নিরুপম দাশ

নিরুপম দাশ Think Positive

এখন আর কোনো "মিডিয়া ট্রায়াল" হবে না। এভাবে পর্দার অন্তরালে থেকে মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা অধরাই রয়ে যা...
30/03/2024

এখন আর কোনো "মিডিয়া ট্রায়াল" হবে না।

এভাবে পর্দার অন্তরালে থেকে মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা অধরাই রয়ে যাবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়া লোকদের পরিচয় জানা যাবে না কখনো। শুধু সামনে থেকে পড়ে পড়ে মার খাবে ডাক্তাররা।

ডাক্তার সৃষ্টিকর্তা না, অনেক সময় সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয় না। কিছুক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখা উচিত, স্বাভাবিকভাবে কোন ডাক্তারই চায় না তার রোগীর মৃত্যুর কারণ হতে।

বাংলাদেশের রোগী এবং ডাক্তারদের মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে এক অদৃশ্য সিন্ডিকেট। আবার কিছুদিন পর যখন রোগী মৃত্যুর খবর ভাইরাল হবে, কোন বাচবিছার, যুক্তিতর্ক আর অনুসন্ধান ছাড়াই ডাক্তারের মুণ্ডপাত করতে ব্যস্ত হবে জাতি। আর পুরো ডাক্তার সমাজের উপর ঝাঁপিয়ে পড়বে "বাংলার রবিনহুড" সাংবাদিকেরা।

ওষুধে ভেজাল, নকল আর অকেজো যন্ত্রপাতি নিয়ে সিন্ডিকেট করা এসব অপকর্মের পৃষ্ঠপোষকেরা তখন হয় লন্ডন সিঙ্গাপুরে শপিং করবে নয়তো বিলাসবহুল গাড়িতে দাপিয়ে বেড়াবে ঢাকা শহরের রাস্তা।

©copied

20/03/2024

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ— এরা প্রত্যেকেই ধনাঢ্য ক্রিকেটার। কোনো ধরনের অর্থাভাব এদের নেই। বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশের কাছে এরা আবেগের নাম। জাতীয় ক্রিকেটদলের আবেগকে পুঁজি করে এই চারজন মিলে একটি মোবাইল ব্যাংকিং কোম্পানির বিজ্ঞাপন হিশেবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করেছেন, যা ইতোমধ্যেই সবাই জেনে গেছেন। নাটকের কুশীলব ঐ কোম্পানির প্রধান তানভির আহমেদ মিশুক। পাঁচজন মিলে আজ ফেসবুক লাইভে গিয়ে হাসিমুখে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। হাসি দেখে মনে হচ্ছিল তারা খুব সৃজনশীল একটা বিজ্ঞাপন জাতিকে উপহার দিয়েছেন। কিন্তু জাতি অত্যন্ত ঘৃণাভরে এই বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে। বিজ্ঞাপনে খেলোয়াড়দের অংশগ্রহণ দোষের না। কিন্তু খেলোয়াড়ি আবেগ ব্যবহার করে বিজ্ঞাপনের নামে মিথ্যা নাটক মঞ্চস্থ করা দোষের।

উল্লিখিত পাঁচজনই এই পাপে সমভাবে দোষী। এরা যারপরনাই কুৎসিত একটা কাজ করেছেন। তারা অর্থাভাবে কাজটা করেননি, করেছেন যথাযথ শিক্ষার অভাবে। প্রচুর অর্থবিত্তের মালিক হলেও বাংলাদেশী ক্রিকেটারদের অধিকাংশই অশিক্ষিত। এর প্রমাণ আরো একবার পাওয়া গেল। মগজে সামান্যতম শিক্ষাদীক্ষা থাকলে এ ধরনের বিজ্ঞাপনী নাটকে অংশ নেওয়া যায় না। উল্লিখিত কোম্পানিটির এখন উচিত হবে এই স্থূল বিজ্ঞাপনটা প্রত্যাহার করে নেওয়া এবং এই পাঁচজনের কর্তব্য ফের লাইভে গিয়ে কানে ধরে ক্ষমা চাওয়া। বিসিবির উচিত হবে বাংলাদেশের ক্রিকেটারদের বিজ্ঞাপনে অংশগ্রহণের ওপর কড়াকড়ি আরোপ করা এবং ন্যূনতম বিধিনিষেধ প্রয়োগ করা। বিজ্ঞাপন বাংলাদেশী ক্রিকেটারদের জন্য না। তারা কেবল খেলাধুলাই করুক।

♦️আখতারুজ্জামান আজাদ ♦️

কিভাবে সম্ভব ? সবচেয়ে  বড় ব্যবসা দালালী ।
20/03/2024

কিভাবে সম্ভব ?
সবচেয়ে বড় ব্যবসা দালালী ।

20/03/2024

আলহামদুলিল্লাহ, তরমুজ ব্যবসায়ীরা ভালো হয়ে গেছে।
তারা এখন তরমুজ পিছ করে বিক্রি করতেছে।
আগে ৪ কেজি হিসেবে যেটা ৪০০ টাকা পড়ত, সেটা এখন পিছ হিসেবে ৫০০ বিক্রি করতেছে।
মাশাআল্লাহ

♦️আতিক ভাই

19/03/2024

একজন পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেইনীর মাসিক ভাতা ২৫০০০ টাকা ( সবাই এটা পায়না).
মানে ২০০ ডলার। মানে প্রতি দিন ৭ ডলার। প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি থাকলে প্রতি ঘন্টায় ১ ডলারের ও কম।
১ ডলার ভাতা দিয়ে তাদের কাছ থেকে কি আসা করেন?
প্রফেশনালিজম????
৫ বছর তারা ঘন্টায় ১ ডলার ভাতা পেয়ে ট্রেনিং করে তারা বিশেষজ্ঞ হচ্ছে।
১ ডলারের সার্ভিস -১ ডলারের মতই হবে।

সবচেয়ে বড় ব্যাপার হলো এই এক ডলার ভাতাও নিয়মিত পাচ্ছেনা। গত ৮ মাস ধরে তারা ভাতা পাচ্ছেনা।
আমার ইনবক্স ভর্তি মেসেজ, তারা লোন চায়।
কিন্তু বিডিএফের রুল অনুযায়ী আমরা শুধুই মেডিকেল Student দের দিতে পারি। পিজি দের না।

অদ্ভুত উটের পিঠে চলছে , প্রিয় স্বদেশ।

আসলেই কনফিউশান ।
18/03/2024

আসলেই কনফিউশান ।

আপনার উত্তর কি হয়?
09/10/2023

আপনার উত্তর কি হয়?

09/10/2023

বিবিসির একজন উপস্থাপক এক সাক্ষাৎকারে দুবাই এর প্রতিষ্ঠাতা শেখ রাশিদ আল মাখতুমকে জিজ্ঞাসা করেছিলেন- দুবাই এর ভবিষ্যৎ কি ?

জবাবে এই ধনকুবের শেখ বললেন, আমার বাবা উট চালাতেন, আমি মার্সিডিস চালাই। আমার ছেলে ল্যান্ড রোভার চালায় এবং আমার নাতি হয়তো বুগাতি ব্যারন চালাবে; কিন্তু আমার নাতির ছেলে আবারো উট চালাবে!

উপস্থাপক অবাক হয়ে তাকে আবার জিজ্ঞেস করলেন- কিন্তু এমনটা হবে কেনো?

তিনি উত্তরে বল্লেন- 'দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে, আর শক্তিশালী মানুষ সুসময় তৈরি করে। সুসময় দুর্বল মানুষের জন্ম দেয়, আর দুর্বল মানুষ দুঃসময় তৈরি করে।

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
08/10/2023

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

এই ছাগলের  দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।  কিনার ক্ষমতা নাই।
29/07/2023

এই ছাগলের দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
কিনার ক্ষমতা নাই।

Address

30, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when নিরুপম দাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিরুপম দাশ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram