
13/08/2024
আখলাত হেলথ এন্ড রেজিমেন্টাল থেরাপি কেয়ার
সকল শুভানুধ্যায়ীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আর আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সেবা প্রতিষ্ঠানটির স্থান পরিবর্তন হয়েছে। সেই সাথে সাক্ষাৎ সূচীও কিছুটা পরিবর্তিত হয়েছে।
সুতরাং এখন থেকে যারা হাকীম রুহুল আমিন স্যারের নিকট স্বাস্থ্য পরামর্শ নিতে আসবেন তারা অনুগ্রহপূর্বক নিচের ঠিকানায় যোগাযোগ করবেন।
বর্তমান ঠিকানাঃ
৮ কালীচরণ সাহা রোড, গেন্ডারিয়া, ঢাকা।
(মিল ব্যারাক পুলিশ লাইন এর এক নাম্বার গেট সংলগ্ন)
মুঠোফোন যোগাযোগঃ
01861-831091,
0191 303 74 03 (what's app/bkash)
বর্তমান সময়সূচীঃ
সকাল ৭:০০ থেকে ৯:০০ পর্যন্ত : রবিবার থেকে বৃহস্পতিবার।
বিকেল ৫:৩০ থেকে রাত ১০:০০ পর্যন্ত : শুক্র, শনি, সোম ও বুধ বার।
বিঃদ্রঃ রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত (এপয়েন্টমেন্ট সাপেক্ষে)।
অনলাইন সময়সূচী:
রাত ১০:০০-১১:০০ পর্যন্ত (উপরে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে সরাসরি অডিও কিংবা ভিডিও কলে পরামর্শ সেবা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে উক্ত বিকাশ নাম্বারে পূর্বেই পরামর্শ কি বাবদ ৫০০ টাকা পরিশোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন।)
Symbolic image
Courtesy by: Shamim Sahla Shamma