Sastho Seba Hospital Rajoir Ltd.

Sastho Seba Hospital Rajoir Ltd. "স্বাস্থ্য সেবা হাসপাতাল রাজৈর লিমিটেড"।থানার মোড়, রাজৈর, মাদারীপুর

01/09/2025

নরমাল ডেলিভারিতে নতুন শিশুর আগমন। সেবা নিতে চলে আসুন। আপনাদের সেবায় ২৪ ঘণ্টা খোলা আছে। #স্বাস্থ্য_সেবা_হাসপাতাল_রাজৈর_লি #স্বাস্থ্য_সেবা_হাসপাতাল_রাজৈর_লিমিটেড #বদরপাশা #টেকেরহাট #মাদারীপুর #রাজৈর #জলিলপাড় #পশ্চিম_রাজৈর Anny Islam Anik Islam Arif Royhan Somrat Sabid Kaniz Chandni Al-amin Basher Sastho Seba Hospital Rajoir Ltd. Rafin Matubbor Kazi Nazrul Islam Kazi Alamgir Zihad Islam Hridoy

“নরমাল ডেলিভারি”নরমাল ডেলিভারির প্রধান সুবিধাগুলো হলো— 1. দ্রুত সুস্থ হওয়া – অস্ত্রোপচারের কাটাছেঁড়া না থাকায় মা দ্রুত স...
14/08/2025

“নরমাল ডেলিভারি”

নরমাল ডেলিভারির প্রধান সুবিধাগুলো হলো—
1. দ্রুত সুস্থ হওয়া – অস্ত্রোপচারের কাটাছেঁড়া না থাকায় মা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
2. কম হাসপাতাল খরচ – সিজারিয়ান অপারেশনের তুলনায় খরচ কম হয়।
3. সংক্রমণের ঝুঁকি কম – অস্ত্রোপচার না হওয়ায় ইনফেকশনের সম্ভাবনা কম থাকে।
4. দুধ খাওয়ানো দ্রুত শুরু – প্রসবের পর অল্প সময়ের মধ্যেই মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন।
5. শিশুর জন্য ভালো – জন্মের সময় স্বাভাবিক চাপের কারণে শিশুর ফুসফুস ভালোভাবে কাজ শুরু করে

নরমাল ডেলিভারিতে স্বাস্থ্য সেবা হাসপাতাল রাজৈর লিমিটেড এ নতুন শিশুর জন্ম। নরমাল ডেলিভারি সহ যে কোন স্বাস্থ্য বিষয় পরামর্শের জন্য চলে আসুন স্বাস্থ্য সেবা হাসপাতাল রাজৈর লিমিটেড এ। লোকেশন: থানার মোড়, রাজৈর, মাদারীপুর।
#স্বাস্থ্য_সেবা_হাসপাতাল_রাজৈর_লিমিটেড #স্বাস্থ্য_সেবা_হাসপাতাল_রাজৈর_লি #পশ্চিম_রাজৈর #বদরপাশা #টেকেরহাট #রাজৈর #মাদারীপুর #জলিলপাড় #ইশিবপুরAl-amin BasherSastho Seba Hospital Rajoir Ltd.Somrat SabidArif RoyhanKaniz ChandniMolina AktherAnik IslamSaiful IslamKazi Nazrul IslamAnny IslamBM ShamimFarjana Korim SumaKazi AlamgirMd Amir HossainRizwan Ali RizviZihad Islam HridoyMD Sadik Rehanum AkandaRafin MatubborKazi Apu

যে কাপড় বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য: এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী আজ থেকে প্রায় ২৬০ বছর আগের কথা। সময়টা ১৭৬০ সাল। ফ্রা...
06/08/2025

যে কাপড় বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য: এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী আজ থেকে প্রায় ২৬০ বছর আগের কথা। সময়টা ১৭৬০ সাল। ফ্রান্সে তখন এক ভয়াবহ দুঃসময় চলছে। সন্তান জন্ম দিতে গিয়ে হাজার হাজার মা ও শিশু মা/রা যাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, নেই কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। প্রসব যেন ছিল মৃ/ত্যু/র সাথে পাঞ্জা লড়া। 😥

এই ঘোর অন্ধকারের মাঝে একাই আলোর মশাল নিয়ে এগিয়ে এসেছিলেন এক অদম্য নারী—আঞ্জেলিক মার্গারিট ল্য বুরসিয়ে দু কুদ্রে (Angélique Marguerite Le Boursier du Coudray)। তিনি ছিলেন একজন ধাত্রী, কিন্তু শুধু সন্তান প্রসব করানোই তাঁর একমাত্র লক্ষ্য ছিল না। তিনি চেয়েছিলেন এমন এক ব্যবস্থা তৈরি করতে, যা অগণিত মায়ের জীবন বাঁচাবে। এবং তিনি তা পেরেছিলেন! কীভাবে? নিজের মেধা আর সৃজনশীলতা দিয়ে তিনি তৈরি করেছিলেন এক অবিশ্বাস্য জিনিস—কাপড়, চামড়া আর তুলা দিয়ে বানানো একটি পূর্ণাঙ্গ নারীদেহ ও জ/রা/য়ুর মডেল! 🤯

হ্যাঁ, ঠিকই পড়ছেন। এটি ছিল পৃথিবীর প্রথম ধাত্রীবিদ্যার হাতে-কলমে শিক্ষার মডেল, যা পরিচিত ছিল “দ্য মেশিন” (The Machine) নামে। এই কৃত্রিম জ/রায়ু/তে থাকতো একটি পুতুল, যার মাথা ঘোরানো যেত, মুখে জিহ্বা ছিল, এমনকি চুলও আঁকা ছিল কালি দিয়ে! বিভিন্ন দড়ি ও স্ট্র্যাপের মাধ্যমে তিনি ডেলিভারির সময়কার বাস্তব পরিস্থিতি তৈরি করে দেখাতেন। ছাত্রছাত্রীরা এই মডেলে নিজের হাতে অনুশীলন করে শিখতো কীভাবে নিরাপদে একটি শিশুকে পৃথিবীর আলো দেখাতে হয়।

ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই যখন গ্রামের পর গ্রামজুড়ে মাতৃমৃত্যুর হাহাকারে অতিষ্ঠ, তখন তিনি আঞ্জেলিক দু কুদ্রের উপর এক ঐতিহাসিক দায়িত্ব দেন। পরবর্তী ২৫ বছর ধরে এই মহীয়সী নারী একটি ঘোড়ার গাড়িতে করে তাঁর এই কাপড়ের জরায়ু নিয়ে চষে বেড়িয়েছেন ফ্রান্সের এক গ্রাম থেকে আরেক গ্রামে। তিনি প্রায় ৪,০০০ এর বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন গ্রামের সাধারণ নারী, যাদের এর আগে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না।

শুধু তাই নয়, ১৭৭৩ সালে তিনি প্রকাশ করেন তাঁর যুগান্তকারী বই “Abrégé de l’Art des Accouchements” (প্রসববিদ্যার সারসংক্ষেপ), যা ধাত্রীবিদ্যাকে এক নতুন বৈজ্ঞানিক রূপ দেয়। তাঁর এই অক্লান্ত পরিশ্রমের ফলে ফ্রান্সের অনেক অঞ্চলের মা/তৃমৃ/ত্যুর হার নাটকীয়ভাবে কমে আসে।
ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে যাওয়া আঞ্জেলিক দু কুদ্রে কেবল একজন ধাত্রী ছিলেন না; তিনি ছিলেন একজন যুগান্তকারী উদ্ভাবক, একজন স্বপ্নদ্রষ্টা শিক্ষক এবং নারীস্বাস্থ্যের এক অকুতোভয় সৈনিক। তাঁর সাহস, মায়া আর অসামান্য উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি ভয়কে শক্তিতে রূপান্তরিত করেছিলেন এবং বাঁচিয়েছিলেন অগণিত প্রাণ। ❤️

একবার ভাবুন, যে যুগে নারীদের ঘরের বাইরে পা ফেলাই কঠিন ছিল, সেই যুগে একজন নারী কীভাবে একাই পুরো একটা বিপ্লব ঘটিয়েছিলেন! 😲

-সংগ্রিহিত

20/06/2025

📍 আসেন জেনে নেই গর্ভাবস্থায় মায়ের ঠাণ্ডা লাগলে কি বাচ্চারও ঠাণ্ডা লাগে?

➡️ গর্ভাবস্থায় সর্দি-কাশি বা ঠাণ্ডা লাগা একটি খুব সাধারণ সমস্যা। অনেক গর্ভবতী মা চিন্তিত হয়ে পড়েন,"আমার ঠাণ্ডা লাগলে কি গর্ভের শিশুরও ঠাণ্ডা লাগবে?"

✅ সংক্ষিপ্ত উত্তর:
➡️ না, সাধারণ ঠাণ্ডা-কাশি গর্ভের শিশুকে আক্রান্ত করে না।

🔴 কেন বাচ্চার ঠাণ্ডা লাগে না?

➡️ প্লাসেন্টা (Placenta) শিশুর ও মায়ের মাঝে একটি প্রাকৃতিক সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করে।
➡️অ্যামনিওটিক তরল (Amniotic Fluid) শিশুকে বাইরের পরিবেশের প্রভাব থেকে রক্ষা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

🔴 কখন চিন্তার কারণ আছে?

➡️ যদি মায়ের হয়:👇

1. উচ্চ জ্বর (৩৮.৩°C বা ১০১°F এর বেশি)
2. গুরুতর সংক্রমণ (যেমন নিউমোনিয়া, COVID-19)
3. শ্বাসকষ্ট বা বুকে ব্যথা
➡️ এসব ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
উচ্চ জ্বর দীর্ঘ সময় থাকলে গর্ভের শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে।

🔴 মায়ের ঠাণ্ডা লাগলে করণীয়?

🏠 প্রাকৃতিক চিকিৎসা (Home Remedies):

🍯 গরম পানি + লেবু-মধু: গলা ব্যথা ও কাশি কমায়
🍵 আদা চা: গলা ও কফে আরাম দেয়
🧂 লবণ পানি দিয়ে গার্গল: গলার সংক্রমণ হ্রাস করে
💊 ওষুধ নেওয়ার সতর্কতা:
✅ Paracetamol: হালকা জ্বর বা ব্যথার জন্য নিরাপদ (ডাক্তারের পরামর্শে)

❌ বর্জন করুন: Ibuprofen, Aspirin বা অ্যান্টিবায়োটিক— বিনা প্রেসক্রিপশনে খাবেন না

🏥 চিকিৎসকের পরামর্শ নিন যদি:
জ্বর ৩ দিনের বেশি থাকে
শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়
বাচ্চার নড়াচড়া কমে যায়

➡️ গর্ভের শিশুকে সুরক্ষিত রাখার উপায়:

💧 পর্যাপ্ত পানি পান করুন: হাইড্রেশন শিশুর পরিবেশ সুস্থ রাখে
🍋 পুষ্টিকর খাবার খান: ভিটামিন C সমৃদ্ধ ফল (লেবু, কমলা, আমলকী ইত্যাদি)
🛏️ বিশ্রাম নিন: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

📝 মনে রাখবেন:
সাধারণ ঠাণ্ডা-কাশিতে শিশুর ক্ষতি হয় না
তবে জ্বর বা গুরুতর লক্ষণ অবহেলা করবেন না
সেলফ-মেডিকেশন এড়িয়ে চলুন— সব সময় চিকিৎসকের পরামর্শ নিন।

➡️ মা সুস্থ থাকলে, বাচ্চাও সুস্থ থাকবে। নিজের প্রতি যত্নশীল হন।

(Copy)

📌 Topic: জন্মের পর শিশুকে Inj. K-one (Vitamin K1) কেনো দেয়া বা খাওয়ানো হয়, জেনে রাখুন 👇🔴 ইনজেকশন K-One কী ?Inj. K-One...
16/06/2025

📌 Topic: জন্মের পর শিশুকে Inj. K-one (Vitamin K1) কেনো দেয়া বা খাওয়ানো হয়, জেনে রাখুন 👇

🔴 ইনজেকশন K-One কী ?

Inj. K-One (Vitamin K1 বা Phytomenadione) হলো একটি ফ্যাট-সলিউবল ভিটামিন যা রক্ত জমাট বাঁধাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🔹 Vitamin K-এর ভূমিকা:

Vitamin K শরীরের liver এ চারটি গুরুত্বপূর্ণ coagulation factor (রক্ত জমাট বাঁধানোর উপাদান) তৈরিতে সাহায্য করে:
1. Factor II (Prothrombin)
2. Factor VII
3. Factor IX
4. Factor X

👉 এই ফ্যাক্টরগুলো ছাড়া শরীর রক্তপাত থামাতে পারে না।

✅ কেনো জন্মের পর শিশুকে Inj. K-One দেয়া হয় ?

নবজাতকদের শরীরে জন্মের পর স্বাভাবিকভাবে ভিটামিন কে-র মাত্রা খুব কম থাকে। এর কারণ হলো:

1. প্লাসেন্টা দিয়ে ভিটামিন কে কম পরিমাণে আসে।
2. নবজাতকের অন্ত্রে ভিটামিন কে উৎপাদনকারী ব্যাকটেরিয়া থাকে না।
3. মায়ের বুকের দুধে ভিটামিন কে-এর পরিমাণ কম থাকে।

এই কারণে নবজাতকরা Vitamin K Deficiency Bleeding (VKDB) নামক একধরনের মারাত্মক রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হতে পারে।

✅ Vitamin K Deficiency Bleeding (VKDB) কী ?

এটি ৩ ধরনের হতে পারে:

1. Early VKDB – জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেখা যায়
➤ মায়ের ওষুধ (যেমন anticonvulsants, anti-tuberculosis drugs) গ্রহণের কারণে হতে পারে।
▪️লক্ষণঃ intracranial bleeding, GI bleeding

2. Classic VKDB – ১ থেকে ৭ দিন বয়সে দেখা যায়
➤ সাধারণত না খাওয়ানোর বা ভিটামিন কে না দেয়ার কারণে হয়।
▪️লক্ষণঃ নাভি থেকে রক্ত, মাড়ি থেকে রক্ত, চামড়ার নিচে রক্ত জমা

3. Late VKDB – ২ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত যে কোন সময় হতে পারে
➤ এটি সবচেয়ে মারাত্মক। মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে (Intracranial Hemorrhage)।
▪️লক্ষণঃ মাথার ভিতরে রক্তক্ষরণ (intracranial), খিঁচুনি, চোখে সমস্যা, মৃত্যুঝুঁকি.

✅ নবজাতকের শরীরে Vitamin K ঘাটতির কারণ:

1. Placental transfer কম: গর্ভাবস্থায় মা থেকে শিশুর শরীরে খুব কম পরিমাণ Vitamin K যায়।

2. Gut flora অনুপস্থিত: শিশুর অন্ত্রে জন্মের সময় কোনো ব্যাকটেরিয়া থাকে না, যারা সাধারণত Vitamin K তৈরি করে।

3. মায়ের দুধে পরিমাণ কম: Breast milk-এ Vitamin K খুব অল্প পরিমাণে থাকে (15 µg/L)।

4. Liver অপরিপক্ব: নবজাতকের লিভার Vitamin K থেকে clotting factor তৈরি করতে দেরি করে।

✅ Inj. K-One কিভাবে দেয়া হয় ?

▪️ IM (Intramuscular) Route:
জন্মের পরপরই এক ডোজ 1 mg Vitamin K intramuscularly দেয়া হয়। এটি সবচেয়ে কার্যকর ও দীর্ঘস্থায়ী পদ্ধতি।

▪️ Oral Route (oral drops):
যেখানে ইনজেকশন দেওয়া হয় না, সেখানে ২-৩ বার করে মুখে খাওয়ানো হয় (প্রথম ডোজ জন্মের পর, পরবর্তী ডোজ সপ্তাহখানেক পর)। তবে এটা IM-এর চেয়ে কম কার্যকর।

✅ Inj. K-One না দিলে কী হতে পারে ?

