15/07/2025
#চিটাগাং_চেম্বার_আপডেট
আস-সালামু আলাইকুম :)
আপনারা সবাই জানেন,
ঢাকায় আমার সপ্তাহে ৪দিন নিয়মিত চেম্বার হয়।
এর বাইরে,
চিটাগং চেম্বার প্রতি ২মাসে ১বার হয়।
গত মে মাসে চেম্বার করে এসেছি।
এবারের চেম্বার হবে জুলাই মাসে ইনশাআল্লাহ।
তাই, যারা বিভিন্ন কারনে রোগ সংক্রান্ত বিষয়ে আমার সাথে সরাসরি দেখা করতে চান দ্রুত সিরিয়াল নিয়ে কনফার্ম করবেন।
গত মে মাসেও চিটাগং চেম্বার করে আসবার পর বহুজন নক করেছেন। সঠিক সময় না জানা থাকার কারনে মিস করেছেন।
রেগুলার চেক আপ এর প্রেগন্যান্ট রোগি, ফলোআপ ও নতুন যারা দেখা করতে চান সিরিয়াল নিয়ে ফেলুন।
অনেকবার জানিয়েছি,
★ বেবি ট্রাই আলোচনা।
★ কাপল কাউন্সিলিং।
★ বার বার এবরশন।
★ অনিয়মিত পিরিওড।
★ দীর্ঘ মেয়াদী ইনফেকশন।
★ পলিসিস্টিক ওভারি রোগ।
★ ওভারি, ব্রেস্ট সিস্ট, টিউমার।
★ জরায়ু টিউমার।
★ বিভিন্ন হরমোন সমস্যা।
★ পুরুষ, নারীর বন্ধ্যাত্ব।
★ সহবাসে সমস্যা।
এসব বিষয় এ রোগী সরাসরি চেক আপ ও দীর্ঘ আলোচনা প্রয়োজন।
বিশেষ করে-
বেবি ট্রাই আলোচনা ও পুরুষ, নারীর বন্ধ্যাত্ব বিষয় এ অনেক দীর্ঘ আলোচনা ও স্বামী স্ত্রী দুজনের একসাথে কাপল কাউন্সিলিং প্রয়োজন।
এসব ক্ষেত্রে ২০-৩০ মিনিট সময় প্রয়োজন।
এজন্য আমি সময় অনেক বেশি নিয়ে অল্প সংখ্যায় রোগী দেখি। এতে রোগ ডায়গনোসিস, সমস্যা, সমাধান বুঝিয়ে বলা, কাউন্সিলিং সবকিছুর জন্যেই কোয়ালিটি সময় পাওয়া যায়।
এবং, এটাই আমার সবসময়ের প্র্যাক্টিস।
যতো দ্রুত সিরিয়াল কনফার্ম করবেন ভালো। নাহলে সিরিয়াল ফিল আপ হয়ে গেলে অতিরিক্ত সময় বের করা সম্ভব হয় না। কাউকে কম সময় নিয়েও দেখি না।
গত কয়েক মাসে বহু রুটিন বন্ধ্যাত্ব, হরমোন সমস্যা, পলিসিস্টিক ওভারি ইত্যাদি চেক আপ এর রোগি প্রেগন্যান্সির সুখবর জানিয়েছেন, আলহামদুলিল্লাহ।
ডেলিভারি পরবর্তী বেবি নিয়ে দেখা করতে এসেছেন।
সময়ের অভাবে অনেকের সাথে ছবি তুলতে পারিনি।
গুছিয়ে লেখাও হয়নি।
সবাইকে অভিনন্দন ও ভালোবাসা