Dr Pranab Modak

Dr Pranab Modak Hello I am Dr. Pranab Kumar Modak. My blog Dr.pranab Kumar Modak will provide information about the general disorders that we face in our daily life.

My intention is to raise awareness about Homeopathy & to clarify misunderstandings regarding Homeopathy.

বাচ্চাটির নাম রাতুল। বিগত ২০ দিন ধরে জন্ডিসে আক্রান্ত।  আমাদেরই একজন পেশেন্ট এর রেফারে এসেছে। খুবই শান্ত প্রকৃতির বাচ্চা...
22/08/2022

বাচ্চাটির নাম রাতুল। বিগত ২০ দিন ধরে জন্ডিসে আক্রান্ত। আমাদেরই একজন পেশেন্ট এর রেফারে এসেছে। খুবই শান্ত প্রকৃতির বাচ্চা।
২২/০৮/২০২২

কিছুদিন আগে চোখের অঞ্জনি নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেকটাই পরিবর্তন হয়েছে। https://m.faceb...
23/07/2022

কিছুদিন আগে চোখের অঞ্জনি নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেকটাই পরিবর্তন হয়েছে।
https://m.facebook.com/story.php?story_fbid=139636832018955&id=110095574973081

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01758355205

গতকাল আমার ফোনটি চুরি হয়ে যায়। আমার ব্যক্তিগত সিমটি এখনো আমি উঠাতে সক্ষম হইনি। তাই আমার পরিচিত যাদের নাম্বারই আমার নিকট ...
12/07/2022

গতকাল আমার ফোনটি চুরি হয়ে যায়। আমার ব্যক্তিগত সিমটি এখনো আমি উঠাতে সক্ষম হইনি। তাই আমার পরিচিত যাদের নাম্বারই আমার নিকট আছে আপনাদের কাছে যদি কোনো প্রকার ফোন অথবা মেসেজের মাধ্যমে আমার নাম বলে টাকা দাবি করা হয়, অনুগ্রহপূর্বক কোনো রেস্পন্স না করার জন্য অনুরোধ করা হলো। গত কাল রাতে আমি থানায় একটি জিডি দায়ের করি। সবাইকে সতর্ক করা হলো।
জরুরি প্রয়োজনে 01758355205 এই নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে এই নাম্বারটি সচল রয়েছে। ধন্যবাদ

আমাদের ত্বক বা চামড়া হল আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয়। ত্বক আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল, ক্ষতিকারক তরঙ্গ, রোগ জীবাণু...
04/07/2022

আমাদের ত্বক বা চামড়া হল আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয়। ত্বক আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল, ক্ষতিকারক তরঙ্গ, রোগ জীবাণু থেকে আমাদের রক্ষা করে। আমাদের শরীরের আভ্যন্তরীণ তাপের সমতা বজায় রাখে। আবার ত্বক আমাদের শরীরের সবথেকে সংবেদনশীল অংশ। তাই আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কারনে বিভিন্ন চর্মরোগ – চুলকানি,একজিমা,দাদ দেখা দেয়। সমীক্ষায় জানা গেছে যে, জনসংখ্যার প্রায় ২০% থেকে ৩০% লোক কোন না কোন চর্মরোগে আক্রান্ত। একমাত্র হোমিওপ্যাথি ওষুধই এই চর্মরোগের স্থায়ী প্রতিকার করতে পারে।

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


ছবিতে ব্যক্তির নাম কুদ্দুস আলী,বয়স-৪০। গত দিন অঞ্জনি নিয়ে বিস্তারিত একটি পোস্ট শেয়ার করেছিলাম।https://www.facebook.com/1...
02/07/2022

ছবিতে ব্যক্তির নাম কুদ্দুস আলী,বয়স-৪০। গত দিন অঞ্জনি নিয়ে বিস্তারিত একটি পোস্ট শেয়ার করেছিলাম।

https://www.facebook.com/110095574973081/posts/139356848713620/?app=fbl

চোখের অঞ্জনি অনেক সময় প্রকট আকার ধারন করতে খুব বেশি সময় নেয় না। প্রথমে ডান চোখে ছোট একটা হয়েছিলো। এক সপ্তাহের ব্যবধানে এটি দুই চোখেই ছড়িয়ে পড়ে। চোখ হচ্ছে একটি স্পর্শকাতর জায়গা তাই এইরকম সমস্যার সম্মুখীন হলে দেরী না করে একজন চিকিৎসক এর সাথে পরামর্শ করে দ্রুত ওষুধ সেবন করবেন।

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


 #আজকে আমরা জানবো চোখের অঞ্জনি কি?⚠️অক্ষিপত্রের ধারে কানেকটিভ টিসুর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুটিকা বা উদ্ভেদ দেখা যায...
01/07/2022

#আজকে আমরা জানবো চোখের অঞ্জনি কি?⚠️

অক্ষিপত্রের ধারে কানেকটিভ টিসুর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুটিকা বা উদ্ভেদ দেখা যায় তাকে অঞ্জনি বলে। একে হোর্ডিওলামও বলে, এটা এক ধরণের সংক্রমণ যা চোখের পাতাকে প্রভাবিত করে। অঞ্জনি চোখের পাতার ভেতরে বা বাইরের পৃষ্ঠতলে হতে পারে এবং চোখের পাতার গ্ল্যান্ডকে প্রভাবিত করে। অঞ্জনি চোখের পাতার ওপর একটি ছোট ব্রোণের মত বা ফোলা হিসাবে দেখা যায়।

#অঞ্জনি রোগের প্রধান কারণ কি ?

‌‌‌‌👉অঞ্জনি রোগটি ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে ঘটে থাকে।
👉অঞ্জনির ঝুঁকির কারণগুলির অন্তর্ভুক্ত হলো খাদ্যে পুষ্টির অভাব এবং ইমিউনোকম্প্রোমাইজড অবস্থা ।
👉সংক্রমণ রোগ হেতু এটি স্পর্শের দ্বারা ছড়ায়ে, রুমাল বা অন্যান্য আনুষাঙ্গিক ভাগ করে নেওয়ার মাধ্যমেও ছড়াতে পারে।
👉আবহাওয়ার দোষ হেতু, অন্য যে কোন রোগের উপসর্গ বা কোন কঠিন রোগ চাপা পড়ে।
👉গ্লেন্ড জাতীয় কোন দোষ হেতু এই জাতীয় রোগ হতে পারে।
👉আমাদের চোখে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে চোখের পাতার ওপর। মৃত ত্বক, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিকে বন্ধ করে দেয়। তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর এর ফলে অঞ্জনি হয়। এটা চোখের ভেতরে এবং বাইরে হতে পারে।

#অঞ্জনি রোগের প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি?

🏷️একটি বড় বা ছোট ছোট ২/৩টি ফুসকুড়ির মত উদ্ভেদ দেখা যায়। এটি সাধারণত চোখের কাছাকাছি হয় এবং ব্রোণর মতো দেখায়।
🏷️পেকে পুঁজ হয়, এটি ছোট এবং লাল রঙের। যেহেতু এর মধ্যে পুঁজ আছে , এর মধ্যে একটা ছোট হলুদ কেন্দ্র থাকবে।
🏷️অঞ্জনি অত্যন্ত যন্ত্রনা ও ব্যাথাযুক্ত হয়ে থাকে। এর উপস্থিতি থাকলে চোখের অংশেও ব্যাথা সৃষ্টি করে যা চোখ খুললে বা বন্ধ করলে বেড়ে যায়।
🏷️কখনও চোখের পাতা গুলো ফুলে যায় এবং ওই ফোলা থেকে কিছু পুঁজ বের হতে পারে।
🏷️চোখ নড়াচড়া করতে অস্বস্তি হয় এবং সবসময় মনে হয় চোখের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা উপস্থিত রয়েছে।
🏷️অনেক সময় অঞ্জনি খড়িবৎ অবস্থা প্রাপ্ত হয়, তাকে মেইবোমিয়ানসিস্ট (Meibomian cyst) বলে।

#অঞ্জনি রোগের নির্ণয় এবং চিকিৎসা কিভাবে হয় ?

অঞ্জনি রোগটি নির্ণয় করা অত্যন্ত সহজ এবং কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়না।
একজন চিকিৎসক আলোর নিচে দেখলেই অঞ্জনি নির্ণয় করে দিতে পারেন।
অনেক সময় অঞ্জনি নিজে থেকেই ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে কিছুদিন সময় লাগে।
যদি অঞ্জনি স্থায়ী হয় বা ব্যথা বেশি হয়, সেক্ষত্রে ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধ গ্রহন করবেন।

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


#চোখ

28/06/2022

#টনসিল

টনসিলাইটিস টনসিলের এক ধরনের ইনফেকশন। আমাদের শরীরে কিছু লিম্ফ নোডস থাকে যেগুলো ইমিউনোগ্লোবিউলিন নিঃসরণ করে শরীরকে রক্ষা করে। টনসিলও এক ধরনের লিম্ফনোড যা শরীরের ইমিউন সিস্টেমের অংশ এবং দুই থেকে ছয় বছর পর্যন্ত ইনফেকশন থেকে নাক, গলা, কানকে রক্ষা করে। এর সঙ্গে প্যালেটে, নাকের আশপাশের অংশে আরও লিম্ফ নোড থাকে, আর টনসিলসহ এই পুরো অঞ্চলকে ওয়ালডেয়ার রিং বলা হয়। সাধারণ মৌসুমের পরিবর্তনের কারণে টনসিল অথবা টনসিলাইটিসের সমস্যা দেখা যায়। টনসিল শব্দটির সাথে আমরা প্রত্যেকেই কম-বেশি পরিচিত। আমাদের প্রত্যেকেই জীবনে কখনো না কখনো অল্প-বেশি টনসিলের সমস্যায় পড়েছি। টনসিল সম্পর্কে আমাদের মনে একটা ধারণা হচ্ছে, টনসিল এমন একটা বস্তু যা আমাদের প্রত্যেকের গলায় থাকে। ঠাণ্ডা পানি খেলে বা ঠাণ্ডা খাবার খেলে কিংবা ঠাণ্ডা বাতাসে এই সমস্যা বৃদ্ধি পায়। অপারেশন করে ফেলে দিতে পারলেই এই সমস্যা থেকে মুক্তি! আসলেই কি তাই? মোটেই না। আপনি জেনে অবাক হবেন যে, আপনার এতদিনের ধারণা সম্পূর্ণ ভুল ছিল।

টনসিলাইটিস একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। টনসিল ইনফেকশন সাধারণত তিন থেকে ১২ বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না তাও নয়। ৫০ শতাংশ ক্ষেত্রে দেখা যায়, টনসিল ইনফেকশনের জন্য ভাইরাস দায়ী। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যও টনসিলাইটিস হতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত বিটা হেমোলাইটিক স্ট্রোপ্টোকক্কাস দিয়ে হয়। অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও টনসিলাইটিস হতে পারে। টনসিল হচ্ছে এক ধরনের লিম্ফ নোড বা গ্রন্থি যা আমাদের গলার পেছনের দিকের অংশে থাকে। টনসিল আমাদের দেহে শ্বেত রক্তকণিকা উৎপন্ন করে থাকে। এই শ্বেত রক্তকণিকা বাইরে থেকে দেহে প্রবেশকারী রোগের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। কখনো শ্বেতরক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে ঠিকমতো কাজ করতে না পারলেই দেহে ভাইরাস বা ব্যাকটেরিয়াঘটিত বিভিন্ন রোগের সৃষ্টি হয়। কিন্তু কখনো কখনো এসব জীবাণুকে ধ্বংস করতে গিয়ে টনসিল গ্রন্থি নিজেই আক্রান্ত হয়ে পড়ে। ফলে ইনফেকশন হয় এবং এই গ্রন্থি ফুলে যায়। একেই আমরা মেডিকেলের ভাষায় টনসিলাইটিস বলি এবং সাধারণের ভাষায় টনসিলের সমস্যা বলে চিনি। সাধারণত শিশুরা বাইরে খেলাধুলা করে এবং স্কুলে অনেকে একসাথে থাকে। ফলে টনসিলাইটিস হওয়ার মতো শত কারণের মুখোমুখি হয়। আর এজন্যই শিশু-কিশোরদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়। তবে যেকোনো বয়সি মানুষেরই টনসিলাইটিস হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে টনসিলাইটিস হয়ে থাকে কমন কোল্ড বা অন্যান্য ভাইরাসের আক্রমণের কারণে। ১৫-২০ ভাগ টনসিলাইটিসের কারণ হিসেবে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে। স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়ার কারণে স্ট্রেপ্টো থ্রোট নামক রোগ হয়। এই রোগের লক্ষণকে অবহেলা করলে পরবর্তীতে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। তরুণ #লক্ষন : প্রথম অবস্থায় জ্বর ও গলাব্যথা দেখা যায়। দুই পাশের টনসিল ফুলে লাল হয়ে যায়। অনেক সময় গলার গ্রন্থি সমূহ বৃদ্ধি পেয়ে গলনালী বন্ধ হয়ে যায়। ঢোক গিলতে সমস্যা হয়। খাদ্যদ্রব্য খেতে খুব কষ্ট হয় । মুখ দিয়ে লালা পড়ে। প্রবল কাঁপুনিসহ জ্বর আসতে পারে। ক্রমে টনসিল পাকে ও ফেটে যায়।
#পুরাতন লক্ষণসমূহ : বারবার টনসিল প্রদাহ রোগের আক্রমণের শিকার হলে পীড়া পুরাতন আকার ধারণ করে। এতে টনসিলের গঠনের স্থায়ী বৃদ্ধি ঘটে। পুরাতন পীড়ায় রোগীর শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। নাক বন্ধ করে রোগীকে শ্বাস গ্রহণ করতে হয়। অনেক ক্ষেত্রে টনসিল দেখতে একটা বড় সুপারির মতো মনে হয়।মানসিক বৃত্তির পরিবর্তন, শ্রবণশক্তি হ্রাস, কানে তালা লাগা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। প্রদাহের কারণসমূহ—
কোল্ডনেস বা ঠাণ্ডা লাগাজনিত ও শীতকালীন আবহাওয়া।
স্যাঁতস্যাতে স্থানে বসবাস, কাজ এবং অবস্থান করা।
অতিরিক্ত মদ্যপান ও ধূমপান।
বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাল ফ্লুতে আক্রান্ত হওয়া।

#টনসিল প্রদাহের উপসর্গসমূহ : গিলতে কষ্ট হওয়া, জিহ্বা ও কর্ণমূলে ব্যথা, জ্বর এবং ঠাণ্ডালাগার অনুভূতি হওয়া, মাথা ব্যথা, গলায় ব্যথা ও ক্ষতবোধ, চোয়াল এবং গলায় স্পর্শকাতরতা, গলার দুই পাশের গ্রন্থি বা লিম্ফনোড বড় হয়ে যাওয়া, গলায় সাদা বা হলুদ দাগ থাকতে পারে, গলা খুশখুশ করে আক্ষেপিক কাশি, শিশুদের মধ্যে ক্ষুধামন্দাভাব দেখা দিতে পারে, নিঃশ্বাস নিতে ফেলতে সমস্যা, টনসিল ফুলে খুব বড় হলে খাবার খেতে বা পান করতে সমস্যা হতে পারে। টনসিল প্রদাহের জটিলতা—
ক্রনিক বা দীর্ঘস্থায়ী টনসিল প্রদাহ ফুলে থাকা।
দীর্ঘস্থায়ী শ্বাসনালীতে প্রতিবন্ধকতা, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
খেতে বা গিলতে সমস্যা হওয়া।
কথাবার্তায় জড়তা বা অস্বাভাবিকতা।
ক্রনিক কর্ণমূল প্রদাহ।
হার্টের কপাটিকার রোগ।
ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। এ ছাড়াও স্কারলেট ফিভার, বাতজ্বর এবং বিভিন্ন ধরনের হূদরোগও হতে পারে।

#টনসিল রোগীর জন্য কিছু পরামর্শ—
লবণ পানি : গলা ব্যথা শুরু হলে যে কাজটি কম বেশি আমরা সবাই করে থাকি তা হলো, সামান্য উষ্ণ লবণ পানি দিয়ে কুলি করা। এটি টনসিলে সংক্রামণ রোধ করে ব্যথা কমাতে খুবই কার্যকরী। শুধু তাই নয়, উষ্ণ লবণ পানি দিয়ে কুলি করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও দূর করে দেয়।
সবুজ চা : এবং মধু এক কাপ গরম পানিতে আধা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। এবার আস্তে আস্তে চুমুক দিয়ে চা পান করুন। সবুজ চায়ে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা সব রকম ক্ষতিকর জীবাণু ধ্বংস করে থাকে। দিনে তিন থেকে চার কাপ এই মধু-চা পান করুন। উপকার পাবেন।
হলুদ দুধ : এক কাপ গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। গরুর দুধ টনসিলের ব্যথা দূর করতে বেশ কার্যকরী। দুধে অ্যান্টিব্যায়টিক উপাদান আছে। গরুর দুধে হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলেও উপকার পাওয়া যায়। হলুদ অ্যান্টি ইনফ্লামেন্টরি, অ্যান্টিব্যায়টিক এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান, যা গলা ব্যথা দূর করে টনসিলের সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে।
আদা চা : দেড় কাপ পানিতে এক চামচ আদা কুচি আর আন্দাজ মতো চা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত দু-তিনবার এটি পান করুন। আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেন্টরি উপাদান সংক্রমণ ছাড়াতে বাধা দেয়। এর সঙ্গে সঙ্গে গলার ব্যথা কমিয়ে দিতেও এটি খুবই কার্যকরী।
লেবুর রস : ২০০ মিলিগ্রাম উষ্ণ গরম পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু, আধা চামচ নুন ভালো করে মিশিয়ে নিন। যত দিন গলা ব্যথা ভালো না হয়, তত দিন পর্যন্ত এই মিশ্রণটি সেবন করুন।

#হোমিও সমাধান : রোগ নয়, রোগীকে চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুসারে টনসিলসহ যেকোনো জটিল ও কঠিন রোগের চিকিৎসা ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক লক্ষণ, সমষ্টি নির্ভর ও ধাতুগতভাবে চিকিৎসা দিলে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় চিকিৎসা দেয়া সম্ভব। চিকিৎসা বিজ্ঞানে চিরন্তন সত্য বলে কিছুই নেই। কেন না একসময় আমরা শুনতাম যক্ষ্মা হলে রক্ষা নেই, বর্তমানে শুনতে পাই যক্ষ্মা ভালো হয়। এসব কিছু বিজ্ঞানের অগ্রগতি ও উন্নয়নের ফসল। টনসিল চিকিৎসা হোমিওপ্যাথিতে সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। সামগ্রিক উপসর্গের ভিত্তিতে ওষুধ নির্বাচনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। এটিই একমাত্র চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে রোগীর কষ্টের সমস্ত চিহ্ন এবং উপসর্গগুলো দূর করে সম্পূর্ণ স্বাস্থ্যের অবস্থা পুনরুদ্ধার করা যায়।
#বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


https://youtu.be/t1tSDiIfo7E
12/06/2022

https://youtu.be/t1tSDiIfo7E

➜ WE strive to be the top TV Channel in the country and as our policy promises, we ensure that our viewers are enjoying the best quality when it comes to New...

05/06/2022

শাহীনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে! যদি না থাকে তাহলে নীচের লিংকটি দেখে নিন-
https://www.facebook.com/110095574973081/posts/123566060292699/

তার পোড়া জায়গাগুলো আগের তুলনায় অনেকটাই সেরেছে। এখন তার আগের মতো জ্বালা হয় না। অনেকটাই শুকিয়ে গেছে। এখন সে আবার আগের মতো সুস্থ জীবনে ফিরে যেতে পারবে। আবার আগের মতো খেলাধুলা করতে এখন তার কোনো সমস্যাই হবে না।

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


ছবিতে ব্যক্তির নাম আব্দুল হাকিম, বয়স-৪৩ বছর। ১০ বছর আগে ইনফেকশন জনিত কারনে ডান পায়ের একটি আংগুল কেঁটে ফেলতে হয়। এরপর গত ...
28/05/2022

ছবিতে ব্যক্তির নাম আব্দুল হাকিম, বয়স-৪৩ বছর। ১০ বছর আগে ইনফেকশন জনিত কারনে ডান পায়ের একটি আংগুল কেঁটে ফেলতে হয়। এরপর গত ৬ মাস আগে একই কারনে বা পায়ের আরেকটি আংগুল কেঁটে ফেলতে হয়। বর্তমানে বা পা ফুলে থাকে অধিকাংশ সময়। পায়ে জুতা পড়তে পারেন না কারন জুতা পড়লে পায়ে ভীষণ জ্বালা হয়। গ্যাষ্ট্রিক জনিত সমস্যা, মুখ থেকে লালা ঝরে,খাওয়ার কোনো রুচি নেই, শরীর প্রচন্ড ঘামে, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর আগেও একদিন এসেছিলেন আমাদের থেকে চিকিৎসা নিতে কিন্তু হোমিওপ্যাথির প্রতি ওনার ভরসা না থাকায় চলে যান। পরবর্তীতে আমাদেরই একজন পেশেন্ট কে সুস্থ হতে দেখে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রতি ওনার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং আমাদের শরনাপন্ন হয়েছেন।
উপরোক্ত সমস্যাগুলো যদি আপনার মাঝে খেয়াল করতে পারেন তাহলে দেরী না করে এর সঠিক চিকিৎসা গ্রহন করুন।

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


Attention -📢⚠️🚷গত কিছুদিন আগে মাংকিপক্স নিয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করেছিলাম।  আজকে ঠিক একই লক্ষন ও উপসর্গ নিয়ে  ...
27/05/2022

Attention -📢⚠️🚷
গত কিছুদিন আগে মাংকিপক্স নিয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করেছিলাম। আজকে ঠিক একই লক্ষন ও উপসর্গ নিয়ে একজন পেশেন্ট আমাদের দ্বারস্থ হয়েছেন। সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য অনুরোধ করা হলো। এটি একটি জটিল রোগ। আপনার শরীরে এমন লক্ষন ও উপসর্গ দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসক এর সাথে পরামর্শ করার জন্য বলা হলো।

#মাংকিপক্স নিয়ে আগের পোস্টের লিংক দেয়া হলোঃ

https://www.facebook.com/110095574973081/posts/129482263034412/?app=fbl

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


ছবিতে মহিলার নাম রাশেদা। শারীরিক দুর্বলতা, গ্যাষ্ট্রিক এর সমস্যা, বমিভাব, মাথা ঘুরা, চোখে ঝাপসা দেখা সহ বিভিন্ন লক্ষন নি...
26/05/2022

ছবিতে মহিলার নাম রাশেদা। শারীরিক দুর্বলতা, গ্যাষ্ট্রিক এর সমস্যা, বমিভাব, মাথা ঘুরা, চোখে ঝাপসা দেখা সহ বিভিন্ন লক্ষন নিয়ে আমাদের দ্বারস্থ হয়েছেন। ওনার গলায় একটি টিউমার বিগত ৩ মাসে এতটা বড় হয়েছে। কিছুই খেতে পারেন না। গলায় প্রচন্ড ব্যাথা অনুভুত হয়। দুঃখজনক ভাবে বলতে হচ্ছে ওনার ক্যান্সার ধরা পড়েছে বেশ কয়েক মাস আগে। ওনার টিউমারটি ক্যান্সারেরই একটি লক্ষন মাত্র। সময় থাকতে সতর্ক হউন। শরীরের অস্বাভাবিক কোনো পরিবর্তন খেয়াল করতে পারলে আপনার নিকটস্থ চিকিৎসক এর সাথে পরামর্শ করুন। অন্যথায় আপনার অবহেলা আপনার জীবন নাশের কারন হতে পারে।

বিঃদ্রঃ - হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষনভিত্তিক সদৃশ বিধান। রোগীর যাবতীয় লক্ষনের সাথে ঔষধের লক্ষন মিলিয়ে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। তাই ডাক্তারের পরামর্শ ব্যাতিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা উচিত নয়।

#আমাদের প্রতিষ্ঠানে অরজিনাল জার্মানি সকল প্রকার ঔষধ পাওয়া যায় এবং সম্পূর্ণ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুরিয়ার এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ঔষধ সরবরাহ করা হয়।

ডাঃ প্রদীপ কুমার মোদক
ডি.এইচ.এম.এস ( ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড.
নিবন্ধন নং- ৯৭৮১
মোবাইলঃ- 01853212190

‌ #রোগী দেখার সময়সূচী ঃ
প্রতিদিন সকাল ৮টা - রাত ৯ টা পর্যন্ত।
ঠিকানাঃ মোদকপট্টি, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
হোল্ডিং নং- ২০, মাধবপুর বাজার ৭ নং ওয়ার্ড।


Address

Madhabpur

Telephone

+8801853212190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Pranab Modak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Pranab Modak:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category