Dr Prince Saha

Dr Prince Saha চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ
01714440945

10/09/2025

Helminthiasis / কৃমি
লক্ষন এবং করনীয়।

Ultrasonography করার সময়...
04/09/2025

Ultrasonography করার সময়...

03/09/2025

Fatty Liver / লিভারের চর্বি কি এবং করনীয়।


24/08/2025

সুস্থ থাকার জন্য করনীয় পরীক্ষা নিরীক্ষা...

দেশব্যাপী আগামী ১ সেপ্টেম্বর থেকে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১...
14/08/2025

দেশব্যাপী আগামী ১ সেপ্টেম্বর থেকে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১ আগস্ট থেকে এই টিকাদান কর্মসূচির জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় শিশুদের কীভাবে নিবন্ধন করতে হবে, তা নিয়ে একটি বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

কারা এই টিকা পাবে?

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত পাঁচ কোটি শিশু বিনামূল্যে এই টিকা পাবে। এই বয়সের সব শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে

টিকা পেতে হলে প্রতিটি শিশুকে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিচে ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা করা হলো—

https://vaxepi.gov.bd/registration/tcv

এ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে জন্মতারিখ দিতে হবে। দিন, মাস ও বছরের ঘর পূরণ করতে হবে। এরপর প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে। কারও জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।

এরপর নারী না পুরুষ ঘরটি পূরণ করতে হবে। তারপর একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর সব তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে। পরের ধাপে গিয়ে আবেদনকারী মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানার ঘর পূরণ করে ‘সাবমিট’ করতে হবে। ‘সাবমিট’ করার পর মোবাইল ফোনে আসা একটি ‘ওটিপি’ দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।

দ্বিতীয় ধাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে একটি বাছাই করতে হবে। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে- শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু।

এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অপশনে গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পুরো ঠিকানা, কোন শ্রেণিতে অধ্যয়নরত তা পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে। যে স্কুলে শিক্ষার্থী টিকা নিতে চায়, সেটা সিলেক্ট করতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদান কেন্দ্র বাছাই করে নিতে হবে। এরপর ‘সাবমিট’ করতে হবে। সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড আসবে।‘সাবমিট’ করার পর মোবাইল ফোনে আসা একটি ‘ওটিপি’ দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।

কোথায় এবং কখন টিকা দেওয়া হবে?

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। এই টিকা কার্যক্রম শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এক ডোজের এই ইনজেকটেবল টিকাটি ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

এই কর্মসূচির মাধ্যমে দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি অভিভাবককে তাদের শিশুদের সুরক্ষার জন্য দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।




মাগুরা ডায়াবেটিস  হাসপাতালের প্রথম অপারেশন(সিজার) এর পর  বাবুর সাথে.....❤️❤️❤️
09/08/2025

মাগুরা ডায়াবেটিস হাসপাতালের প্রথম অপারেশন(সিজার) এর পর বাবুর সাথে.....❤️❤️❤️

06/08/2025

জ্বর হলে করনীয়....

সুন্দর সময়🌿
03/08/2025

সুন্দর সময়🌿

‘আমি বর্ষা, আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করিমায়ার কাজল চোখে, মমতায় বর্মপুট ভরি।’গুরু গুরু ডাকে দেয়া, ফুটিছে কদম কেয়াময়ূর ...
02/08/2025

‘আমি বর্ষা, আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি
মায়ার কাজল চোখে, মমতায় বর্মপুট ভরি।’

গুরু গুরু ডাকে দেয়া, ফুটিছে কদম কেয়া
ময়ূর পেখম তুলে সুখে তান ধরছে
বর্ষার ঝরঝর সারাদিন ঝরছে।

আমাদের জীবন কতটা অনিশ্চিত ও ক্ষণস্থায়ী।সবচেয়ে বেশি খারাপ লাগছে বাচ্চা গুলো খুবই নিষ্পাপ। কোনো অপরাধ নেই ওদের। আহতরা সকলে...
21/07/2025

আমাদের জীবন কতটা অনিশ্চিত ও ক্ষণস্থায়ী।
সবচেয়ে বেশি খারাপ লাগছে বাচ্চা গুলো খুবই নিষ্পাপ। কোনো অপরাধ নেই ওদের। আহতরা সকলেই খুব দ্রুত সুস্থ হোক এই কামনা করি সৃষ্টিকর্তার কাছে।

কর্মব্যস্ত সকাল.... #ডাক্তার  #ডায়াবেটিস
16/07/2025

কর্মব্যস্ত সকাল....
#ডাক্তার
#ডায়াবেটিস

30/03/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা ❤️

Address

Peerless Diagnostic Center, Beside Sadar Hospital, Magura
Magura
7600

Telephone

+8801714440945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Prince Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Prince Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category