Shamim Shaibal_শামীম শৈবাল

Shamim Shaibal_শামীম শৈবাল এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
এমএস(রেসিডেন্ট), জেনারেল সার্জারী
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

10/03/2025
একটি বিকেল
10/03/2025

একটি বিকেল

আমার ষোল আনাই বৃথা!
08/03/2024

আমার ষোল আনাই বৃথা!

04/03/2024

হ্যোমিওপ্যাথি আপনার জীবনকে অজান্তেই শেষ করে দিচ্ছে না তো!
হ্যোমিওপ্যাথিকে না বলুন।

বেশ্যারও প্রেমিক থাকে কিন্তু এ শহরের কোনো প্রেমিক নেই।ধর্ষিত এ শহরের পথ ঘাট, ফুটপাতসুউচ্চ দালান,ধর্ষিত খাল পুকুর, বুড়িগঙ...
01/03/2024

বেশ্যারও প্রেমিক থাকে কিন্তু এ শহরের কোনো প্রেমিক নেই।
ধর্ষিত এ শহরের পথ ঘাট, ফুটপাত
সুউচ্চ দালান,
ধর্ষিত খাল পুকুর, বুড়িগঙ্গা
জনতার ঘাম।
ধর্ষিত হাট বাজার, সংসারের হাল
হাসফাস প্রায় হারা প্রাণ,
ধর্ষিত এ শহর কাঁদে, কান্নার সুর বাজে
নিভৃতে নির্ঘুম।

25/02/2024

"আমার ভাইয়ের মৃত্যুর জন্য ঐ ডাক্তার দায়ী"

কোভিডের সময়ের গল্প। হাসপাতালে এক রোগী আসলো। খুব শ্বাসকষ্ট। চেক করার পর বলা হলো রোগীর অবস্থা ভালো না। উন্নত চিকিৎসা দরকার। কিন্তু রোগী খুব দরিদ্র। বৃদ্ধ মা। আর এক ভাই। হাজার খানেক টাকা আছে তাদের কাছে। হাতে পায়ে ধরলো। হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের কাছ থেকে চাঁদা তুললাম। ওষুধ কোম্পানির লোকেরাও তেমন আসে না কোভিডের ভয়ে। ফোন দিয়ে দেখা করতে বলি। এই অসহায় মানুষটির জন্য নির্লজ্জের মতো কিছু দামী ওষুধ চাই। চাঁদার টাকা ও তাদের সহায়তায় লোকটির চিকিৎসা ভালোই চলছিলো। কিন্তু দুঃভাগ্য লোকটির অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে ৫/৬ দিন পর মৃত্যকে আলিঙ্গন করেন। এই অসহায় পরিবারটির পিছনে শ্রম, অর্থ সবই দিয়েছি। মানুষের জীবন যেখানে মুখ্য সেখানে কোভিডকে করেছিলাম নেহাৎই তুচ্ছ। তার আত্নীয় স্বজন কেও আসেনি দেখতে। গ্রামের ধনাঢ্য কোনো ব্যক্তিও দান করেনি একটা টাকা। হিন্দু পরিবারটিকে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এম্বুল্যান্স ব্যবস্থা করে দেওয়া, সৎকার করার জন্য কিছু টাকাও দিলাম।
আর মারা যাওয়ার পর পুরো সময় তার ছোট ভাই হাসপাতালে খুব কান্নাকাটি করতেছিলো। আর চিৎকার করে আমাকে দেখিয়ে বলতেছিলো, আমার ভাইয়ের মৃত্যুর জন্য ঐ ডাক্তার দায়ী।

আমি যে অন্ধের দেশে আয়নার এক ফেরিওয়ালা।

বারবণিতারও প্রেমিক থাকে,এই শহরটাকে কেউ ভালোবাসলো না?কার্টেসি: চঞ্চল ভাই
04/02/2024

বারবণিতারও প্রেমিক থাকে,
এই শহরটাকে কেউ ভালোবাসলো না?

কার্টেসি: চঞ্চল ভাই

অভিনন্দন 💜💜💜
10/01/2024

অভিনন্দন
💜💜💜

নাড়ীর স্পন্দন
25/12/2023

নাড়ীর স্পন্দন

তুমি আছো তুমি নাই 🙂
21/12/2023

তুমি আছো তুমি নাই 🙂

নিঃশ্বাস 🧡
19/12/2023

নিঃশ্বাস 🧡

Address

Manikganj
Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Shaibal_শামীম শৈবাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shamim Shaibal_শামীম শৈবাল:

Share