Health information - স্বাস্থ্য তথ্য

Health information - স্বাস্থ্য তথ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health information - স্বাস্থ্য তথ্য, Medical and health, Maijdee Court, Maijdee Court.

নিরাপদ যৌন অভ্যাস না করলে আপনার অনেক ধরণের রোগ পারে। আজকে, হার্পিস নামক একটি রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক। হারপিস কি? জে...
30/08/2025

নিরাপদ যৌন অভ্যাস না করলে আপনার অনেক ধরণের রোগ পারে। আজকে, হার্পিস নামক একটি রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক।

হারপিস কি?
জেনিটাল হারপিস হল একটি এস টি ডি যা দুই ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট - হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 (HSV-1) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 (HSV-2)।
রোগ সংক্রমণ আছে এমন কারো সাথে যেকোনো ধরণের যৌন মিলন যেমন: যোনি, পায়ুপথ বা ওরাল সেক্স করার মাধ্যমে আপনি হারপিস দ্বারা সংক্রমিত হতে পারেন।
এছাড়াও নিম্নে বর্ণিতদের সাথে শারিরীক সম্পর্ক থাকলেও আপনি হারপিস হতে:

১. একটি হারপিস কালশিটে আছে এমন কেউ;
২. মুখে হারপিসের সংক্রমণ আছে এমন কারো সাথে লালার বিনিময় ঘটলে;
৩. যৌনাঙ্গে হারপিস সংক্রমণ আছে এমন কারো সঙ্গে যৌনাঙ্গের তরলের আদব প্রদান ঘটলে;
৪. মুখে হারপিস আছে এমন কারোর সংক্রমিত অংশের চামড়া থেকে বা
হারপিস সংক্রমিত যৌনাঙ্গ ত্বক থেকেও।

এছাড়া এমন একজন যৌন সঙ্গীর দ্বারাও যৌনাঙ্গে হারপিসের সংক্রমণ হতে পারে যার দৃশ্যমান কোন ঘা নেই বা নিজের সংক্রমণ সম্পর্কে তিনি জানেন পর্যন্ত না। আপনি যদি ওরাল হার্পিসে সংক্রমিত সঙ্গীর সাথে ওরাল সেক্স করেন তাহলেও যৌনাঙ্গ হারপিস সংক্রমিত হতে পারে। আপনি যদি মনে করেন যে আপনার হারপিস আছে, তাহলে অনুগ্রহ করে একজন ডাক্তারের পরামর্শ নিন।

CLARIFYING LIPID PROFILE🧠 Let's break it down with the functions and design of LDL, HDL, and TRIGs. A lipoprotein is a m...
19/05/2025

CLARIFYING LIPID PROFILE
🧠 Let's break it down with the functions and design of LDL, HDL, and TRIGs.

A lipoprotein is a molecular complex made of lipids (fats) and proteins. Lipids are not water-soluble, so to be transported in the blood (which is water-based), they bind to proteins, forming lipoproteins.

🟡 LDL (Low-Density Lipoprotein)—“The Delivery Truck”
✅ The primary role is to deliver cholesterol from the liver to peripheral cells and tissues that need it. Cholesterol is essential for cell membrane structure, synthesis of steroid hormones, vitamin D production, and even bile acid formation.

🧬 Why this happens:
The liver packages cholesterol into VLDL (very low-density lipoproteins), which circulates in the blood.
As VLDL loses triglycerides, it becomes LDL, now rich in cholesterol.
LDL binds to LDL receptors on cell surfaces → gets internalized → cholesterol is used or stored by the cell.

⚠️ Problem:
If there’s too much LDL or it’s not cleared properly, it can:
Deposit cholesterol in blood vessel walls
Promote plaque formation → atherosclerosis → heart disease

🔵 HDL (High-Density Lipoprotein)—“The Cleanup Crew”

✅ Primary Role is to remove excess cholesterol from tissues (including blood vessel walls) and return it to the liver for Recycling, Conversion into bile acids and excretion, which protects against cholesterol buildup in arteries.

🧬 Why this happens:
Cells do not have a good way to get rid of extra cholesterol on their own.
HDL acts like a scavenger since it accepts free cholesterol from cells and tissues in a process called reverse cholesterol transport.
HDL carries this cholesterol back to the liver → the liver removes it from the body via bile.

