দিক
তিনি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখেন_ লক্ষ্মীপুর #সেইফ_ডায়াগনষ্টিক_সেন্টারে (এস.আর রোড, সদর, লক্ষ্মীপুর, টাউন হলের বিপরীতে)

যোগাযোগ: 01711984763

17/11/2024

#নিয়োগ_বিজ্ঞপ্তি:

পদের নাম: একাউন্টস অফিসার
যোগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: হিসাব রক্ষক হিসেবে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
বেতন: ১৩০০০/- থেকে ১৫০০০/- (অভিজ্ঞতার আলোকে)
প্রতিষ্ঠান: সেইফ হসপিটাল, লক্ষ্মীপুর।
সিভি পাঠাবেন: hasanmeharul@gmail.com
যোগাযোগ: ইনবক্স

লক্ষ্মীপুর জেলা ইজতেমা ২০২৪ সফল ও হোক স্বার্থক। স্থান: লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম ২৪,২৫ ও ২৬ই অক্টোবর ২০২৪ইংবৃহস্প...
24/10/2024

লক্ষ্মীপুর জেলা ইজতেমা ২০২৪
সফল ও হোক স্বার্থক।

স্থান: লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম
২৪,২৫ ও ২৬ই অক্টোবর ২০২৪ইং
বৃহস্পতি, শুক্র ও শনিবার।

লক্ষ্মীপুর শহরে ট্রাফিককের কাজে নিয়োজিত ছাত্র ও ট্রাফিকদের  #সেইফ_হসপিটাল ও #সেইফ_ডায়াগনস্টিক_সেন্টার এর সৌজন্যে উপহার স...
12/08/2024

লক্ষ্মীপুর শহরে ট্রাফিককের কাজে নিয়োজিত ছাত্র ও ট্রাফিকদের #সেইফ_হসপিটাল ও
#সেইফ_ডায়াগনস্টিক_সেন্টার এর সৌজন্যে উপহার স্বরূপ ছাতা প্রদান করা হয়।

আমাদের স্ট্যাফদের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেএকটি গরু কোরবানি দেওয়া হলো।
17/06/2024

আমাদের স্ট্যাফদের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে
একটি গরু কোরবানি দেওয়া হলো।

আজ বিশ্ব মা দিবস।পৃথিবীর সকল মায়েদের প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো। ৩৬৫ দিন প্রতিটি সন্তান মায়ের পাশে থাকুক এই কাম...
12/05/2024

আজ বিশ্ব মা দিবস।
পৃথিবীর সকল মায়েদের প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো। ৩৬৫ দিন প্রতিটি সন্তান মায়ের পাশে থাকুক এই কামনা আমাদের।

আলহামদুলিল্লাহ।গাইনী, প্রসূতি ও বন্ধ্যত্বা রোগিদের চিকিৎসা সেবা প্রদান করছেন  #ডা_বাসবী_রায়।তিনি আজ শনিবার দুপুর ২.৩০ টা...
04/05/2024

আলহামদুলিল্লাহ।

গাইনী, প্রসূতি ও বন্ধ্যত্বা রোগিদের চিকিৎসা সেবা প্রদান করছেন #ডা_বাসবী_রায়।
তিনি আজ শনিবার দুপুর ২.৩০ টা রোগি দেখা শুরু করেছেন এবং রাত ০৮টা পর্যন্ত রোগি দেখবেন, ইনশাআল্লাহ।

এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার দুপুর ২.৩০টা হতে রাত ০৮টা পর্যন্ত #ডা_বাসবী_রায়'কে নিয়মিত পাবেন, লক্ষ্মীপুর সেইফ ডায়াগণষ্টিক এন্ড হিয়ারিং সেন্টারে।

ডাঃ বাসবী রায়'কে দেখাতে যোগাযোগ করুন:-
সেইফ ডায়াগণষ্টিক এন্ড হিয়ারিং সেন্টার
এস.আর. রোড, সদর, লক্ষ্মীপুর।
মোবাইল: +8801841737747, 01708737747

01/05/2024

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ০৭ ঘটিকার সময় লক্ষ্মীপুর #সেইফ_ডায়াগণষ্টিক_এন্ড_হিয়ারিং_সেন্টারে কর্মরত সকল স্টাফদের সাথে বিশ্ব শ্রমিক দিবসের মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।

আমরা (কর্তৃপক্ষ) নিজদেরকে শ্রমিক মনে করি। তাই স্টাফদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করা হয়।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ০৭ ঘটিকার সময় লক্ষ্মীপুর  #সেইফ_ডায়াগণষ্টিক_এন্ড_হিয়ারিং_সেন্টারে কর্...
01/05/2024

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ০৭ ঘটিকার সময় লক্ষ্মীপুর #সেইফ_ডায়াগণষ্টিক_এন্ড_হিয়ারিং_সেন্টারে কর্মরত সকল স্টাফদের সাথে বিশ্ব শ্রমিক দিবসের মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।

আমরা (কর্তৃপক্ষ) নিজদেরকে শ্রমিক মনে করি। তাই স্টাফদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করা হয়।

Address

Lakshmipur
3700

Opening Hours

Monday 08:30 - 21:00
Tuesday 08:28 - 20:00
Wednesday 07:30 - 20:00
Thursday 08:30 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:30 - 20:00
Sunday 08:30 - 20:00

Telephone

+8801708737747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safe Diagnostic Center, Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Safe Diagnostic Center, Lakshmipur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram