Royal Rifle Donor Club

Royal Rifle Donor Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Royal Rifle Donor Club, Blood bank, Madhabdi.

 #মনের_ভয়কে_দূর_করুন_সেচ্চ্ছায়_রক্তদান_করুন... #আলহামদুলিল্লাহমানবতার ডাকে সাড়া দিয়ে মানব প্রেমী, মানবতার ফেরিওয়ালা প্রি...
29/03/2024

#মনের_ভয়কে_দূর_করুন_সেচ্চ্ছায়_রক্তদান_করুন...

#আলহামদুলিল্লাহ
মানবতার ডাকে সাড়া দিয়ে মানব প্রেমী, মানবতার ফেরিওয়ালা প্রিয় রেজাউল ইসলাম খোকন ভাই রোজা রেখে দশম বারের মত নিজের মুল্যবান (B+ Positive) বি পজেটিভ রক্তদান করেন।

প্রিয় রেজাউল ইসলাম খোকন ভাই এর মতো কিছু মানবতার ফেরিওয়ালাদের জন্য গর্বে বুকটা ভরে যায়। শত বেস্ততা থাকা সত্বেও তারা বিনামূল্যে রক্ত দানে পিছিয়ে নেই।

#যে_অন্যের_জীবন_বাচাতে_করে_রক্তদান,
#সে_হলো_গর্বিত_মায়ের_শ্রেষ্ঠ_সন্তান।

ROYAL RIFLE DONOR CLUB এর পক্ষ থেকে রোগী ও ডোনার এর জন্য রইলো দোয়া ও শুভকামনা

বিঃদ্রঃ ফেসবুক পোস্ট লোক দেখানো না আরও কিছু মানুষকে রক্তদানে উৎসাহিত করার জন্য।
@সবাই

আলহামদুলিল্লাহ ছোট ভাই  Ahaned এর প্রথম AB+ লাল ভালোবাসা উপহার দিলেন! সবাই রোগী ও ডোনাররের জন্য দোয়া করবেন।
19/03/2024

আলহামদুলিল্লাহ
ছোট ভাই Ahaned এর প্রথম AB+ লাল ভালোবাসা উপহার দিলেন!
সবাই রোগী ও ডোনাররের জন্য দোয়া করবেন।

 #হলি_ক্রিসেন্ট একটি বাস্তব জীবনের ঘটনালিখেছেন: অমিত ভৌমিক এই হাসপাতালে ডাক্তার সুমনা রহমানের অবহেলায় আমার ৩৬ সপ্তাহের ...
17/03/2024

#হলি_ক্রিসেন্ট
একটি বাস্তব জীবনের ঘটনা
লিখেছেন: অমিত ভৌমিক

এই হাসপাতালে ডাক্তার সুমনা রহমানের অবহেলায় আমার ৩৬ সপ্তাহের গর্ভের বাচ্চা গত 6 তারিখে গর্ভে মারা যায়। দেড় বছরে বেশি সময় যাবত আমার স্ত্রী ডক্টর সুমনা রহমানের আন্ডারে ছিল গত ফেব্রুয়ারি মাসে ২৬ তারিখ আমার স্ত্রী তখন ৩৫ সপ্তাহের রেগুলার চেকআপের জন্য যায় তখন আল্ট্রা করে আমাদের বলা হয় পানি কম আছে আর খাওয়া-দাওয়া বেশি করে করতে ও একটি করে খাবার স্যালাইন নিয়মিত খেতে দেওয়া হয় । তখন আমার স্ত্রী বাচ্চার নাড়াচাড়া কম হয় সেটা ডাক্তার কে বলে কিন্তু ডাক্তার বলে যে বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে নাড়াচাড়া একটু কম হবে তারপর আমরা চলে আসি তার এক সপ্তাহ পরে মার্চের ৪ তারিখ আমরা আবার সুমন রহমানকে দেখাতে যাই ঠান্ডা জনিত কারণে দেখে ঠান্ডা ওষুধ দিয়ে দেয় তখন আমার স্ত্রী ডাক্তার কে বলেছে বাচ্চা নাড়াচাড়া কম হয় তখনও ডাক্তার বলে বাচ্চা ভালো আছে কোন সমস্যা নেই। সেখান থেকে আসার পর 5 তারিখ বাচ্চার কোন নাড়াচাড়া বুঝতে পারে না আমরা ভাবি ডাক্তার যেহেতু বলেছি এখন কম হবে তাই তারপরের দিন আবার হসপিটালে নিয়ে যাই ওইখানে গিয়ে আরো একটি আলট্রা করানোর পর জানতে পারি আমাদের বাচ্চা আর নেই আর পেটে এক ফোঁটা পানিও নেই অথচ পানি ভাঙ্গেনি তাহলে পানি কোথায় গেল আমরা হসপিটালে ম্যানেজারকে বলি ডক্টর সুমনা রহমানের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ম্যানেজার বলে যে ডাক্তার নাকি এখন ফোন ধরবে না যোগাযোগ করা যাবে না
তারপর আমরা বাধ্য হয়ে ডাক্তার সুমনা রহমানকে নিজেরাই ফোন দেই কিন্তু উনি ঘটনা ভালো করে না শুনি ফোন রেখে দেয় এবং বলে আমার কিছু করার নেই। তারপর হসপিটাল থেকে বের হয়ে অন্য হসপিটালে আরো একটি আলট্রা করি সেখানেও বলা হয় পেটে পানি নাই ও বাচ্চা মারা গেছে। আমাদেরকে ঢাকা মেডিকেল হসপিটাল না হয় নরসিংদী সদর হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য বলা হয় আমরা নরসিংদী হসপিটালে নিয়ে ভর্তি করায় তারপর ডাক্তার ওষুধের মাধ্যমে আমার বাচ্চাকে তিনদিন পর নরমাল 9তারিখ ডেলিভারি করে। তারপর ১১ তারিখ আমরা বাসায় নিয়ে আসি। ডাক্তারের সুমনা রহমান এর অবহেলায় আমার বাচ্চাটা মারা গেল । হোলি ক্রিসেন্ট এর মত হসপিটাল গুলা ও সুমনা রহমানের মত ডাক্তার গুলো টাকা কামানো ও মানুষ মারার মেশিন।
কালেক্টেড : নিউজ নরসিংদী 24

16/03/2024

Hi everyone! I created ROYAL RIFLE DONOR CLUB to bring attention to a cause that's important to me. That said, I alone can't make this group a success. It will take all of us.

Why did you join?

Address

Madhabdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Rifle Donor Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category