▪️নাক, চোখ, নাভি বা পায়খানা দিয়ে রক্ত পড়তে পারে
▪️চামড়ার নিচে কালশিটে পড়ে
▪️মাথার ভেতর রক্তক্ষরণ হয়ে প্রাণহানিও ঘটতে পারে
▪️বমিতে রক্ত (Hematemesis) দেখা দিতে পারে
▪️পায়খানা কালো ও পিচ্ছিল (Melena) হয়ে যেতে পারে (GI bleeding এর কারণে)
▪️চামড়ায় ছিটিয়ে ছিটিয়ে রক্ত জমাট (Petechiae) বা বড় কালচে দাগ (Ecchymosis) দেখা যায়
▪️নাভি কাটা জায়গা থেকে দীর্ঘ সময় রক্ত পড়ে বন্ধ হয় না
▪️খৎনার পর অতিরিক্ত রক্তপাত হতে পারে (Circumcision complication)
▪️Hypovolemic shock হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে
▪️খিঁচুনি (Seizure) বা কোমা পর্যন্ত চলে যেতে পারে মাথার ভিতর রক্ত পড়লে
▪️মস্তিষ্কের ক্ষতির কারণে মানসিক বিকাশে দেরি হতে পারে (Delayed Development)
▪️রক্তশূন্যতা (Anemia) দেখা দিতে পারে লুকানো অভ্যন্তরীণ রক্তক্ষরণে

✅ Clinical Evidence & Recommendation :

▪️ WHO, CDC, এবং American Academy of Pediatrics (AAP) সবাই জন্মের পর Vitamin K প্রয়োগকে strongly recommend করে।

▪️ গবেষণায় দেখা গেছে—
IM Vitamin K দেয়ার পর VKDB এর ঝুঁকি 80-90% পর্যন্ত কমে যায়।
আর না দিলে ১,০০০ শিশুর মধ্যে 5-10 জন VKDB তে আক্রান্ত হতে পারে।

✅ একজন নার্সের করণীয়:

1. জন্মের পর নবজাতককে Inj. K-One IM Route-এ দিতে হবে।
2. মায়ের থেকে সম্মতি নেওয়া (Informed Consent) নিশ্চিত করতে হবে।
3. ভ্রান্ত ধারণা দূর করতে সচেতনতা বাড়াতে হবে।
4. প্রয়োগের সময় ও মাত্রা সঠিকভাবে ডকুমেন্ট করতে হবে।

📌Post Copy করা সম্পূর্ণ নিষিদ্ধ ❌
👉 তবে Post কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন এবং আমার Hashtag ব্যবহার করবেন 🙂
ধন্যবাদ 😊

(Copy)

Big shout out to my newest top fans! 💎কথার ঝুড়ি সুইটি, Mohsin Sheikh, Ashik Bepari, Zihad Islam Hridoy, Rafin MatubborD...
30/05/2025

Big shout out to my newest top fans! 💎

কথার ঝুড়ি সুইটি, Mohsin Sheikh, Ashik Bepari, Zihad Islam Hridoy, Rafin Matubbor

Drop a comment to welcome them to our community, fans

চার-পাঁচ ঘন্টা হয়ে গেলো সিজারের...পিপাসায়, ক্ষুধায় কিছুই ভালো লাগছে না তানিয়ার। ডাক্তারের উপরই রাগ হচ্ছে এখন, ডাক্তা...
27/05/2025

চার-পাঁচ ঘন্টা হয়ে গেলো সিজারের...পিপাসায়, ক্ষুধায় কিছুই ভালো লাগছে না তানিয়ার। ডাক্তারের উপরই রাগ হচ্ছে এখন, ডাক্তার বলে গেছেন, " বায়ু pass করার আগে কিছু খাওয়া যাবে না।"
তানিয়া ভাবছে লুকিয়েই কিছু খেয়ে নিবে নাকি...

আপনারও কি কখনও এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? সিজারের পর কি মনে হয়েছে কেনো খেতে দিচ্ছে না এখনো? খেলে কিই বা তেমন ক্ষতি?

