International Training Institute of Health Science

International Training Institute of Health Science প্যারামেডিকেল, নার্সিং, ডেন্টাল,প্যাথলজি, ফিজিওথেরাপি ট্রেনিং ইনস্টিটিউট।

Sexual Herps Somplex- যৌন রোগের মধ্যে হারপেস সিমপ্লেক্স একটি অন্যতম যৌন রোগ। অবাধ যৌন মিলনের মাধ্যমে পুরুষ ও নারীর যৌনাঙ...
16/09/2024

Sexual Herps Somplex- যৌন রোগের মধ্যে হারপেস সিমপ্লেক্স একটি অন্যতম যৌন রোগ। অবাধ যৌন মিলনের মাধ্যমে পুরুষ ও নারীর যৌনাঙ্গে এ রোগ সংক্রমিত হয়। পুরুষ সমকামীদের ক্ষেত্রে মলদ্বারে ও পুরুষাঙ্গে ক্ষত দেখা যাব। মহিলাদের ক্ষেত্রে সাধারণত যোনী পথে এবং পায়ু সংগমের মাধ্যমে পায়ু পথে সংক্রমিত হয়।
লক্ষণঃ
পুরুষের ক্ষেত্রেঃ পুরুষাঙ্গের মাথায়, পায়খানার রাস্তায় ছোট ছোট দানার মত ফোসকা দেখা যাবে।
মহিলাদের ক্ষেত্রেঃ
১. যৌনিপথে, মলদ্বারে ছোট ছোট ফোসকা দেখা যাবে।
২. ফোসকাগুলো গলে যাবে এবং ঘা হবে।
৩. কুচকির লিমফ নোডসগুলো ফুলে যাবে এবং ব্যথা হবে।
৪. অল্প অল্প জ্বর থাকবে।
৫. কোমড় ব্যথা হবে।
৬. প্রস্রাব আটকে যাবে এবং ফোটায় ফোটায় প্রস্রাব হবে।
৭. প্রস্রাবে জ্বালাপোড়া থাকতে পারে।
৮. এ রোগকে অনেকেই সিপিলিস রোগ মনে করে ভুল করে তাই পরীক্ষা নিরীক্ষা করে এ রোগের চিকিৎসা দেয়া উচিত।

আপনি কি! শিক্ষিত হয়েও, বেকার জীবন যাপন করছেন। আসুন, একটি সম্মানজনক পেশায়, নিজেকে যুক্ত করুন। মানব সেবায় আমাদের একটিমা...
14/09/2024

আপনি কি! শিক্ষিত হয়েও, বেকার জীবন যাপন করছেন। আসুন, একটি সম্মানজনক পেশায়, নিজেকে যুক্ত করুন। মানব সেবায় আমাদের একটিমাত্র প্রশিক্ষণ গ্রহণ করে, আপনি একজন মানব সেবক হিসাবে নিজেকে তৈরি করুন।
অনলাইন ও অফলাইন DMA / DMS / LMAF / paramedical /প্যারামেডিকেল (পল্লী চিকিৎসক) কোর্সে ভর্তি চলছে।

"স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত হোন, দেশ সেবায় এগিয়ে আসুন"
"প্রশিক্ষন নিন, বদলে যাবে আপনার দিন"

♦ কোর্স সমুহঃ
✓ L.M.A.F (পল্লী চিকিৎসক)- ৬ মাস
√ MCH ( মা ও শিশু স্বাস্থ্য)-- ৩/6 মাস
✓ D.M.S (ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স ): ১ বছর
✓ D.M.A (ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্টেন্ট ): ১ বছর
✓ Paramedical - ১ বছর
✓Skin & VD (চর্ম ও যৌন) - 6 মাস।
✓Diploma in Nursing / Dental (Certificate course) - ১ বছর।

কোর্স করে যা শিখতে পারবেন:
√ কমন রোগের চিকিৎসা
√ রোগের কারন ,লক্ষণ ও টেষ্ট সম্পর্কে বিস্তারিত ধারণা।
✔জ্বর মাপা।
✔ইনজেকশন পুশিং
✔স্যালাইন পুশিং
✔কাটা জায়গা সেলাই।
✔ব্যান্ডেজ
✔ড্রেসিং
✔ডায়বেটিস পরীক্ষা।
✔রক্তচাপ মাপা
✔রক্তের গ্রুপ পরীক্ষা।
✔ ইনসুলিন দেয়া
✔ নেবুলাইজার দেয়া
✔পাল্স অক্সিমিটারের ব্যবহার।
✔বিভিন্ন টেস্টের রিপোর্ট বুঝা।
✔সার্জিক্যাল যন্ত্রপাতির নাম ও ব্যবহার হাতে কলমে শিখানো হয়।

কর্মসংস্থানঃ
পল্লী চিকিৎসক কোর্স করে সাধারন মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করে একটি সম্মানজনক পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং আত্ম নির্ভরশীল হওয়া।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট :

*সাবেক পিজি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষন দান।

*চাকরি জীবীদের জন্য শুক্রবার সন্ধাকালীন এবং দূর শিক্ষনের ব্যবস্থা রয়েছে
*হাতে কলমে ইনজেকশন পুশিং,মাইনর সেলাই,ড্রেসিং, নেবুলাইজেশন,প্যাথলজিক্যাল রিপোর্ট বোঝা ও ইমারজেন্সি প্যাশেন্ট ম্যানেজমেন্ট টেকনিক শেখানোর ব্যবস্থা আছে...
*নতুন ফার্মেসি ব্যবসা ব্যবস্থাপনা ও ড্রাগ লাইসেন্স এর এর ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া হয়..
*তুলামুলক দূরবল শিক্ষার্থীদের জন্য রয়েছে এক্সট্রা প্রাইভেট কেয়ার এর ব্যবস্থা।

শিক্ষাগত যোগ্যতা: SSC বা দাখিল সমমান,যে কোন সাল/যে কোন বয়স.
👉👉 কোর্স ফি :আলোচনা সাপেক্ষে।

ঠিকানা : মোতালেব প্লাজা তৃতীয় তলা, মানিকগঞ্জ টাউন মানিকগঞ্জ সদর,(আফরোজা রমজান গার্লস স্কুলের বিপরীত পাশে) ।

বাস স্ট্যান্ড অফিস :আর কে প্লাজ, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড রাজ হোটেলের পূর্ব পাশে

মোবাইল :01791 062444

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি কি শিক্ষিত হয়েও বেকার জীবন যাপন করছেন আসুন একটি সম্মানজনক পেশায় নিজেকে যুক্ত করুন মা...
14/09/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আপনি কি শিক্ষিত হয়েও বেকার জীবন যাপন করছেন আসুন একটি সম্মানজনক পেশায় নিজেকে যুক্ত করুন মানব সেবায় আমাদের একটিমাত্র প্রশিক্ষণ গ্রহণ করে আপনি একজন মানব সেবক হিসাবে নিজেকে তৈরি করুন।
অনলাইন ও অফলাইন DMA / DMS / LMAF / প্যারামেডিকেল (পল্লী চিকিৎসক) কোর্সে ভর্তি চলছে।
"স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত হোন, দেশ সেবায় এগিয়ে আসুন"
"প্রশিক্ষন নিন, বদলে যাবে আপনার দিন"
♦ কোর্স সমুহঃ
✓ L.M.A.F (পল্লী চিকিৎসক)- ৬ মাস
√ MCH ( মা ও শিশু স্বাস্থ্য)-- ৩/6 মাস
✓ D.M.S (ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স ): ১ বছর
✓ D.M.A (ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্টেন্ট ): ১ বছর
✓ Paramedical - ১ বছর
✓Skin & VD (চর্ম ও যৌন) - 6 মাস।
✓Diploma in Nursing / Dental (Certificate course) - ১ বছর।
কোর্স করে যা শিখতে পারবেন:
√ কমন রোগের চিকিৎসা
√ রোগের কারন ,লক্ষণ ও টেষ্ট সম্পর্কে বিস্তারিত ধারণা।
✔জ্বর মাপা।
✔ইনজেকশন পুশিং
✔স্যালাইন পুশিং
✔কাটা জায়গা সেলাই।
✔ব্যান্ডেজ
✔ড্রেসিং
✔ডায়বেটিস পরীক্ষা।
✔রক্তচাপ মাপা
✔রক্তের গ্রুপ পরীক্ষা।
✔ ইনসুলিন দেয়া
✔ নেবুলাইজার দেয়া
✔পাল্স অক্সিমিটারের ব্যবহার।
✔বিভিন্ন টেস্টের রিপোর্ট বুঝা।
✔সার্জিক্যাল যন্ত্রপাতির নাম ও ব্যবহার হাতে কলমে শিখানো হয়।
কর্মসংস্থানঃ
পল্লী চিকিৎসক কোর্স করে সাধারন মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করে একটি সম্মানজনক পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং আত্ম নির্ভরশীল হওয়া।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট :
*সাবেক পিজি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষন দান।
*চাকরি জীবীদের জন্য শুক্রবার সন্ধাকালীন এবং দূর শিক্ষনের ব্যবস্থা রয়েছে
*হাতে কলমে ইনজেকশন পুশিং,মাইনর সেলাই,ড্রেসিং, নেবুলাইজেশন,প্যাথলজিক্যাল রিপোর্ট বোঝা ও ইমারজেন্সি প্যাশেন্ট ম্যানেজমেন্ট টেকনিক শেখানোর ব্যবস্থা আছে...
*নতুন ফার্মেসি ব্যবসা ব্যবস্থাপনা ও ড্রাগ লাইসেন্স এর এর ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া হয়..
*তুলামুলক দূরবল শিক্ষার্থীদের জন্য রয়েছে এক্সট্রা প্রাইভেট কেয়ার এর ব্যবস্থা।

শিক্ষাগত যোগ্যতা: SSC বা দাখিল সমমান,যে কোন সাল/যে কোন বয়স.
👉👉 কোর্স ফি :আলোচনা সাপেক্ষে।
ঠিকানা : মানিকগঞ্জ সদর, টাউন এ।
মোবাইল :01791 062444

11/09/2024

𝐃𝐢𝐚𝐫𝐫𝐡𝐨𝐞𝐚 & 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐥𝐲𝐭𝐞

🔴কোন রোগীর যদি 𝐆𝐚𝐬𝐭𝐫𝐨𝐞𝐧𝐭𝐞𝐫𝐢𝐭𝐢𝐬 (food poisoning) হলে আগে vomiting হবে। এর পর 𝐋𝐨𝐨𝐬𝐞 𝐦𝐨𝐭𝐢𝐨𝐧 হবে। আমরা এই রোগীকে 𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 saline দিব।

🔴আর 𝐃𝐢𝐚𝐫𝐫𝐡𝐨𝐞𝐚 তে 𝐥𝐨𝐨𝐬𝐞 motion আগে হবে। এর ফলে 𝐞𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐥𝐲𝐭𝐞 𝐢𝐦𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 হবে। যার জন্য Vomiting হবে। এই রোগীকে 𝐂𝐡𝐨𝐥𝐞𝐫𝐚 𝐬𝐚𝐥𝐢𝐧𝐞 দিতে হবে।

🔴আর পাতলা পায়খানা ও বমি যদি এক সাথে হয় তাহলে আগে 𝐂𝐡𝐨𝐥𝐞𝐫𝐚 saline দিব। এরপর দিব normal saline. যদি Cholera saline না পাওয়া যায় তাহলে আগে normal slaine দিব এর পর Cholera saline দিতে হবে।

🔴Diarrhoea রোগীকে 5% 𝐃𝐀 দেয়া সম্পূর্ণ নিষেধ। 👽 কারন 𝐁𝐫𝐚𝐢𝐧 𝐞𝐝𝐞𝐦𝐚 হয়ে রোগী মারা যাবে।

🔶এছাড়া পাতলা পায়খানার রোগীকে Saline এর পাশাপাশি 𝐳𝐢𝐧𝐜 দেই এতে রোগী তাড়াতাড়ি ভালো হয়।

🔷Diarrhoea এর রোগীর পাতলা পায়খানার সময় 𝐰𝐚𝐭𝐞𝐫 𝐬𝐨𝐥𝐮𝐛𝐥𝐞 𝐯𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐥𝐨𝐬𝐬 হয়। তাই water soluble vitamin দিতে হবে।
কিন্তু কখন দিব?
পাতলা পায়খানা ভালো হয়ে যাওয়ার পর দিতে হবে, পাতলা পায়খানা চলাকালীন দিলে সেটা আরো বেশী হবে কারন water soluble vitamin peristalsis বাড়ায়।

