05/12/2025
অনেকেই ধারণা করেন যে বুকে ব্যথা না হলে হার্ট অ্যাটাক হয় না? ব্যপারটা এমন নয়।
বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে তাকে Angina equivalent বলে।
সাধারণত Angina equivalent বলতে বোঝানো হয় —যে সব লক্ষণগুলো সরাসরি বুক ব্যথা নয়, কিন্তু হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনের ঘাটতি নির্দেশ করে।
সাধারণত এনজাইনাতে বুকে ব্যথা বা ভারী চাপ অনুভূত হয়, কিন্তু কিছু রোগীর (বিশেষত ডায়াবেটিক, বয়স্ক, বা মহিলা) ক্ষেত্রে বুকের ব্যথা না থেকে অন্য কিছু উপসর্গ দেখা যায়।
Angina Equivalent-এর সাধারণ লক্ষণসমূহ:
১. শ্বাসকষ্ট : সাধারণত পরিশ্রমের সময় শ্বাস নিতে কষ্ট।
২. অতিরিক্ত ঘাম
৩. বমি বমি ভাব বা বমি
৪. অবসাদ বা দুর্বলতা
৫. ঘাড়, চোয়াল, কাঁধ, বা পিঠে ব্যথা
৬. হঠাৎ মাথা ঘোরা বা মাথা হালকা লাগা
কেন গুরুত্বপূর্ণ:
এগুলো নীরব হার্ট অ্যাটাক বা এনজাইনা নির্দেশ করতে
পারে।বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বুকের
ব্যথা না থেকেও হার্ট অ্যাটাক হতে পারে।
সুতরাং যাদের হৃদরোগের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তারা সচেতন হবেন। লক্ষণ মিলে গেলেই প্যানিক হবেন না।আপনার চিকিৎসকের সাথে আলাপ করুন। সব উপসর্গই হার্টের নয়।
ডাঃ মোঃ মেহেদী হাসান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (কার্ডিওলজি), বিএসএমএমইউ
সহকারী অধ্যাপক (কার্ডিওলজি )
ক্লিনিকাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
জরুরি প্রয়োজনে- ০১৭১৮২৭১৫৮০ ( Whatsapp )