16/06/2024
ইশ! যদি পারতাম, শুভ্রদের কাফেলায় যুক্ত হয়ে, সাদা সফেদ লেবাস জড়িয়ে, প্রকম্পিত আত্মা নিয়ে, এভাবে আপনার কা'বার চত্বরে সিজদায় লুটিয়ে পড়তে।
ইশ! যদি পারতাম, যদি পারতাম পৃথিবীর সবচে শুদ্ধতম, শ্রেষ্ঠতম স্থানে হাজিদের বেশে হাজিরা দিতে।
ইশ! যদি পারতাম, পূণ্যবানদের কাতারে দাঁড়িয়ে আপনার প্রেমে হারিয়ে যেতে। আহ! আপনার প্রেমানলে পুড়িয়ে দিতে পারতাম।
ইশ!যদি পারতাম, হাজরে আসওয়াদ চুমু দিয়ে নিজেকে ধন্য করতে। যদি পারতাম, যদি পারতাম।
ইশ, যদি পারতাম সফওয়া মারওয়ায় দৌড়িয়ে নিজেকে ক্লান্ত করতে , এবং জামরায় দুষ্টু শয়তানকে পাথর মারতে।
আল্লাহ্! তুমি তাওফিক দাও! তুমি তাওফিক দিলে সব সহজ হয়ে যাবে।
কালেক্টড।