
07/08/2023
📣📣টাকা দিয়া রক্তের ব্যাগ কেনার সময় ভালো লাগে?
দুই ব্যাগ 💵 ১৮,০০০/= নেগেটিভ রক্ত।🩸🩸💉💉
অথচ আমরা ফ্রি তে দিয়ে আসি, আমাদের কোন মূ্ল্যায়ন নাই। ২০০/৩০০ টাকা খরচ করতেই কষ্ট হয় রক্তদাতার পিছনে। অনেক সময় রক্তদাতার হাতে ৫০০ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে মনে করে তারা রক্ত কিনে ফেলছে।
রক্তদাতারা কখনো টাকার বিনিময়ে রক্ত দান করেনা। তারা স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের সম্মান করুণ, মূ্ল্যায়ন করুন।🩸📣
তাদের একটু উৎসাহিত করুণ। রক্ত দেওয়ার পরে রক্তদাতা ঠিক ভাবে বাড়িতে গিয়েছে কিনা সেটার খবর নিন। এবং রক্তদাতার শরীরের অবস্থা কেমন আছে তা একটু খোঁজ করুন,,, নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকুন 🙏
ফ্রি তে পাই তো, তাই সম্মান দিতে পারিনা।🖇️