🟠 Triglycerides (TRIGs)—“The Energy Cargo”

Triglycerides are the main form of fat in the body and blood. They act as a concentrated energy source, especially during fasting or between meals.

🧬 Where TRIGs Come from and Where They Go:
After eating, excess calories, especially from carbohydrates and fats, are converted into triglycerides in the liver and intestines.
These triglycerides are packaged into chylomicrons (from intestines) and VLDL (very low-density lipoproteins) by the liver
VLDL travels through the bloodstream delivering triglycerides to the muscle cells (for energy) and fat (adipose) tissue (for storage)
As VLDL loses triglycerides, it becomes IDL and eventually LDL (now more cholesterol-rich).
Excess triglycerides in the blood are associated with insulin resistance, Obesity, Metabolic syndrome, Pancreatitis (if very high) and increased cardiovascular risk, especially when combined with low HDL and small, dense LDL

🔁 How TRIGs Interact with LDL & HDL
VLDL (trig-rich) becomes LDL (cholesterol-rich) → LDL delivers cholesterol to tissues.
HDL can also take up some triglycerides, but its main role is in cholesterol cleanup.
Enzymes like lipoprotein lipase (LPL) help break down TRIGs from VLDL and chylomicrons for tissue use.

গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম,১৫ দিন আগে বাচ্চা নষ্...
18/05/2025

গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম,১৫ দিন আগে বাচ্চা নষ্ট হওয়ার জন্য তার D&c হয়েছে। উৎকট গন্ধে এডমিশন রুমে কেউ রোগীর কাছে যেতে পারছিল না, আমাদের জন্য রুমে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। পরীক্ষা করার পর দেখা গেল, জরায়ুর মুখ দিয়ে গলগল করে পুঁজ আসছে এবং বাচ্চার একটা ভাঙ্গা হাড্ডি পাওয়া গেল। আমরা ধারণা করে নিলাম, D&c করার সময় অবশ্যই জরায়ু ছিদ্র করে ফেলা হয়েছে। এক্সরে করার পর রোগীর সারা পেটে ছড়ানো ছিটানো বাচ্চার গুঁড়া গুঁড়া হাড্ডি পাওয়া গেল। Surgery ডিপার্টমেন্ট যখন সেটা অপারেশন করলো, দেখা গেল ঘটনা আসলেই তাই। জরায়ু ছিদ্র করে বাচ্চার সবগুলো হাড় রোগীর peritoneal cavity তে(ছবিতে এগুলো বের করে আনা হয়েছে)।
রোগীর লোকদের এত সাহস কিভাবে হয় যে তারা এরকম D&c বাসায় করাতে পারে?

স্ট্রেস, রাগ, দুঃখ, হার্টব্রেক-কিছু আবেগ এমন, যা বুকের মধ্যে কাটার মতো বিঁধে থাকে। জানা যাচ্ছে এমন সব ক্ষত সারাতে ফার্স্...
16/05/2025

স্ট্রেস, রাগ, দুঃখ, হার্টব্রেক-কিছু আবেগ এমন, যা বুকের মধ্যে কাটার মতো বিঁধে থাকে। জানা যাচ্ছে এমন সব ক্ষত সারাতে ফার্স্ট এইডের মতো কাজ করে বালিশে মুখ গুঁজে চিৎকার করা।

 # #জন্মনিয়ন্ত্রণ পিল - এটা আমরা ছোট হই কিংবা বড় হই সবাই চিনি।এটার উপকারিতা সবাই কম বেশি জেনে থাকি আদো পিল আমাদের উপকার...
15/05/2025

# #জন্মনিয়ন্ত্রণ পিল - এটা আমরা ছোট হই কিংবা বড় হই সবাই চিনি।

এটার উপকারিতা সবাই কম বেশি জেনে থাকি
আদো পিল আমাদের উপকার করেনা ক্ষতি ছাড়া,

# #আসুন আজ জেনে নেই পিলের ক্ষতিকর দিক।

বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।

কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ

১) হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।
৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।
৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৫) বেশি মাথা ব্যথা হয়।
৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।
৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।
৮) বমি বমি ভাব এবং বমি হয়।
৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।
১০) সাদা স্রাব হয়।
১১)যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
১২) জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।
১৩) স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।
১৪) পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।
১৫) ১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।

*দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য তা ততই মঙ্গলজনক।

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health information - স্বাস্থ্য তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram