নোয়াখালী থ্যালাসেমিয়া ফাউন্ডেশন

নোয়াখালী থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সেবাই ধর্ম

21/07/2025
উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন।-ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট-কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-উত্...
21/07/2025

উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন।

-ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
-কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
-উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
-কুয়েত মৈত্রী হাসপাতাল
-উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
-মনসুরআলী মেডিকেল কলেজ

এক ব্যাগ রক্ত, বাঁচাতে পারে একটি জীবন।

এখনই এগিয়ে আসুন – আপনার রক্ত কারো বেঁচে থাকার শেষ আশার আলো হতে পারে।

🩸 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ 🩸আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস — সেইসব নিঃস্বার্থ মানুষদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, যাঁরা ...
13/06/2025

🩸 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ 🩸
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস — সেইসব নিঃস্বার্থ মানুষদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, যাঁরা অন্যের জীবন বাঁচাতে নিজের রক্ত অকপটে দান করেন।

এক ব্যাগ রক্ত মানে শুধু রক্ত নয়—
💓 একটিমাত্র ব্যাগে লুকিয়ে থাকে কারো মা-বাবা ফিরে পাওয়া,
💓 কারো সন্তানকে নতুন করে পাওয়া,
💓 বা কোনো স্বপ্নের আবার বাঁচার সুযোগ।

চলুন, আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি—
🔴 নিজে নিয়মিত রক্ত দিবো (যদি শারীরিকভাবে সক্ষম হই),
🔴 অন্যদেরও উৎসাহিত করবো রক্তদানে,
🔴 এবং ভুলবো না— "রক্তদান জীবনদান"।

🙏 সকল স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান।
তোমাদের জন্যই জীবন থেমে থাকে না।

নোয়াখালী থ্যালাসেমিয়া ফাউন্ডেশন
#রক্তদান_জীবনদান #বিশ্বরক্তদাতাদিবস

06/06/2025

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাআল্লাহু, ওয়াআল্লাহু আকবার,আল্লাহু আকবার, অলিল্লাহিল হামদ।

ঈদ মুবারক।

29/05/2025

ভালো নেই বৃহত্তর নোয়াখালীর হাতিয়া, কোম্পানীগঞ্জ ও লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা।

স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসার আহবান।।

21/05/2025

স্বেচ্ছাসেবী প্লাটফর্মকে ভালোবাসুন
হিংসা, প্রতি হিংসা থেকে দূরে থাকুনএকে অপরের
ভালো কাজে সাহায্য করুন।🙏

পরোপকার মানবজাতির শ্রেষ্ঠত্বের অলংকার❤সম্মানিতা রক্তদাতা Mazhar Rakib ভাই, নিজে ক্লান্ত থাকা শর্তেও একজন ক্যান্সার আক্রা...
17/05/2025

পরোপকার মানবজাতির শ্রেষ্ঠত্বের অলংকার❤

সম্মানিতা রক্তদাতা Mazhar Rakib ভাই, নিজে ক্লান্ত থাকা শর্তেও একজন ক্যান্সার আক্রান্ত রুগীর জন্য রক্তদান করলেন। এবং তিনি জানালেন ( ভিডিও সংযুক্ত) রক্তদানে ভয়ের কিছু নেই ইচ্ছাটাই বড়। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে রক্তদান করা সম্ভব, এতে ক্ষতি নেই বরং উপকার রয়েছে।
আল্লাহ ভাইয়ের দান কে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন ( আমিন)

১৮ বছর বয়সে কিছু করতে চাইলে সর্ব প্রথম স্বেচ্ছায় রক্তদান করুন🥰রক্তদাতা: রাহাদ।  বয়স ১৮রক্তদাতা ও রোগীর জন্য সবাই দোয়া কর...
17/05/2025

১৮ বছর বয়সে কিছু করতে চাইলে সর্ব প্রথম স্বেচ্ছায় রক্তদান করুন🥰
রক্তদাতা: রাহাদ। বয়স ১৮
রক্তদাতা ও রোগীর জন্য সবাই দোয়া করবেন।
AB+ Donate

8th May World  Thalasemia  Mayকিভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা আন্দোলন করা যায় তা নিয়ে ব্যক্তিগত কিছু মতামতরোগী...
07/05/2025

8th May World Thalasemia May

কিভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা আন্দোলন করা যায় তা নিয়ে ব্যক্তিগত কিছু মতামত

রোগীকেন্দ্রিক রক্তদাতা গোষ্ঠী গঠন (Donor Pool Matching System)
• প্রতিটি রোগীর জন্য একটি “রক্ত বন্ধু দল” (Blood Buddy Group) গঠন করা।
• পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশী, স্থানীয় স্কুল-কলেজের ছাত্র/শিক্ষক—সবাইকে যুক্ত করা যায়।
• এই ১০-১২ জনের একটি ছোট দল বছরে পালাক্রমে রক্তদান করবে।

কি লাগবে এই কাজের জন্য?
• রোগী ও দাতার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ নিয়ে একটি রেজিস্টার/ডিজিটাল ফর্ম তৈরি করা
• একটি WhatsApp/Facebook Messenger Group তৈরি করে নিয়মিত যোগাযোগ রাখা
• প্রয়োজনে রিমাইন্ডার পাঠানোর জন্য স্বয়ংক্রিয় মেসেজিং সিস্টেম ব্যবহার। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা এটি করতে সহায়তা করতে পারেন।

“এক মসজিদ – এক রক্তদাতা দল” মডেল
• প্রতিটি মসজিদ কমিটি একটি নির্দিষ্ট রোগীর জন্য ১০ জন দাতার দল গঠন করতে পারে।
• ঈদের নামাজ, জুমার নামাজ শেষে দান ও সদকার পাশাপাশি “রক্তদান” এর গুরুত্ব তুলে ধরা যায় সেখানে।

কিভাবে করা যায়?:
• ইমাম সাহেবদের দিয়ে খুতবা ও ছোট ঘোষণার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারেন।
• মসজিদে একটি রক্তদাতা তালিকা বোর্ড স্থাপন করা যেতে পারে।

স্কুল-কলেজ/বিশ্ববিদ্যালয়ভিত্তিক রক্তদাতা নেটওয়ার্ক
• কলেজ-ভার্সিটিতে ১৮+ শিক্ষার্থীদের নিয়ে “রক্তদান ক্লাব” গঠন করা যেতে পারে।
• এই ক্লাব প্রতি মাসে অন্তত একটি রক্তদান দিবস পালন করতে পারে।
• রোগীদের রেজিস্ট্রি থেকে তাদের একজনের দায়িত্ব নিতে পারে।

কি লাগবে?
• পোস্টার, সেমিনার, গেস্ট স্পিকার প্রোগ্রাম করা
• “Adopt a Thalassemia Patient” নামে একক দায়িত্ব প্রকল্প চালু করার বিষয়ে ভূমিকা পালন করা।
স্থানীয় বাজার ও ব্যবসায়ী সংগঠন থেকে দাতা সংগ্রহ
• দোকান মালিক সমিতি, চেম্বার, পেশাজীবী সংগঠন – প্রত্যেকে একটি রোগীর দায়িত্ব নিতে পারে
• মাসে ১ জন করে দান করলে ১ বছরের রক্ত সংগ্রহ হয়ে যাবে।

কিভাবে করা যায়?:
• মোবাইল রক্ত সংগ্রহ ক্যাম্প করা যায়
• দাতাদের “ধন্যবাদ সনদ” ও দোকানে স্টিকার (“I donate blood to save lives”) দিলে অনেকেই এগিয়ে আসবে।

আসুন, রক্ত নয়—ভয় দূর করি।
রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে গড়ে তুলি মানবিক বাংলাদেশ।

"Be 1 of 10 – Save a Thalassemia Hero for a Year!"কিভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা আন্দোলন করা যায় তা নিয়ে ব্যক...
06/05/2025

"Be 1 of 10 – Save a Thalassemia Hero for a Year!"

কিভাবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা আন্দোলন করা যায় তা নিয়ে ব্যক্তিগত কিছু মতামত

রোগীকেন্দ্রিক রক্তদাতা গোষ্ঠী গঠন (Donor Pool Matching System)
• প্রতিটি রোগীর জন্য একটি “রক্ত বন্ধু দল” (Blood Buddy Group) গঠন করা।
• পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশী, স্থানীয় স্কুল-কলেজের ছাত্র/শিক্ষক—সবাইকে যুক্ত করা যায়।
• এই ১০-১২ জনের একটি ছোট দল বছরে পালাক্রমে রক্তদান করবে।

কি লাগবে এই কাজের জন্য?
• রোগী ও দাতার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ নিয়ে একটি রেজিস্টার/ডিজিটাল ফর্ম তৈরি করা
• একটি WhatsApp/Facebook Messenger Group তৈরি করে নিয়মিত যোগাযোগ রাখা
• প্রয়োজনে রিমাইন্ডার পাঠানোর জন্য স্বয়ংক্রিয় মেসেজিং সিস্টেম ব্যবহার। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা এটি করতে সহায়তা করতে পারেন।

“এক মসজিদ – এক রক্তদাতা দল” মডেল
• প্রতিটি মসজিদ কমিটি একটি নির্দিষ্ট রোগীর জন্য ১০ জন দাতার দল গঠন করতে পারে।
• ঈদের নামাজ, জুমার নামাজ শেষে দান ও সদকার পাশাপাশি “রক্তদান” এর গুরুত্ব তুলে ধরা যায় সেখানে।

কিভাবে করা যায়?:
• ইমাম সাহেবদের দিয়ে খুতবা ও ছোট ঘোষণার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারেন।
• মসজিদে একটি রক্তদাতা তালিকা বোর্ড স্থাপন করা যেতে পারে।

স্কুল-কলেজ/বিশ্ববিদ্যালয়ভিত্তিক রক্তদাতা নেটওয়ার্ক
• কলেজ-ভার্সিটিতে ১৮+ শিক্ষার্থীদের নিয়ে “রক্তদান ক্লাব” গঠন করা যেতে পারে।
• এই ক্লাব প্রতি মাসে অন্তত একটি রক্তদান দিবস পালন করতে পারে।
• রোগীদের রেজিস্ট্রি থেকে তাদের একজনের দায়িত্ব নিতে পারে।

কি লাগবে?
• পোস্টার, সেমিনার, গেস্ট স্পিকার প্রোগ্রাম করা
• “Adopt a Thalassemia Patient” নামে একক দায়িত্ব প্রকল্প চালু করার বিষয়ে ভূমিকা পালন করা।
স্থানীয় বাজার ও ব্যবসায়ী সংগঠন থেকে দাতা সংগ্রহ
• দোকান মালিক সমিতি, চেম্বার, পেশাজীবী সংগঠন – প্রত্যেকে একটি রোগীর দায়িত্ব নিতে পারে
• মাসে ১ জন করে দান করলে ১ বছরের রক্ত সংগ্রহ হয়ে যাবে।

কিভাবে করা যায়?:
• মোবাইল রক্ত সংগ্রহ ক্যাম্প করা যায়
• দাতাদের “ধন্যবাদ সনদ” ও দোকানে স্টিকার (“I donate blood to save lives”) দিলে অনেকেই এগিয়ে আসবে।

আসুন, রক্ত নয়—ভয় দূর করি।
রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে গড়ে তুলি মানবিক বাংলাদেশ।

বাংলাদেশে প্রতি বছর ৭ হাজারের অধিক শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়ার নিয়মিত চিকিৎসা ‘ব্লাড ট্রান্সফিউশন’ বা...
18/03/2025

বাংলাদেশে প্রতি বছর ৭ হাজারের অধিক শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়ার নিয়মিত চিকিৎসা ‘ব্লাড ট্রান্সফিউশন’ বা রক্ত স্থানান্তর। এছাড়া একমাত্র স্থায়ী চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন। কিন্তু নানাবিধ ঝুঁকি আর উচ্চ খরচের কারণে খুব কম ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন করা হয়ে থাকে। এমনকি অর্থাভাবে অনেকে নিয়মিত চিকিৎসাও করাতে পারেন না। চিকিৎসা ছাড়াই মৃত্যু বরণ করতে হচ্ছে তাদের। আপনার যাকাতের একটি অংশ তাদের কে দান করুন।

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3800

Telephone

+8801767607122

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী থ্যালাসেমিয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নোয়াখালী থ্যালাসেমিয়া ফাউন্ডেশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category