
16/09/2024
Sexual Herps Somplex- যৌন রোগের মধ্যে হারপেস সিমপ্লেক্স একটি অন্যতম যৌন রোগ। অবাধ যৌন মিলনের মাধ্যমে পুরুষ ও নারীর যৌনাঙ্গে এ রোগ সংক্রমিত হয়। পুরুষ সমকামীদের ক্ষেত্রে মলদ্বারে ও পুরুষাঙ্গে ক্ষত দেখা যাব। মহিলাদের ক্ষেত্রে সাধারণত যোনী পথে এবং পায়ু সংগমের মাধ্যমে পায়ু পথে সংক্রমিত হয়।
লক্ষণঃ
পুরুষের ক্ষেত্রেঃ পুরুষাঙ্গের মাথায়, পায়খানার রাস্তায় ছোট ছোট দানার মত ফোসকা দেখা যাবে।
মহিলাদের ক্ষেত্রেঃ
১. যৌনিপথে, মলদ্বারে ছোট ছোট ফোসকা দেখা যাবে।
২. ফোসকাগুলো গলে যাবে এবং ঘা হবে।
৩. কুচকির লিমফ নোডসগুলো ফুলে যাবে এবং ব্যথা হবে।
৪. অল্প অল্প জ্বর থাকবে।
৫. কোমড় ব্যথা হবে।
৬. প্রস্রাব আটকে যাবে এবং ফোটায় ফোটায় প্রস্রাব হবে।
৭. প্রস্রাবে জ্বালাপোড়া থাকতে পারে।
৮. এ রোগকে অনেকেই সিপিলিস রোগ মনে করে ভুল করে তাই পরীক্ষা নিরীক্ষা করে এ রোগের চিকিৎসা দেয়া উচিত।