29/01/2025
রীতিমতো চুরি না, এগুলা ডাকাতি।। আমাদের মেডিকেলের জন্য চরম লজ্জার এইরকম খবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এগুলা তো হসপিটাল রিলেটেড, একাডেমিক রিলেটেড দুর্নীতি গুলা তো আমরা সাধারণ শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে দেখে আসতেছি,,, প্রতিবছর নতুন চান্সপ্রাপ্তদের থেকে সরকারিভাবে ফিক্সড টাকার থেকেও ডাবল টাকা নেওয়া,,,,,RFST আর study tour এ বাজেটের টাকা নিয়ে চরম অস্বচ্ছতা এবং শিক্ষার্থীদের থেকে এক্সট্রা টাকা নেওয়া,,, প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষায় রেজিষ্ট্রেশন ফি মাত্রারিক্ত নেওয়া,,, জাতীয় দিবসগুলায় একাডেমিক ভবনের অসহায় লেভেলের সাজসজ্জা; এইরকম আরও অনেক দুর্নীতিতে জর্জরিত আমাদের প্রাণপ্রিয় মানিকগঞ্জ মেডিকেল।। আমরা সাধারণ শিক্ষার্থীরা এগুলো আর মেনে নিতে পারিনা। এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন একাডেমিক এবং হসপিটালে তারা এইসব দুর্নীতিতে সংশ্লিষ্টদের ব্যাপারে কি ব্যবস্থা নিবেন এবং ভবিষ্যতে এসব দুর্নীতি প্রতিরোধে আমরা মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কঠোর এবং স্বচ্ছতার সাথে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।।