27/05/2025
চার-পাঁচ ঘন্টা হয়ে গেলো সিজারের...পিপাসায়, ক্ষুধায় কিছুই ভালো লাগছে না তানিয়ার। ডাক্তারের উপরই রাগ হচ্ছে এখন, ডাক্তার বলে গেছেন, " বায়ু pass করার আগে কিছু খাওয়া যাবে না।"
তানিয়া ভাবছে লুকিয়েই কিছু খেয়ে নিবে নাকি...
আপনারও কি কখনও এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? সিজারের পর কি মনে হয়েছে কেনো খেতে দিচ্ছে না এখনো? খেলে কিই বা তেমন ক্ষতি?
আসুন সহজ ভাষায় জেনে নেই.....❤️
সিজার একটি বড় অপারেশন। অপারেশনের সময় পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে খাদ্যপরিপাক তন্ত্র কিছুটা স্তব্ধ হয়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলে intestinal paralysis বা postoperative ileus। এই সময়ে হজমের প্রক্রিয়া বন্ধ থাকে।
❗যদি এই সময়ে কিছু খেয়ে ফেলেন –
• খাবার পেটে হজম হবে না
• বমি হতে পারে।
• শ্বাসনালীতে খাবার ঢুকে aspiration pneumonia পর্যন্ত হতে পারে - যা মারাত্বক!
• অন্ত্রে গ্যাস জমে পেট ফুলে যাওয়া, এমনকি ইনফেকশন হতে পারে ।
এজন্যই সিজারের পর প্রথম ৬-৮ ঘণ্টা মুখে কিছু না খাওয়াই নিরাপদ। আর বায়ু pass করা মানে হলো, আপনার পরিপাকতন্ত্র এখন কাজ করা শুরু করেছে। এছাড়াও ডাক্তার স্টেথোস্কোপের সাহায্যে bowel sound শুনেও কনফার্ম হতে পারেন।
এসময় শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্যালাইন চালু করা থাকে, শরীরকে সচল রাখতে, তাই চিন্তার কারণ নেই। পিপাসা খুব তীব্র হলে, ডিহাইড্রেশনের আলামত থাকলে আপনার ডাক্তারকে জানান, তিনি dose adjust করে দিবেন।
পরিপাকতন্ত্র সচল হওয়ার পর ---
🥣 প্রথমে স্বচ্ছ তরল (clear liquid) দিয়ে শুরু করা হয়, যেমন পানি, লবণ-পানি, স্যালাইন বা স্যুপ, চা।
📌 এরপর ধীরে ধীরে নরম খাবার দেয়া হয়—তবে সব কিছুই মায়ের শরীর এবং অন্ত্রের অবস্থা দেখে।
তাই, কেউ যদি বলে, "চুপিচুপি একটু খেয়ে ফেলো, কিছু হবে না" – এটা একদমই ঠিক না।
মায়ের জীবনের ঝুঁকি নিতে নেই।
NB: অনেকের একটা ভুল ধারণা হলো এটা শুধু বাংলাদেশের জন্য। বিদেশে নাকি সাথে সাথেই খেতে দেয়। এটা একদম ভুল ধারণা। মেডিকেল স্টাডি একটা vast বিষয়। এখানে অনেক ধরনের গাইডলাইন আছে। যেগুলো সম্পর্কে সাধারণভাবে সবকিছু বোঝা সম্ভব হয় না। ERAS guideline অনুযায়ী ২ ঘন্টার মধ্যে তরল দেওয়া হয় - এটা আলাদা একটা প্রটোকল। এক্ষেত্রেও রোগীর অবস্থা বিবেচনায় রাখা হয়। যেখানে যে প্রটোকল ব্যবহৃত হয় সেটা ঠিকমতো করতে হয়। আপনি ট্রিটমেন্টে আছেন এক প্রটোকলে, এদিকে ফলো করছেন অন্য একটা গাইডলাইন ডাক্তারের অজান্তেই - এই কাজ কখনো নিজে নিজে করবেন না। অন্যদেরও উৎসাহিত করবেন না। কারণ একটা সিঙ্গেল মিসইনফর্মেশন কারো জন্য প্রাণহানিকর হতে পারে।
Share করে অন্য মায়েদের জানিয়ে দিন, কারণ, এই ছোটো ছোটো না জানা গুলিও অনেক বড় ভোগান্তির কারণ হতে পারে!