Madhabdi City Private Hospital

Madhabdi City Private Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madhabdi City Private Hospital, Hospital, Choto Madhabdi, Madhabdi.

Hospital, an institution that is built, staffed, and equipped for the diagnosis of disease; for the treatment, both medical and surgical, of the sick and Many More in Madhabdi City Private Hospital

19/11/2025

টনসিল বাড়লে গরম পানি পান করুন ও খুব ঠান্ডা খাবার কমান।🔥

বুদ্ধিমত্তা কি আসলে মায়ের দিক থেকেই বেশি আসে? 🧠 আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে?সম্প্রতি বিজ্ঞানীদের এক বিশ্লেষণে উঠে এসেছে...
19/11/2025

বুদ্ধিমত্তা কি আসলে মায়ের দিক থেকেই বেশি আসে? 🧠 আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে?
সম্প্রতি বিজ্ঞানীদের এক বিশ্লেষণে উঠে এসেছে-বুদ্ধিমত্তার মূল জিনের বড় অংশই মায়ের X ক্রোমোসোমে পাওয়া যায়। তাই সন্তানের বুদ্ধিমত্তায় মায়ের ভূমিকা ধরেই নেয়া হয় বেশি গুরুত্বপূর্ণ।
🔎 গবেষণায় যা যা বলা হয়েছে
✔ মায়ের X ক্রোমোসোমে থাকে ইন্টেলিজেন্স–সম্পর্কিত জিন
বাবার তুলনায় মায়ের দিক থেকেই বুদ্ধিমত্তার জিন বেশি পাওয়া যায়।
✔ কিছু বিশেষ জিন কেবল মায়ের কাছ থেকেই কাজ করে
এই “ইমপ্রিন্টেড জিনগুলো” উৎস চেনে-বাবার দিক থেকে এলে তা সক্রিয়ই হয় না।
✔ মায়ের জিন মস্তিষ্কের চিন্তা–ক্ষমতার অংশে প্রভাব ফেলে
সেরিব্রাল কর্টেক্সে প্রভাব ফেলে যেখানে বিশ্লেষণ, ভাষা, স্মৃতি গঠিত হয়।
✔ বাবার জিন বেশি কাজ করে আবেগ–সম্পর্কিত অংশে
এগুলো লিম্বিক সিস্টেমে যুক্ত-আবেগ, আচরণ, মৌলিক প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।
✔ শুধু মায়ের জিন থাকলে ভ্রূণ টেকে না
অর্থাৎ, কিছু জিন মায়ের দিক থেকেই সঠিকভাবে কাজ করলেও বাবার জিনও বেঁচে থাকার জন্য প্রয়োজন।
✔ মায়ের যত্নও বুদ্ধিমত্তা বাড়ায়
যে শিশুরা শৈশবে মায়ের সান্নিধ্য, নিরাপত্তা ও মনোযোগ বেশি পায়-তাদের শেখার ক্ষমতা, আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নত হয়।
❤️ সব মিলিয়ে-সন্তানের বুদ্ধিমত্তায় মায়ের জিন এবং মায়ের যত্ন-দুইই অত্যন্ত মূল্যবান।

বটুলিজম (Botulism) একটি বিরল কিন্তু অত্যন্ত প্রাণঘাতী রোগ, যা Clostridium botulinum ব্যাকটেরিয়া তৈরি করা শক্তিশালী টক্সি...
19/11/2025

বটুলিজম (Botulism) একটি বিরল কিন্তু অত্যন্ত প্রাণঘাতী রোগ, যা Clostridium botulinum ব্যাকটেরিয়া তৈরি করা শক্তিশালী টক্সিনের কারণে হয়। পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষগুলোর একটি এই টক্সিন - অতি সামান্য পরিমাণেই শরীরের পেশি অবশ করে দিতে পারে।
এটি স্নায়ু থেকে পেশিতে সংকেত পৌঁছানো বন্ধ করে দেয়, ফলে পেশি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।
🧪 রোগ শুরু হয় সূক্ষ্ম কিছু লক্ষণ দিয়ে—
✅ চোখ ঝাপসা দেখা
✅ ডাবল দেখা
✅ চোখের পাতা ঝুলে যাওয়া
✅ জড়ানো কথা
✅ গিলতে কষ্ট
টক্সিন ছড়িয়ে পড়তে থাকলে দুর্বলতা মুখ থেকে নিচের দিকে নেমে আসে—বুক, হাত-পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হয় তখন, যখন শ্বাস-প্রশ্বাসের পেশি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। দ্রুত চিকিৎসা না পেলে এটি জীবনহানিকর হতে পারে।
🍱 কীভাবে সংক্রমণ হয়?
বেশিরভাগ ক্ষেত্রে দূষিত খাবার—বিশেষ করে বাড়িতে তৈরি ক্যানজাত খাবার বা ঠিকমতো সংরক্ষণ না করা খাবার খেলে বটুলিজম হতে পারে। আবার কোনো ক্ষতস্থানে ব্যাকটেরিয়া ঢুকলেও এই রোগ দেখা দিতে পারে।
এই টক্সিন মূলত অ্যাসিটাইলকোলিন নামের রাসায়নিককে ব্লক করে দেয়, যা স্নায়ু ও পেশির মধ্যে সংকেত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🩺 সময়মতো চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব
রোগ দ্রুত শনাক্ত হলে অ্যান্টিটক্সিন, সহায়ক চিকিৎসা এবং প্রয়োজন হলে শ্বাস-প্রশ্বাসের সাপোর্ট দিয়ে বেশিরভাগ রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তবে চিকিৎসা সময়সাপেক্ষ এবং সতর্ক পর্যবেক্ষণ প্রয়োজন।

19/11/2025

মাইগ্রেন এড়াতে আলো–শব্দ কমান ও নিয়মিত হালকা ব্যায়াম করুন।🔥

18/11/2025

অ্যানিমিয়া হলে ক্লান্তি, মাথা ঘোরা বাড়ে - আয়রন ও ফোলিক অ্যাসিড নিয়মিত নিন।

18/11/2025

৬ মাসের আগে বাচ্চাকে মাড়/সুজি/ফর্মুলা দেবেন না—ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে।

18/11/2025

রক্তে চিনি বাড়লে নালিতে স্থায়ী ক্ষতি হয় - তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।

অ্যানিমিয়া - শরীর দুর্বল হওয়ার নীরব কারণ!রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে সামান্য কাজেই ক...
18/11/2025

অ্যানিমিয়া - শরীর দুর্বল হওয়ার নীরব কারণ!
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে সামান্য কাজেই ক্লান্তি, মাথা ঘোরা, নিঃশ্বাসে কষ্ট - এসব শুরু হয়ে যায়।
❗ অ্যানিমিয়ার কারণ
👉 আয়রন ঘাটতি
👉 ভিটামিন B12 বা ফোলিক অ্যাসিডের অভাব
👉 অতিরিক্ত রক্তক্ষরণ (পিরিয়ডে বা অন্য কারণে)
👉 অপুষ্টি বা কম খাওয়া
⚠️ যেসব লক্ষণ দেখা দিতে পারে
▶ দুর্বল লাগা
▶ মাথা ঘোরা
▶ চেহারা ফ্যাকাশে
▶ শ্বাসকষ্ট
▶ হৃদস্পন্দন বেড়ে যাওয়া
প্রতিকার ও করণীয়:-
✅ প্রতিদিন আয়রনসমৃদ্ধ খাবার খান: কলিজা, ডিম, শাক-সবজি, খেজুর
✅ ভিটামিন C -আয়রন শোষণে সাহায্য করে
✅ ফোলিক অ্যাসিড ও B12 প্রয়োজন হলে ডাক্তার সাজেস্ট করা সাপ্লিমেন্ট
✅ অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসকের পরামর্শ
✅ নিয়মিত রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা
👉 মনে রাখুন: অ্যানিমিয়া শুধু দুর্বলতা নয়-এটা আপনার হৃদয়, মস্তিষ্ক ও পুরো শরীরকে প্রভাবিত করতে পারে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।

ফুড এলার্জি সতর্কতা!দুধ, ডিম, বাদাম, সয়াবিন, মাছ বা সি-ফুড-  এসব খাবার অনেকের শরীরে হঠাৎ এলার্জি রিঅ্যাকশন তৈরি করতে পার...
18/11/2025

ফুড এলার্জি সতর্কতা!
দুধ, ডিম, বাদাম, সয়াবিন, মাছ বা সি-ফুড- এসব খাবার অনেকের শরীরে হঠাৎ এলার্জি রিঅ্যাকশন তৈরি করতে পারে।
👉 কারো ত্বকে ফুসকুড়ি
👉 কারো শ্বাসকষ্ট
👉 কারো পেটব্যথা বা বমি
যে খাবারে এলার্জি হয়, তা এড়িয়ে চলুন এবং নতুন খাবার ট্রাই করার সময় সতর্ক থাকুন।

17/11/2025

ঘুমের রুটিন ঠিক রাখুন - কম বা বেশি ঘুম দুটোই ক্ষতিকর।

16/11/2025

গরম পানি পান, লবণ-পানিতে গার্গল আর বিশ্রাম - টনসিল ব্যথায় প্রাকৃতিক আরাম।
তবে দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তার দেখান।

নিয়মিত BP মাপা অভ্যাস করুন-এটাই নিরাপদ।উচ্চ রক্তচাপ (High Blood Pressure) অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই নীরবে শরীরের ক্ষতি ক...
16/11/2025

নিয়মিত BP মাপা অভ্যাস করুন-এটাই নিরাপদ।
উচ্চ রক্তচাপ (High Blood Pressure) অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই নীরবে শরীরের ক্ষতি করতে থাকে। নিয়মিত BP না মাপলে-
🔸 হৃদরোগ
🔸 স্ট্রোক
🔸 কিডনি ফেলিওর
🔸 চোখের দৃষ্টি কমে যাওয়া
এসব জটিলতা হঠাৎ করেই দেখা দিতে পারে।

👉 তাই বয়স, ওজন বা ডায়াবেটিস যাই থাকুক না কেন, সপ্তাহে অন্তত ২–৩ বার BP মাপার অভ্যাস করুন।
👉 সকালে বা রাতে নির্দিষ্ট সময়ে BP চেক করলে ঝুঁকি অনেক কমে যায়।
👉 BP বেড়ে গেলে দ্রুত ডাক্তারি পরামর্শ নিন—কারণ আগেভাগে নিয়ন্ত্রণই সবচেয়ে বড় সুরক্ষা।

স্বাস্থ্য সুরক্ষার প্রথম ধাপ হলো সচেতনতা।

Address

Choto Madhabdi
Madhabdi
1604

Telephone

+8801714212380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhabdi City Private Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Madhabdi City Private Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category