Health Services tips

Health Services tips স্বাস্থ্য বিষয়ক কোনো টিপস পেতে পেইজট?

পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত KMnO4 এবং K+ ও MnO−4 দ্বারা গঠিত. এটা লালচে কালো স্ফটিকাকার ...
30/01/2024

পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত KMnO4 এবং K+ ও MnO−
4 দ্বারা গঠিত. এটা লালচে কালো স্ফটিকাকার কঠিন পদার্থ, যেটি পানিতে দ্রবীভূত হয়ে তাৎক্ষণিক গোলাপি বা লালচে দ্রবণ তৈরি করে।[তথ্যসূত্র প্রয়োজন]

পটাশিয়াম পারমঙ্গনেট

নামসমূহ
ইউপ্যাক নাম
পটাশিয়াম পারম্যাঙ্গানেট (VII)
অন্যান্য নাম
পটাশিয়াম পারম্যাঙ্গানেট
বহুরূপী খনিজ
কন্ডির স্ফটিক
পটাশ এর পারম্যাঙ্গানেট
হাইপারম্যাঙ্গন
শনাক্তকারী
সিএএস নম্বর
7722-64-7 Yes
ত্রিমাত্রিক মডেল (জেমল)
আকর্ষনীয় চিত্র
সিএইচইএমবিএল
ChEMBL৩৮৩৩৩০৫
কেমস্পাইডার
২২৮১০ Yes
ড্রাগব্যাংক
DB১৩৮৩১
ইসিএইচএ ইনফোকার্ড
১০০.০২৮.৮৭৪
ইসি-নম্বর
231-760-3
কেইজিজি
D02053 Yes
পাবকেম CID
৫১৬৮৭৫
আরটিইসিএস নম্বর
SD6475000
ইউএনআইআই
00OT1QX5U4
ইউএন নম্বর
1490
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
DTXSID2034839 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইনকি
InChI=1S/K.Mn.4O/q+1;;;;;-1 Yes
চাবি: VZJVWSHVAAUDKD-UHFFFAOYSA-N Yes
এসএমআইএলইএস
[K+].[O-][Mn](=O)(=O)=O
বৈশিষ্ট্য
রাসায়নিক সূত্র
KMnO4
আণবিক ভর
158.034 g/mol
বর্ণ
লালচে ধূসর
দ্রবণে গোলাপী ম্যাজেন্টা[১]
গন্ধ
গন্ধ বিহীন
ঘনত্ব
২.৭ গ্রাম/সেমি৩ [২]:৪.৮৩
গলনাঙ্ক
২৪০ °সে (৪৬৪ °ফা; ৫১৩ K) (decomposes)
পানিতে দ্রাব্যতা
৭৬ গ্রাম/লিটার (২৫ °C)[২]
২৫০ গ্রাম/লিটার (৬৫ °C)
দ্রাব্যতা
অ্যালকোহল এবং জৈবযৌগে দ্রবীভূত
চৌম্বকক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা (χ)
+২০.০·১০−৬ সেমি৩/মোল[২]:৪.১৩৪
প্রতিসরাঙ্ক (nD)
১.৫৯
গঠন[৩]
স্ফটিক গঠন
Orthorhombic, oP24
Space group
Pnma, No. 62
Lattice constant
এককের সূত্রসমূহ (Z)
4
তাপ রসায়নবিদ্যা
তাপ ধারকত্ব, C
119.2 J/mol K
স্ট্যন্ডার্ড মোলার
এন্ট্রোফি এস০২৯৮
171.7 J K−1 mol−1
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfHo২৯৮
−813.4 kJ/mol
গিবসের মুক্ত শক্তি (ΔfG˚)
-713.8 kJ/mol
ঔষধসংক্রান্ত
ATC code
ঝুঁকি প্রবণতা
জিএইচএস চিত্রলিপি
The flame-over-circle pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
এনএফপিএ ৭০৪
এনএফপিএ ৭০৪ চার রঙের হীরক২০OX
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC):
LD৫০ (মধ্যমা ডোজ)
1090 mg/kg (oral, rat)[৪]
সম্পর্কিত যৌগ
অন্যান্য অ্যানায়নসমূহ
Potassium manganate
অন্যান্য ক্যাটায়নসমূহ
Sodium permanganate
Ammonium permanganate
Calcium permanganate
Silver permanganate
সম্পর্কিত যৌগ
Manganese heptoxide
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
☒ যাচাই করুন (এটি কি Yes☒ ?)
তথ্যছক তথ্যসূত্র
পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাসায়নিক শিল্পে এবং ল্যাবরেটরিতে তীব্র জারক পদার্থ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চর্মরোগের চিকিৎসা দ্রব্য, ক্ষত পরিষ্কার করতে, ও সাধারণ জীবানুনাশক হিসেবে এর ব্যবহার রয়েছে. এটা WHO কর্তৃক প্রয়োজনীয় ওষুধ হিসেবে স্বীকৃত এবং স্বাস্থ্য ক্ষেত্রে অত্যধিক কার্যকরী ও নিরাপদ ঔষধ। [৫] ২০০০ সালে, বিশ্বব্যাপী উৎপাদন অনুমানিক ৩০,০০০ টন।[তথ্যসূত্র প্রয়োজন]

🩺মাএ ৩০ টাকায় ফার্মেসী ই-বুক💊 আপনি কি ফার্মেসী বিজনেসে আগ্রহী??? তাহলে আমাদের পিডিএফ ফাইলটি আপনার জন্য। এই পিডিএফ ফাইলটি...
26/09/2023

🩺মাএ ৩০ টাকায় ফার্মেসী ই-বুক

💊 আপনি কি ফার্মেসী বিজনেসে আগ্রহী??? তাহলে আমাদের পিডিএফ ফাইলটি আপনার জন্য। এই পিডিএফ ফাইলটি টোটাল ১৫০ পৃষ্ঠায় ৩৬ টি বিভিন্ন বিষয়ভিত্তিক চ্যাপ্টার দিয়ে সাজানো হয়েছে। যেসব বিষয় জানতে পারবেন-

✅ ফার্মেসী বিজনেসের সিস্টেম, কৌশল ও পরামর্শ।

✅ ফার্মেসী বিজনেসের গুরুত্বপূর্ণ মার্কেটিং স্ট্রাটেজি।

✅ মার্কেটে চলমান প্রোডাক্ট আইডিয়া।

👉 পিডিএফ ফাইলটি হোয়াটসঅ্যাপ অথবা গুগল ড্রাইভে ইমেইল করা হবে। যা আপনি পকেট থেকে যে কোন সময় বের করে মোবাইলে পড়তে পারবেন।

+880177785603
bkash

পেমেন্ট মেথড: বিকাশ/রকেট/নগদ।

৩০ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেইল এড্রেস দিন। ২/৩ মিনিটের ভিতর পেয়ে যাবেন।

🩸 ১৫০ পেইজের এই পিডিএফ ফাইলটি প্রয়োজন হলে আমাদের পেইজে ম্যাসেজ করুন, ধন্যবাদ।

■  কিছু কথা🤤🤤🤤✅আপনাদের উপকারে আসতে পারে😍😍সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আ...
19/08/2023

■ কিছু কথা🤤🤤🤤
✅আপনাদের উপকারে আসতে পারে😍😍
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

collected

18/06/2023

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Health Services tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Services tips:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram