ঔষধ বার্তা

ঔষধ বার্তা "ঔষধ বার্তা" মূলত একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট। ঔষধের সম্পর্কে জানতে সহায়তা করবে।

"ঔষধ বার্তা" মূলতঃ একটি স্বাস্থ্য বিষয়ক পেইজ, ঔষধের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে সহায়তা করবে।

🌸 মেয়েদের স্বাস্থ্য: যোনি, পিরিয়ড ও স্তন ক্যান্সার নিয়ে খোলামেলা আলোচনাআমরা অনেক সময় সংকোচে পড়ে, মেয়েলি শারীরিক বিষয়গুলো...
05/07/2025

🌸 মেয়েদের স্বাস্থ্য: যোনি, পিরিয়ড ও স্তন ক্যান্সার নিয়ে খোলামেলা আলোচনা
আমরা অনেক সময় সংকোচে পড়ে, মেয়েলি শারীরিক বিষয়গুলো এড়িয়ে যাই। অথচ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা না থাকলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে। চলুন জেনে নিই বাস্তব ও বিজ্ঞানভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

✅ যোনির যত্ন ও পরিচ্ছন্নতা: বেশি করলেই ভালো নয়!
🧼 যোনি এমন এক অঙ্গ, যেটি নিজে থেকেই পরিষ্কার থাকে। তাই বাইরে থেকে অতিরিক্ত সাবান বা ফেমিনিন ওয়াশ দিয়ে ঘষাঘষি করা ঠিক নয়।
💧 শুধু হালকা গরম পানি বা pH-balanced ওয়াশ ব্যবহার করলেই যথেষ্ট।
🚫 সুগন্ধি সাবান, ডিওডোরেন্ট, অ্যালকোহল দিয়ে যোনি ধুলে ব্যাকটেরিয়া মারা যায় এবং সংক্রমণ হতে পারে।

❌ ভুল ধারণা: সাবান ব্যবহারে জরায়ু ক্যান্সার হয়।
✅ সত্য: এটা সত্য নয়, তবে অতিরিক্ত ব্যবহার করলে যোনির স্বাভাবিক pH নষ্ট হয় এবং ইনফেকশন হতে পারে।

📌 মনে রাখুন: যোনি পরিষ্কার রাখতে চাইলে শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখুন, বাইরের ঘষামাঝা নয়।

🩸 পিরিয়ড নিয়ে ভয় নয়, সচেতনতা হোক সঙ্গী
🧷 মেয়েদের জন্য পিরিয়ড একটা স্বাভাবিক প্রক্রিয়া, লজ্জার কিছু নেই।
✔ প্রতি ৪-৬ ঘণ্টা পর স্যানিটারি প্যাড পরিবর্তন করুন।
✔ রিইউজেবল কাপড় বা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে তা ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে।

❌ ভুল ধারণা: নির্দিষ্ট প্যাড ব্র্যান্ড ক্যান্সার তৈরি করে।
✅ সত্য: এখনো এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে ঘনঘন পরিবর্তন না করলে ইনফেকশন হতে পারে।

❌ ভুল ধারণা: অনেকক্ষণ প্যাড পরে থাকলে রক্ত সবুজ হয়ে যায়।
✅ সত্য: রক্ত সবুজ হয় না, কিন্তু প্যাডে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ ও ইনফেকশন হয়।

📌 মনে রাখুন: নিজের শরীর সম্পর্কে জানুন, সচেতন থাকলে অসুখ ধরা পড়ার আগেই রোধ করা সম্ভব।

🎀 স্তন ক্যান্সার: সময় থাকতে সচেতন হন
👩‍⚕️ প্রতি মাসে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই স্তন পরীক্ষা করুন।
👩‍🔬 বছরে একবার হলেও ডাক্তার দেখান।
🥗 স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

❌ ভুল ধারণা: কালো ব্রা পরলে ক্যান্সার হয়।
✅ সত্য: ব্রার রঙের সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই।

❌ ভুল ধারণা: রাতে ব্রা পরে ঘুমালে ক্যান্সার হয়।
✅ সত্য: এটি শুধুই গুজব। তবে আরামের জন্য ব্রা খুলে ঘুমানো ভালো।

📌 মনে রাখুন: আপনার শরীর আপনার দায়িত্ব। সময়মতো চেকআপ ও সচেতনতা জীবন বাঁচাতে পারে।

⚠ আরও কিছু দরকারি সতর্কতা
✔ পরিষ্কার, শুকনো এবং বাতাস চলাচলযোগ্য কাপড়ের প্যান্টি ব্যবহার করুন।
✔ যোনিতে কখনোই পারফিউম বা সুগন্ধি স্প্রে করবেন না।
✔ প্রসেসড খাবার, ধূমপান, ও অ্যালকোহল স্তন ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
✔ অনিয়মিত সঙ্গম, একাধিক সঙ্গী এবং অনিরাপদ যৌনাচার থেকেও বিভিন্ন ইনফেকশন হতে পারে।
✔ বিয়ের পর বা ৩০ বছরের পর থেকে নিয়মিত প্যাপ টেস্ট বা VIA টেস্ট করানো জরুরি।

📢 শেষ কথা — সচেতনতা জীবনের সেরা সুরক্ষা
এই তথ্যগুলো আপনার মা, বোন, স্ত্রী, মেয়ে বা বান্ধবীর সাথে অবশ্যই শেয়ার করুন। লজ্জা নয়, সচেতনতা ছড়িয়ে দিন। শরীর নিয়ে জানা, বোঝা ও যত্ন নেওয়া মানেই নিজেকে ভালোবাসা।

❤️ সুস্থ থাকুন, সচেতন থাকুন — নিজের যত্ন নিন, জীবনটাকে উপভোগ করুন!

চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ডাক্তারের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্...
04/07/2025

চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ডাক্তারের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা সংক্রান্ত সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিলো।

সনদ সাময়িকভাবে বাতিল হওয়া চার চিকিৎসক হলেন- ডা. ফৌজিয়া ফরিদ, ডা. সাওদা তাসনীম, স্বাস্থ্য সহকারী জাহেদ হাসান ও ডা. মোহাম্মদ আক্তার হোসেন।

২০২৫ সালে বিজ্ঞানীরা মানবদেহে একটি একেবারে নতুন রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন, যার নাম “Gwada Negative”। এই রক্তগ্র...
29/06/2025

২০২৫ সালে বিজ্ঞানীরা মানবদেহে একটি একেবারে নতুন রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন, যার নাম “Gwada Negative”। এই রক্তগ্রুপটি এতটাই বিরল যে পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র একজন মানুষের শরীরেই এটি পাওয়া গেছে।

২০১১ সালে, ফ্রান্সের গ্যুয়াডেলুপ দ্বীপ (Guadeloupe) অঞ্চলের এক ৬৮ বছর বয়সী নারীর রক্ত পরীক্ষা চলাকালীন ডাক্তাররা এক অজানা অ্যান্টিবডি লক্ষ্য করেন।

অ্যান্টিবডিটি কোনো বিদ্যমান রক্ত গ্রুপ সিস্টেমের সঙ্গে মেলেনি।

পরবর্তী ১০ বছর ধরে DNA sequencing এবং রক্ত বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যায় যে এটি একটি সম্পূর্ণ নতুন রক্ত গ্রুপ সিস্টেম।

“Gwada” শব্দটি এসেছে Guadeloupe অঞ্চল থেকে, কারণ সেখানেই প্রথম এটি শনাক্ত হয়।

“Negative” অংশটি বোঝায় যে এই রক্তগ্রুপের মানুষ অন্য সাধারণ রক্তগ্রুপধারীদের কাছ থেকে রক্ত নিতে পারে না। কারণ এর অ্যান্টিজেনগুলো একেবারে অনন্য।

ISBT (International Society of Blood Transfusion) এই রক্তগ্রুপকে ৪৮তম রক্তগ্রুপ সিস্টেম হিসেবে স্বীকৃতি দেয়।

এই সিস্টেমের মধ্যে এমন একধরনের অ্যান্টিজেন মিউটেশন রয়েছে যা অন্য কোনো রক্তগ্রুপে নেই।

এই রক্ত শুধু নিজেই নিজেকে দিতে বা নিতে পারে — অর্থাৎ compatible only with self।

এই নারীর রক্তে বিশ্বের অন্য কোনো মানুষের রক্ত মেলানো সম্ভব নয়।

তার জন্য রক্তের সংকট হলে, অন্য কোনো রক্ত দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র আগে থেকে সংরক্ষিত নিজের রক্তই দেওয়া যাবে।

দেখায় যে এখনো আমরা মানবদেহ এবং জিনগত বৈচিত্র্য সম্পর্কে অনেক কিছু জানি না।

এই ধরনের আবিষ্কার রক্তদান, ট্রান্সফিউশন সিস্টেম এবং অর্গান ট্রান্সপ্ল্যান্টে বিপ্লব ঘটাতে পারে।

বিরল রক্তগ্রুপের ব্যক্তিদের জন্য বিশেষায়িত রক্তব্যাংক ও ডেটাবেস তৈরির প্রয়োজনীয়তাও বোঝায়।

২০২৫ সালের জুন মাসে, ISBT এই রক্তগ্রুপকে "Gwada Negative" নামে স্বীকৃতি দেয়।

এর মাধ্যমে এটি বিশ্বের ৪৮তম রক্তগ্রুপ সিস্টেম হিসেবে জায়গা করে নেয়।

Gwada Negative আমাদের শেখায় — মানবদেহের গভীরে এখনো অসংখ্য রহস্য রয়ে গেছে। এই রক্তগ্রুপ একদিকে যেমন বিরল, তেমনি জেনেটিক এবং চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

🦠 বিশ্বজুড়ে পুনরায় করোনা সংক্রমণ: নতুন ধরন XBB – এবার উপসর্গ ছাড়াই ফুসফুসে ভয়াবহ আঘাত!করোনাভাইরাসের নতুন একটি ঢেউ শুরু হ...
11/06/2025

🦠 বিশ্বজুড়ে পুনরায় করোনা সংক্রমণ: নতুন ধরন XBB – এবার উপসর্গ ছাড়াই ফুসফুসে ভয়াবহ আঘাত!

করোনাভাইরাসের নতুন একটি ঢেউ শুরু হয়েছে। এবার ভাইরাসটি পূর্বের মতো নয়। নতুন ধরন XBB সাধারণ জ্বর বা কাশি না দিয়েও শরীরের ভেতরে মারাত্মক সংক্রমণ সৃষ্টি করছে।

এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মাঝে দেখা যাচ্ছে:
• মাথাব্যথা
• গলা ও অস্থিসন্ধিতে ব্যথা
• পিঠে অস্বস্তি বা চাপ
• ক্ষুধামান্দ্য
• ক্লান্তি

অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় কোভিড নেগেটিভ রিপোর্ট এলেও, এক্স-রেতে নিউমোনিয়া ধরা পড়ছে।

গবেষণা অনুযায়ী, XBB ভ্যারিয়েন্টটি ডেল্টার তুলনায় কমপক্ষে পাঁচগুণ বেশি সংক্রামক, এবং এটি সরাসরি ফুসফুসে আঘাত করে, ফলে উপসর্গ কম হলেও ঝুঁকি অত্যন্ত বেশি।

🔍 বর্তমানে যেসব লক্ষণ দেখা যাচ্ছে:
• মাথাব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• অতিরিক্ত ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

👉 বাহ্যিকভাবে শনাক্ত করা না গেলেও অভ্যন্তরীণভাবে শ্বাসতন্ত্র আক্রান্ত হচ্ছে।
👉 XBB একটি অধিক ছলনাময় এবং নিঃশব্দে সংক্রমণ ঘটানো ধরন। তাই সময় থাকতে সতর্ক হওয়া একান্ত জরুরি।

✅ আপনার করণীয়:
• মাস্ক পরিধান করুন
• জনসমাগম এড়িয়ে চলুন
• কমপক্ষে ১.৫ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখুন
• নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুতে থাকুন
• উপসর্গ দেখা দিলে এক্স-রে বা HRCT পরীক্ষা করান

📢 ব্যক্তিগত অনুরোধ:
এই বার্তাটি আপনার পরিবার, সহকর্মী, এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।

সতর্কতা থাকলে, সুরক্ষাও সম্ভব।

21/02/2025
ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে এক...
16/02/2025

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে একবার ডাক্তার খেতে দিয়েছেন তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খায়.. এটা ছাড়া নাকি তার ভালো হয় না। 😑😑
Stop irrational use of monteleukast....
মিসেস এক্স বয়স 55 বছর, হাইপারটেনশন ও ডায়াবেটিস এর রোগী। নিয়মিত প্রেসার ও ডায়াবেটিস এর ঔষধ খান। প্রেসার ও ডায়াবেটিস দুটোই কন্ট্রোল এ আছে। রোগীর নিজের কোন সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান- গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন, উনি কারো সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন, সব সময় চুপচাপ থাকেন, বাসায় কোন আত্নীয় এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি।
উনারা ইতিমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন। কিন্তু কোন চেঞ্জ নেই।
আমি উনাকে জিজ্ঞাসা করলাম কি অসুবিধা, উনার উত্তর কোন সমস্যা নেই। ক্লিনিক্যাল এক্সাম এ সব কিছু নরমাল। তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেসড ফেস। আমি রুটিন টেস্ট, FBS, 2ABF, থাইরয়েড টেস্ট করতে দিলাম।
সব রিপোর্ট নরমাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলায় কোন ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই।
আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম- রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোন কারন পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়ত উনার মেয়ে বড় হচ্ছে তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি।
এবার রোগীর মেয়ে জানাল যে রোগী বিগত 5 বছর ধরে Monteleukast খান, একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন কে monteleukast বন্ধ করার কারনে এমন হয়, উনি আবারও এটি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়।
Monteleukast এর জন্য FDA black box warning দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর suicidal thought, agitation, anxiety, depression, behavioral change হতে পারে। এইজন্য যাদেরকে monteleukast দেয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোন ধরনের চেঞ্জ পেলে বন্ধ করে দিতে হবে।
Take home message:
1. Use monteleukast only if it is absolutely indicated. Indications are asthma (as preventer), allergic rhinitis, allergic dermatitis.
2. Monitor the patient for any change of behavior and stop immediately if any.
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল

এইধরনের ঔষধগুলো উৎপাদন হয় শুধুমাত্র ডক্টর যেন নাম মনে রাখতে পারেন এজন্যে অর্থাৎ প্রমোশনের জন্য।এর মধ্যে সঠিক পরিমাণে ঔষধ...
04/02/2025

এইধরনের ঔষধগুলো উৎপাদন হয় শুধুমাত্র ডক্টর যেন নাম মনে রাখতে পারেন এজন্যে অর্থাৎ প্রমোশনের জন্য।

এর মধ্যে সঠিক পরিমাণে ঔষধ নাও থাকতে পারে এবং এগুলো আলাদাভাবে উৎপাদন করে হতো শুরু থেকেই।

এবং লেখাই যেহেতু বিক্রয়ের জন্যে নয় আশা করি নূণ্যতম বুদ্ধিমত্তার মানুষ এসব কিনবেন না।

Dr. Asif Abdullah, MBBS

18/01/2025

কুকুর, বিড়াল বা বেজি কামড়ানোর পর র‍্যাবিস রোগ হবার সম্ভাবনা থাকে। যদি উক্ত কুকুর বা বিড়াল র‍্যাবিসে আক্রান্ত থাকে এবং আপনাকে কামড়ায় তবে আপনিও অবশ্যই র‍্যাবিসে আক্রান্ত হবেন।
র‍্যাবিস এমন এক রোগ, এ রোগে আপনি একবার আক্রান্ত হলে দুনিয়ায় এমন কোনো চিকিৎসক নেই, এমন কোনো ওষুধ নেই, যা আপনাকে বাঁচাতে পারে। অর্থাৎ র‍্যাবিসে মৃত্যুর হার শতভাগ, র‍্যাবিসে আক্রান্ত হলে আপনি মারা যাবেনই।
শুধু মারা গেলেও একটা কথা ছিল। র‍্যাবিসের মৃত্যুটা খুব কষ্টের (কতটা কষ্টের, ইউটিউবে Hydrophobia in Rabies লিখে সার্চ দিয়ে দেখুন, ভয় পেয়ে যাবেন)। শুরুতেই আপনার গায়ে ব্যাথা, জ্বর, সর্দিকাশি ইত্যাদি দিয়ে শুরু হয়। এরপর ধীরে ধীরে এই ভাইরাস আপনার পুরো নার্ভাস সিস্টেমকে আক্রমন করে বসে। তখন আপনার শরীরের মাংসপেশিগুলোর প্রতি আপনার মস্তিষ্কের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে এসব মাংসপেশি উল্টাপাল্টা আচরণ শুরু করে দেয়।
র‍্যাবিসে আক্রান্ত রোগীরা পানি দেখলে আতংকিত হয়ে পড়ে। এর কারণ হলো, পূর্বেই বলেছি, শরীরের মাংসপেশিগুলো এ রোগে উল্টাপাল্টা আচরণ করে থাকে। সাধারণত পানি পান করার সময় আমাদের গলার, খাদ্যনালীর মাংশপেশিগুলো শিথিল হয়ে যায়, ফলে অনায়াসেই আমরা পানি পান করতে পারি। কিন্তু র‍্যাবিসে আক্রান্ত হলে, গলা ও খাদ্যনালীর মাংশপেশিগুলো উলটো আচরণে, শিথিল হবার পরিবর্তে প্রবলভাবে সংকুচিত হয়। ফলে এক ফোঁটা পানি ভেতরে ঢুকতে পারে না। সেই সাথে অনুভূত হয় তীব্র ব্যাথা। ফলে পানি দেখামাত্রই রোগী ভয়াবহ রকমের আতংকিত হয়ে পড়ে।
এভাবে একে একে শরীরের অন্যান্য অঙ্গগুলোও উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। একে একে ডায়াফ্রাম, অন্ত্র, প্রশ্রাবের থলি এবং ফুসফুসও আক্রান্ত হয়ে পড়ে। এবং শেষে ভয়াবহ কষ্টের মাধ্যমে একজন র‍্যাবিসে আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত হয়।
কোন কোন প্রাণীর কামড়ে র‍্যাবিস হয়ঃ
র‍্যাবিসে আক্রান্ত সমস্ত প্রাণীর কামড়েই র‍্যাবিস হতে পারে৷ এমনকি কোনো র‍্যাবিসে আক্রান্ত মানুষের লালাও যদি আপনার কোনো ক্ষতস্থানে লেগে যায়, আপনি তখন র‍্যাবিসে আক্রান্ত হতে পারেন।
যেসব প্রাণীর কামড়ে র‍্যাবিস হতে পারে এবং অবশ্যই ভ্যাক্সিন নিতে হবেঃ
১. কুকুর
২. বিড়াল
৩. শেয়াল
৪. বেজি
৫. বানর
৬. বাদুড়
যেসব প্রাণী কামড়ালে সাধারণত র‍্যাবিস হয় না এবং ভ্যাক্সিন নিতে হয় নাঃ
১. ইঁদুর
২. খরগোশ
৩. কাঠবিড়ালি
৪. গুঁইসাপ
৫. মানুষ
আপনি যেহেতু জানেন না, আপনাকে কামড়ানো প্রাণীটি র‍্যাবিসে আক্রান্ত কি না, সেহেতু আপনাকে ভ্যাক্সিন নিতেই হবে। কামড়ে রক্ত বের হোক, না হোক, ভ্যাক্সিন নেয়া উত্তম। এমনকি আপনার কোনো ক্ষতস্থান কোনো প্রাণী চাটলেও ভ্যাক্সিন নেয়া ভালো।
র‍্যাবিসের ভ্যাক্সিন ৫ টি ডোজে দেয়া হয়।
প্রথমটি যেদিন কামড়িয়েছে, সেদিন অথবা যত দ্রুত সম্ভব। এরপরেরগুলো ৩, ৭, ১৪ এবং ২৮ তম দিনে (1-1-1-1-1 রেজিমে দিলে পাঁচটি ডোজ, 2-1-1 রেজিমেন তিনটি, তখন শিডিউল হয়- ০, ৭, ২১ তম দিন)।
কোন কোন অবস্থায় ভ্যাক্সিন নিলেও কোনো সমস্যা নেইঃ
১. গর্ভাবস্থায়
২. মায়ের দুগ্ধ দানকালে
৩. অন্য যেকোনো অসুস্থতায়
৪. ছোট বাচ্চা
৫. বৃদ্ধ
যেহেতু একবার র‍্যাবিস হলে মৃত্যু অবধারিত, সেহেতু হেলা না করে র‍্যাবিস ছড়াতে পারে এমন কোনো প্রাণী কামড়ানো মাত্রই উক্ত স্থান ১৫-২০ মিনিট ধরে কাপড় কাঁচা সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং দ্রুত ভ্যাক্সিন নিন।
মহাখালী সংক্রামক ব্যধি হাসপাতালে র‍্যাবিসের ভ্যাক্সিন ফ্রি দেয়া হয়, এছাড়া কিছু সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও ফ্রিতে পাওয়া যায়। Humayun Kabir

দেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত।
10/01/2025

দেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত।

বাংলাদেশে ৪০০০ কোটি টাকার শুধু গ্যাস্ট্রিকের ঔষধের মার্কেট।😃😃😃😂😢।  আপনি চিন্তা করতে পারছেন আমরা কি পরিমান গ্যাস্ট্রিকের ...
29/12/2024

বাংলাদেশে ৪০০০ কোটি টাকার শুধু গ্যাস্ট্রিকের ঔষধের মার্কেট।😃😃😃😂😢।
আপনি চিন্তা করতে পারছেন আমরা কি পরিমান গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি।
গ্যাস্ট্রিকের ওষুধ লেখার ক্ষেত্রে যেমন ডাক্তাররা নিয়ম মানে না। তেমন খাওয়ার ক্ষেত্রে রোগীরাও কোন নিয়ম মানেন না।

এই অনিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।

রোগ একটাই সেটা হলো গ্যাসট্রিক। কি আশ্চর্য!!

ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল)  সেবনে বাড়ে হিপ ফ্রাকচার !!! চিকিৎসক এর পরামর্শ না নিয়েই আমরা অনেকেই ...
28/12/2024

ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল) সেবনে বাড়ে হিপ ফ্রাকচার !!!

চিকিৎসক এর পরামর্শ না নিয়েই আমরা অনেকেই এই ওষধ সেবন করে থাকি, গ্যস্ট্রিক এর সমস্যায় তো কথাই নেই।

প্রোটন পাম্প ইনহেবিটর (পিপিআই) যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল আমরা সবাই মুড়িমুড়কির মতো সেবন করি। পেটে একটু অস্বস্তি লাগলেই এসব ওষুধ সেবন করে থাকি। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, এটি দেহের জন্য ক্ষতিকর।

বয়স্ক নারীরা হিপ ফ্রাকচার বা উরুর উপরের দিকের হাড় ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগেন। মেয়েদের মাসিক বন্ধের পর এ সমস্যা বেশি দেখা দেয়। বোস্টনের ম্যাসাচুচেট জেনারেল হাসপাতালের গবেষকরা গবেষণার পর দেখতে পান যারা বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার বেশি হয়। সাধারণত যারা ২ বছরের বেশি সেবন করেন তাদের এ সমস্যা দেখা দেয়। যারা যত বেশি দিন পিপিআই সেবন করেন তাদের এ ঝুঁকি আরো বাড়ে। এ তথ্য বিখ্যাত বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষক দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হামিদ খলিলি। গবেষকরা জানান, যারা ২ বছরের

বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে। এর ওপর যারা ধূমপান করেন তাদের ঝুঁকি আরো বাড়ে। গবেষকরা

অহেতুক পিপিআই সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন।

চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।
শেয়ার দিয়ে অন্যকে পোস্ট দেখার সুযোগ দেন।

Address

মাইজদী বাজার, R143, মাইজদী, Maijdee Court
Maijdee Court
3801

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801781904444

Alerts

Be the first to know and let us send you an email when ঔষধ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

"ঔষধ বার্তা" মূলত একটি সাস্থ্য বিষয়ক পেইজ, ঔষধের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে সহায়তা করবে,