গ্রীণ লাইফ মেডিকেল সেন্টার

গ্রীণ লাইফ মেডিকেল সেন্টার গ্রীন লাইফ মেডিকেল সেন্টার, মান্দারী ? Looking for a top-rated diagnostic center in your area? Look no further than 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐋𝐢𝐟𝐞 𝐦𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐜𝐞𝐧𝐭𝐞𝐫 Trust.

Our experienced team of doctors and specialists provides the highest quality care and service, making us the perfect choice for all your diagnostic needs. We offer a wide range of diagnostic services, from 𝐗-𝐫𝐚𝐲𝐬, 𝐛𝐥𝐨𝐨𝐝 𝐭𝐞𝐬𝐭𝐬, 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐗-𝐑𝐚𝐲, 𝟒𝐃 𝐜𝐨𝐥𝐨𝐫 𝐮𝐥𝐭𝐫𝐚𝐬𝐨𝐧𝐨𝐠𝐫𝐚𝐦𝐬, 𝟏𝟐 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝐄𝐂𝐆, 𝐄𝐜𝐡𝐨𝐜𝐚𝐫𝐝𝐢𝐨𝐠𝐫𝐚𝐦, 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜𝐚𝐥 𝐏𝐚𝐭𝐡𝐨𝐥𝐨𝐠𝐲, 𝐇𝐞𝐦𝐚𝐭𝐨𝐥𝐨𝐠𝐲
𝐌𝐢𝐜𝐫𝐨𝐛𝐢𝐨𝐥𝐨𝐠𝐲, 𝐈𝐦𝐦𝐮𝐧𝐨𝐥𝐨𝐠𝐲, 𝐇𝐢𝐬𝐭𝐨𝐩𝐚𝐭𝐡𝐨𝐥𝐨𝐠𝐲, 𝐀𝐦𝐛𝐮𝐥𝐚𝐧𝐜𝐞 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞, Pharmacy

24-hour to more complex procedures. We are committed to providing our patients with the best possible care, and our experienced staff is always on hand to answer any questions you may have. Contact: 𝟎𝟏𝟖𝟑𝟖𝟑𝟑𝟓𝟓𝟓𝟐

03/05/2025

দীর্ঘমেয়াদি কাশি এবং এজমার জন্য অসাধারণ একটি প্রোডাক্ট হচ্ছে লাং রিফ্রেসার। এটি একটি ফুট সাপ্লিমেন্ট। কোন ক্যামিক্যাল রিএকশন নাই কিন্তু লক্ষভেদি তার একশন।

26/02/2025

রমজানুল মোবারক এর স্বাস্থ্য বার্তা।

11/02/2025

আপনি কি মনদৌহিক রোগে ভুগছেন ? মনদৈাহিক রোগ কি ? কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, সে বিষয়ে জানতে গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের সাথে যোগাযোগ রাখুন।

29/11/2024

ডাঃ ফাহাদ আহমেদের সাথে চর্ম ও যৌন রোগ নিয়ে আলোচনা।

তিনি প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে গ্রীন লাইফ মেডিকেল সেন্টার মান্দারীতপ রোগী দেখেন।

25/09/2024

গ্রীন লাইফ মেডিকেল সেন্টার আছে সব সময় সব প্রয়োজনে।

11/06/2024

ফ্যাটি লিভার কখন ভয়ংকর হয়ে উঠতে পারে, সে বিষয়ে ডা. জিয়াউদ্দিন,( মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ) বলেন ফ্যাটি লিভার গ্রেড টু এবং থ্রিতে গেলে তা বিপদজনক হয়ে উঠে। তিনি তার আলোচনায় ফ্যাটি লিভারে করনিয় বিষয়গুলো তুলে ধরেন।

07/02/2024

বাত, ব্যাথার ঔষধ আমাদের জন্য কতটুকু কল্যান করে, কতটুকু বিপদ ডেকে আনে। জানুন বুঝুন এবং নিজেকে রক্ষা করুন।
ভালো লাগলে শেয়ার করবেন।

20/10/2023

নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজেৱ প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের, সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান, মান্দারী গ্রীন লাইফ মেডিকেল সেন্টারে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোগী দেখেন।
এখানে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি।
পারিবারিক জীবনের তিনি তার স্ত্রী এবং দুই কন্যা সন্তান মিলে এটি পরিবার। তারা প্রত্যেকেই চিকিৎসক।

25/09/2023

ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সাহস এবং আত্মবিশ্বাস সুস্থতার প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়। ভয় না পেয়ে ধৈর্য ধারণ করে পরিপূর্ণ বিশ্রাম নিলে এবং সঠিক খাবার গ্রহণ করলে ডেঙ্গু এমনিতেই ভালো হয়ে যায়। কমে গেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে বেশি বেশি করে পানি খেতে হবে। ডেঙ্গু আক্রান্ত হলে পারিবারিক সদস্যরা তাকে সাহস দিবেন। আমাদের সবাইকে মনে রাখতে হবে ভয় রোগের প্রবণতাকে বাড়িয়ে দেয়। ডেঙ্গু হলেই ভয়ে হাসপাতালে দৌড়ানোর কোন প্রয়োজন নেই। বাড়িতে চিকিৎসা করলে ডেঙ্গু এমনিতেই ভালো হয়ে যায়। প্রেসার বেশি কমে গেলে কিংবা খাবার গ্রহণ করতে না পারলে অতিরিক্ত বমি হলে কেবল শিরায় স্যালাইন দিতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সেকেন্ডারি কোন ইনফেকশন না থাকলে তার এন্টিবায়োটিকের কোন প্রয়োজন নেই। সচেতনতার মধ্য দিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগী খুব সহজেই ভালো হয়ে যেতে পারে।

06/08/2023

ভয়ংকর ডেঙ্গু জ্বর মোকাবেলা করতে যা করবেন, তা সঠিন না হলে আপনার জীবন বিপন্ন হতে পারে। আসুন ডেঙ্গু সচেতন হই নিজে বাঁচি অন্যকেও বাঁতে সহায়তা করি।

13/07/2023

গ্রীন লাইফ ডিজিটাল এক্স-রে পরিচিতি

Address

𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢𝐩𝐮𝐫, 𝐒𝐚𝐡𝐚𝐝𝐚𝐫, 𝐌𝐚𝐧𝐝𝐚𝐫𝐢 𝐁𝐚𝐳𝐚𝐫
Lakshmipur
3703

Telephone

+8801713453174

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীণ লাইফ মেডিকেল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share