30/03/2024
এখন আর কোনো "মিডিয়া ট্রায়াল" হবে না।
এভাবে পর্দার অন্তরালে থেকে মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা অধরাই রয়ে যাবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়া লোকদের পরিচয় জানা যাবে না কখনো। শুধু সামনে থেকে পড়ে পড়ে মার খাবে ডাক্তাররা।
ডাক্তার সৃষ্টিকর্তা না, অনেক সময় সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয় না। কিছুক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখা উচিত, স্বাভাবিকভাবে কোন ডাক্তারই চায় না তার রোগীর মৃত্যুর কারণ হতে।
বাংলাদেশের রোগী এবং ডাক্তারদের মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে এক অদৃশ্য সিন্ডিকেট। আবার কিছুদিন পর যখন রোগী মৃত্যুর খবর ভাইরাল হবে, কোন বাচবিছার, যুক্তিতর্ক আর অনুসন্ধান ছাড়াই ডাক্তারের মুণ্ডপাত করতে ব্যস্ত হবে জাতি। আর পুরো ডাক্তার সমাজের উপর ঝাঁপিয়ে পড়বে "বাংলার রবিনহুড" সাংবাদিকেরা।
ওষুধে ভেজাল, নকল আর অকেজো যন্ত্রপাতি নিয়ে সিন্ডিকেট করা এসব অপকর্মের পৃষ্ঠপোষকেরা তখন হয় লন্ডন সিঙ্গাপুরে শপিং করবে নয়তো বিলাসবহুল গাড়িতে দাপিয়ে বেড়াবে ঢাকা শহরের রাস্তা।
©copied