কাজী অফিস নোয়াখালী-Kazi office Noakhali

কাজী অফিস নোয়াখালী-Kazi office Noakhali কাজী বিয়ে রেজিস্ট্রি করে পাত্র-পাত্রীকে একত্রিত করে থাকেন।

বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন-01817529766NID বা ভোটার আইডি ।পাসপোর্ট এর ফটোকপি ।অনলাইন জন্মসনদ ।এসএসসি/দা...
02/04/2025

বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন-01817529766

NID বা ভোটার আইডি ।
পাসপোর্ট এর ফটোকপি ।
অনলাইন জন্মসনদ ।
এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট ।
বরের বয়স ২১ পূর্ণ হতে হবে ।
কনের বয়স ১৮ পূর্ণ হতে হবে ।

21/02/2025

তিন তালাকের পরে হিল্লা বিয়ে ইসলামে এগুলা কিছুই নেই। তিন তালাক দিলে পরিপূর্ণ ভাবে বিচিন্ন হয়ে যায় সম্পর্ক।
কিভাবে পিরে পাওয়া যায় বিস্তারিত পড়েন। এটাই তালাকের চুড়ান্ত মাসালা।

স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ফিরে পেতে চাইলে করণীয় কি?
একই সঙ্গে তিন বা ততোধিক বার অথবা একবার তালাক দিলে তা এক তালাক রজয়ী হয়। তাকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নেওয়া যায়। ইদ্দত পার হয়ে গেলে স্ত্রী হারাম হয়ে যায়। তারপরেও তাকে পেতে চাইলে নতুনভাবে বিয়ে করতে হবে। কিন্তু নিয়মিত তিন তালাক দেওয়ার পর সে সুযোগ আর থাকে না। অবশ্য সে মহিলার অন্যত্র বিবাহ হলে, অতঃপর স্বামী তাকে স্বেচ্ছায় তালাক দিলে অথবা মারা গেলে ইদ্দতের পর আগের স্বামী তাকে পূর্ণবিবাহ করতে পারে। মহান আল্লাহ বলেছেন,

فَإِن طَلَّقَها فَلا تَحِلُّ لَهُ مِن بَعدُ حَتّى تَنكِحَ زَوجًا غَيرَهُ فَإِن طَلَّقَها فَلا جُناحَ عَلَيهِما أَن يَتَراجَعا إِن ظَنّا أَن يُقيما حُدودَ اللَّهِ وَتِلكَ حُدودُ اللَّهِ يُبَيِّنُها لِقَومٍ يَعلَمونَ

অর্থ,,অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে, যদি দৃঢ় ধারণা রাখে যে, তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে। আর এটা আল্লাহর সীমারেখা, তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন, যারা জানে।

অতঃপর উক্ত স্ত্রীকে যদি সে (তৃতীয়) তালাক দেয়, তবে সে পর্যন্ত না ঐ স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করবে, তার পক্ষে সে বৈধ হবে না। অতঃপর ঐ দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় এবং যদি উভয় মনে করে যে, তারা আল্লাহ্‌র সীমারেখা রক্ষা করে চলতে পারবে, তাহলে তাদের (পুনর্বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে) ফিরে আসায় কোন দোষ নেই। এ সব আল্লহর নির্ধারিত সীমারেখা, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ঐগুলি স্পষ্টভাবে বর্ণনা করেন।” (বাকারাহঃ ২৩০)

জ্ঞাতব্য যে, এ ক্ষেত্রে পরিকল্পিতভাবে ‘হালালা-বিবাহ’ দিয়ে স্ত্রী হালাল করা বৈধ নয়। যেহেতু তাতে স্ত্রী হালাল হয় না।

সতর্কতার বিষয় যে, তালাকের বিষয় যে, তালাকের বিষয়টি সকল ক্ষেত্রে এক রকম নয়। সুতরাং সে ক্ষেত্রে স্থানীয় কাযীর সহযোগিতা প্রয়োজন।

ভালোবাসার প্রকৃত রূপ—চাওয়ার নয়, পাশে থাকার নামসত্যিকারের ভালোবাসা কখনো কোনো শর্ত বা প্রত্যাশার ওপর নির্ভর করে না। এটি স্...
13/02/2025

ভালোবাসার প্রকৃত রূপ—চাওয়ার নয়, পাশে থাকার নাম

সত্যিকারের ভালোবাসা কখনো কোনো শর্ত বা প্রত্যাশার ওপর নির্ভর করে না। এটি স্বার্থহীন, নিরবিচার, এবং আত্মার এক গভীর সংযোগ। যেখানে ভালোবাসা সত্য, সেখানে প্রাপ্তির হিসাব থাকে না; থাকে কেবল একসাথে থাকার প্রত্যাশা, পাশে থাকার প্রতিশ্রুতি।

একজন মানুষ যখন কাউকে ভালোবাসে, সে শুধু সুখের মুহূর্তেই নয়, দুঃখের সময়েও পাশে দাঁড়ায়। ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা বা উপহার দেওয়া নয়, বরং কঠিন সময়েও হাতটি শক্ত করে ধরে রাখা। কারণ প্রকৃত ভালোবাসা চায় না, বরং দিতে শেখায়—সহমর্মিতা, বিশ্বাস, আর নিরাপত্তার অনুভূতি।

আসল ভালোবাসার ভিত্তি হলো বোঝাপড়া, গ্রহণযোগ্যতা, এবং নিঃস্বার্থতা। যেখানে ভালোবাসা সত্যিকারের হয়, সেখানে চাওয়া-পাওয়ার খাতা বন্ধ হয়ে যায়, শুধু হৃদয়ের বন্ধনটাই রয়ে যায়। আর এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ—যেখানে চাহিদা নেই, শুধু একসাথে থাকার স্বপ্ন আছে

বিয়ে করতে এই সকল ডকুমেন্ট লাগবে , ১.জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম সনদ , ২.  ২ কপি ছবি, দুইজন করে চারজন সাক্ষী ৩. কাবিন/দে...
12/02/2025

বিয়ে করতে এই সকল ডকুমেন্ট লাগবে , ১.জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম সনদ , ২. ২ কপি ছবি, দুইজন করে চারজন সাক্ষী ৩. কাবিন/দেনমোহর কত হবে? ৪. বরের বয়স ২১ ও বনের বয়স ১৮ হতে হবে,

Kazi office Noakhali-01817529766
08/02/2024

Kazi office Noakhali-01817529766

Kazi office-01817529766
07/02/2024

Kazi office-01817529766

বিবাহ রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ ⭐ বিবাহ রেজিষ্ট্রেশন করার জন্য বরের ২১ বছর এবংকনের ১৮ বছর বাধ্যতামূলক।⭐...
07/02/2024

বিবাহ রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
⭐ বিবাহ রেজিষ্ট্রেশন করার জন্য বরের ২১ বছর এবংকনের ১৮ বছর বাধ্যতামূলক।

⭐ বিবাহ রেজিষ্ট্রেশন এর জন্য বরও কনের জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, এসএসসি বা সমমানের সনদপত্র, পাসপোর্ট এর যেকোন একটির ফটোকপি রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে।

⭐ বিবাহ রেজিস্ট্রি করার জন্য দুই জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী বাধ্যতামূলক

02/02/2024

Kazi office noakhali

Welcome To Kazi Office Noakhali বাংলাদেশের যে কোন এলাকার নাগরিক ও প্রবাসী বাংলাদেশীগণ কাজী অফিস বিডি থেকে তাদের বিয়ে ও ত...
02/02/2024

Welcome To Kazi Office Noakhali

বাংলাদেশের যে কোন এলাকার নাগরিক ও প্রবাসী বাংলাদেশীগণ কাজী অফিস বিডি থেকে তাদের বিয়ে ও তালাক রেজিষ্ট্রি করতে পারেন ।
শরীয়া ও পারিবারিক আইন, তথ্য, নলেজ এবং টেকনোলজি ব্যবহারে এই কাজী অফিসের সুনাম দীর্ঘদিনের । কাজী অফিস নোয়াখালী এর অনলাইন ও ফ্রি কনসালটেশন সার্ভিস একটি জনপ্রিয় সেবা হিসেবে ইতোমধ্যে জনসাধারণের নিকট প্রসিদ্ধি লাভ করেছে । Kazi office Noakhaliনামে এর একটি facebo...

বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন-

NID বা ভোটার আইডি ।

পাসপোর্ট এর ফটোকপি ।

অনলাইন জন্মসনদ ।

এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট ।

বরের বয়স ২১ পূর্ণ হতে হবে ।

কনের বয়স ১৮ পূর্ণ হতে হবে ।

তালাকের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন; তা জানতে কল করুন

31/01/2024

Address

Noakhali And Sonaimori Porosova
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when কাজী অফিস নোয়াখালী-Kazi office Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram