15/07/2025
🛑TATA হসপিটালে আপনি যখন যাবেন তখন প্রথমেই একটা রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করতে হবে।ফিলাপ করার জন্য হসপিটালের কতৃপক্ষ আপনাকে সাহায্য করবে।।
🛑হসপিটালের চারটি বিল্ডিং আছে।ফরম পাওয়া যায় গোল্ডেন জুবিলী বিল্ডিং এ।
এখানে পাওয়া যাবে দু ধরনের ফরম।
👉🏾প্রাইভেট
👉🏾GENERL
আপনি general ফরম চুস করবেন।
🛑আপনি BPL কার্ড ফর্মের সঙ্গে যুক্ত করে দেবেন যদি আপনার কোনো হেলথ স্কিম না থাকে তাহলে।খুব খুব স্বল্প মূল্যে বা বিনামূল্যে আপনি ক্যান্সার চিকিৎসা পেয়ে যাবেন।
🛑General এবং প্রাইভেট পেসেন্ট এর মধ্যে কোনো পার্থক্য নেই।সেই একই ডক্টর এবং একই চিকিৎসা হবে।তবে general এ চিকিৎসা প্রাইভেট এর থেকে ২ ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে।
🛑আপনি টাটা হসপিটালে যাওয়া র আগে ফোন করে ১০০ টাকা দিয়ে ফ্রী লকার রুম এবং থাকা র জন্য রুম বুক করে যেতে পারেন।তাতে আপনার অনেক সুবিধা হবে।
🛑আপনি যদি হসপিটালের দূরে কোনো জায়গায় থাকেন তাহলে সেখান থেকে টাটা হসপিটাল যাওয়ার জন্য ডিলাক্স বাস পাবেন বিনামূল্যে হসপিটাল কতৃপক্ষের তরফ থেকে।
🛑খাওয়ার জন্য হসপিটালের পাশেই ট্রাস্ট করা আছে ।যদি আপনি ওখানকার ডক্টর দের সঙ্গে কথা বলেন তাহলে হসপিটালের পাশেই আপনার বিনামূল্যে খাওয়ার দেওয়া হবে।
🛑১৪ বছরের নিচের শিশু দের সম্পুর্ন বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা হবে।
🛑মহিলা ও পুরুষদের ক্ষেত্রে যদি B.D.O অফিস থেকে ইনকাম সার্টিফিকেট ৬০০০০ এর তলায় লিখে নিয়ে যাওয়া হয় তাহলে হসপিটালে গিয়ে m.c ফাইল তৈরি করতে হবে।সেটা আপনাকে সাহায্য করে দেবে হসপিটালের ডক্টর রাই।এর ফলে চিকিৎসার যাবতীয় খরচ আপনার খুব খুব স্বল্প মূল্যে বা বিনামূল্যে হয়ে যেতে পারে।
🛑ট্রিটমেন্ট চলাকালীন রুগীদের খাবারের জন্য কোনো টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে না সেটা প্রাইভেট বা general হোক।
👉🏾👉🏾👉🏾সবাইকে জানানোর অনুরোধ রাখলাম।হয়তো আপনার জানানো এই তথ্য একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে।
এরপর শেষে একটাই কথা বলবো, এত কিছু সুবিধা থাকার পরেও কিছু মানুষ এখনও বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন দেখে খুবই খারাপ লাগে, পৃথিবীতে এসেছেন, একদিন সবাইকে যেতে হবে, তবু শেষ চেষ্টা টুকু করবেন না কেন???
এই পোস্টটি বাস্তব অভিজ্ঞতা থেকে করা, এখনো ক্যানসার রুগীর বাড়ির লোকেদের আতঙ্ক টা সবাই বোঝেনা, আর অন্যান্য জায়গায় খরচ এতটাই যে আপনার জমি বাড়ি সব এক নিমিষে বিক্রি করে দিতে হতে পারে, ভারতবর্ষের মধ্যে এতটা সুবিধা থাকা সত্ত্বেও পৌঁছতে পারেনা অনেকেই, হারিয়ে ফেলেন তাদের স্বজন কে, দয়াকরে টাকার জন্য আপনার স্বজন কে হারিয়ে ফেলবেন না,
ভালো থাকুন, ভালো রাখুন, একজন ক্যানসার রুগীকে আরো কিছুদিন পৃথিবীর আলো দেখতে সাহায্য করুন, মানুষকে জানিয়ে আরো দুটো বন্ধুকে অবগত করুন,
🛑হসপিটাল অ্যাড্রেস
Homi Babha Building Dr Ernest Borges Rd, Parel East, Parel Mumbai, Maharashtra 400012
হসপিটাল কন্টাক্ট নম্বর
022 2417 7000
🛑🛑এই সুবিধা শুধু ভারতীয়দের জন্য নয় বিশ্বের যেকোন দেশের যেকোনো পেশেন্টের জন্যই এই সুবিধার ব্যাবস্থা করলো টাটা মেমোরিলাল ক্যান্সার হসপিটাল::মুম্বাই
অনুগ্রহ করে এই বার্তাটি সবাইকে পাঠানোর অনুরোধ রাখলাম কারণ এটা সাধারণ মানুষের কাছে জানা খুব দরকারী ।
(Collected)
#