Upazila Health Complex, Hatibandha,Lalmonirhat

  • Home
  • Upazila Health Complex, Hatibandha,Lalmonirhat

Upazila Health Complex, Hatibandha,Lalmonirhat স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্দেশ্যে_____

আলহামদুলিল্লাহ ❤️আজ ২৯-১১-২০২২ ইং তারিখে  রোজঃ মঙ্গলবার  আমাদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স,লালমনিরহাট   টুইন প্রেগন্...
29/11/2022

আলহামদুলিল্লাহ ❤️
আজ ২৯-১১-২০২২ ইং তারিখে রোজঃ মঙ্গলবার আমাদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স,লালমনিরহাট টুইন প্রেগন্যান্সি(যমজ বাচ্চা) নরমাল ডেলিভারি সম্পূর্ণ করাইলাম 🤱👨‍❤️‍👨
প্রসূতি মা এবং নবজাতকরা উভয়ই সুস্থ আছেন
#সরকারের দেওয়া বিনামূল্যে সেবা নিন #নিরাপদ #মাতৃত্ব নিশ্চিত করুন!
Nancy
Midwife
UHC,Hatibandha.

27/10/2021
27/06/2021

আজকে ৪ জন পজেটিভ।

যাদের মধ্যে হাসপাতাল ক্যাম্পাসেরই ৩ জন।

আপনারা মাস্ক পরে হাসপাতালে সেবা নিতে আসবেন। যদি না আসেন এবং তার ফলশ্রতিতে হাসপাতালের স্টাফরা পজেটিভ হতে থাকলে হাসপাতালই তার স্বাভাবিক কার্যক্রম পালন করতে অসমর্থ হবে।

মৃত্যুর মিছিল হয়তো শুরু হয় নাই,তবে যেদিন শুরু হবে,সেদিন কারো ঠেকানোর ক্ষমতা থাকবে না।

এবং সে জন্য আপনারা নিজেরাই দায়ী হবেন।

26/06/2021

আপনাদের যখন আমরা করোনার টেস্ট করাতে বলি, আপনারা এমন ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকেন এবং উত্তর গুলো দেন,তখন

নিজেদের সবচেয়ে অসহায়,বোকা এবং ভঙ্গুর লাগে।

নিজের ভালটা নিজেরাই বুঝছেন না।

আজ ৭ জন পজেটিভ, ১২-১৩ জনের মধ্যে।

সৃষ্টিকর্তা সহায় হোক।
জ্ঞান দিক আমাদের।

26/06/2021

আজ উপজেলা হেলথ কমপ্লেক্সের ল্যাবে ৫ জন করোনার স্যাম্পল দেন।
র‍্যাপিড এন্টিজেন টেস্টে ৩ জন পজেটিভ।
বাকি ২ জনের স্যাম্পল RT PCR. পরীক্ষার জন্য উন্নত ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালে কিংবা বাড়িতে প্রায় ঘরে ঘরে জ্বরের রোগী।
আপনারা দয়া করে পরীক্ষা করান।

নিজেকে এবং নিজের পরিবারকে আসন্ন বিপদ থেকে বাচাঁন।

গোদ রোগ ছোয়াছে নয়।গোদ রোগে অসুস্থ ব্যক্তিদের আক্রান্ত অংশের যত্ন নেবার জন্য প্রয়োজনীর জিনিসপত্র প্রদান করছেন হাতীবান্ধা ...
26/06/2021

গোদ রোগ ছোয়াছে নয়।

গোদ রোগে অসুস্থ ব্যক্তিদের আক্রান্ত অংশের যত্ন নেবার জন্য প্রয়োজনীর জিনিসপত্র প্রদান করছেন হাতীবান্ধা উপজেলা হেলথ কমপ্লেক্সের সিএইচসিপি বৃন্দ।

বিকলাঙ্গতা প্রতিরোধে সবাই এগিয়ে আসুন।

22/06/2021

হাতীবান্ধা হেলথ কমপ্লেক্সে করোনার টেস্ট( rapid antigen test) হচ্ছে।

হাসপাতালে আসা রোগীদের মধ্যে প্রায় ৬০%-৭০% ই জ্বর নিয়ে আসছে।
সাথে কাশি,গলা ব্যথা,পাতলা আছে। পরিবারের একাধিক সদস্য এসব লক্ষণে ভুগছে।

টেস্ট করতে শতভাবে বোঝানোর পরও মাত্র ৫/৭% রোগী রাজী হচ্ছেন।

নিজের স্বাস্থ্য নিরাপত্তার পাশাপাশি পরিবারের বয়স্ক ব্যাক্তিকে মৃত্যু ঝুকিতে না ফেলতে চাইলে দ্রুত পরীক্ষা করান।

মনে রাখতে হবে, এই টেস্টে যার পজেটিভ আসবে, সে শতভাগ করোনা আক্রান্ত। কিন্তু যাদের নেগেটিভ আসবে,তাদের বাকি স্যাম্পল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে RT PCR Test করে নিশ্চিত হওয়া যাবে যে,ব্যক্তি করোনা আক্রান্ত কি না।

একটি বহুল প্রচলিত ভুয়া তথ্য।
10/06/2021

একটি বহুল প্রচলিত ভুয়া তথ্য।

কমিউনিটি ক্লিনিকে চলছে উঠান বৈঠক। ধন্যবাদ সিএইচসিপিদের, স্বাস্থ্যসেবা বিভাগের এই কার্যক্রম এগিয়ে নিতে মুখ্য ভুমিকা পালনে...
09/06/2021

কমিউনিটি ক্লিনিকে চলছে উঠান বৈঠক।
ধন্যবাদ সিএইচসিপিদের, স্বাস্থ্যসেবা বিভাগের এই কার্যক্রম এগিয়ে নিতে মুখ্য ভুমিকা পালনের জন্য।

31/05/2021

আগামী ৫ জুন ২০২১ খ্রীঃ থেকে ১৯ জুন ২০২১ খ্রীঃ পর্যন্ত( ছুটির দিন ব্যতীত) সারা দেশ ব্যাপী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হবে।
হাতীবান্ধা উপজেলা ১২ টি ইউনিয়নেও একই ভাবে শুরু হবে।
আপনার শিশুকে নিকটস্থ স্থায়ী/ অস্থায়ী টিকাদান কেন্দ্রে নিয়ে যান।
প্রয়োজনীয় ক্যাপসুলটি নিন।

৬ মাস থেকে ১ বছর বয়সী শিশু নিবে নীল রং-য়ের ১ টি ক্যাপসুল।
১ বছর থেকে ৫ বছর পর্যন্ত বয়স্ক শিশু নিবে লাল রং-য়ের ১ টি ক্যাপসুল।

স্বাস্থ্যকর্মী কাচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের সম্পুর্ণ তরল অংশটুকু খাওয়াবে।

Address


5530

Telephone

+8801730324665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Hatibandha,Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram