Engr. Sabuj Afsari

Engr. Sabuj Afsari সমাজকর্মী ও বিশ্লেষক

আমার ছোটবেলা এভাবে কেটেছে 🙂
04/12/2025

আমার ছোটবেলা এভাবে কেটেছে 🙂

02/12/2025

পুরুষের বিশেষ অঙ্গ (টুনটুনি) স্বাভাবিকতার চেয়ে ক্ষুদ্র হলে, সে হীনমন্যতায় ভোগে। স্ত্রীর দ্বারা উপেক্ষিত হয়। উপেক্ষা থেকে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ থেকে হিংস্রতা। দেখা দেয় মনো বিকৃতি। সবকিছু মিলিয়ে সে হয় উঠে দানব।

যেমন, বাগে পাওয়া কোন ব্যাক্তিকে সে বেদম পেটায়। আবার একই সাথে ডাইনিং টেবিলে বসে ভাত/ নুডুলস খায়।

ভিডিওটা দেখলাম মাত্রই। পাবনার ঈশ্বরদীতে একটা কুকুর ৮টা বাচ্চা জন্ম দিয়েছিল। ওই এলাকার এক ব্যক্তি এই ৮টা বাচ্চাকে কুকুরটা...
02/12/2025

ভিডিওটা দেখলাম মাত্রই। পাবনার ঈশ্বরদীতে একটা কুকুর ৮টা বাচ্চা জন্ম দিয়েছিল। ওই এলাকার এক ব্যক্তি এই ৮টা বাচ্চাকে কুকুরটার সামনেই বস্তায় ভোরে পানিতে ফেলে মেরে ফেলেছে (ছবিতে দেখুন।) স্রেফ এই ঘটনাটুকুকে কেইস হিসেবে নিন। এবার চিন্তা করুন।

এই ব্যক্তি মা কুকুরটাকে কেন মেরে ফেলেনি? কারন মা কুকুর ওই বাচ্চাদের মত দুর্বল না। যেহেতু বাচ্চাগুলো প্রতিরোধ করতে পারবে না। তাই স্রেফ আনন্দ করার জন্য বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। এবার না হয় সমাজ বিশ্লেষণ করি।

ব্যাপারটা কুকুর বলে না। এটিই আমাদের সমাজ। মানুষের বেলায়ও এটি প্রযোজ্য। আপনি যদি দুর্বল হন। সবাই আপনার উপর চড়ে বসবে। এই সমাজ দুর্বলকে সেল্টার দেয় না বরং পদে পদে মেরে ফেলে। তাই দিন শেষে সবাই দা*নব হতে চায়।

সম্ভবত ওনি আর নেই!আমার ধারণা মিথ্যা হোক!রাত গভীর, সময় ৩:০৯। এভারকেয়ার হাসপাতালের সামনে একের পর এক ট্রাক এসে বিশেষ নিরাপত...
02/12/2025

সম্ভবত ওনি আর নেই!
আমার ধারণা মিথ্যা হোক!

রাত গভীর, সময় ৩:০৯। এভারকেয়ার হাসপাতালের সামনে একের পর এক ট্রাক এসে বিশেষ নিরাপত্তা বলয় তৈরির সরঞ্জাম নামানো হচ্ছে।
ড. জাহিদ—যার খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত আপডেট দেওয়ার কথা—তিনি আজ সারাদিন ও রাতজুড়ে কোনো তথ্য প্রকাশ করেননি।

এদিকে একটু আগে সালাহ উদ্দিন আহমেদ হঠাৎ ঘোষণা দিলেন, তারেক রহমান অতিদ্রুত দেশে ফিরছেন।

পুরো পরিস্থিতি অস্বাভাবিক। বোঝা যাচ্ছে না কী ঘটতে যাচ্ছে সামনে… সবকিছুই যেন এক রহস্যময় নীরবতায় ঢাকা।

আল্লাহ পাক, এই জাতিকে সহায় হোন। 🤲

01/12/2025

২ ডিসেম্বর আমার জন্মদিন। তবে এই দিনটি উৎসবের চেয়েও বেশি চিন্তা ও আত্মসমর্পণের।

এই জীবন এক বহতা নদী, প্রতিটা দিন পেরিয়ে যাচ্ছে। জন্মদিনের এই ক্ষণে এসে জীবনের হিসাব মেলাতে গিয়ে বুঝতে পারছি, আমি বড্ড পাপী, ত্রুটিপূর্ণ। আমার জীবন কতটা নেকি দিয়ে পূর্ণ আর কতটা গোনাহে ঢাকা—তা একমাত্র আমার মাবুদ জানেন। আর কবে হবে আমার শেষ নিঃশ্বাস, কবে আসবে মৃত্যু দিন—সে খবরও একমাত্র তাঁরই জানা।

আমার কাছে জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো:

• জান্নাত নয়, জাহান্নামও নয়, আমার রব!

• আমি শুধু আপনার কাছে সেই অপ্রকাশিত গোপন সম্পর্কের খাতিরে ক্ষমা চাইছি।

• জান্নাত-জাহান্নামের ঊর্ধ্বে, এমন একটি স্থান আমাকে দান করুন, যেখানে অনন্তকাল শুধু আপনারই নৈকট্যে বসে জমিয়ে গল্প করতে পারি।

• যেখানে এই নশ্বর পৃথিবীর কোনো চাওয়া থাকবে না, শুধু থাকবে আপনার দীদার (দর্শন) এবং আপনার নৈকট্যের অবিরাম শান্তি।

হে আল্লাহ! আপনার অপার রহমত ও মহিমা দিয়ে আমার জীবনের সমস্ত পাপ মুছে দিন এবং আপনার সাথে আমার এই একান্ত গোপন সম্পর্ককে কবুল করুন। আপনি ছাড়া আর কোনো আশ্রয় নেই।

#আল্লাহর_নৈকট্য #আত্মসমর্পণ #জীবনবোধ #ইসলামিক_পোস্ট #তাওবা #গোপন_সম্পর্ক

28/11/2025
16/11/2025

সারা বিশ্ব জ্ঞানে বিজ্ঞানে যখন হাইপারসনিক গতিতে এগিয়ে যাচ্ছে, রিসার্চ করছে, টেকনোলজিক্যাল ইনভেনশান করছে, তোমরা তখন পড়ে আছ জাতীয় সঙ্গিত নিয়ে।

তোমরা যারা ইয়াং তোমাদের কি মাথার মধ্যে ছটাক পরিমান জ্ঞান বুদ্ধিও নাই কখন কি নিয়ে মেতে থাকতে হবে? এতো হালকা আর সস্তা কেন তোমাদের আবেগ? কেউ বলল দাড়িয়ে যাও, দাঁড়িয়ে গেলে, কেউ বলল গান গাও, গেয়ে ফেললে, কেউ বলল নেচে দেখাও, দেখাতে শুরু করলে। ভাবখানা এসব করেই তোমরা আধুনিক, আর প্রগতিশীল।

সমাজ পোশাকআশাক আর মুখের কথায় আধুনিক হয় না, আধুনিক হয় জ্ঞানে-বিজ্ঞানে। অলরেডি তোমরা অনেক পিছনে পড়ে আছো। ৫৬ বছর লম্বা সময়, জাতীর এচিভমেন্ট তেমন নাই, এবার আসল জায়গায় হাত দাও। লিপ্স এন্ড বাউন্ড লাফ দাও। নিজ হাতে জিনিষ বানাও, আবিষ্কার করো। পুথিগত জ্ঞানের গণ্ডী পার করে, প্র্যাক্টিকালে মনোনিবেশ করো।

প্রতিটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড জ্ঞান-বিজ্ঞান-আর গঠনমূলক কাজে লাগাও। সরকারকে বলো তোমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে। রিসার্চ আর ট্রেইনিং এ টাকা ঢালতে।

যেসব বস্তাপচা রাজনীতি করে তোমাদের বাপদাদারা দেশটাকে তেমন এগুতে দেয় নি, তোমরা সেই পথ পরিত্যাগ করো।

তারা তোমাদের পিছনে টেনে রাখছে, বন্ধন ছিঁড়ে এগিয়ে যাও। সব সময় বড়দের কথা শুনতে নেই। তারাও ভুল করে, আর ভুল পথে আহ্বান করে।

টেল দেম নো।

16/11/2025

নিচের কথা গুলো আমি জীবনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ কিছু মানুষের কাছ থেকে শুনেছি। এই কথা গুলো নিজের মনে ও বুকে ধারণ করতে চেষ্টা করি এবং ছেলে মেয়েদের শিখাই। পাঠকদের জন্যে আজকে তুলে দিলাম।

এগুলো যদি মেনে চলতে পারেন, আপনার জীবন হবে নির্মল, আনন্দময়, স্বচ্ছ, এবং আইডিয়াল।

১). Always tell the truth, in that way you do not need to remember you told what to whom.

সব সময় সত্যি কথা বলুন। তাহলে আপনার মনে রাখতে হবে না কবে, কাকে, কি বলেছিলেন।

২.) If you ever think you are doing something wrong, you probably are. So don't do it.

কখনো যদি মনে হয় আপনি খারাপ কিছু করছেন, তাহলে ধরে নিন আপনি আসলেই খারাপ কিছু করছেন। কাজটি করা থেকে বিরত থাকুন।

৩) Don't keep too much s**t to hide. Soon enough you will run out of places to hide them.

বেশী গোপন জিনিস জমাবেন না। গোপন জিনিসের ভান্ডার বাড়াতে থাকলে, খুব তাড়াতাড়ি একদিন বুঝতে পারবেন যে গোপন জিনিস লুকানোর জায়গা ফুরিয়ে আসছে।

16/11/2025

যার Leadership capability-তে যতটুকু ঘাটতি, তিনি সেটা রাগ দেখিয়ে পূরণ করার চেষ্টা করেন!

16/11/2025

বলছি পারমাণবিক কেন্দ্রটা ভাঙার আগে একটু পড়াশোনা করে যাস বাবা।

দুম করে আবার এক কেজি ইউরেনিয়াম তুলে বাড়ি আনিস না।

03/10/2025

অপরিচিত মানুষ হয়ে থাকো!

Address

Magura

Telephone

+8801763646729

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Sabuj Afsari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Engr. Sabuj Afsari:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram