M/S. Shakib Drug Shop

  • Home
  • M/S. Shakib Drug Shop

M/S. Shakib Drug Shop All kind of medicines are available here.

✳️ORS(Oral Rehydration salt/solutions)✳️                         ✅✅ প্রশ্ন ১ ✅✅🔶ডায়াবেটিস বা HTN এর রোগীর খাবার স্যালাইন...
07/08/2020

✳️ORS(Oral Rehydration salt/solutions)✳️

✅✅ প্রশ্ন ১ ✅✅
🔶ডায়াবেটিস বা HTN এর রোগীর খাবার স্যালাইন খাওয়া যাবে কিনা???

♦️♦️আমরা জানি,, ডায়রিয়ায় আক্রান্ত হলে শরীর পানি ও লবণ হারায়। খাওয়ার স্যালাইন সেই পানি-লবণের ঘাটতি পূরণ করে। কিন্তু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা অনেক সময় এই খাওয়ার স্যালাইন খাবেন কি না,, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কেননা তাঁদের লবণ কম খেতে বলা হয়।
♦️♦️পাশাপাশি গ্লুকোজ বা চিনি খেতেও নিষেধ করেন। কিন্তু খাওয়ার স্যালাইনের প্যাকেটে তো লবণ ও গ্লুকোজের মিশ্রণ থাকে।আমরা জানি,,
খাওয়ার স্যালাইনে,,,
➡️পানি,
➡সোডিয়াম,
➡পটাশিয়াম ও
➡গ্লুকোজ বা শর্করা থাকে।

♦️♦️এখানে গ্লুকোজের প্রধান কাজ intestine এ লবণ শোষণে সাহায্য করা। প্রতি লিটার খাওয়ার স্যালাইনে গ্লুকোজের পরিমাণ ২০ গ্রামের বেশি নয় এবং এর প্রায় পুরোটাই intestine এ লবণ শোষণে ব্যবহৃত হয়। তাই ডায়রিয়ায় স্যালাইন খেলে ডায়াবেটিসের রোগীর রক্তে শর্করা বাড়বে—এমন ধারণা ঠিক নয়। এ ক্ষেত্রে স্যালাইন মূলত লবণের ঘাটতি পূরণ করার কাজে ভূমিকা রাখে। শরীরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে লবণের ভারসাম্য রক্ষা করাটা খুবই জরুরি। আর ডায়রিয়ায় আক্রান্ত হলে আমরা প্রচুর লবণ হারাই। তাই উচ্চ রক্তচাপের রোগীরও ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে, এতে লবণের আধিক্য হবে না বা রক্তচাপও বাড়বে না।

♦️♦️ডায়রিয়া হলে স্যালাইন খাওয়ার মাধ্যমে পানি-লবণের ঘাটতি দ্রুত পূরণ না করলে শরীর পানিশূন্য হয়ে পড়বে, লবণের অভাবে নিস্তেজ হয়ে পড়বে। পানিশূন্যতা থেকে কিডনি অকার্যকারিতাও হতে পারে। যেসব ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীর আগে থেকেই কিডনিতে সামান্য সমস্যা আছে, ডায়রিয়ায় তাঁদের আরও বেশি জটিলতা হতে পারে। তাই ডায়রিয়া হলে সবাইকেই স্যালাইন খেতে হবে। এ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ নেই। ডায়াবেটিসের রোগীরা সেই সঙ্গে বারবার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে দেখবেন ও উচ্চ রক্তচাপের রোগীরা রক্তচাপ মাপবেন।

✅✅ প্রশ্ন ২ ✅✅
🔶ডায়রিয়ার চিকিৎসার ছাড়াও কি ORS খাওয়া যাবে??

♦️♦️হ্যা যাবে।
➡️একজন দিনমজুর/খেটে খাওয়া মানুষ গরমে কাজ করে sweating এর ফলে লবন পানি হারালে তা পূরনে এবং শরীরে পুনরায় শক্তি যোগাতে ORS খাওয়া যাবে। যদি ঐ ব্যক্তি HTN /DM রোগে ভুগতে না থাকে।
➡️অনেক ক্ষেত্রে BP Low হলে ORS খাওয়ার পরামর্শ দেয়া হয়।
➡️vomiting হলে শরীরে লবন পানির ঘাটতি দেখা যায়।।এক্ষেত্রে ORS দেয়া হয়

✅✅ প্রশ্ন ৩ ✅✅
🔶খাবার স্যালাইন ১/২(আধা) লিটার পানিতে না গুলালে কোন ক্ষতি হবে কি ???

♦️♦️জি হ্যা। অবশ্যই ক্ষতি হবে। কারন,,
➡️১/২(আধা) লিটার পানিতে মিশানোর জন্য স্যালাইনে যে পরিমান উপাদান থাকে,, তাতে এর চেয়ে কম পানি নিলে আরও পানিশূন্যতা দেখা দেয়। এর কারন হলো ORS যেহেতু ১/২(আধা) লিটার পানির জন্য বানানো । তাই ওর যতটুকু পানির দরকার ও ততটুকু intestine থেকে শোষন করবে।।ফলে ভালোর চেয়ে ক্ষতি হয় বেশি।
➡️কম পরিমান পানি মিশালে স্যালাইনে সোডিয়াম এর ঘনত্ব বেড়ে যায়। এ স্যালাইন খেলে শরীরে সোডিয়ামের পরিমান বেড়ে(hypernatraemia) হবে। ফলে খিঁচুনি হয়ে রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে।

🔶🔶পরিশেষে: যদি কেউ heart এর রোগে,HTN,DM রোগে ভূগতে থাকেন সেক্ষেত্রে ORS দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

✅✅ORS থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইভাতে তারা হয়। সেটা হলো ORS এর meaning কখন salt এবং কখন solution হবে।
♦️♦️উত্তর :-
ORS যখন প্যাকেট এর মধ্যে থাকবে। তখন তাকে সল্ট(salt) বলা হয়। আর যখন পানিতে গুলানো হবে তখন তাকে solution বলা হয়।

(Collected and edited post)

22/07/2020
05/06/2020

যে সাতটি বদঅভ্যাস মস্তিষ্কের জন্য ক্ষতিকর

মানুষের পুরো শরীরের সব অঙ্গই মস্তিষ্কের উপর নির্ভরশীল। মস্তিষ্ক থেকে সংকেত দেয় বলেই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠাক মত চলছে। আর তাই মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি। মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি কিছু বিশেষ যত্নের ও সাবধানতার। অথচ নিজের অজান্তেই প্রতিদিন অসংখ্য ভুল কাজে মস্তিষ্কের স্বাস্থ্যহানি করে চলেছি আমরা নিজেরাই।

সাতটি বদঅভ্যাস মস্তিষ্কের জন্য ক্ষতিকর।

১, সকালের নাস্তা ভুলে যাওয়া/মিস করা
২, রাতে দেরিতে ঘুমানো
৩, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া
৪, সকালে অধিক পরিমাণে ঘুমানো
৫, খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা
৬, ক্যাপ/স্কার্ফ বা মোজা পরে ঘুমানো
৭, ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা/বন্ধ করে রাখা

ডি. ডা. শাকিব ফরাজী
ডি.এম.এ.(ঢাকা)
এল.এম.এ.এফ.
বি.এস.সি (গনিত)
০১৯৯৮৬১০০১৫

https://m.facebook.com/story.php?story_fbid=949863405427760&id=100012123280028
20/05/2020

https://m.facebook.com/story.php?story_fbid=949863405427760&id=100012123280028

বাংলাদেশে গ্রাম ডাক্তার ও পল্লি চিকিৎসকেরা সব সময়েই প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর প্রথম গন্তব্য। স্বাভাবিক সময়েও যে.....

https://www.prothomalo.com/technology/article/1654111/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E...
02/05/2020

https://www.prothomalo.com/technology/article/1654111/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0

যখনই জানা গেল করোনাভাইরাস প্যানডেমিক বা মহামারির আকার নিতে যাচ্ছে, তখন থেকেই শুরু হয়েছে কার্যকরী ভ্যাকসিন তৈরির ...

রোগী সনাক্তকরণের পর চিকিৎসা, কোয়ারেন্টিন, আইসোলেশন ও করনীয়কেন করোনাভাইরাস রোগীদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়?করোন...
11/04/2020

রোগী সনাক্তকরণের পর চিকিৎসা, কোয়ারেন্টিন, আইসোলেশন ও করনীয়
কেন করোনাভাইরাস রোগীদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়?

করোনাভাইরাস একটি ভাইরাসজনিত রোগ তাই অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা যায় না। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ভাইরাস নয়।

তবে আপনি যদি চিকিৎসাধীন অবস্থায় থাকেন, তবে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে, এর সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নেই।



কোন কোন ওষুধ লিখবেন না?
নিম্নলিখিত ওষুধগুলি করোনাভাইরাস এর তীব্রতা বাড়ায় এবং তাই করোনাভাইরাস সন্দেহভাজন কোন রোগীর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা উচিত নয়, যদি না এসব ওষুধ তারা আগে থেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে থাকেনঃ

IBUPROFEN এবং অন্যান্য NSAIDs
যেমন Ketoprofen, aceclofenac, Naproxen, Naproxen + esomeprazole, celecoxib, dexibuprofen, Dexketoprofen, Diclofenac diethyl ammonium salt, Diclofenac free acid, Diclofenac potassium, Diclofenac sodium, Diclofenac sodium + misoprostol, Etodolac, Etoricoxib, Indomethacin, Mefenamic acid, Meloxicam, Oxaprozin, Piroxicam, Sulindac, Tenoxicam, Tolfenamic acid


ACE INHIBITOR
যেমন Captopril, Ramipril, Enalapril, Lisinopril, Fosinopril, Perindopril)


ANGIOTENSIN RECEPTOR BLOCKER
যেমন Losartan, Valsartan, Candesartan, Olmesartan, Telmisartan


CORTICOSTEROID
যেমন Prednisolone, Hydrocortisone, Betamethasone, Fluticasone, Fluocinolone, Halcinonide)

সূত্রঃ muktopaath

দেশে ১৭টি ল্যাবরেটরিতে (পরীক্ষাগার) কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর মধ্যে ঢাকায় নয়টি ও ঢাকার বাইরে আটটি ল্যাব রয়...
09/04/2020

দেশে ১৭টি ল্যাবরেটরিতে (পরীক্ষাগার) কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর মধ্যে ঢাকায় নয়টি ও ঢাকার বাইরে আটটি ল্যাব রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে।

জানুয়ারির শেষ সপ্তাহে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা শুরু করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। পরীক্ষা বিষয়ে তারা প্রথম তথ্য প্রকাশ করে ২৮ জানুয়ারি। শুরু থেকে এই পরীক্ষা শুধু আইইডিসিআরের ল্যাবরেটরিতেই হয়ে আসছিল। সরকারের অনুমতির পর এখন অন্য ল্যাবেও পরীক্ষা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস শনাক্তের জন্য ঢাকাসহ দেশের ১৭টি জায়গায় পরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকলে নিকটস্থ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করলে পরীক্ষা করানো যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট), আইসিডিডিআরবি, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ), আইডিইএসএইচআই (আইদেশী), ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন, ঢাকা মেডিক্যাল কলেজ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের পরীক্ষা ব্যবস্থা রয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, রংপুর মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

করোনা পরীক্ষাগারে যোগাযোগের মাধ্যম- স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনার লক্ষণ থাকলে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিআরের হটলাইনে যোগাযোগ করলে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া, হাসপাতালগুলোর আউটডোরে আসলে চিকিৎসকরা করোনা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিলে নমুনা সংগ্রহ করা হবে।

এছাড়া করোনার লক্ষণ থাকলে পরীক্ষাকেন্দ্রগুলোর নাম্বারগুলোতেও যোগাযোগ করা যাবে-

আইইডিসিআর: 02-9898796, জনস্বাস্থ্য ইনস্টিটিউট : 02-8821361, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস : 031-2780426, সিএইচআরএফ : 02-48110117, আইসিডিডিআর'বি:09666-771100, আইডিইএসএইচআই (আইদেশী): 01793-163304, ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন: 02-9139817,রংপুর মেডিক্যাল কলেজ: 0521-63388, রাজশাহী মেডিক্যাল কলেজ: 0721-772150, ঢাকা মেডিক্যাল কলেজ: 02-55165088, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ: 091-66063, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল: 0821-713667, খুলনা মেডিক্যাল কলেজ: 041-760350 শেরে বাংলা মেডিক্যাল কলেজ: 0431-2173547, কক্সবাজার মেডিক্যাল কলেজ: 01821-431144, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি: 01769-016616, বিএসএমএমইউ : 01866-637482।



সূত্র: দৈনিক জাগরণ, ০৬-০৪-২০২০, ২০:১৭

কিডনি নষ্টের ১০টি অনিয়ম১. প্রস্রাব আটকে রাখা।২. পর্যাপ্ত পানি পান না করা।৩. অতিরিক্ত লবন খাওয়া।৪. যেকোন সংক্রমনের দ্রু...
06/04/2020

কিডনি নষ্টের ১০টি অনিয়ম
১. প্রস্রাব আটকে রাখা।
২. পর্যাপ্ত পানি পান না করা।
৩. অতিরিক্ত লবন খাওয়া।
৪. যেকোন সংক্রমনের দ্রুত চিকিৎসা না করা।
৫. মাংস বেশি খাওয়া।
৬. প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭. অপরিমিত ব্যথার ওষুধ সেবন।
৮. ওষুধে সেবনে অনিয়ম।
৯. অতিরিক্ত মদ খাওয়া।
১০. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া।
অনুগ্রহ করে টিপসগুলো অবহেলা করবেন না.

20/03/2020

Address

Mach Bazar Mosque Road, Puran Bazar

7900

Telephone

+8801633078912

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S. Shakib Drug Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram