Sahera Hasan Memorial Hospital - Manikganj

Sahera Hasan Memorial Hospital - Manikganj মানব কল্যাণে নিবেদিত চিকিৎসাসেবা প্রদানকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান।

সবাইকে ঈদের শুভেচ্ছা
21/04/2023

সবাইকে ঈদের শুভেচ্ছা

20/04/2023

নাড়ির টানে ছুটছে প্রাণ। আপনাদের সকলের ঈদ যাত্রা নিরাপদ হোক।

সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছােইদ মোবারক।
02/05/2022

সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছাে
ইদ মোবারক।

27/04/2022

Biopharma Limited নিবেদিত মেডিলাইভের ১৬২০ তম পর্ব - এ পর্বের বিষয় "রোজা ও সুস্থ গর্ভাবস্থা" সাথে থাকছেন

স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
প্রফেসর ডা. রওশন আরা বেগম
অনারারি অধ্যাপক
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মে‌ডি‌কেল ক‌লেজ, ঢাকা
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্ট,
সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতাল
মানিকগঞ্জ, বাংলাদেশ

মিডিয়া পার্টনার - মেডিটক ডিজিটাল

27/04/2022

নামমাত্র মূল্যে হার্নিয়া, ফিস্টুলা, সিজারিয়ান, জরায়ু থেকে শুরু করে নারীদের সব ধরনের অস্ত্রোপচার করা হয়,
সাহেরা- হাসান মেমোরিয়াল হাসপাতালে। রোগীদের পাশে দাড়ানোর এমন দৃষ্টান্ত ছড়িয়ে পড়ার পর যুক্ত হয়েছেন দেশসেরা চিকিৎসকরা।
Sahera- Hasan Memorial Hospital - Manikganj

25/04/2022

দেশসেরা চিকিৎসকদের অংশগ্রহণ ও অধ্যাপক ডাঃ রওশন আরা বেগমের একান্ত প্রচেষ্টায় মানিকগঞ্জে এখন আস্থার নাম সাহেরা- হাসান মেমোরিয়াল হাসপাতাল।
Sahera-Hasan Memorial Hospital - Manikganj

24/04/2022

সাহেরা - হাসান মেমোরিয়াল হাসপাতাল, আস্থা ও বিশ্বাসের ঠিকানা।

22/04/2022

সাহেরা - হাসান মেমোরিয়াল হাসপাতালে শিক্ষা গ্রহণ শেষে সেবার ব্রত নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে দক্ষ স্বাস্থ্য সেবিকা ও প্রশিক্ষিত মিডওয়াইফ।

20/04/2022

গাইনি বিশেষজ্ঞ ডা. রওশন আরা বেগমের সঙ্গে, দেশসেরা হাসপাতাল থেকে আসা, চিকিৎসকদের মাধ্যমে দুই দশক যাবত সেবা দিয়ে যাচ্ছে, সাহেরা- হাসান মেমোরিয়াল হাসপাতাল।

19/04/2022

মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আধুনিক সেবা দিয়ে মানুষের আস্থার যায়গা এখন সাহেরা- হাসান মেমোরিয়াল হাসপাতাল।

17/04/2022

সাধ্য অনুযায়ী টাকা দিয়ে অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন রোগীরা। মহৎপ্রাণ এ চিকিৎসকের ডাকে সাড়া দিয়ে দেশি-বিদেশি অনেক চিকিৎসক ও সার্জন যুক্ত হয়েছেন এ উদ্যোগে

Sahera- Hasan Memorial Hospital - Manikganj

15/04/2022

মানিকগঞ্জে পরিবারের ভিটায় গড়ে তোলা সাহেরা- হাসান মেমোরিয়াল হাসপাতালে মাত্র ১০০ টাকায় সেবা দিচ্ছেন অধ্যাপক ডা. রওশন আরা বেগম।
Sahera- Hasan Memorial Hospital - Manikganj

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরাঅগ্নি স্নানে সুচি হোক ধরা।
14/04/2022

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সুচি হোক ধরা।

13/04/2022

কেন পৈতৃক ভিটায় হাসপাতাল গড়েছিলেন
ডা. রওশন আরা?

12/04/2022
08/03/2022
17/12/2021

ACI Ltd নিবেদিত মেডিটক ডিজিটাল এর ১২৬৪ তম লাইভ অনুষ্ঠানের বিষয়ঃ
"বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসাঃ জানা - অজানা তথ্য" সাথে থাকছেনঃ

অধ্যাপক ডা. টি এ চৌধুরী
সভাপতি, এফএসএসবি

অধ্যাপক ডা. রওশন আরা বেগম
সহ-সভাপতি, এফএসএসবি

অধ্যাপক ডা. পারভিন ফাতেমা
মহাসচিব, এফএসএসবি

অধ্যাপক ডা. রাশিদা বেগম
সাংগঠনিক সম্পাদক, এফএসএসবি

অধ্যাপক ডা. মরিয়ম ফারুকী (স্বাতী)
প্রচার সম্পাদক এফএসএসবি

সঞ্চালনায়ঃ ডা. শারমিন আব্বাসি

মিডিয়া পার্টনারঃ মেডিটক ডিজিটাল

Address

Gorpara
Manikganj

Telephone

+8801711319634

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahera Hasan Memorial Hospital - Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share