
29/03/2024
#মনের_ভয়কে_দূর_করুন_সেচ্চ্ছায়_রক্তদান_করুন...
#আলহামদুলিল্লাহ
মানবতার ডাকে সাড়া দিয়ে মানব প্রেমী, মানবতার ফেরিওয়ালা প্রিয় রেজাউল ইসলাম খোকন ভাই রোজা রেখে দশম বারের মত নিজের মুল্যবান (B+ Positive) বি পজেটিভ রক্তদান করেন।
প্রিয় রেজাউল ইসলাম খোকন ভাই এর মতো কিছু মানবতার ফেরিওয়ালাদের জন্য গর্বে বুকটা ভরে যায়। শত বেস্ততা থাকা সত্বেও তারা বিনামূল্যে রক্ত দানে পিছিয়ে নেই।
#যে_অন্যের_জীবন_বাচাতে_করে_রক্তদান,
#সে_হলো_গর্বিত_মায়ের_শ্রেষ্ঠ_সন্তান।
ROYAL RIFLE DONOR CLUB এর পক্ষ থেকে রোগী ও ডোনার এর জন্য রইলো দোয়া ও শুভকামনা
বিঃদ্রঃ ফেসবুক পোস্ট লোক দেখানো না আরও কিছু মানুষকে রক্তদানে উৎসাহিত করার জন্য।
@সবাই