আসুন সহজ ভাষায় জেনে নেই.....❤️

সিজার একটি বড় অপারেশন। অপারেশনের সময় পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে খাদ্যপরিপাক তন্ত্র কিছুটা স্তব্ধ হয়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলে intestinal paralysis বা postoperative ileus। এই সময়ে হজমের প্রক্রিয়া বন্ধ থাকে।

❗যদি এই সময়ে কিছু খেয়ে ফেলেন –
• খাবার পেটে হজম হবে না
• বমি হতে পারে।
• শ্বাসনালীতে খাবার ঢুকে aspiration pneumonia পর্যন্ত হতে পারে - যা মারাত্বক!
• অন্ত্রে গ্যাস জমে পেট ফুলে যাওয়া, এমনকি ইনফেকশন হতে পারে ।

এজন্যই সিজারের পর প্রথম ৬-৮ ঘণ্টা মুখে কিছু না খাওয়াই নিরাপদ। আর বায়ু pass করা মানে হলো, আপনার পরিপাকতন্ত্র এখন কাজ করা শুরু করেছে। এছাড়াও ডাক্তার স্টেথোস্কোপের সাহায্যে bowel sound শুনেও কনফার্ম হতে পারেন।

এসময় শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্যালাইন চালু করা থাকে, শরীরকে সচল রাখতে, তাই চিন্তার কারণ নেই। পিপাসা খুব তীব্র হলে, ডিহাইড্রেশনের আলামত থাকলে আপনার ডাক্তারকে জানান, তিনি dose adjust করে দিবেন।

পরিপাকতন্ত্র সচল হওয়ার পর ---

🥣 প্রথমে স্বচ্ছ তরল (clear liquid) দিয়ে শুরু করা হয়, যেমন পানি, লবণ-পানি, স্যালাইন বা স্যুপ, চা।

📌 এরপর ধীরে ধীরে নরম খাবার দেয়া হয়—তবে সব কিছুই মায়ের শরীর এবং অন্ত্রের অবস্থা দেখে।

তাই, কেউ যদি বলে, "চুপিচুপি একটু খেয়ে ফেলো, কিছু হবে না" – এটা একদমই ঠিক না।
মায়ের জীবনের ঝুঁকি নিতে নেই।

NB: অনেকের একটা ভুল ধারণা হলো এটা শুধু বাংলাদেশের জন্য। বিদেশে নাকি সাথে সাথেই খেতে দেয়। এটা একদম ভুল ধারণা। মেডিকেল স্টাডি একটা vast বিষয়। এখানে অনেক ধরনের গাইডলাইন আছে। যেগুলো সম্পর্কে সাধারণভাবে সবকিছু বোঝা সম্ভব হয় না। ERAS guideline অনুযায়ী ২ ঘন্টার মধ্যে তরল দেওয়া হয় - এটা আলাদা একটা প্রটোকল। এক্ষেত্রেও রোগীর অবস্থা বিবেচনায় রাখা হয়। যেখানে যে প্রটোকল ব্যবহৃত হয় সেটা ঠিকমতো করতে হয়। আপনি ট্রিটমেন্টে আছেন এক প্রটোকলে, এদিকে ফলো করছেন অন্য একটা গাইডলাইন ডাক্তারের অজান্তেই - এই কাজ কখনো নিজে নিজে করবেন না। অন্যদেরও উৎসাহিত করবেন না। কারণ একটা সিঙ্গেল মিসইনফর্মেশন কারো জন্য প্রাণহানিকর হতে পারে।

Share করে অন্য মায়েদের জানিয়ে দিন, কারণ, এই ছোটো ছোটো না জানা গুলিও অনেক বড় ভোগান্তির কারণ হতে পারে!

26/05/2025

নরমাল ডেলিভারিতে স্বাস্থ্য সেবা হাসপাতাল রাজৈর লিমিটেড এ নতুন শিশুর জন্ম। নরমাল ডেলিভারি সহ যে কোন স্বাস্থ্য বিষয় পরামর্শের জন্য চলে আসুন স্বাস্থ্য সেবা হাসপাতাল রাজৈর লিমিটেড এ। লোকেশন: থানার মোড়, রাজৈর, মাদারীপুর।
#স্বাস্থ্য_সেবা_হাসপাতাল_রাজৈর_লিমিটেড #স্বাস্থ্য_সেবা_হাসপাতাল_রাজৈর_লি #পশ্চিম_রাজৈর #বদরপাশা #টেকেরহাট #রাজৈর #মাদারীপুর #জলিলপাড় #ইশিবপুর

26/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars

Whenever you see the Stars icon, you can send me Stars.

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
25/05/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

23/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address

Thana Moar, Rajoir
Madaripur

Telephone

+8801797412324

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sastho Seba Hospital Rajoir Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sastho Seba Hospital Rajoir Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category