UccHingre

UccHingre Memes যা আপনার মস্তিষ্ক কে দুচে দেবে!

24/03/2025

হায়্রে চডমিনস এর দল

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাবসায়ীক কাজ সাধনে আমি অনেকদিন যাবৎ পেইজ এ ছিলাম নাহ।তো কালকে যখন আমি পোস্ট করি দেখি যে এই...
24/03/2025

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাবসায়ীক কাজ সাধনে আমি অনেকদিন যাবৎ পেইজ এ ছিলাম নাহ।তো কালকে যখন আমি পোস্ট করি দেখি যে এই কমেন্ট টি করা হয়েছে।
বরাবরের মতনই সুন্দ্রীদের প্রতি দুর্বল হওয়ায় এডমিন আপু কে আমি কোমল টেক্সটে প্রশ্ন করলাম,
এ কেমন সম্ভাষণ?
এডমিন আপু বললেন তিনি এই কমেন্ট করেন নি।
ঘটনা তলিয়ে দেখতে আমি পেইজ ঘাটাঘাটি করে জানতে পারি রংপুরের কোন এক প্রত্যন্ত গ্রামের ছেলে এই পেইজের এডমিন হিসেবে যুক্ত হয়েছে।
পরবর্তীতে এর কৈফিয়ৎ শুনতে চাইলে এডমিন আপু আমাকে বলেন,
"তুমি তো জানই যে অর্থই সকল সুখের মূল।
তো এই জীবনলেস ছেলেটি একদিন পেইজ এ মেসেজ দিয়ে জানায় সে এডমিন হতে ইচ্ছুক।
তারপর তার কাছ থেকে বাংলা পয়সায় ৫০০১ টাকা বখশিশ নিয়ে আমি তাকে এডমিন করি।"

ঢাকা শহরের তীব্র গরমে আমি চামড়া পট্টি তে ঘুড়ে বেরাচ্ছি।
আপনারা সবাই দোয়া করুন যেন আমি উন্নত মানের চামড়ার চাবুক কিনতে সক্ষম হই।
আমি সিদ্ধান্ত নিয়েছি পবিত্র ঈদের দিনে বাদ মাগরীব গেহোসেনের রিকশার গ্যারেযে তার শালিশ বসানো হবে।
আমাদের এই ভদ্র লোকের পেইযে কোন গ্রামের জীবনলেস ছেলেদের জায়গা নেই।
এরা মূলত সমাজের বোঝা।

-ইউনোহুয়াইএম

কেমন আছেন ভ্রাতাগন।পুজিবাদী শহরে এসে অর্থনৈতিক উন্নায়নের নামে টাকার অবাধ অপচয় ও বেলাল্লাপনায় লিপ্ত হওয়ার দরুন আপনাদের মা...
23/03/2025

কেমন আছেন ভ্রাতাগন।
পুজিবাদী শহরে এসে অর্থনৈতিক উন্নায়নের নামে টাকার অবাধ অপচয় ও বেলাল্লাপনায় লিপ্ত হওয়ার দরুন আপনাদের মাঝে ছিলাম নাহ।
কমেন্ট করুন, বাতচিত করি।
ভালো লাগবে।

বিঃদ্রঃচেকাই মিন্টু তথা খাকস(খাম করমিটির সভাপতি) ব্র'র সাথে কথা বলিয়া সামনের মাসে বৃহত্তর গুলশান এরিয়ায় ৭টি রিকশা নামাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
আপনারা আমার উত্তরোত্তর ইনকাম ও সফলতা কামনা করবেন।
এবং অবশ্যই রাখবেন যে uccHingre আপনাদের লাইক শেয়ারের বুষ্টি গেচেনা,যারা যথার্থভাবে লাইফলেস ও জীবনের সবচেয়ে পিক মোমেন্টে থেকে ফাল বেলাইতে পারে নাই,তাদের জন্যই এই পোস্ট এই পেইজ।

-iunohuaiam.

01/09/2024

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আপনার বসকে রিজাইন লেটার লিখে পাঠান। দেখবেন ভালো লাগবে।

16/08/2024
12/08/2024

সে একটা জোয়ান ছেড়ি
আর কতদিন ধৈর্য্য ধরবে?

29/06/2024

আপনারা নিশ্চয়ই অবগত যে এনিমেল একদা একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করতো বিধায় ওর আধুনিক সভ্যতার সাথে কোনো যোগাযোগ ছিলো না। একবার ও আমাকে বলে, ছোট গিটার শিখুম।

তখন আমাদের এরশাদ ভাই (আর্টসেল) গিটারের ইশকুল খুইলাছে। আমি ওরে কইলাম, ঠিক আছে। তোরে এরশাদ ভাইয়ের কাছে নিয়া যামুনে।

শ্লায় তখন কইসিলো, কস কি! প্রেসিডেন্ট এরশাদ গিটার বাজানো শিখায়?

জীবনের চুষ্টি গুদি!

-ডী.ড়ীফাত

28/06/2024

কালকে যাদের পরিক্ষা এবং বাল্ডাও পারেন না, তারা হসচ চলাকালীন দৈনিক এক ঘণ্টা সময় বের করে ব্যাটারিচালিত রিকশা ড্রাইভার এবং বুয়াদের কাছে ইন্টার্নশিপ করুন।

28/06/2024

স্টেশন ব্রিজে এক নাম প্রকাশে অনিচ্ছুক সংগীত শিল্লীর সাথে দেখা। এখন একসাথে মাদক নিরাময় কেন্দ্রে যাচ্ছি।
অনেক খিচ হচ্ছে।

28/06/2024

স্কোর দেওয়ার টাকা নাই। ডান্ডির সন্ধানে স্টেশন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। কারও কাছে থাকলে আওয়াজ দিয়েন।
-এনিমেল।

27/06/2024

প্রিয় সুন্দ্রী আপ্পিরা,
বেদনার রঙ নীল কেন জানেন? আমি জানি না। নীল সমুদ্র আর নীলাকাশ পাড়ি দিয়ে চলে এসেছি প্রশান্ত পাড়ে। নীড়ের আশায় মন কাঁদে যেমন কাঁদে আপনার জানালায় আষাঢ়ে আকাশ। মানুষ বৃষ্টি বোঝে না। ওদের কাছে বৃষ্টি বলতে কেবল অশ্রুধারা।

অথচ যুবতী প্রেমিকার খোলা বুক আর আন্দোলিত হওয়া কপালের চিকন ঘাম আমরা বৃষ্টির খামে জমা করে রেখে দেই৷ তাদের নানান হাস্যকর দোহাই দিয়ে চলে যাওয়া নতুন কিছু না৷ এসবে আমাদের কিছু আসে যায় না৷ আমরা তখন বৃষ্টির খামে জমে থাকা পানি বাস্প করে দেই৷ মেঘ হয়, ঝড়ে বৃষ্টি নামে৷ অথচ, এই আধুনিক যুগেও ওদের মনে হয় বৃষ্টি মানে শুধুই কান্না।

কমেন্টবক্সে আপনাদের জন্য একটা গান দিয়ে গেলাম। গানটা শোনেন, গান শুনে মন ভারী করেন। তারপর আপনার ঠোঁট আমার ঠোঁট- রোজ কেয়ামত। গান ভালো না লাগলে আপনি অসুন্দ্রী আপ্পি। অসুন্দ্রী আপ্পিদের গাল গুপ্তর জুতা।

-মাকস the vagabond...

Address


Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when UccHingre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category