16/11/2025
সারা বিশ্ব জ্ঞানে বিজ্ঞানে যখন হাইপারসনিক গতিতে এগিয়ে যাচ্ছে, রিসার্চ করছে, টেকনোলজিক্যাল ইনভেনশান করছে, তোমরা তখন পড়ে আছ জাতীয় সঙ্গিত নিয়ে।
তোমরা যারা ইয়াং তোমাদের কি মাথার মধ্যে ছটাক পরিমান জ্ঞান বুদ্ধিও নাই কখন কি নিয়ে মেতে থাকতে হবে? এতো হালকা আর সস্তা কেন তোমাদের আবেগ? কেউ বলল দাড়িয়ে যাও, দাঁড়িয়ে গেলে, কেউ বলল গান গাও, গেয়ে ফেললে, কেউ বলল নেচে দেখাও, দেখাতে শুরু করলে। ভাবখানা এসব করেই তোমরা আধুনিক, আর প্রগতিশীল।
সমাজ পোশাকআশাক আর মুখের কথায় আধুনিক হয় না, আধুনিক হয় জ্ঞানে-বিজ্ঞানে। অলরেডি তোমরা অনেক পিছনে পড়ে আছো। ৫৬ বছর লম্বা সময়, জাতীর এচিভমেন্ট তেমন নাই, এবার আসল জায়গায় হাত দাও। লিপ্স এন্ড বাউন্ড লাফ দাও। নিজ হাতে জিনিষ বানাও, আবিষ্কার করো। পুথিগত জ্ঞানের গণ্ডী পার করে, প্র্যাক্টিকালে মনোনিবেশ করো।
প্রতিটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড জ্ঞান-বিজ্ঞান-আর গঠনমূলক কাজে লাগাও। সরকারকে বলো তোমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে। রিসার্চ আর ট্রেইনিং এ টাকা ঢালতে।
যেসব বস্তাপচা রাজনীতি করে তোমাদের বাপদাদারা দেশটাকে তেমন এগুতে দেয় নি, তোমরা সেই পথ পরিত্যাগ করো।
তারা তোমাদের পিছনে টেনে রাখছে, বন্ধন ছিঁড়ে এগিয়ে যাও। সব সময় বড়দের কথা শুনতে নেই। তারাও ভুল করে, আর ভুল পথে আহ্বান করে।
টেল দেম নো।