Bangladesh Islamic Medical Society - BIMS

Bangladesh Islamic Medical Society - BIMS In the Pursuit of Building an Islamic Medical Society. Thus protecting the health of patients and the public.

A Network of Healthcare Professionals Practising Medicine Guided by Islamic Prinicples"

Bangladesh Islamic Medical Society (BIMS) serves to promote a better understanding and appreciation of the principles and values of Islam amongst all health care professionals. BIMS is a democratic, non political organization that aims to unite and inspire Muslim healthcare professionals to serve the community.

Our honourable chairperson Professor DrG.Hussein Rassool delivering his speech on the topic of "Why Islamic Psychology f...
27/06/2025

Our honourable chairperson Professor DrG.Hussein Rassool delivering his speech on the topic of "Why Islamic Psychology for
Humanity?
Exploring the Relevance of
Islāmic Psychological Insights
In Today’s World"

বাকস্বাধীনতার নামে সম্প্রতি মুসলিমসংখ্যাগরিষ্ঠ এই দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী বিশ্বনবী হযরত মুহাম...
13/06/2025

বাকস্বাধীনতার নামে সম্প্রতি মুসলিমসংখ্যাগরিষ্ঠ এই দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করে দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে গভীর আঘাত করেছে।

BIMS এবং এর অধীনস্থ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। ধর্মীয় সহনশীলতার বুলি আউড়ে এমন জঘন্য আচরণকে কখনোই গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া যায় না। মানবজাতির শ্রেষ্ঠ মানব, নৈতিকতার পরাকাষ্ঠা, হযরত রাসুলুল্লাহ ﷺ-এর শানে কটূক্তি করা মানে আপামর তাওহিদি জনতার অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া, যা দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, জনগণের তীব্র প্রতিক্রিয়ার পরও দায়িত্বশীল প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং জনগণের ধর্মীয় অনুভূতির প্রেক্ষিতে গঠিত স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে "মব" আখ্যা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হয়েছে।

বিশেষ করে, যদি ডাক্তার সমাজের ভেতর থেকে কেউ এমন দৃষ্টতাপূর্ণ আচরণে লিপ্ত হয়, তবে তার বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করে তাকে বয়কট করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

BIMS এর পক্ষ থেকে এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।

فِدَاكَ قَلْبِي، فِدَاكَ أَبِي وَأُمِّي يَا رَسُولَ اللّٰه، صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم، يَا سَيِّدَ الْمُرْسَلِينَ۔

ত্যাগের মহিমায় উদ্ভাসিত,পবিত্র ঈদুল আযহা।ত্যাগের এই মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন,সংকীর্ণতা মুছে ত্যাগের মহিমায় উ...
06/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত,
পবিত্র ঈদুল আযহা।
ত্যাগের এই মহান শিক্ষায়
আলোকিত হোক আমাদের জীবন,
সংকীর্ণতা মুছে ত্যাগের মহিমায়
উদ্ভাসিত হোক আমাদের অন্তর।

আল্লাহ সুবহানা ওয়া তায়ালার রহমতের ছায়ায় এই ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির প্রতিচ্ছবি।

আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল আত্মত্যাগ, কোরবানি এবং দুআ কবুল করে নিন --- এই কামনায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা!

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
তাকব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম।
"আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করে নিন।"

ঈদ মোবারক!

ফেসবুক স্ক্রল করতে করতে চমৎকার কোনো ছবিতে চোখ আটকে গেলে আমরা সে পোস্টটি পড়তে আগ্রহী হই। ভিজুয়ালাইজেশনের যুগে সবকিছুকে পর...
24/05/2025

ফেসবুক স্ক্রল করতে করতে চমৎকার কোনো ছবিতে চোখ আটকে গেলে আমরা সে পোস্টটি পড়তে আগ্রহী হই। ভিজুয়ালাইজেশনের যুগে সবকিছুকে পরিপাটি আর রঙিন করে উপস্থাপনের এক হিড়িক পড়েছে সর্বত্র।

এক্ষেত্রে বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটিও ব্যতিক্রম নয়। শরিয়াহভিত্তিক হাসপাতাল প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে Bangladesh Islamic Medical Society (BIMS) প্রতিষ্ঠিত হয়, সে লক্ষ্যের কথা মানুষের কাছে পৌঁছানো জরুরি।

বর্তমানে মানুষের কাছে কোনো আদর্শ বা ধারণা পৌঁছানোর অন্যতম মাধ্যম ফেসবুক। তাই প্রতিদিন পেজে ও গ্রুপে নানা বিষয়ে পোস্ট করা হয়। এসব পোস্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য পোস্টের সাথে চমৎকার গ্রাফিক্স থাকা দরকার।

আপনারা যারা “BIMS Graphics Female Team”-এ ভলেন্টিয়ার হিসেবে যোগ দিতে চান, তারা কমেন্টে দেয়া ফর্ম পূরণ করবেন।

“পাবনার বেড়া উপজেলায় একরাতেই ১৫ কবর থেকে কঙ্কাল চুরি।”সকালে পত্রিকার পাতাটায় চোখ বুলিয়ে নিতে এমন একটা শিরোনামে আটকে গেলে...
24/04/2025

“পাবনার বেড়া উপজেলায় একরাতেই ১৫ কবর থেকে কঙ্কাল চুরি।”

সকালে পত্রিকার পাতাটায় চোখ বুলিয়ে নিতে এমন একটা শিরোনামে আটকে গেলেন আহমেদ। পাশেই থাকা তার স্ত্রী খাদিজা অবাক হয়ে বললেন, “সত্যি? একরকমটাও হয়!”

: হ্যাঁ এরকমটাও হয়, দেখলে না কয়দিন আগেই তো খবরে দেখলাম, ‘মানিকগঞ্জের শিবালয়ে কবরস্থান থেকে একরাতেই ১৮ টি কঙ্কাল চুরি।’

: আচ্ছা এরকমটা কেন হয়?

: তোমার মনে আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর আমাদের হাফসার জন্য কঙ্কাল কিনতে হয়েছিল? তো সেসব কঙ্কাল কোথা থেকে আসে?

: এগুলো তাহলে কবর থেকে চুরি করে বিক্রি করে টাকার জন্য! কিন্তু এগুলো গুনাহ না; একে তো চুরি, তারপর আবার মানবশরীরের অংশ?

ইতোমধ্যে তাদের কথোপকথনে যুক্ত হলেন, তাদের ছোট মেয়ে আয়েশা। আয়েশা সদ্যই প্রথম প্রফ পাশ করে এমবিবিএস তৃতীয় বর্ষে উন্নীত হয়েছে। তিনি বলে উঠলেন, “গুনাহ তো অবশ্যই।

islamweb এর ফতোয়া নং : ২৭৯০৮২ এর মতে, সাধারণ অবস্থায় মানবদেহের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় জায়েজ নয়। জরুরতের ক্ষেত্রে বা মানবদেহ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বোনস কেনা জায়েজ হলেও বিক্রি জায়েজ নয়।”

: কিন্তু বিক্রি কেন জায়েজ নয়? আমরা তো যে টাকা দিয়ে কিনেছি, সে টাকা দিয়েই বিক্রি করছি।

: যতই আমরা লাভ না করি, কেনাবেচার এ প্রক্রিয়া চলতে থাকলে, মানবকঙ্কাল বিক্রি করে টাকা কামানোর জন্য এভাবে চুরি হতেই থাকবে।

এরমধ্যে আহমেদ বলে উঠলেন, “কিন্তু মানব শরীরকে সৃষ্টিকর্তা করেছেন সম্মানিত। আল্লাহ বলেছেন, ‘অবশ্যই আমি আদম সন্তানদের সম্মানিত করেছি।… এবং তাদের অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি’, সূরা আল ইসরা : ৭০।

: ঠিক বলেছ আব্বু।

রাসূল (সা.) আরও বলেছেন, ‘মৃত মানুষের হাড় ভাঙা, জীবিত মানুষের হাড় ভাঙার সমতুল্য।’ (সুনান ইবনু মাজাহ ১৬১৬)

অর্থাৎ, আমার পড়ার কঙ্কাল সেট যদি বিক্রি করি, একদিকে ইসলামি ফতোয়াবিরোধী কাজ করছি, অপরদিকে মানবদেহের অংশের দাম নেয়ার মাধ্যমে তাকে অসম্মানিত করছি। আর একদল স্বার্থান্ধ মানুষের হারাম কার্যক্রম চলমান রাখতে পরোক্ষভাবে সাহায্য করছি!

: আসলেই তো মা, এভাবে তো ভেবে দেখিনি।

: সেজন্যই তো চাচ্ছি কঙ্কালসেটটা কোনো কাউকে দান করে দিতে।

: কিন্তু তুমি যে দান করবে, যাকে দান করছ সে যদি বিক্রি করে দেয়?

: আমি তো ব্যক্তিগতভাবে দান করব না। Bangladesh Islamic Medical Society (BIMS) বিগত কয়েকবছর যাবৎ মানবকঙ্কাল বেচাকেনার মতো চরম এ পাপকাজ রুখতে পরিচালনা করে আসছে ‘বোনসব্যাংক’। এর মাধ্যমে তারা সিনিয়রদের থেকে বোনস নিয়ে জুনিয়রদের দেয়, যা তারা সর্বোচ্চ আমানতদারিতার সঙ্গে রক্ষা করে।

: আচ্ছা, ঠিক আছে তাহলে আমি আর তোমার আব্বু আরও একটু আলোচনা করে দেখি, তোমাদের পড়ার কঙ্কালটা তাদের মাধ্যমে দান করে দিতে পারলে তো সবদিক রক্ষা হয়।

: জি আম্মু।

উল্লেখ্য আয়েশার বড়বোন হাফসা তার দুইবছর আগে যখন মেডিকেলে চান্স পায়, তখন তার পড়াশোনার জন্য মা-বাবা একসেট কঙ্কাল কিনে দেয়। সে ফার্স্ট প্রফ পাশ করার পর, আয়েশাও মেডিকেল ছাত্রী হয়ে যায় এবং একই প্রয়োজনে কঙ্কালসেট ব্যবহার করতে থাকে। তখন তার দ্বীনের বুঝ খুব একটা না থাকলেও, মানুষের শরীরের অংশ কেনাবেচা তার কাছে অনুচিত মনে হওয়ায় সে সিদ্ধান্ত নেয় ফার্স্ট প্রফ পাশ করার পর তা দান করার। তার পরিবার তখন তাকে এ-বিষয়ে কিছু না বললেও পরবর্তীতে তার আম্মু আপত্তি জানায়। ততদিন মেডিকেল কলেজে দ্বীনি সোহবতে তার এ-বিষয়ক জ্ঞান কিছুটা বৃদ্ধি পাওয়ায় আজকের পত্রিকার খবরকে কেন্দ্র করে সে পরিবারের বিষয়টিকে আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ পেল। এবং আলহামদুলিল্লাহ তার আম্মুও ব্যাপারটা বুঝতে পেরে সায় দিলেন। আমরা যারা কঙ্কাল দান করার ব্যাপারটা বুঝেও পরিবারকে বোঝাতে পারি না, তারা আয়েশার মতো করে বিষয়টিকে বিশ্লেষণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

মেডিকেল শিক্ষাব্যবস্থার অন্যতম একটা উপাদান হল ক্লিনিক্যাল ক্লাস। রোগীর ওপর এক্সামিনেশন, রোগীর হিস্ট্রি টেকিং, প্রায়োগিক ...
20/04/2025

মেডিকেল শিক্ষাব্যবস্থার অন্যতম একটা উপাদান হল ক্লিনিক্যাল ক্লাস। রোগীর ওপর এক্সামিনেশন, রোগীর হিস্ট্রি টেকিং, প্রায়োগিক জ্ঞান ইত্যাদি বিষয়ে তৃতীয় বর্ষ থেকে ট্রেনিং পাওয়া একজন মেডিকেল স্টুডেন্টের প্রাপ্য। কিন্তু সেখানে সুনামগঞ্জ মেডিকেল কলেজের মতো একটা সরকারি মেডিকেলে পাঁচটা ব্যাচ চালু থাকার পরও নেই কোনো ওয়ার্ড, নেই কোনো হাসপাতাল।

হাসপাতাল ছাড়া একটা মেডিকেল কলেজ যেন এক চাকা ছাড়া গাড়ির মত। সেখানেই প্রায় ৫ বছর কেটে গেলেও কোনো হাসপাতালই নেই সুনামগঞ্জ মেডিকেলের। বারবার দাবি তোলা সত্ত্বেও প্রশাসন ও কর্তৃপক্ষের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।

নিজেদের ন্যায্য একাডেমিক অধিকার আদায়ে যখন মানববন্ধন, ক্লাস বর্জন করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে না তখন শিক্ষার্থীরা আজ ২০ এপ্রিল ২০২৫ অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হয়।

কিন্তু এ যৌক্তিক দাবিকে উপেক্ষা করে সেনাবাহিনী কর্তৃক মেডিকেল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ চালানো হয়।

বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি এই ন্যায়সঙ্গত দাবিতে তাদের পাশে আছে এবং সেনাবাহিনীর এহেন বলপ্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এর উপযুক্ত জবাব ও সমাধানের জোর দাবি জানাচ্ছে।

মানব কঙ্কাল কেনাবেচা হারাম।মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনে তা শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়া হলেও সম্মান...
16/04/2025

মানব কঙ্কাল কেনাবেচা হারাম।
মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনে তা শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়া হলেও সম্মানের সাথে ব্যবহার করতে হবে।

কিন্তু বছরের পর বছর ধরে আমাদের দেশে চলে আসছে বোনস কেনাবেচার হারাম চক্র।
মেডিকেলে চান্স পেলে বোনস কিনতে হবে—এ যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
এতে একদল স্বার্থান্বেষী মানুষ নিজেদের ফায়দা খুঁজে বিভিন্নভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্তা করে।

তবে এই বোনস কেনাবেচার হারাম চক্র বন্ধ করতে ২০২১ সালে শুরু হয় ‘RAMFIT Bones Bank’।
পরবর্তীতে এই কার্যক্রম হাতে নেয় RAMFIT-এরই মাদার অর্গানাইজেশন BIMS, যা বাংলাদেশ সরকারের অধীনে আইন অনুযায়ী রেজিস্ট্রারকৃত।

সেই ধারাবাহিকতায় এ বছরও চালু হচ্ছে ‘BIMS Bones Bank 2025’, যেখানে দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে উপযুক্ত রিসিপিয়েন্টের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয় বোনস সেট।

যারা এই বছর (২০২৪-২০২৫ সেশন) মেডিকেল এবং ডেন্টাল কলেজে চান্স পেয়েছেন, বোনস কেনাবেচার হারাম চক্র থেকে বাঁচতে প্রাইমারি রিসিভিং ফর্ম পূরণ করতে পারেন।
ফর্ম লিংক পেতে কমেন্ট চেক করুন।

নিজে হারাম থেকে বাঁচুন, অপরকে বাঁচতে সহায়তা করুন।

থার্ড ইয়ারের রাকিব ভাই দ্রুতপদে ডানে বাঁয়ে না তাকিয়েই ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের দিকে হেঁটে যাচ্ছেন। দোতলা থেকে দৌড়ে...
13/04/2025

থার্ড ইয়ারের রাকিব ভাই দ্রুতপদে ডানে বাঁয়ে না তাকিয়েই ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের দিকে হেঁটে যাচ্ছেন। দোতলা থেকে দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে পিছন থেকে ডাক দিল সেকেন্ড ইয়ারের হাসান।

- ‘ভাইয়া, একটু দাঁড়াবেন প্লিজ। আপনার সাথে কিছু কথা আছে।’
‘তাড়াতাড়ি বলো, সময় কম’ বলে তাড়া দিলেন রাকিব ভাই।

হাসান সামান্য কেশে নিয়ে বললো, “ভাইয়া, নতুন ব্যাচ আসছে শীঘ্রই। আপনার যে এক সেট বোনস আছে, তা ডোনেট করলে ভালো হতো।”

রাকিব ভাইয়ের ‘ডোনেট’ শব্দটা হজম করতে একটু কষ্ট হলো। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, “চল্লিশ হাজার টাকা দিয়ে বোনস কি সাধে কিনেছি যে, দান করে দিব? আমি তো বোনস বিক্রি করার চিন্তা ভাবনা করছি।”

- ‘ভাইয়া, ছোট মুখে বড় কথা, অপরাধ নেবেন না। বোনস ক্রয়-বিক্রয় হারাম। জরুরতের জন্য বোনস ক্রয় করা জায়েয হলেও বিক্রি করা জায়েয নয়। আবার আপনি যদি বিক্রি করেন, তাহলে বোনস বিক্রির হারাম কাজের ধারা অব্যাহত রাখার কারণেও তো গুনাহগার সাব্যস্ত হবেন।'

গুনাহগার হবেন শুনে এবার ভাইকে একটু ভীত দেখাচ্ছে, তবে হাসানের মনে হলো বোনস ডোনেশনের ব্যাপারে এখনো তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।

হাসান হাসি মুখে বললো, "ভাই আপনি যদি আল্লাহকে রাজি-খুশি করার জন্য এই হারাম কাজটি পরিত্যাগ করেন, তাহলে আল্লাহ আযযা ওয়া জাল্ল আপনাকে এর চেয়ে উত্তম বদলা দান করবেন। হাদিসে এসেছে— যদি তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এর বিনিময়ে তোমাকে এমন কিছু দান করবেন, যা তোমার ছেড়ে দেওয়া বস্তু থেকে উত্তম হবে।" (মুসনাদে আহমাদ- ২১৯৯৬)

হাসানের কথা রাকিব ভাইয়ের অন্তরে খানিকটা ধাক্কা দিলো। নবীজির হাদিসটা চিন্তায় ছেদ ফেললো। হাদিসটা ভাবতে গিয়ে রাকিব ভাই প্রশান্তি লাভ করলেন। তিনি সাথে সাথেই নিজের বোনস সেটটা ডোনেট করার সিদ্ধান্ত নিলেন।

হাসান এবার আগ বাড়িয়ে বললো, "ভাই, আপনি জেনে খুশি হবেন যে, গত দুই বছর ধরে র‍্যামফিট কতৃর্ক পরিচালিত বোনস ব্যাংক কার্যক্রম এ বছর র‍্যামফিটের মাতৃ সংগঠন বিমসের পক্ষ থেকে ‘বোনস ব্যাংক-২০২৫’ শিরোনামে আয়োজন করা হয়েছে। আপনার বোনসের সকল দায়িত্ব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিমস নিবে। আপনি সেখানে বোনস ডোনেশনের ফর্ম ফিলআপ করে ডোনেট করতে পারবেন ইনশাআল্লাহ।"

রাকিব ভাইয়ের চেহারায় স্বস্তির রেখা দেখা দিলো। তিনি দৃঢ় মনে বললেন, "ইনশাআল্লাহ। জাযাকাল্লহু খয়রন, এত গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য। সত্যি বলতে কী, আমি আগে এ ব্যাপারে জানতাম না। আজ প্রথম তোমার কাছ থেকে জানতে পেরেছি।"

- ‘ওয়া আনতুম ফা জাযাকুমুল্লহু খয়রন। লজ্জা দিয়েন না ভাই। এসব জ্ঞান মেডিকেল ফিকহের অন্তর্ভুক্ত। এ সম্বন্ধে জানা এবং জানানো আমাদের সবার দায়িত্ব। আপনার ক্লাসে যাওয়া দেরি করে দেওয়ার জন্য দুঃখিত।’

- ‘সমস্যা নাই। ক্লাসে যাই এখন তবে। আসতাউদিউল্লহ জুনিয়র।’

- ‘আসতাউদিউল্লহ ভাই।’

বাংলাদেশে মেডিকেল ফিল্ডে Islamic Medical Ethics এবং Fiqh of Medicine নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইট...
11/04/2025

বাংলাদেশে মেডিকেল ফিল্ডে Islamic Medical Ethics এবং Fiqh of Medicine নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি।

প্রচলিত Western Medical Ethics এর ভিত্তিতে গড়ে উঠা মেডিকেল সিস্টেমকে পরিবর্তনের পথযাত্রায় BIMS আপনাদেরকে পাশে চায়।

তাই তো BIMS কে এখন টেলিগ্রামেও পাবেন।

এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর একটা ইসলামিক মেডিকেল সোসাইটি গড়ার প্রত্যয়ে বিমসের সাথে থাকুন।

BIMS Telegram Channel :

https://t.me/ima_bims

আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর...
10/04/2025

আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর যুলুম করবে না এবং তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন।"
(সহীহ বুখারী, ২৪৪২)

আমরা বিশ্বাস করি, পৃথিবীর যেকোনো প্রান্তে নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়—বরং তা একজন মুসলিমের ঈমানী কর্তব্য।

BIMS (Bangladesh Islamic Medical Society) গভীরভাবে উদ্বিগ্ন ও শোকাহত ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চলমান বর্বর আগ্রাসনে।

পবিত্র কুরআন আমাদের শিখিয়েছে, "মুমিনরা ভাই ভাই।” (সূরা হুজুরাত : ১০)

সেই শিক্ষা অনুসরণ করে আমরা Palestine Solidarity Movement, Bangladesh এর সকল ন্যায়সঙ্গত কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করছি।

আজ যখন গাজার আকাশে বারুদের গন্ধ, শিশুদের কান্না আর নিরপরাধ প্রাণের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাতাস—তখন আমাদের নীরবতা হতে পারে জুলুমের প্রশ্রয়। আমরা দাঁড়াবো সেই সব মানুষের পাশে, যারা আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে।

BIMS সর্বস্তরের ফিলিস্তিনিদের জন্য দোয়া, মানবিক সহায়তা ও গণসচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।

আল্লাহ যেন ফিলিস্তিনের অভিশপ্ত জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন, শহীদদের কবুল করেন, আহতদের শেফা দেন এবং আমাদেরকে সঠিক পথে অটল থাকার তাওফিক দেন, আমিন।

সম্প্রতি সবর হজ্ব এন্ড ওমরাহ এজেন্সির সাথে BIMS এবং IMABA Limited এর একটা চুক্তি সম্পাদনা হয়েছে। সবর হজ্ব এন্ড ওমরাহ এজে...
09/04/2025

সম্প্রতি সবর হজ্ব এন্ড ওমরাহ এজেন্সির সাথে BIMS এবং IMABA Limited এর একটা চুক্তি সম্পাদনা হয়েছে।

সবর হজ্ব এন্ড ওমরাহ এজেন্সির মাধ্যমে যারা হজ্ব ও ওমরাহ করবে তাদের স্বাস্থ্যসেবা বিষয়ক সকল পরামর্শ প্রদান করবে BIMS।

ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য স্পেশাল প্যাকেজে ওমরাহ এবং হজ্ব প্যাকেজ পরিচালনা করা হবে। ফিকহ অফ মেডিসিনের প্রায়োগিক দিক বিশেষ করে পেশাগত এবং ব্যক্তিগত জীবন সম্পর্কিত ফিকহ, ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করা হবে।

ওমরাহ প্যাকেজের মধ্যে দুইটা বিষয় প্রায়োরিটি পাবে :

১. Professional Skill development in the light of Islam
২. Medical Fiqh Competency

সবর হজ্ব এন্ড ওমরাহ এজেন্সির বিশেষত্ব হচ্ছে তারা কিছু বিশেষ বিশেষ প্যাকেজ নির্ধারণ করে।

চলুন Sabr Hajj & Umrah এর সাথে যুক্ত বিশেষ ব্যক্তিত্বের সাথে পরিচিত হওয়া যাক :

⭕ জনাব শিবলী মেহেদী ভাই : Advisor for Hajj & Umrah Effectiveness.
তিনি প্যারেন্টিং নিয়ে কাজ করে যাচ্ছেন।

⭕ জনাব জুনায়েদ মুনির ভাই : Teacher of manner, ethics, proper conduct.
হজ্ব এবং ওমরাহতে আদব, আখলাক শেখার ক্ষেত্রে তার গভীর জ্ঞান, অভিজ্ঞতা, শাণিত শিক্ষাদান কৌশল দিকনির্দেশক হবে।

⭕ জনাব কবীর আনোয়ার ভাই : Founder & CEO at Itqaan Management Training & Research (IMTR).

তিনি পরিচালনা করছেন “Seerah Trip with Kabir Anwar”. যাতে করে হজ্বের পুরো সফরটা কাটে সিরাতের আলোচনা, উপলব্ধি, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতিময় স্থানগুলো পরিদর্শন করে।

⭕ জনাব শাহরিয়ার খান ভাই : Life coach.
একজন হাজী তার হজ্ব সফরের আগে ও পরে কীভাবে হজ্বের শিক্ষাকে নিজের সাথে মিলিয়ে হজ্ব সফরকে জীবন পরিবর্তনকারী সফরে রূপান্তর করতে পারে, সে নিদর্শনা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

Sabr Hajj & Umrah Agency এর সাথে BIMS এর পারস্পরিক চুক্তি সম্পাদন হওয়ার ফলে, ডাক্তার ও মেডিকেল স্টুডেন্ট এবং তাদের পরিবারের হজ্ব এবং ওমরাহ সফরের জন্য বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হয়ে উঠতে যাচ্ছে উক্ত প্রতিষ্ঠানটি! ইনশাআল্লাহ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।

এই বিশ্ব স্বাস্থ্য দিবসে (৭ই এপ্রিল), গাজা গণহত্যা বন্ধে জরুরি ভিত্তিতে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। বাংলাদ...
06/04/2025

এই বিশ্ব স্বাস্থ্য দিবসে (৭ই এপ্রিল), গাজা গণহত্যা বন্ধে জরুরি ভিত্তিতে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

বিশ্ব যখন মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করছে, তখন গাজা জীবনের সবচেয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে, মা ও শিশুরা যত্নের অভাবে মারা যাচ্ছে এবং মার্কিন তৈরি বোমায় গণহত্যার শিকার হচ্ছে। এদিকে, যুদ্ধাপরাধের জন্য আইসিসি কর্তৃক ওয়ারেন্টপ্রাপ্ত অপরাধী নেতানিয়াহু একই দিনে হোয়াইট হাউস পরিদর্শন করছেন।

এর প্রতিবাদে ৭ই এপ্রিল, সোমবার বিকাল ৪টায় জাতিসংঘ সদর দপ্তরে (৪০৫ ইস্ট ৪৫তম স্ট্রিট) সবাইকে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে গাজাবাসী।

এই প্রেক্ষিতে সারা বিশ্বে সর্বাত্মক ধর্মঘট পালিত হবে। স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রের সকল কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে গাজাবাসী। Doctors Against Genocide-এর ব্যানারে বিশ্বের ডাক্তাররা এই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছেন। বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি এবং এর সকল অঙ্গসংগঠনও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের কার্যক্রম বন্ধ রাখবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islamic Medical Society - BIMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Islamic Medical Society - BIMS:

Share