Dr. Nazia Binte Alamgir

Dr. Nazia Binte Alamgir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nazia Binte Alamgir, Doctor, Maghbazar.

ডাঃ নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা বিভাগ।
(বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ -
উচ্চ ঝুঁকিপুর্ন মাতৃত্ব ব্যবস্থাপনা, সুস্থ ও নিরাপদ ডেলিভারি, বন্ধ্যাত্ব ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা)

21/07/2025

উত্তরার যারা বিভিন্ন হস্পিটালে এখনো বিমান ধ্বসে পুড়ে যাওয়া বাচ্চাদের জন্য প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন অথবা দেবেন, সকল ইমারজেন্সি চিকিৎসকদের উদ্দেশ্য সঠিক তথ্য জানিয়েছেন, বার্ন ইউনিটের কনসালটেন্ট চিকিৎসক।

আশা করি, সঠিক জায়গায় সঠিক চিকিৎসা হবে।
......

To All the doctors in and around Uttara treating burn patients …..

Please follow triage and ATLS protocol, protect airway, secure IV channel, CV line if possible, prevent hypothermia and burn shock, start crystalloid fluids according to modified parkland formula, give analgesics and shift to dedicated Burn centre.

Please ensure these primary care before referring the patient, this might save a lot of life.

Jr. Consultant(ICU)
Burn Unit
DMCH

17/07/2025

#জরায়ু_মুখ_ক্যানসার_সচেতনতা
#জরায়ুমুখের_ক্যান্সারের_ভ্যাক্সিন
#হেপাটাইটিস_বি
#হেপাটাইটিস_বি_ভ্যাক্সিন

কারা নেবেন এসব ভ্যাক্সিন?
কেনো নেবেন?
কোন বয়সে, সময়ে গুরুত্বপূর্ণ?
কোথা থেকে নেবেন?
খরচ ও বিস্তারিত...
শুনে নিন আলোচনা।

ধন্যবাদ ও শুভকামনা।
ডা. নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি, প্রসূতি বিদ্যা আলোচক ও সার্জন।
(বন্ধ্যাত্ব, উচ্চ ঝুঁকি পূর্ণ মাতৃত্ব ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা ও নিরাপদ ডেলিভারিতে বিশেষভাবে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত)
মালিবাগ মেডিনোভা চেম্বার।

 #চিটাগাং_চেম্বার_আপডেটআস-সালামু আলাইকুম :)আপনারা সবাই জানেন,ঢাকায় আমার সপ্তাহে ৪দিন নিয়মিত চেম্বার হয়।এর বাইরে, চিটাগং ...
15/07/2025

#চিটাগাং_চেম্বার_আপডেট

আস-সালামু আলাইকুম :)

আপনারা সবাই জানেন,
ঢাকায় আমার সপ্তাহে ৪দিন নিয়মিত চেম্বার হয়।
এর বাইরে,
চিটাগং চেম্বার প্রতি ২মাসে ১বার হয়।
গত মে মাসে চেম্বার করে এসেছি।
এবারের চেম্বার হবে জুলাই মাসে ইনশাআল্লাহ।

তাই, যারা বিভিন্ন কারনে রোগ সংক্রান্ত বিষয়ে আমার সাথে সরাসরি দেখা করতে চান দ্রুত সিরিয়াল নিয়ে কনফার্ম করবেন।
গত মে মাসেও চিটাগং চেম্বার করে আসবার পর বহুজন নক করেছেন। সঠিক সময় না জানা থাকার কারনে মিস করেছেন।

রেগুলার চেক আপ এর প্রেগন্যান্ট রোগি, ফলোআপ ও নতুন যারা দেখা করতে চান সিরিয়াল নিয়ে ফেলুন।

অনেকবার জানিয়েছি,
★ বেবি ট্রাই আলোচনা।
★ কাপল কাউন্সিলিং।
★ বার বার এবরশন।
★ অনিয়মিত পিরিওড।
★ দীর্ঘ মেয়াদী ইনফেকশন।
★ পলিসিস্টিক ওভারি রোগ।
★ ওভারি, ব্রেস্ট সিস্ট, টিউমার।
★ জরায়ু টিউমার।
★ বিভিন্ন হরমোন সমস্যা।
★ পুরুষ, নারীর বন্ধ্যাত্ব।
★ সহবাসে সমস্যা।
এসব বিষয় এ রোগী সরাসরি চেক আপ ও দীর্ঘ আলোচনা প্রয়োজন।

বিশেষ করে-
বেবি ট্রাই আলোচনা ও পুরুষ, নারীর বন্ধ্যাত্ব বিষয় এ অনেক দীর্ঘ আলোচনা ও স্বামী স্ত্রী দুজনের একসাথে কাপল কাউন্সিলিং প্রয়োজন।
এসব ক্ষেত্রে ২০-৩০ মিনিট সময় প্রয়োজন।
এজন্য আমি সময় অনেক বেশি নিয়ে অল্প সংখ্যায় রোগী দেখি। এতে রোগ ডায়গনোসিস, সমস্যা, সমাধান বুঝিয়ে বলা, কাউন্সিলিং সবকিছুর জন্যেই কোয়ালিটি সময় পাওয়া যায়।
এবং, এটাই আমার সবসময়ের প্র‍্যাক্টিস।

যতো দ্রুত সিরিয়াল কনফার্ম করবেন ভালো। নাহলে সিরিয়াল ফিল আপ হয়ে গেলে অতিরিক্ত সময় বের করা সম্ভব হয় না। কাউকে কম সময় নিয়েও দেখি না।

গত কয়েক মাসে বহু রুটিন বন্ধ্যাত্ব, হরমোন সমস্যা, পলিসিস্টিক ওভারি ইত্যাদি চেক আপ এর রোগি প্রেগন্যান্সির সুখবর জানিয়েছেন, আলহামদুলিল্লাহ।
ডেলিভারি পরবর্তী বেবি নিয়ে দেখা করতে এসেছেন।
সময়ের অভাবে অনেকের সাথে ছবি তুলতে পারিনি।
গুছিয়ে লেখাও হয়নি।
সবাইকে অভিনন্দন ও ভালোবাসা

09/07/2025

#হাই_রিস্ক_প্রেগন্যান্সি


প্রেগন্যান্ট মায়ের উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, হাইপো থাইরয়েড, রক্তশূন্যতা, অতিরিক্ত ওজন।
বাচ্চা ও মায়ের জটিলতা। করণীয়। সমাধান। ফলাফল।

জানার আছে অনেক কিছু।
শুধুমাত্র মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর কারনে, প্রতিদিন বহু মা গর্ভের সন্তান হারায়। সময়ের আগে ডেলিভারি হয়। শিশুর বিভিন্ন রোগ। জন্মগত ক্রুটি। শিশু পেটে মৃত্যু কিম্বা ডেলিভারির পর মৃত্যু হয়।

রক্তশূন্যতা ও বিভিন্ন ধরনের শারীরিক ঘাটতির কারনে কম ওজনের শিশু জন্মায়। বাচ্চার ইনফেকশন, জন্ডিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের জটিলতা হয়। এবং মৃত্যু।

সচেতন হবার এখনই সময়।
ঝুঁকিপূর্ণ মাতৃত্ব হলে, সঠিক চিকিৎসক নির্ধারণ করা। সঠিক মতামত, পরামর্শ অনুযায়ী চলা। সচেতন হওয়া। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

নিজে সচেতন হোন।
ছড়িয়ে দিন অন্যের মাঝে।
ধন্যবাদ ও শুভকামনা।
ডা. নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা আলোচক ও সার্জন।

আমার ৫৪৯০ তম ডেলিভারি করানো বেবি, মাশা আল্লাহ 😘নওরিন, ছিলো রেগুলার প্রেগন্যান্সি চেক আপে।শুরু থেকেই ডায়বেটিস, হাইপো থাইর...
08/07/2025

আমার ৫৪৯০ তম ডেলিভারি করানো বেবি, মাশা আল্লাহ 😘

নওরিন, ছিলো রেগুলার প্রেগন্যান্সি চেক আপে।
শুরু থেকেই ডায়বেটিস, হাইপো থাইরয়েড, রক্তশূন্যতা ধরা পরা সহ অরুচি, বিভিন্ন ইনফেকশন তাকে ভুগিয়েছে।
এসবের জন্য সঠিক নিয়ম অনুযায়ী খাদ্যাভ্যাস মেনে চলা, ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখা, রক্তশূন্যতা পূর্ণ করা, বেবি গ্রোথ বাড়ানো ছিলো রীতিমতো এক চ্যালেঞ্জ!

৩৬ সপ্তাহে এসে রক্তশূন্যতা বাড়লো। এদিকে প্লাসেন্টা ম্যাচিওর হয়ে গেছে। বেবি গ্রোথ মোটামুটি। তাই, ঝুঁকিতে না গিয়ে ৩৮+ সপ্তাহে যথাযথ ব্যবস্থা অনুযায়ী সিজারিয়ান সেকশন ডেলিভারি।
বেবি ওজন ৩.৮ কেজি।

ডায়বেটিক মায়ের বেবিদের ডেলিভারি পরবর্তী ২৪ ঘন্টা ব্লাড সুগার মনিটরিং গুরুত্বপূর্ণ। কারন, সুগার কমে যেয়ে মৃত্যু ঝুঁকিও থাকে। বিভিন্ন ইনফেকশন, শ্বাসকষ্ট সহ আরো জটিলতা হতে পারে। তাই, সঠিক নিয়মে ফিডিং করানো ও মা'কে রেস্ট দেয়া জরুরি।
দুটোই খুব চমৎকারভাবে করা হয়েছে ❤️

তাই, নতুন পিতামাতা সহ খালা, ফুফু পরিবার'ও খুশী।
সুস্থভাবে ২য় সন্তান নিয়ে আগামীকাল বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ 🥰

ডা. নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা আলোচক ও সার্জন।

06/07/2025

অল্প বয়স কিম্বা বেশি বয়স, বেবি ট্রাই এর পূর্বে কেনো একবার রুটিন চেক আপ ও কাপল কাউন্সিলিং জরুরি?
জেনে নিন।

ডা. নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা আলোচক ও সার্জন।

 #চিটাগাং_চেম্বার_আপডেটআস-সালামু আলাইকুম :)আপনারা সবাই জানেন,ঢাকায় আমার সপ্তাহে ৪দিন নিয়মিত চেম্বার হয়।এর বাইরে, চিটাগং ...
30/06/2025

#চিটাগাং_চেম্বার_আপডেট

আস-সালামু আলাইকুম :)

আপনারা সবাই জানেন,
ঢাকায় আমার সপ্তাহে ৪দিন নিয়মিত চেম্বার হয়।
এর বাইরে,
চিটাগং চেম্বার প্রতি ২মাসে ১বার হয়।
গত মে মাসে চেম্বার করে এসেছি।
এবারের চেম্বার হবে জুলাই মাসে ইনশাআল্লাহ।

তাই, যারা বিভিন্ন কারনে রোগ সংক্রান্ত বিষয়ে আমার সাথে সরাসরি দেখা করতে চান দ্রুত সিরিয়াল নিয়ে কনফার্ম করবেন।
গত মে মাসেও চিটাগং চেম্বার করে আসবার পর বহুজন নক করেছেন। সঠিক সময় না জানা থাকার কারনে মিস করেছেন।

রেগুলার চেক আপ এর প্রেগন্যান্ট রোগি, ফলোআপ ও নতুন যারা দেখা করতে চান সিরিয়াল নিয়ে ফেলুন।

অনেকবার জানিয়েছি,
★ বেবি ট্রাই আলোচনা।
★ কাপল কাউন্সিলিং।
★ বার বার এবরশন।
★ অনিয়মিত পিরিওড।
★ দীর্ঘ মেয়াদী ইনফেকশন।
★ পলিসিস্টিক ওভারি রোগ।
★ ওভারি, ব্রেস্ট সিস্ট, টিউমার।
★ জরায়ু টিউমার।
★ বিভিন্ন হরমোন সমস্যা।
★ পুরুষ, নারীর বন্ধ্যাত্ব।
★ সহবাসে সমস্যা।
এসব বিষয় এ রোগী সরাসরি চেক আপ ও দীর্ঘ আলোচনা প্রয়োজন।

বিশেষ করে-
বেবি ট্রাই আলোচনা ও পুরুষ, নারীর বন্ধ্যাত্ব বিষয় এ অনেক দীর্ঘ আলোচনা ও স্বামী স্ত্রী দুজনের একসাথে কাপল কাউন্সিলিং প্রয়োজন।
এসব ক্ষেত্রে ২০-৩০ মিনিট সময় প্রয়োজন।
এজন্য আমি সময় অনেক বেশি নিয়ে অল্প সংখ্যায় রোগী দেখি। এতে রোগ ডায়গনোসিস, সমস্যা, সমাধান বুঝিয়ে বলা, কাউন্সিলিং সবকিছুর জন্যেই কোয়ালিটি সময় পাওয়া যায়।
এবং, এটাই আমার সবসময়ের প্র‍্যাক্টিস।

যতো দ্রুত সিরিয়াল কনফার্ম করবেন ভালো। নাহলে সিরিয়াল ফিল আপ হয়ে গেলে অতিরিক্ত সময় বের করা সম্ভব হয় না। কাউকে কম সময় নিয়েও দেখি না।

গত কয়েক মাসে বহু রুটিন বন্ধ্যাত্ব, হরমোন সমস্যা, পলিসিস্টিক ওভারি ইত্যাদি চেক আপ এর রোগি প্রেগন্যান্সির সুখবর জানিয়েছেন, আলহামদুলিল্লাহ।
ডেলিভারি পরবর্তী বেবি নিয়ে দেখা করতে এসেছেন।
সময়ের অভাবে অনেকের সাথে ছবি তুলতে পারিনি।
গুছিয়ে লেখাও হয়নি।
সবাইকে অভিনন্দন ও ভালোবাসা

বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। এ সময় মেনোপজ, হরমোনাল সমস্যা, ইউরিন ইনফেকশনসহ বিভিন্ন ধরন...
26/06/2025

বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। এ সময় মেনোপজ, হরমোনাল সমস্যা, ইউরিন ইনফেকশনসহ বিভিন্ন ধরনের গাইনি জটিলতা দেখা দেয়। যা কখনো কখনো মারত্মক আকার ধারণ করতে পারে। এসব বিষয়ে প্রথমিক পর্যায়েই সচেতনতা ও নিয়মিত চেকআপ জরুরি। ডা. নাজিয়ার কাছে পাচ্ছেন অর্ধেক ভিজিটিং ফি-তেই পঞ্চাশোর্ধ মায়েদের গাইনি চেকআপে বিশেষ সুবিধা।

অনেকেই এমন ডাক্তারের খোঁজ করেন যিনি শুধু প্রেসক্রিপশন লিখে দেবেন না বরং রোগীর কথা সময় নিয়ে শুনে সঠিক চিকিৎসা প্রদান করবে...
22/06/2025

অনেকেই এমন ডাক্তারের খোঁজ করেন যিনি শুধু প্রেসক্রিপশন লিখে দেবেন না বরং রোগীর কথা সময় নিয়ে শুনে সঠিক চিকিৎসা প্রদান করবেন। ডা. নাজিয়া বিশ্বাস করেন—রোগীর কথা শোনা, সমস্যা বোঝা ও সঠিক নির্দেশনা দেওয়াই প্রকৃত চিকিৎসা। গাইনি সংক্রান্ত যেকোনো সমস্যায় ডা. নাজিয়া আছেন আপনার পাশে সবসময়।

03/06/2025

পুরুষের বন্ধ্যাত্ব— পার্ট ২
কারণ, করণীয়, সমাধান ও জটিলতা।
এটি একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সমস্যা।
যার পেছনে থাকতে পারে শুক্রাণুর গুণগত মান ও পরিমাণে সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, জন্মগত ত্রুটি অথবা অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রা। তবে চিন্তার কিছু নেই, আধুনিক চিকিৎসা ও সঠিক পরামর্শের মাধ্যমে এর কার্যকর সমাধান সম্ভব।
ডাঃ নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা আলোচক।
(বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ -
উচ্চ ঝুঁকিপুর্ন মাতৃত্ব ব্যবস্থাপনা, সুস্থ ও নিরাপদ ডেলিভারি, বন্ধ্যাত্ব ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা)

24/05/2025

প্রেগন্যান্সি লস -
ভুল ধারণা, করণীয়।



ডা. নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা আলোচক ও সার্জন।
এডমিন
Hello Audity....

23/05/2025

পুরুষের বন্ধ্যাত্ব— পার্ট ১
কারণ, করণীয়, সমাধান ও জটিলতা।
এটি একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সমস্যা।
যার পেছনে থাকতে পারে শুক্রাণুর গুণগত মান ও পরিমাণে সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, জন্মগত ত্রুটি অথবা অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রা। তবে চিন্তার কিছু নেই, আধুনিক চিকিৎসা ও সঠিক পরামর্শের মাধ্যমে এর কার্যকর সমাধান সম্ভব।

ডাঃ নাজিয়া বিনতে আলমগীর।
গাইনি ও প্রসূতি বিদ্যা আলোচক।
(বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ -
উচ্চ ঝুঁকিপুর্ন মাতৃত্ব ব্যবস্থাপনা, সুস্থ ও নিরাপদ ডেলিভারি, বন্ধ্যাত্ব ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা)

Address

Maghbazar

Opening Hours

Monday 12:00 - 00:00
Tuesday 12:00 - 00:00
Wednesday 12:00 - 00:00
Thursday 12:00 - 00:00
Saturday 12:00 - 00:00
Sunday 12:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nazia Binte Alamgir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category