Dhaka Blood Helping Society

Dhaka Blood Helping Society রক্ত দিন জীবন বাঁচান।
”আসুন কাজকরি বিবেকের দায়বদ্যতা থেকে মানব জাতির কল্যাণে“
A Non-profiteable blood

ভুলে গিয়ে ফুল হয়ে ফিরে আসুক🌺✅
18/03/2025

ভুলে গিয়ে ফুল হয়ে ফিরে আসুক🌺✅

01/02/2025

সেচ্ছায় করুন রক্ত দান।আপনার রক্তের গ্রুপ কী জানেন তো?

রক্তদিন, সুস্থতা একটি নেয়ামত!
30/01/2025

রক্তদিন, সুস্থতা একটি নেয়ামত!

খাদ্য সামগ্রী বিতরণে, ছবির প্রচার আমার একদমই ভালো লাগে না। আল্লাহ যে কাউকে ভিখারীর লাইনে দাঁড় করতে পারতেন।মাঝে মাঝে আমি ...
13/04/2023

খাদ্য সামগ্রী বিতরণে, ছবির প্রচার আমার একদমই ভালো লাগে না। আল্লাহ যে কাউকে ভিখারীর লাইনে দাঁড় করতে পারতেন।মাঝে মাঝে আমি নিজেকে ঐ লাইনে কল্পনা করি।

আমি লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি।সবাই ক্যামেরা তাক করে ছবি তুলছে,ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে বলছে। আমার দারিদ্রতার সাথে উপহাস করছে।

আমার সেই ছবি মিডিয়া,সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্তানরা সেই ছবি দেখে নীরবে চোখের জল ফেলছে।তারা দেখছে,তাদের একমুঠো খাবারের জন্য তাদের বাবা হাত পেতে দাঁড়িয়ে আছে।

এই দেশ হারালো একজন কৃতী সন্তানকে। জাফরুল্লাহ চৌধুরী একজন ভাস্কুলার(Vascular) সার্জন ছিলেন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাব...
12/04/2023

এই দেশ হারালো একজন কৃতী সন্তানকে। জাফরুল্লাহ চৌধুরী একজন ভাস্কুলার(Vascular) সার্জন ছিলেন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। ১৯৮২ সালের ওষুধ নীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে, ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তাঁর পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে। জাফরুল্লাহ চৌধুরী নাগরিক অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। অসুস্থ শরীরেও তিনি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিলো জাফরুল্লাহ চৌধুরীর। যুক্তরাজ্যে অবস্থানরত চিকিৎসকদের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করা, হাসপাতালের জন্য ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল। যাদের আগে কোনো প্রশিক্ষণ ছিল না এমন নারীরা কয়েক দিনের প্রশিক্ষণ নিয়েই হাসপাতালে সেবার কাজ করেছিলেন।

বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সেই অভিজ্ঞতা জারুল্লাহ চৌধুরী কাজে লাগিয়েছিলেন ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে। প্রাথমিক স্বাস্থ্য সেবা যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দেওয়া সম্ভব–তা গণস্বাস্থ্য কেন্দ্র প্রমাণ করে। সেই অভিজ্ঞতার কথা বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রবন্ধ আকারে প্রকাশিত হয় ১৯৭৫ সালের ২৭ সেপ্টেম্বর। তারপর থেকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবার ধারণাটি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। পরবর্তীকালে ১৯৭৮ সালের এপ্রিল মাসে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুরূপে গড়ে তোলার জন্য "চল গ্রামে যাই"- এই স্লোগান ও উদ্দেশ্য নিয়ে হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্র। জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত ট্রাস্টি হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৮২ সালে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।
স্থানঃ সাভার, ঢাকা।

12/04/2023

বাবা ছিলেন জমিদার।

লন্ডন তখন পাশ করা এই ডাক্তার চাইলে ই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষ ধনী।

কিন্তু তিনি তা হলেন না তিনি হয়ে উঠলেন গরীবের ডাক্তার। এক শার্ট আর এক প্যান্ট পড়া গরীবের জাফর ভাই 💔

গুড বাই “দ্যা গুড ডক্টর জাফর উল্লাহ চৌধুরী”

আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন

‘পুরা প্যান্ট ছিঁড়ে নাই, আমি কী করব? আমি এই প্যান্টটা ফেলে দেব? যে দেশের মানুষ খালি পায়ে চলত। আমি তো ১৯৭১ সালে দেখেছি। আমার শার্টের বয়স প্রায় ৩০ বছর। এখন এই শার্ট যদি না ছেঁড়ে, আমি কী ছিঁড়ে ফেলব?’
সব ভালোমানুষেরা একে একে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।
হয়তো আর গুটিকয়েক মানুষের মৃত্যুর পর এই দেশ মা হারা শিশুর মত হয়ে যাবে। তারপর,তারপর আর ভাবতে ইচ্ছে করেনা।।।।।

10/04/2023

এ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তার আর কোন বন্ধু নেই। মানুষের কাছ থেকে তার আশা করা তখন কমে যায়। কারো ভাল ব্যবহারে সে খুব বেশি উৎফুল্লও হয় না, খারাপ ব্যবহারেও পায় না তেমন কষ্ট। কেননা সে জানে, মানুষ পরিবর্তনশীল, তার রব তো নন। মানুষ ধোঁকা দিতে পারে, তার ইলাহ তো নন।

আলহামদুলিল্লাহ! আমার একজন রব আছেন, যিনি সব শুনেন সব জানেন। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সবচেয়ে দয়ালু। একজন দুর্বল বান্দার জন্য এর চেয়ে বড় সান্ত্বনা তো আর কিছু হতে পারে না।

ওয়ালিল্লাহিল হামদ…









Address

Manda

Telephone

+8801756059405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Blood Helping Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Blood Helping Society:

Share

Category