Dr Omar Faruk

Dr Omar Faruk স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা সেবা পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।

29/12/2024

হাসপাতালের সেবায় রোগী খুবই খুশি | সরকারি হাসপাতাল |

26/12/2024

দেখুন বাচ্চার জ্বর হলে কি করবেন

25/12/2024

দেকুন নাকের ভিতর থেকে কিভাবে পুঁথি বের করে? 🙄| স্বাস্থ্য সচেতনতা মূলক ভিডিও |

স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসক ও ডিপ্লোমা চিকিৎসক , নার্স,  ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট  ও অন্যান্য  সকল স্টাফদের ...
26/09/2024

স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসক ও ডিপ্লোমা চিকিৎসক , নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য সকল স্টাফদের গুরুত্ব অপরিসীম।
বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ফার্মাসিস্টদের গুরুত্ব স্নেহের ছোট Riazul Islam এর সুন্দর প্রতিবেদন এ তা প্রকাশ পেয়েছে।
আমার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ছোট ভাই ফার্মাসিস্ট Riazul Islam কে অসংখ্য ধন্যবাদ

চলুন ঔষধের এর অপব্যবহার রোধে নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস -২০২৪, আমাদের সেই সকল নিরলস কর্মী ফার্মাসিস্টদের উদযাপনের দিন, যারা প্রতিনিয়ত স্বাস্থ্য....

21/09/2024
21/03/2024

হযরত মোহাম্মদ (সা:) বলেছেন,

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিওনা,
কেননা মিথ্যা নিয়ে যায় জাহান্নামে
আর সত্য নিয়ে যায় জান্নাতে

পি আই ডি কি? জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?পি আই ডি কি?পি আই ডি (পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ)...
23/02/2024

পি আই ডি কি? জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?

পি আই ডি কি?

পি আই ডি (পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ) হচ্ছে জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর সংক্রমণ। মাঝে মাঝে এটি ডিম্বাশয়কেও আক্রান্ত করতে পারে। পি আই ডি (Pelvic Inflammatory Disease) এর একটি কমন কারণ হচ্ছে Chlamydia and gonorrhoea নামক জীবাণুর সংক্রমণ। এছাড়া অন্যান্য কিছু জীবাণুও এই রোগের কারণ ঘটাতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে যৌনবাহিত রোগের মাধ্যমে এই জীবাণুর প্রবেশ ঘটে। এছাড়াও গর্ভপাত, জরায়ুর কোন অপারেশন, অনিরাপদ শারীরিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে জীবাণুর প্রবেশ ঘটতে পারে। চলুন জেনে নিই জরায়ুতে জীবাণুর সংক্রমণ হওয়ার লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত।

জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) হওয়ার লক্ষণ?

কিছু লক্ষণ দেখে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) রোগে আক্রান্তদের সনাক্ত করা যায়। এ রোগের কিছু পরিচিত লক্ষণ হলঃ

* তলপেটে ব্যথা, জ্বর এবং এবনরমাল স্রাব।

*মাসিক অনিয়মিত হওয়া, এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং পেটে ব্যথা।

* সহবাসে ব্যথা অনুভূত হওয়া।

এই লক্ষণগুলোর তীব্রতা কম বা বেশি হতে পারে। এমনকি অনেক সময় কোন ধরণের লক্ষণ প্রকাশ ছাড়াও আপনি এ রোগে আক্রান্ত হতে পারেন। কারণ এ রোগের জীবাণুগুলো অনেক সময় কোন ধরণের লক্ষণ প্রকাশ ছাড়াই জরায়ুর মুখে সুপ্ত অবস্থায় থাকতে পারে। এ রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষার দরকার হয়। জরায়ুর মুখ বা মুত্রনালী থেকে ডিসচার্জ নিয়ে পরীক্ষা করে জীবাণুর উপস্থিতি নির্ণয় করা যেতে পারে। এছাড়া সংক্রমণের লক্ষণ বোঝার জন্য রক্ত, ইউরিন পরীক্ষা ও পেটের আলট্রাসনোগ্রাম করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারস্কপি পরীক্ষার মাধ্যমে এ রোগের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং একই সময় চিকিৎসাও সম্ভব।

জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) হলে এর চিকিৎসা কী?

প্রাথমিক অবস্থায় এন্টিবায়োটিক এবং পেইন কিলার দিয়ে জরায়ুতে জীবাণুর সংক্রমণ হলে চিকিৎসা করা হয়। এ ক্ষেত্রে ঔষধগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় খেতে হবে। একই সাথে হাজব্যান্ড বা পার্টনারের চিকিৎসাও জরুরী। অন্যথায় বারবার জীবাণু সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। বিশেষ কিছু ক্ষেত্রে সার্জারি করার দরকার হতে পারে যেমন, ডিম্বনালী সংক্রমিত হয়ে পুঁজের সৃষ্টি হলে এবং বন্ধ্যাত্বের চিকিৎসায়। এছাড়া যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে লক্ষণের তীব্রতা কমানোর জন্য ডিম্বনালী এবং জরায়ু সার্জারি করে অপসারণ করা হয়।

কেন সময়মত চিকিৎসা করা জরুরী?

জরায়ুতে জীবাণুর সংক্রমণ হলে এর চিকিৎসা সময় মত না করালে কিছু দীর্ঘমেয়াদী জটিলতার সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে-

দীর্ঘদিন ধরে তলপেট ব্যথা, মাজা ব্যথা, ডিম্বনালীর পথ বন্ধ হয়ে বা জরায়ু এবং এর আশে পাশের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্বের কারণ হয়, ডিম্বনালীর পথ বাধাগ্রস্থ হয়ে একটোপিক প্রেগনেন্সি (জরায়ুর বাইরে গর্ভধারণ) হতে পারে।

প্রজননতন্ত্র সংক্রমণের যথাযথ চিকিৎসা না নিলে গর্ভপাত, সময়ের আগে বাচ্চা প্রসব এবং কম ওজনের বাচ্চা জন্মদানের সম্ভাবনা বেড়ে যায়।

জরায়ুতে জীবাণুর সংক্রমণ কীভাবে প্রতিরোধ সম্ভব?

এটি একটি প্রতিরোধযোগ্য সমস্যা। সচেতনতা আপনাকে এ সমস্যায় আক্রান্ত হবার হাত থেকে রক্ষা করতে পারে। নিরাপদ শারীরিক সম্পর্ক এবং কনডোম ব্যবহার জীবাণুর সংক্রমণ থেকে জরায়ুকে রক্ষা করে। যত্রতত্র এম আর (গর্ভপাত) করানো থেকে বিরত থাকতে হবে। এম আর বা ডিএন্ড সি করার দরকার হলে রেজিস্টার্ড ডাক্তার দিয়ে জীবাণুমুক্ত পরিবেশে করতে হবে। এ রোগের লক্ষণ দেখা দেবার দুই থেকে তিন দিনের মধ্যে চিকিৎসা শুরু করলে জটিলতার হার অনেকাংশে কমে যায়।

চিকিৎসা : প্রাথমিক পর্যায়ে নির্ণয় করে সঠিক চিকিৎসা দিলে পিআইডি হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করা সম্ভব। তবে অবস্থা জটিল হলে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। শুধু তাই নয় পিআইডি রোগীর যৌন সঙ্গীর স্বাস্থ্য পরীক্ষা ও যৌন রোগ নির্ণয় করে উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করাতে হবে। যৌন সঙ্গীর সঠিক চিকিৎসা না হলে রোগী আবার পিআইডিতে আক্রান্ত হয়ে পড়বে।

প্রতিরোধ ব্যবস্থা :
* সন্তান হওয়ার পর বা গর্ভপাতের পর বিশেষ পরিচ্ছন্নতা জরুরি।
* মাসিকের সময় কাপড় বা ন্যাপকিন যাই ব্যবহার করা হোক না কেন তা অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ন্যাপকিন ব্যবহার করলে ৪ ঘণ্টা পরপর পরিবর্তন করতে হবে।
* প্রতিবার বাথরুমে যাওয়ার পর যৌনাঙ্গ ভালো করে ধৌত করতে হবে।
* ঝুঁকিপূর্ণ সহবাসে কনডম ব্যবহার জরুরি। কনডম সেক্সচুয়ালি ট্রান্সমিটেট ডিজিজ থেকে রক্ষা করে।

27/01/2024

৫ দিন পুর্বে ১৫ মাসের একটি বাচ্চা নাকে ভুট্টা ডুকিয়েছিলো, আলহামদুলিল্লাহ , ভুট্টা বের করে দেওয়ার পর বাবা ও মায়ের মুখে হাসি

22/12/2023

#কিভাবে খুব সহজে টনসিল স্টোন বের করা হয় # একট সচেতন হলে নিজেরাই খুব সহজেই বের করতে পারবেন #

22/12/2023

* খুব সহজেই ব্যাথা ছাড়া টনসিল স্টোন বের করা যায়। #@ #একটু সচেতন হলে হলে নিজেরাই বের করতে পারবেন। #

22/12/2023

শরীরে একটা তাবিজ বেধে আপনি নামায পড়ছেন, সিয়াম পালন করছেন, তাহাজ্জুদ পড়ছেন‼️⁉️⁉️

🟥🟥 এই তাবিজের উপর আপনার যদি কানাকড়িও আস্থা বিশ্বাস থেকে থাকে আপনি আপনার মরা পর্যন্ত রাত জেগে তাহাজ্জুদ পড়লেও তার কিছুই কবুল হবে না।
তাবিজ ব্যবহার স্পষ্টভাবে শির্ক।

✅✅রাসুল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ
''যে ব্যক্তি তাবিজ লটকালো, সে শির্ক করলো''
📚 মুসনাদে আহমাদ - ১৬৭৭১
সনদ সহীহ

✅✅ঈসা ইবনু আবদুর রাহমান ইবনু আবূ লাইলা (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উকাইম আবূ মা’বাদ আল-জুহানীর অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেলাম। তিনি বিষাক্তি ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। আমি বললাম, কিছু তাবিজ-তুমার ঝুলিয়ে রাখছেন কেন? তিনি বললেন, মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক কোনকিছু ঝুলিয়ে রাখে (তাবিজ-তুমার) তাকে তাঁর উপরই সোপর্দ করা হয়।

সহীহ, গাইয়াতুল মারাম (২৯৭)।

📚 জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৭২
হাদিসের মান: সহিহ হাদিস

✅✅আর শির্কের ফল কি, সে ব্যপারে মহান আল্লাহ বলেনঃ ''যদি তারা শির্ক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।''
[সূরাহ আন'আমঃ ৬/৮৮]

✅✅তিনি আরও বলেনঃ ''নিশ্চয়ই যে আল্লাহ'র সঙ্গে শির্কে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন।''
[সূরাহ মায়েদাহঃ ৫/৭২]
-
☑️☑️তাবিজ ব্যবহার করলে আল্লাহ'র উপর আর ভরসা থাকে না। আপনি যখনই আচমকা কোন বিপদে পতিত হবেন, সাথে সাথে আপনার খেয়াল তখন তাবিজের দিকে যাবে। এই উদ্দেশ্যে যে, তাবিজ থাকতেও কেন বিপদ আসলো? আপনার এই ২-৩ সেকেন্ডের খেয়ালই যথেষ্ট আপনার সমস্ত আমল বরবাদ করে দেয়ার জন্য। তাই আপনাকে উপদেশ দিচ্ছি এখুনি তাবিজ খুলে ফেলুন। কোন বিপদ এলে শুধু আল্লাহ'র কাছেই সাহায্য চান এবং তার উপরই ভরসা রাখুন। অন্তত এটুকু তো মানেন যে, আল্লাহই আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী। তাহলে শুধু আল্লাহ'র উপর ভরসা করতে আপনার সমস্যা কোথায়?

Address

Aditmari
Lalmonirhat
5510

Telephone

+8801912766459

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram