
28/07/2025
আলহামদুলিল্লাহ, ১৫ দিনে সফল কেস
একটি মাত্র ঔষধ
🧾 রোগী লিপি (Case Report)
👤 রোগীর নামঃ নাহিদ
🧒 বয়সঃ ৯ বছর
📆 সমস্যার শুরুঃ
১ সপ্তাহ আগে
🧬 প্রধান অভিযোগঃ
ডান হাত ও বাম হাতের আঙুলে ছোট ছোট আঁচিল (warts)
উঁচু শক্ত খসখসে চামড়া,
চুলকায় না, চাপলে ব্যথা লাগে,
আস্তে আস্তে আঁচিলের সংখ্যা বাড়ছিল।
🔍 পর্যবেক্ষণ ও অতিরিক্ত লক্ষণঃ
গরমে অস্বস্তি,
ঠাণ্ডা পানি পছন্দ করে,
সহজে রেগে যায় কিন্তু কাঁদে না,
মনমরা স্বভাব, একা থাকতে চায়,
অতীতে সর্দি লেগে নাক দিয়ে পানি পড়ত,
খাদ্যে একেবারে অনিহা।
💊 প্রদত্ত ঔষধঃ
Natrum Muriaticum 1m
3 ডোজ ৩দিন সকালে খালি পেটে
মোট ৭ দিন (পর্যবেক্ষণের ভিত্তিতে)
📆 ফলাফল (Follow-Up):
৫ দিনের মধ্যেই আঁচিল শুকাতে শুরু করে
১০ দিনের মধ্যে বেশিরভাগ আঁচিল পড়ে যায়
১৫ দিনে সম্পূর্ণ সুস্থ – কোনো আঁচিল নেই, চামড়া স্বাভাবিক, এবং খাবারের চাহিদা তুলনামূলক বেড়েছে।
✅ উপসংহারঃ
এটি একটি সফল কেস যেখানে রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ অনুসারে Natrum Muriaticum নির্বাচন করা হয় এবং তা মাত্র ১৫ দিনের মধ্যেই সুস্পষ্ট উপশম এনে দেয়।