Aura Physiotherapy and Wellness solution

Aura Physiotherapy and Wellness solution Your Health. Our Priority.

World Physiotherapy Day -8th September
03/09/2024

World Physiotherapy Day -8th September

পারকিনসন ডিজিজ : কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা-  পারকিনসন , মস্তিষ্কের এক বিশেষ রোগ। মারণ ব্যাধিগুলির মধ্যে বর্তমান ...
04/07/2024

পারকিনসন ডিজিজ : কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা-

পারকিনসন , মস্তিষ্কের এক বিশেষ রোগ। মারণ ব্যাধিগুলির মধ্যে বর্তমান দিনে এটি একটি ভয়াবহ রোগ। এই রোগটি মূলত নিউরো ডিজেনারেটিভ বা স্নায়ুর অধঃপতনজনিত রোগ। অ্যালজেইমার রোগের পরে এটি দ্বিতীয় সর্বাধিক নিউরো ডিজেনারেটিভ রোগ।

একটি সমীক্ষা অনুযায়ী, সমগ্র বিশ্বে মোট জনসংখ্যার ১০ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। মারা গেছেন কয়েক হাজার মানুষ। চলুন তবে জেনে নিই এই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য।

পারকিনসন রোগ কী?
পারকিনসন রোগ এক প্রকার নিউরো ডিজেনারেটিভ বা স্নায়ুর অধঃপতনজনিত রোগ। নিউরো ডিজেনারেটিভ মানে নিউরনের অধঃপতন বা মৃত্যু। নিউরন হল মস্তিস্কের এক ধরনের কোষ এবং মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপের ভিত্তি। যখন মস্তিস্কের সাবস্টেন্সিয়া নাইগ্রায় নিউরনের মৃত্যু ঘটে তখন এই রোগের জন্ম হয়। মস্তিষ্কের স্বাভাবিক নিয়ন্ত্রণকে প্রভাবিত করে এই রোগ। অল্প বা মধ্যবয়স্কদের তুলনায় ৬০ বছরের উর্ধ্ববয়সী মানুষের মধ্যে এই রোগের প্রভাব বেশি দেখা দেয়। নারীদের তুলনায় পুরুষেরা এই রোগে অধিকতর প্রভাবিত হয়।

রোগের লক্ষণ :-

মানুষ কেন এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে তা কিন্তু এখনও অজানা। তবে গবেষকদের ধারণা জেনেটিক বা পরিবেশগত উপাদানের জন্য এই রোগের সৃষ্টি হয়। এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোন সঠিক প্রক্রিয়া নেই। ঔষধ , ফিজিওথেরাপি এবং অস্ত্রপ্রচারের মাধ্যমে লক্ষণগুলি পরিচালনা করা সম্ভব।
১) হাত,পা,মাথা এবং মুখের থুতনি ও চোয়াল কেঁপে ওঠা।
২) ধীরে ধীরে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া।
৩) হাত পা ও শরীরের মাংস পেশি শক্ত হয়ে যাওয়া। ফলে, শরীরের যেকোনও অংশ নড়াচড়া করতে কষ্ট হয়, যেমন- হাত ঘোরাতে বেশ কষ্ট অনুভূত হয়।
৪) হাঁটাচলা ক্রমশ ধীরগতি হয় এবং জড়তা দেখা দেয়।
৫) গলার স্বরের পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন- গলার সর ক্রমশ ভারি ও ক্ষীণ হয়ে যায।
৬) নিজের মধ্যে অসম্ভব উদ্বেগ, বিষণ্ণতা ও অবসাদ জন্ম নেয়।
৭) স্মৃতিশক্তি কমতে থাকে। ভুলে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়তে থাকে।
৮) কোষ্ঠকাঠিন্য বা চামড়ার নানাবিধ সমস্যা দেখা দেয়।
৯) ঘ্রাণশক্তি হারিয়ে ফেলে।
১০) কখনও ঘুম বেশি হওয়া বা একেবারে ঘুম না হওয়ার লক্ষণ দেখা দেয়।
১১) যৌন ক্ষমতা হারিয়ে ফেলা।
১২) খাবার গিলতে সমস্যা ও অনিয়ন্ত্রিত মূত্র ত্যাগ।

রোগ নির্ণয় :-
লক্ষণগুলি এবং কিছু মেডিক্যাল টেস্টের উপর ভিত্তি করে এই রোগ নির্ণয় করা হয়। সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। শারীরিক পরীক্ষা যেমন- MRI, CT scan, PET (Positron emission tomography) এবং SPECT (Single-photon emission computed tomography) দ্বারা রোগ নির্ণয় করা হয়।

চিকিৎসা:-
এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোন সঠিক প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি। তবে, ডাবলিনের United neuroscience নামের একটি সংস্থা এই রোগের ভ্যাক্সিন আবিষ্কারে সক্ষম হয়েছে। পরীক্ষামূলকভাবে ২৪ জন রোগীর উপর এই ভ্যাক্সিন প্রয়োগ করা হয় এবং তা সফল হয়। এই ভ্যাক্সিন ছাড়াও UB-312 নামের আরেকটি ভ্যাক্সিন নিয়ে গবেষণা শুরু হয়েছে।
তবে ভ্যাক্সিন ছাড়া পারকিনসন রোগে আক্রান্ত ব্যক্তির হাঁটাচলার সমস্যাকে দূর করতে স্টেম সেল রিপ্লেসমেন্টের মাধ্যমেও চিকিৎসার কথা ভাবা হচ্ছে। কারণ এই রোগে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার নিঃসরণকারী কোষের মৃত্যু হয় এবং অঙ্গ সঞ্চালনে অক্ষমতা দেখা দেয়।
এছাড়াও, যে পদ্ধতি গুলো রয়েছে, যেমন- ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ঔষধের সাহায্যে কিছুটা সুস্থ থাকা যায় এবং রোগটির বাড়াবাড়ি পর্যায় দেখা দিলে অস্ত্রপ্রচারের মাধ্যমে সাময়িক ভাল থাকা যায়।

ফিজিওথেরাপির সাহায্যে এই রোগের লক্ষণ ‌কমাতে , রোগী কে সচল করতে বিশেষ ‌ভূমিকা পালন করে

রোগ প্রতিরোধ:-

১) নিয়মিত শরীরচর্চার মাধ্যমে দিন শুরু করুন।

২) সাঁতার ও সাইক্লিং করতে হবে।

৩) হাত,পা, ঘাড় এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে হবে।

৪) পর্যাপ্ত পরিমাণে জল ও ভিটামিন যুক্ত সুষম খাদ্য গ্রহণ করতে হবে।

৫) একই জায়গায় নিজেকে আবদ্ধ না রেখে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখুন।

৬) ভিটামিন ডি ও সি যুক্ত খাবার বা ঔষধ সেবন করুন। কারণ, এটি পারকিনসন রোগ প্রতিরোধে সাহায্য করে।

আজ আমরা আলোচনা করবো Ankle Sprain কি , কেন এবং কিভাবে হয়, চিকিৎসা এবং প্রতিকার মূলক ব্যবস্থা নিয়ে।Ankle Sprain কি?Sprain ...
28/06/2024

আজ আমরা আলোচনা করবো Ankle Sprain কি , কেন এবং কিভাবে হয়, চিকিৎসা এবং প্রতিকার মূলক ব্যবস্থা নিয়ে।

Ankle Sprain কি?

Sprain মানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, খেলাধুলা বা অন্যান্য শারীরিক কার্যকলাপের সময়, হঠাৎ বা অপ্রত্যাশিত জোর পূর্বক আন্দোলনের ফলে পায়ের গোড়ালির অন্তরগত লিগামেন্ট ছিঁড়ে যাওয়াকে Ankle Sprain বলে।

Ankle Sprain কেন হয়?

১. খেলাধুলা জনিত হটাৎ অতিরিক্ত টান এর কারণে ।
২. খেলাধুলা শুরুর আগে ওয়ার্ম আপ না করলে ।
৩. দুর্ঘটনা জনিত কারণে ।
৪. অতিরিক্ত অমসৃণ পৃষ্ঠ তলে বেশি পরিমান হাঁটাচলা করলে ।
৫. অন্যান্য কারণে ।

Ankle Sprain হলে কি কি লক্ষণ দেখা দেয়?

১. Ankle Joint ফুলে যাবে ।
২. দাঁড়াতে এবং হাঁটতে গেলে ব্যথা অনুভব করবে ।
৩. এঙ্কেল জয়েন্ট এর উষ্ণতা বেড়ে যাবে এবং লাল হয়ে যাবে ।
৪. আক্রন্ত জায়গাটিতে খুব টেন্ডার বা ব্যথা থাকবে ।
৫. যে পায়ের লিগামেন্ট ইনজুরি হবে সে পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না ।
৬. প্রাথমিক ভাবে চিকিৎসা না নিলে জয়েন্ট এবং মাসেল শক্ত হয়ে যাবে ।

Ankle_Sprain Treatment বা চিকিৎসা : Ankle_Sprain এর ইঞ্জুরির ধরণ অনুযায়ী সাধারণত চিকিৎসা দেয়া হয়ে থাকে ।
মুলত এঙ্কেল স্প্রেইন এর তিন ধরণের ইনজুরি হতে পারে।

১. Mild Tear or First Degree Tear./ মৃদু ধরণের ছিঁড়ে যাওয়া।
২. Moderate Tear or Second Degree Tear./ মাঝারি ধরণের ছিঁড়ে যাওয়া।
৩. Severe Tear od Third Degree Tear/ সম্পূর্ণ ছিঁড়ে যাওয়া ।

Immediate_Treatment_For_1st_and_2nd_Degree_Tear :

১. বিশ্রাম
২.আইসিং
৩. ডি টি এফ এম
৪. ইলাস্টিক ব্যানডেজ
৫. টেপিং / ব্রেসিং
৬. আক্রন্ত পা ইলিভেট করে রাখা

Treatment For 3rd Degree Tear :

১ Arthroscopy
২ Reconstructive Surgery

অপারেশন এর পরে ফিজিওথেরাপি চিকিৎসা :

১. একটিভ এবং পেসিভ এঙ্কেল মবিলিটি এক্সারসাইস।
২. এঙ্কেল প্ল্যানটার এবং ডরসি ফ্লেক্সন এক্সারসাইস ।
৩. ব্যালেঞ্চ বোর্ড এক্সারসাইস ।
৪. স্ট্যান্ডিং কাফ মাসেল স্ত্রেচিং ।
৫. ইনভারশন , ইভারশন স্ত্রেনদেনিং এক্সারসাইস।
৬. সিঁড়ি বেয়ে উথা নামা ।
৭. আস্তে আস্তে ভার উত্তলন ।

অপারেশন এর পরে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম । ফিজিওথেরাপি ছাড়া এঙ্কেল স্প্রেইন রুগীকে পুনর্বাসন করা সম্ভব হবে না ভালো ভাবে । সে জন্য প্রতিটি রুগিকেই ভালো কোন ফিজিওথেরাপিস্ট এর তত্ত্বাবধান এ থাকতে হয় ।

Address

Eskaton Garden, Eskaton , Ramna
Maghbazar
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aura Physiotherapy and Wellness solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram