29/05/2025
ETT/ইটিটি কী :
Exercise Tolerance Test অর্থাৎ Exercise-এর মাধ্যমে দেখা হয় হৃৎপিণ্ডের রক্তনালিতে কোনো ব্লক আছে কিনা।
কিছু রোগী আছেন যারা বিশ্রামের সময় বুকে কোনো ব্যথা অনুভব করেন না; কিন্তু যখন সিঁড়ি ভাঙেন কিংবা পরিশ্রমের কাজ করেন বা জোরে হাঁটেন তখন বুকে ব্যথা অনুভব করেন। তাদের ক্ষেত্রে করা হয় ইটিটি।
বুকেব্যথা অথবা শ্বাসকষ্ট অথবা বুক ধড়ফড় করছে কিন্তু ইসিজি, এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম করে সব রিপোর্ট স্বাভাবিক পাওয়া গেলে এ অবস্থায় আপনার ইটিটি করার প্রয়োজন হতে পারে।তাতে আপনার রোগ নির্ণয়ে আরও নিশ্চিত হওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যাবে।
ETT কেন করা হয়:
*চিকিৎসকগণ -রোগ নির্ণয়ে/বুকে ব্যাথার কারন নির্নয়ে।
*রোগের পর্যায় নির্ধারণ করতে।
*চিকিৎসার পদ্ধতি নিরূপণে।
*কায়িকশ্রমের নির্দেশনায়।
*চিকিৎসা পরবর্তী পর্যায়ে রোগীর উন্নতি-অবনতি পর্যবেক্ষণে *ওষুধের মাত্রা নির্ধারণে।
অনেকে কায়িক শ্রম বা সাবলীল চলাফেরায় ভয় পান, তাদের ক্ষেত্রে কায়িক শ্রমে অনুপ্রেরণা হিসেবেও ইটিটিকে বিবেচনায় আনা হয়।
ETT কখন করা যায়না:
সাধারণভাবে খুব বেশি অসুস্থ ব্যক্তি, হাঁটতে অপরাগতা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকে পরবর্তী এক বা দুই সপ্তাহ সময়ে, অন্য সব জটিল অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের ইটিটি করা যাবে না। জ্বর, সর্দি, কাশি, অ্যাজমা, ডায়েরিয়া, অত্যধিক বাতব্যথায় আক্রান্ত ব্যক্তিগণও এ অবস্থায় ইটিটি করতে পারবেন না। তবে এসব অসুস্থতা থেকে আরোগ্য হওয়ার পর ইটিটি করা যাবে। ইটিটি করার আগে প্রতি ক্ষেত্রেই ইকোকার্ডিওগ্রাম করে হার্টের অবস্থা যাচাই করে নেওয়ার প্রয়োজন হয়।
ETT এর প্রকারভেদ:
ইটিটির রিপোর্ট তিন ধরনের হতে পারে যেমন পজিটিভ, নেগিটিভ ও ইকুইভোকাল বা অনির্ধারিত।
ইটিটি নেগেটিভ হলে এনজিওগ্রাম (সিএজি) করা প্রয়োজন হয় না বললেই চলে।
ইটিটি নেগেটিভ হলে যাদের এক বা একাধিক রিস্ক সেক্টর আছে- যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ধূমপায়ী, রক্তে উচ্চমাত্রা কোলেস্টরেল এবং ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার আশঙ্কা থাকলে সিটি এনজিওগ্রাম বা ইনভেসিভ এজিওগ্রাম করা উচিত।
সচেতন হোন। হৃদ রোগের ঝুঁকি কমান।
কোথায় করবেন ?
আদর্শ জেনারেল হাসপাতাল
পশ্চিম কান্দাপাড়া, সিএন্ডবি রোড, পায়রা চত্বর, নরসিংদী
সোমবার ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা
সিরিয়ালের জন্য বা যেকোন তথ্যের জন্য -০১৬৭২-৩০৫৩৯৬
জরুরি প্রয়োজনে- ০১৭১৮-২৭১৫৮০ ( Whatsapp )