09/02/2025
আজকে শাহবাগ যারা দখল করসে তারা কেউ HSC-ই দেয় নাই, SSC জিপিএ ২.৫ পাশ, শিক্ষাগত যোগ্যতা নাই৷ কিন্তু এরাই ডাক্তার হিসেবে চিকিৎসা দিতে, ১০ম গ্রেডে উন্নীত হতে রাস্তা আটকায় জনদুর্ভোগ করছে।
এপ্রোন গায়ে কিন্তু এরা ডাক্তার নয়, পরিচয় চিকিৎসা সহকারী অথাৎ ডাক্তারদের সহকারী। MATS (মেডিকেল এসিস্টেন্ট/টেকনো),
এদের দাবির যৌক্তিকতার সাথে তিতুমীর বিশ্ববিদ্যালয়প্রার্থীদের দাবির হুবহু মিল আছে 🤧🤧
এদেরকে তিতুমীরের থেকেও বেশি ঘৃণা করুন। কারণ এরা শুধুমাত্র যে জনভোগান্তি সৃষ্টি করছে এমন না, একই সাথে আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য এবং জীবননাশের হুমকি তৈরি করারও পায়তারা করছে। তাই আগেভাগেই সাবধান হউন, এদের বেশি বেশি ঘৃণা করুন। 🤲
আল্লাহ তা'লা জনগণকে সকল বিপদ থেকে রক্ষা করুন।