Intern Nurses Sadar Hospital Lalmonirhat

Intern Nurses  Sadar Hospital Lalmonirhat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Intern Nurses Sadar Hospital Lalmonirhat, Hospital, Lalmonirhat.

ডিফিব্রিলেটর (Defibrillator) হলো একটি চিকিৎসা যন্ত্র, যা হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন (Arrhythmia) বা হৃদস্পন্দন বন্ধ হয...
15/03/2025

ডিফিব্রিলেটর (Defibrillator) হলো একটি চিকিৎসা যন্ত্র, যা হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন (Arrhythmia) বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া (Cardiac Arrest) অবস্থায় বিদ্যুৎ তরঙ্গ ব্যবহার করে হৃদযন্ত্রকে স্বাভাবিক করতে সাহায্য করে।

ডিফিব্রিলেটরের কাজ:

1. বিদ্যুৎ শক প্রয়োগ:

এটি একটি নির্দিষ্ট মাত্রার বৈদ্যুতিক শক (electric shock) সরবরাহ করে, যা হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন বা ফাইব্রিলেশন (Fibrillation) বন্ধ করে এবং স্বাভাবিক হৃদস্পন্দন ফিরিয়ে আনে।

2. হৃদযন্ত্রের সংকোচন নিয়ন্ত্রণ:

যদি হৃদযন্ত্র অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে (Ventricular Fibrillation বা Atrial Fibrillation) থাকে, তাহলে শক প্রয়োগ করে এটিকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরানো হয়।

3. হৃদস্পন্দন চালু করা:

কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদযন্ত্র থেমে গেলে) ডিফিব্রিলেটর দ্রুত ব্যবহার করলে রোগীর জীবন বাঁচাতে পারে।

ডিফিব্রিলেটরের ধরণ:

1. অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AED) – এটি স্বয়ংক্রিয় এবং সাধারণ মানুষও এটি ব্যবহার করতে পারে।

2. ম্যানুয়াল ডিফিব্রিলেটর – এটি হাসপাতাল বা অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞরা ব্যবহার করেন।

3. ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর (ICD) – এটি অস্ত্রোপচারের মাধ্যমে শরীরে বসানো হয় এবং দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র পর্যবেক্ষণ করে।

ডিফিব্রিলেটর ব্যবহারের সময়:

যদি কেউ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন, নাড়ি অনুভূত না হয় এবং নিঃশ্বাস না নেন, তবে দ্রুত AED ডিভাইস ব্যবহার করতে হবে।

AED সাধারণত স্বয়ংক্রিয় নির্দেশনা দেয়, যা অনুসরণ করে সাধারণ মানুষও এটি চালাতে পারেন।

নির্দিষ্ট কোন বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন আজ (শনিবার)। এর আওতায় প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল...
15/03/2025

দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন আজ (শনিবার)। এর আওতায় প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে টিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।

এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে হবে। টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরে থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াবেন। শিশুদের কান্নার সময় অথবা তাদের জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকবে।

- DhakaPost

বাচ্চাদের ডায়েরি হলে করণীয়
22/12/2024

বাচ্চাদের ডায়েরি হলে করণীয়

09/08/2023

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Intern Nurses Sadar Hospital Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category