05/02/2025
নাইট ডিউটিতে রোগী আসছে বাড়িতে ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে। আমরা Ruptured uterus(জরায়ু) হিসেবে Emergency অপারেশনে তুললাম। পেট খুলে ইউটেরাস তো আর পাওয়া যায়না! পরে কি দেখা যায়?! পলিথিন ব্যাগের ভিতর Placenta,Uterus,,Fallopian tube,Ovary!
মানে গর্ভফুল আসতেছে না দেখে এমন টান দিছে সবাই মিলে যে জরায়ুসুদ্ব হাতে করে নিয়ে আসছে!
জীবনে এতোটা অবাক হবো ভাবি নি!
হ্যাপি ডাক্তারি in Bangladesh!
সিরিয়াসলি? কতটা যন্ত্রণাদায়ক ছিল সেই মহিলার জন্য,চিন্তা করলেই গা শিউরে উঠে! একটু সামান্য হাত কাটলেই কতটা ব্যাথা লাগে,আর এই খানে এই গর্ভবতী মহিলার ভিতরের জরায়ু,সাথে টিউব, ওভারি টানাটানি ক্ক্রে ছিড়ে নিয়ে এসেছে! ইয়া আল্লাহ! কতটা অমানবিক! কত টা পেইনফুল। এই কাজ টা করার পর আবার পলিথিনে করে মাসিকের রাস্তার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল! এত নিষ্ঠুর আপনারা কিভাবে হতে পারেন? আপনারাও তো মা হয়েছেন, এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন,কিভাবে পারেন আপনারা এমন করতে?
কত শিক্ষিত মানুষ দেখি বাসায় ডেলিভারি করায়,ডাক্তারের উপর তাদের বিশ্বাস নাই,তাদের ধাত্রীর উপর বিশ্বাস।ধাত্রী রোগী মারলেও সেটা আল্লাহর ইচ্ছা,আর ডাক্তার মরা রোগী চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করার পরেও মানুষ ডাক্তার কেই ধরে,কি অদ্ভুত বাংগালী আমরা।
এই সব শুধু এই বাংলাদেশেই সম্ভব।
আমেরিকা ইউরোপ কেনো এলিয়েন খুঁজতে যায়,তাদের উচিত আমার দেশের মানুষ কে রিসার্চ করা, আমাদের মতো এতো ইউনিক পাবলিক পৃথিবীর আর কোথাও নেই!
#কালেক্টেড