Akhlat Health Care & Reg. Therapy Center

Akhlat Health Care & Reg. Therapy Center A unique Unani medical clinic. Nature is our only choice.

ইউনানী চিকিৎসা

আখলাত হেলথ এন্ড রেজিমেন্টাল থেরাপি কেয়ার সকল শুভানুধ্যায়ীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।  আর আপনাদের বিশেষ অবগতির জন্য জ...
13/08/2024

আখলাত হেলথ এন্ড রেজিমেন্টাল থেরাপি কেয়ার

সকল শুভানুধ্যায়ীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আর আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সেবা প্রতিষ্ঠানটির স্থান পরিবর্তন হয়েছে। সেই সাথে সাক্ষাৎ সূচীও কিছুটা পরিবর্তিত হয়েছে।
সুতরাং এখন থেকে যারা হাকীম রুহুল আমিন স্যারের নিকট স্বাস্থ্য পরামর্শ নিতে আসবেন তারা অনুগ্রহপূর্বক নিচের ঠিকানায় যোগাযোগ করবেন।

বর্তমান ঠিকানাঃ
৮ কালীচরণ সাহা রোড, গেন্ডারিয়া, ঢাকা।
(মিল ব্যারাক পুলিশ লাইন এর এক নাম্বার গেট সংলগ্ন)
মুঠোফোন যোগাযোগঃ
01861-831091,
0191 303 74 03 (what's app/bkash)

বর্তমান সময়সূচীঃ
সকাল ৭:০০ থেকে ৯:০০ পর্যন্ত : রবিবার থেকে বৃহস্পতিবার।
বিকেল ৫:৩০ থেকে রাত ১০:০০ পর্যন্ত : শুক্র, শনি, সোম ও বুধ বার।
বিঃদ্রঃ রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত (এপয়েন্টমেন্ট সাপেক্ষে)।

অনলাইন সময়সূচী:
রাত ১০:০০-১১:০০ পর্যন্ত (উপরে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে সরাসরি অডিও কিংবা ভিডিও কলে পরামর্শ সেবা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে উক্ত বিকাশ নাম্বারে পূর্বেই পরামর্শ কি বাবদ ৫০০ টাকা পরিশোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন।)

Symbolic image
Courtesy by: Shamim Sahla Shamma

02/08/2024

বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট জনের মুখোমুখিশাহরিয়ার নাজিম জয় নানান বিষয় নিয়ে ১৩টি প্রশ্নHost: Shahriar Nazim Joy Director: Sehangal BiplobWatch More Vi...

ইউনানী চিকিৎসা বিজ্ঞান একটি দর্শন ভিত্তিক বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এখানে ঔষধি উপকরণ হিসেবে সাধারণত প্রাকৃতিক উপকরণ ব্যব...
17/07/2024

ইউনানী চিকিৎসা বিজ্ঞান একটি দর্শন ভিত্তিক বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এখানে ঔষধি উপকরণ হিসেবে সাধারণত প্রাকৃতিক উপকরণ ব্যবহৃত হয়। অর্থাৎ উদ্ভিজ্জ, প্রাণিজ কিংবা খনিজ উপাদান সরাসরি ব্যবহৃত হয়। এবং এই সকল উপকরণের নিজস্ব মিজাজ তথা টেম্পারামেন্ট রয়েছে যা এই চিকিৎসা বিজ্ঞানের একটি অনন্য বৈশিষ্ট্য।
অনেকেরই এই সকল উপাদানের টেম্পারামেন্ট নিয়ে শেষ আগ্রহ রয়েছে কিন্তু এদের টেম্পারামেন্ট সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ।

বেশ কতিপয় জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের অনুরোধে বিভিন্ন উদ্ভিদ রাজীর টেম্পারামেন্ট বিষয়ে একটি লাইভ অনুষ্ঠান হতে পারে।

লাইভটি এই নগণ্যের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে। যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতি বেশ প্রতিকূল অর্থাৎ ছাত্র আন্দোলন চলছে। সুতরাং পরিস্থিতি কিছুটা অনুকূল হলে এই কার্যক্রমটি শুরু হতে পারে।
কখন হলে ভালো হয় মতামত জানালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।।

ইউটিউব চ্যানেল লিংক:

To represent real Unani Medicine to all, this Chanel has been launched. The Chanel is being run by Hakeem Md Ruhul Amin, lecturer and physician, Tibbiya Habibiya College & Hospital, Dhaka, Bangladesh. Chamber : Akhlat Unani Health Care & Hijama Center, Faridabad, Gandaria, Dhaka. Mob: 01913-037403 ....

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন রাসূলুল্লাহ (দ.) বলেছেন, "যে ব্যক্তি প্রতি মাসের সতেরো, উনিশ, বা একুশ তারিখে ...
24/06/2024

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন রাসূলুল্লাহ (দ.) বলেছেন, "যে ব্যক্তি প্রতি মাসের সতেরো, উনিশ, বা একুশ তারিখে হিজামা/ রক্তমোক্ষণ করাবে, তা সকল রোগের মহৌষধ। (আবু দাউদ শরীফ, হাদিস নং-৩৮৬১)

উপর্যুক্ত হাদিস মোতাবেক এখন চলছে হিজামার মোক্ষম সময়।
রোগগ্রস্ততা কিংবা নীরোগ দেহ উভয় ক্ষেত্রেই হিজামা উপকারী।

সুতরাং আপনার আশেপাশের যে সকল রেজিস্টার্ড চিকিৎসক হিজামায় প্রশিক্ষিত তাদের শরণাপন্ন হয়ে এই সুন্নাহ চিকিৎসাটি গ্রহণ করতে পারেন।
আর যারা আমাদের আশেপাশে রয়েছেন তারা আমাদেরকেও নির্বাচন করতে পারেন।

এই জুন মাসে চাঁদের তারিখগুলো যথাক্রমে:
২৩ জুন সূর্যাস্তের পর থেকে ২৪ জন সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।
২৫ জুন সূর্যাস্তের পর থেকে ২৬ জন সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।
২৭ জুন সূর্যাস্তের পর থেকে ২৮ জন সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।
আরো স্মরণীয় যে, আসন্ন জুলাই মাসের চার তারিখ পর্যন্ত হিজামা গ্রহণ নিরাপদ।

বিঃদ্রঃ হিজামার উপকারিতা এবং এ সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত জানার জন্য সংগ্রহ করতে পারেন হাকীম রুহুল আমিন প্রণীত "হিজামা" নামক বইটি যেটি বাংলা ভাষায় প্রণীত হিজামা বিষয়ক প্রথম পুস্তক।

16/06/2024
Clinical examination of liver size detection through palpation and percussion.Done the practical session with the intern...
24/05/2024

Clinical examination of liver size detection through palpation and percussion.

Done the practical session with the intern physicians at Tibbiya Habibiya College Hospital, Bakshi Bazar, Dhaka.

সম্মানিত সুধী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  আখলাত হেল্থ কেয়ার & রেজি : থেরাপি সেন্টারে হাকীম রুহুল আমিন স্যারে...
25/04/2024

সম্মানিত সুধী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আখলাত হেল্থ কেয়ার & রেজি : থেরাপি সেন্টারে হাকীম রুহুল আমিন স্যারের রোগী দেখার সময় সূচী-
শুক্র, শনি, সোম, বুধ মাগরিবের নামাজের পর থেকে রাত ১০ পর্যন্ত।
এবং
রবি, মঙ্গল, বৃহস্পতি রাত ৮ টা থেকে রাত ১০ টা রোগী দেখবেন।

আপনারা যারা ঢাকার বাহির থেকে হাকীম রুহুল আমিন স্যারের পরামর্শ গ্রহণের জন্য আসবেন অবশ্যই আসার পূর্বে যোগাযোগ করে আসবেন।

ধন্যবাদান্তে,
মো: রানা শেখ 01758469621
এ্যাসিস্ট্যান্ট,
আখলাত হেল্থ কেয়ার & রেজি: থেরাপি সেন্টার।

নিজেকে তাপদাহের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করুন :১. যথাসাধ্য ঘরে কিংবা ছায়াযুক্ত স্থানে থাক...
21/04/2024

নিজেকে তাপদাহের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করুন :

১. যথাসাধ্য ঘরে কিংবা ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন।

২. বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া পরিহার করুন।

৩. গুরুপাক খাবার বর্জন করুন এবং লঘুপাক খাবার গ্রহণ করুন। বিশেষ করে গরুর মাংস, তেল, চর্বি এবং ঝাঁঝালো খাবার পরিহার করুন।

৪. পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন এবং রসালো ফলের রস পান করতে পারেন।

৫. রসালো এবং টকযুক্ত ফল ফলাদি গ্রহণ করার চেষ্টা করুন। তরমুজ, মালটা, লেবু, জাম্বুরা, কমলা, বরই, তেতুল, ডাব ইত্যাদি।

৬. বাহিরে বের হলে মাথায় টুপি কিংবা ছাতা ব্যবহার করুন। মেয়েরা মাথায় স্কার্ফ ব্যবহার করুন। সাদা রং হলে ভালো হয়।

৭. সকল ধরনের সিন্থেটিক কাপড় পরিহার করে সুতি কাপড় পরিধান করুন।

সম্মানিত রোগীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  হাকীম রুহুল আমিন স্যার ঈদের ছুটিতে ঢাকা...
18/04/2024

সম্মানিত রোগীগণ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাকীম রুহুল আমিন স্যার ঈদের ছুটিতে ঢাকার বাহিরে ছিলেন। এখন থেকে নিয়মিত Akhlat Health care & Reg. Therapy centre এ রোগী দেখবেন।
আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে আসবেন, আসার পূর্বে যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ
সকলের সুস্বাস্থ্য কামনায় -

মো: রানা শেখ 01758469621
এসিস্টেন্ট,
আখলাত হেলথ কেয়ার & রেজি. থেরাপি সেন্টার।

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when Akhlat Health Care & Reg. Therapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Akhlat Health Care & Reg. Therapy Center:

Share