🙆‍♂️water soluble vitamin বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ কারন একজন বাচ্চার প্রথম ২ বছর 𝐦𝐲𝐞𝐥𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 complete হয়। তাই ২ বছরের কম বাচ্চার যদি ঘন ঘন পাতলা পায়খানা হয় তার 𝐧𝐞𝐫𝐯𝐞 𝐟𝐢𝐛𝐞𝐫 এর myelination হবেনা। বাচ্চা হাভাগোবা হবে।

🔴আর একটা কথা, পাতলা পায়খানা হলে 𝐋𝐨𝐩𝐞𝐫𝐚𝐦𝐢𝐝𝐞 দিব না। কারন এটা a**s কে বন্ধ করবে। ফলে micro organism গুলোর Toxin intestine এর epithelium কে erosion করবে।২-৩ মাসেও তখন পাতলা পায়খানা ভালো হবেনা।
তাই পাতলা পায়খানা হলে water & electrolyte balance করার চেষ্টা করতে হবে।

🔷🔶Dm, Hypertension এর রোগীকে saline অবশ্যই দিতে হবে। না হলে fluid loss হয়ে, electrolyte loss হয়ে Cardiac arrest এ রোগী মারা যাবে।

🔷🔶পাতলা পায়খানা হলে NSAID দেয়া যাবেনা। এতে kidney damage হওয়ার সম্ভাবনা থাকে।

🔴আবার যে সকল Hypertension এর রোগী ACE inhibitor ব্যাবহার করেন তারা যতদিন পাতলা পায়খানা থাকে সেটা বন্ধ রাখতে হবে। এতে তার kidney নিরাপদ থাকবে।
ধন্যবাদ।
সংগৃহীত

সীমিত আসনে ভর্তি চলছে
09/09/2024

সীমিত আসনে ভর্তি চলছে

09/09/2024
 #কেয়ারগিভারস কোর্স এ ভর্তি চলছে, মানিকগঞ্জ সদর এ কেয়ারগিভারস সার্টিফিকেট কোর্সটি কেন করবেন?👉কোর্সটি "বাংলাদেশ কারিগরী শ...
05/09/2024

#কেয়ারগিভারস কোর্স এ ভর্তি চলছে, মানিকগঞ্জ সদর এ

কেয়ারগিভারস সার্টিফিকেট কোর্সটি কেন করবেন?

👉কোর্সটি "বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড" কর্তৃক অনুমোদিত এবং এই কোর্সের সার্টিফিকেট পৃথিবীর বিভিন্ন দেশে স্বীকৃত।

👉কেয়ারগিভার পেশাটি দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদা সম্পন্ন, উচ্চবেতনের এবং সম্মানজনক পেশা।

👉কোর্সটির মেয়াদকাল মাত্র তিন/ছয় মাস (শর্ট কোর্স)।
👉কোর্স চলাকালীন খন্ডকালীন (পার্ট টাইম) চাকুরীর সুবিধা।
👉কোর্স শেষে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার সমূহে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ।
👉কোর্স শেষে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে চাকরির সুযোগ।

👉ইনস্টিটিউটের অত্যাধুনিক ভাষাশিক্ষা ল্যাবে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ভাষা যেমনঃ ইংরেজি (বাধ্যতামূলক), জাপানী, আরবী, কোরিয়ান, ইতালিয়ান ইত্যাদি শিক্ষার সুবিধা।(বিশেষ দ্রষ্টব্য :চার্চ প্রযোজ্য)

👉ইনিস্টিটিউটের নিজস্ব ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে স্বল্প খরচে থাকা খাওয়া ও পড়াশুনার সুবিধা।

যোগাযোগ :
ইন্টারন্যাশনাল ট্রেনিং ইন্সটিটিউট অফ হেলথ সাইন্স এন্ড টেকনলজি, মানিকগঞ্জ।
মোতালেব প্লাজা, তৃতীয় তলা, মানিকগঞ্জ টাউন,
আফরোজা রমজান গার্লস স্কুলে বিপরীত পাশে
মানিকগঞ্জ সদর
মোবাইল : 01791062444

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when International Training Institute of Health Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram