07/05/2025
8th May World Thalasemia May
কিভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা আন্দোলন করা যায় তা নিয়ে ব্যক্তিগত কিছু মতামত
রোগীকেন্দ্রিক রক্তদাতা গোষ্ঠী গঠন (Donor Pool Matching System)
• প্রতিটি রোগীর জন্য একটি “রক্ত বন্ধু দল” (Blood Buddy Group) গঠন করা।
• পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশী, স্থানীয় স্কুল-কলেজের ছাত্র/শিক্ষক—সবাইকে যুক্ত করা যায়।
• এই ১০-১২ জনের একটি ছোট দল বছরে পালাক্রমে রক্তদান করবে।
কি লাগবে এই কাজের জন্য?
• রোগী ও দাতার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ নিয়ে একটি রেজিস্টার/ডিজিটাল ফর্ম তৈরি করা
• একটি WhatsApp/Facebook Messenger Group তৈরি করে নিয়মিত যোগাযোগ রাখা
• প্রয়োজনে রিমাইন্ডার পাঠানোর জন্য স্বয়ংক্রিয় মেসেজিং সিস্টেম ব্যবহার। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা এটি করতে সহায়তা করতে পারেন।
“এক মসজিদ – এক রক্তদাতা দল” মডেল
• প্রতিটি মসজিদ কমিটি একটি নির্দিষ্ট রোগীর জন্য ১০ জন দাতার দল গঠন করতে পারে।
• ঈদের নামাজ, জুমার নামাজ শেষে দান ও সদকার পাশাপাশি “রক্তদান” এর গুরুত্ব তুলে ধরা যায় সেখানে।
কিভাবে করা যায়?:
• ইমাম সাহেবদের দিয়ে খুতবা ও ছোট ঘোষণার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারেন।
• মসজিদে একটি রক্তদাতা তালিকা বোর্ড স্থাপন করা যেতে পারে।
স্কুল-কলেজ/বিশ্ববিদ্যালয়ভিত্তিক রক্তদাতা নেটওয়ার্ক
• কলেজ-ভার্সিটিতে ১৮+ শিক্ষার্থীদের নিয়ে “রক্তদান ক্লাব” গঠন করা যেতে পারে।
• এই ক্লাব প্রতি মাসে অন্তত একটি রক্তদান দিবস পালন করতে পারে।
• রোগীদের রেজিস্ট্রি থেকে তাদের একজনের দায়িত্ব নিতে পারে।
কি লাগবে?
• পোস্টার, সেমিনার, গেস্ট স্পিকার প্রোগ্রাম করা
• “Adopt a Thalassemia Patient” নামে একক দায়িত্ব প্রকল্প চালু করার বিষয়ে ভূমিকা পালন করা।
স্থানীয় বাজার ও ব্যবসায়ী সংগঠন থেকে দাতা সংগ্রহ
• দোকান মালিক সমিতি, চেম্বার, পেশাজীবী সংগঠন – প্রত্যেকে একটি রোগীর দায়িত্ব নিতে পারে
• মাসে ১ জন করে দান করলে ১ বছরের রক্ত সংগ্রহ হয়ে যাবে।
কিভাবে করা যায়?:
• মোবাইল রক্ত সংগ্রহ ক্যাম্প করা যায়
• দাতাদের “ধন্যবাদ সনদ” ও দোকানে স্টিকার (“I donate blood to save lives”) দিলে অনেকেই এগিয়ে আসবে।
আসুন, রক্ত নয়—ভয় দূর করি।
রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে গড়ে তুলি মানবিক বাংলাদেশ।