Rafique Medical Hall

Rafique Medical Hall Allah is Almighty... We believe in Almighty and serve you by medicine. Thank you

বাচ্চাদের মুখে আদর করবেন না।আপনার কারণে আপনার শিশু ভুগতে পারে RSV দিয়ে।🔺শিশুদের মধ্যে RSV-এর উপসর্গনাক দিয়ে পানি পড়াকা...
08/11/2025

বাচ্চাদের মুখে আদর করবেন না।আপনার কারণে আপনার শিশু ভুগতে পারে RSV দিয়ে।

🔺শিশুদের মধ্যে RSV-এর উপসর্গ

নাক দিয়ে পানি পড়া

কাশি, হাঁচি

জ্বর (মৃদু বা মাঝারি)

খাওয়ায় অনীহা

শ্বাস নিতে কষ্ট (দ্রুত বা হুইজিং শব্দসহ)

👉 গুরুতর অবস্থায় RSV bronchiolitis বা pneumonia করতে পারে, বিশেষ করে ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

🌞 বাংলাদেশের জন্য পূর্ণাঙ্গ রৌদ্রস্নান রুটিন (Sunlight Routine for Hormone–Circadian–Vitamin D Balance)🕕 সময়: ৬:৩০ – ৯:০...
24/10/2025

🌞 বাংলাদেশের জন্য পূর্ণাঙ্গ রৌদ্রস্নান রুটিন (Sunlight Routine for Hormone–Circadian–Vitamin D Balance)

🕕 সময়: ৬:৩০ – ৯:০০ সকাল

উদ্দেশ্য: সার্কাডিয়ান রিদম রিসেট, কর্টিসল ও মেলাটোনিন ব্যালান্স
কী করবেন:

১৫–২০ মিনিট খালি চোখে (চশমা ছাড়া) রোদে থাকুন

সূর্যের দিকে না তাকিয়ে এমন জায়গায় থাকুন যেখানে আলো সরাসরি চোখে পড়ে

মুখ, গলা, বাহু খোলা রাখুন

হালকা ব্যায়াম, হাঁটা, প্রানায়াম (শ্বাসপ্রশ্বাস অনুশীলন)

পানিশূন্যতা এড়াতে এক গ্লাস পানি পান করে নিন

অতিরিক্ত টিপস:
এই সময় “মর্নিং ব্লু লাইট” রেটিনা দিয়ে ব্রেইনে পৌঁছে সার্কাডিয়ান ঘড়ি চালু করে। এটি কর্টিসল হরমোনকে প্রাকৃতিকভাবে বাড়ায়—ফলে আপনি সতেজ, ফোকাসড ও এনার্জেটিক থাকেন সারাদিন।

☀️ সময়: ৯:৩০ – ১১:৩০ সকাল

উদ্দেশ্য: ভিটামিন D উৎপাদন
নির্দেশনা (ত্বকের রঙ অনুযায়ী সময়):

ফর্সা ত্বক → ১০–১৫ মিনিট

মাঝারি ত্বক → ২০–২৫ মিনিট

শ্যামলা ত্বক → ৩০–৪০ মিনিট

কী করবেন:

শরীরের ৩০–৪০% অংশ খোলা রাখুন (মুখ, গলা, বাহু, পা)

কাঁচ বা কাপড়ের আড়ালে যাবেন না

সানস্ক্রিন ব্যবহার করবেন না

রোদে যাওয়ার আগে পানি পান করুন

হালকা নড়াচড়া করলে (হাঁটা, বাগানে কাজ ইত্যাদি) রক্তসঞ্চালন বাড়ে ও ভিটামিন D উৎপাদন ত্বরান্বিত হয়

সতর্কতা:
অতি গরমে মাথায় কাপড় দিন, এবং অতিরিক্ত ঘাম হলে ছায়ায় চলে আসুন।

🌤️ সময়: ১২:০০ – ২:৩০ দুপুর

উদ্দেশ্য: ইমিউন শক্তি বাড়ানো, ইনফ্লেমেশন কমানো, টক্সিন বের করা
কী করবেন:

৫–৭ মিনিট রোদে থাকুন (হাতে–পায়ে রোদ পড়লেই যথেষ্ট)

এই সময় বেশি সময় থাকা বিপজ্জনক হতে পারে—তাপ ও UV দুটোই সর্বাধিক

রোদ থেকে এসে পানি পান করুন, বিশ্রাম নিন

🌇 সময়: ৪:০০ – ৫:৩০ বিকেল

উদ্দেশ্য: ইনফ্রারেড হিলিং, ঘুমের প্রস্তুতি, হরমোন ব্যালান্স
কী করবেন:

১৫–৩০ মিনিট রোদে হাঁটুন বা বসে থাকুন

সূর্যের আলো যেন চোখে পড়ে (চশমা ছাড়া)

মন শান্ত রাখুন—মেডিটেশন বা ধীর হাঁটা সবচেয়ে ভালো

কারণ:
এই সময় সূর্যের আলোতে near-infrared light বেশি থাকে, যা কোষ মেরামত, ইনফ্লেমেশন কমানো এবং সন্ধ্যার সময় মেলাটোনিন তৈরির প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে।

🧒 বয়সভিত্তিক সময়সূচি সংক্ষিপ্তভাবে

বয়স রোদে থাকার সময় সময়সীমা বিশেষ পরামর্শ

০–৬ মাস ৩–৫ মিনিট (পরোক্ষ আলো) সকাল ৭–৮টা সরাসরি রোদ নয়, জানালার পাশে ছায়া
৬ মাস–৫ বছর ১০–১৫ মিনিট সকাল ৭–৯টা হালকা পোশাক, খেলাধুলা
১৩–২০ বছর ২০–৩০ মিনিট সকাল ৮–১০:৩০ ব্যায়ামসহ রোদে থাকা
প্রাপ্তবয়স্ক ২০–৪০ মিনিট সকাল ৯–১১টা শরীরের ৩০–৪০% খোলা
বয়স্ক (>৬০) ৩০–৪৫ মিনিট সকাল ৯–১১টা বসে রোদে থাকা, পানিশূন্যতা এড়ানো

🥗 খাদ্য সহায়তা (Vitamin D Metabolism Boosters)

রোদ থেকে পাওয়া ভিটামিন D তখনই কার্যকর হয় যখন আপনার ডায়েটে নিচের উপাদানগুলো পর্যাপ্ত থাকে—

ক্যালসিয়াম: দুধ, দই, ছোট মাছ, তিল

ম্যাগনেশিয়াম: কলা, বাদাম, মিষ্টি কুমড়া, পালং

ওমেগা-৩: ইলিশ, টুনা, ফ্ল্যাক্সসিড

জিঙ্ক: ডিম, কুমড়ার বিচি, গরুর কলিজা

প্রোটিন: ডিম, মাছ, ডাল, ছোলা

🌦️ আবহাওয়া অনুযায়ী সমন্বয়

গ্রীষ্মে: সময় কমিয়ে নিন (১০–১৫ মিনিট যথেষ্ট)

শীতে: সময় বাড়ান (৩০–৪৫ মিনিটও লাগতে পারে)

মেঘলা দিনে: UV কমলেও, “visible light” সার্কাডিয়ান ঘড়ির জন্য যথেষ্ট — তাই প্রতিদিন বাইরে যান।

কিডনির যত্ন নেন। ডায়ালাইসিসের খরচ জানেন? এক বার করলে এপোলো ইউনাইটেডে মাত্র ৮ হাজার টাকা, অনেক জায়গায় আড়াই থেকে চার। শুধু...
21/10/2025

কিডনির যত্ন নেন। ডায়ালাইসিসের খরচ জানেন? এক বার করলে এপোলো ইউনাইটেডে মাত্র ৮ হাজার টাকা, অনেক জায়গায় আড়াই থেকে চার। শুধু গণস্বাস্থ্যে আটশ টাকা। কম না অনেক? সপ্তাহে ৩ বার করে লাগে। কিন্তু বিন্দুবিন্দু করে ৫ বছরে সাগর হয়।
কিডনি নিজে ব্লাড ফিল্টার করতে না পারলে তখন ডায়ালাইসিস করতে হয়। কন্টিনিউয়াসলি মোট রক্তের ১~২% বের করে তা থেকে মেমব্রেন দিয়ে আয়ন ও পানি সরায়। আর রক্তটা আবার শরীরে ফেরত দেয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বললে purge টাকে সেপারেটরের পর আবার রিসাইকেল করা।

মেডিকেল ক্যাম্পাস

৫ বছর ধরে সপ্তাহে ৩টা করে করালে সাড়ে তিন হাজার করে প্রায় ২৮ লাখ। প্রচুর ওষুধ লাগে, সপ্তাহে ৩~৯ হাজার হলে প্রায় ৮~২৬ লাখ, প্রতিবার যাওয়া আসায় ৮০০ টাকা লাগলে মোট ৬.৫ লাখ। রেগুলার টুকটাক টেস্টে ৩ লাখ। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হবেই, তাই বছরে দুই একবার হসপিটালাইজ করতেই হবে। দশবার লাগলে খরচ ৫~২০ লাখ। লোক কম হলে বা স্বচ্ছল হলে বাসায় নার্সও রাখা যায়।

মানে ৫ বছরে ৬০ লাখ থেকে দেড় কোটি টাকার মতো লাগে। এর ফলে আপনি ভালো হবেন না, জাস্ট বেচে থাকবেন। আসল খরচ তো রোগীর সামর্থ্য অনুযায়ী।

রাত জাগতে ভালো লাগে? পানি কম খান? হিসু চেপে রাখেন? ডায়াবেটিস নিয়ে চিন্তা নাই? হাই ব্লাডপ্রেশার পাত্তা দেন না? হাবিজাবি খাইতে ভাল্লাগে? ফাস্ট ফুড? দোকানের ফ্রিজে রাখা বার্গারের পেটির ডীপ ফ্রাই বা মেয়নেস ভর্তি পিজ্জা? আইসক্রিম? ভাজা পোড়া? হাবিজাবি? সফট আর হার্ড ড্রিংক্স?ওজন কমানোরর জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট?

কংগ্রাচুলেশনস! আপনার তো আকাশ ভরা তারা ! 📌📌



© ড.মাসুদুর রহমান

যাদের ফ্রিজের ঠান্ডা পানি খুব বেশি প্রিয়, ...........সাবধান হয়ে যান ✋🏻🚦🖐🏻.............
15/10/2025

যাদের ফ্রিজের ঠান্ডা পানি খুব বেশি প্রিয়, ...........সাবধান হয়ে যান ✋🏻🚦🖐🏻.............

.    সকাল ১০টা থেকে   .    বিকেল ৩টার রোদ   .        গায়ে লাগালে        .Vitamin D তৈরি হয় 🌞.এছাড়া চর্বিযুক্ত মাছ, মাংস...
15/10/2025

. সকাল ১০টা থেকে . বিকেল ৩টার রোদ . গায়ে লাগালে .Vitamin D তৈরি হয় 🌞.

এছাড়া চর্বিযুক্ত মাছ, মাংসের লিভার, মাছের তেল, পনির, সয়া, ডিম, কমলার জুসে ভিটামিন ডি থাকে। 🐟🥩🫕🥃

🩺 Sagittal View of a 12-Week Fetus…saddest but most impactful image online 🥺At just 12 weeks of gestation, the human bod...
14/10/2025

🩺 Sagittal View of a 12-Week Fetus…saddest but most impactful image online 🥺

At just 12 weeks of gestation, the human body is already remarkably complex.
This sagittal section reveals the delicate architecture of developing organs — the forming brain, spinal cord, heart, lungs, and limbs — all in precise coordination under genetic and cellular control.

By this stage:
🧠 The brain’s major regions are visible and beginning to specialize.
❤️ The heart has been beating for nearly two months.
🫁 The lungs are forming bronchial branches.
🦴 Bones begin to harden as the skeletal system matures.

Fetal anatomy offers a humbling look at the precision of early human development — where every structure, cell, and signal must align perfectly to sustain life.

SHARE ↪️ Follow ✅              ©Clear Concept
07/10/2025

SHARE ↪️ Follow ✅




©Clear Concept

💀🧠🫀 Your body is more mind-blowing than you think • 🫀 60,000 miles of blood vessels pumping nonstop… that’s enough to wr...
21/09/2025

💀🧠🫀 Your body is more mind-blowing than you think
• 🫀 60,000 miles of blood vessels pumping nonstop… that’s enough to wrap around Earth 2.5 times.
• 🧠 90,000 miles of nerves firing every sensation, thought, and reflex in your body.
• 💀 206 bones holding you upright, protecting your organs, and letting you move.

And here’s the wild part 👉 Doctors only started seeing inside the body in 1895, when X-rays were discovered. One invention changed medicine forever.

Next time you move your hand, blink your eye, or take a breath… remember, you’re literally a walking miracle. ✨

! জলাতঙ্ক 🚨 সতর্কতা !
31/08/2025

! জলাতঙ্ক 🚨 সতর্কতা !

যখন আপনি দীর্ঘ সময় (১৪-২৪ ঘণ্টা) না খেয়ে থাকেন, তখন আপনার শরীর একটি আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। সে সময় শরী...
30/08/2025

যখন আপনি দীর্ঘ সময় (১৪-২৪ ঘণ্টা) না খেয়ে থাকেন, তখন আপনার শরীর একটি আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। সে সময় শরীর নিজের পুরনো, নষ্ট, কিংবা অসুস্থ কোষগুলো “খেয়ে ফেলে” অর্থাৎ ভেঙে পুনর্ব্যবহার করে!
আর এই প্রক্রিয়ার নাম “অটোফ্যাজি” যার অর্থই হলো “নিজেকে খাওয়া”!

এতে কী হয় জানেন?
🔹 বয়সজনিত কোষ দূর হয়
🔹 প্রদাহ সৃষ্টিকারী কোষ পরিষ্কার হয়
🔹 এমনকি ক্যান্সার বা অ্যালঝেইমারের মতো রোগের কোষও নষ্ট করতে শুরু করে!

এই পুরো প্রক্রিয়াটা শরীরের একটা প্রাকৃতিক ডিটক্স সিস্টেম। কোষের ভেতরের আবর্জনা, খারাপ প্রোটিন, নষ্ট মাইটোকন্ড্রিয়া সব পরিষ্কার হয়ে যায়। ফলে শরীর ভিতর থেকে সতেজ হয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

এই অসাধারণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, যিনি ২০১৬ সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার। 🏅

আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে আপনি চাইলেই এই শক্তিশালী প্রক্রিয়াটি শুরু করতে পারেন শুধুই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে!

বয়স কমাতে চান? শরীরকে ভিতর থেকে সারাতে চান? রোগ প্রতিরোধ বাড়াতে চান?
তাহলে মাঝে মাঝে না খাওয়াটাই হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি।
(সর্বোত্তম উপায় হচ্ছে রোজা রাখা।)

গোসলের সময় স্ট্রোকের ঝুঁকি !আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গোসল । কিন্তু এই সাধারণ অভ্যাসটি যদি ভুলভাবে করা হয়...
20/08/2025

গোসলের সময় স্ট্রোকের ঝুঁকি !
আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গোসল । কিন্তু এই সাধারণ অভ্যাসটি যদি ভুলভাবে করা হয়, তা হতে পারে প্রাণঘাতী । বিশেষ করে বাথরুমে ঢুকে প্রথমেই মাথায় পানি ঢালার অভ্যাসটি !

গবেষণা বলছে,
মাথায় হঠাৎ ঠান্ডা পানি ঢাললে শরীরের রক্তসঞ্চালন হঠাৎ করে বেড়ে যায় । এতে দ্রুত মাথায় রক্ত উঠে গিয়ে মস্তিষ্কের ধমনী বা কৈশিক ছিঁড়ে যেতে পারে । ফলস্বরূপ ঘটে স্ট্রোক, যা অনেক সময় মাটিতে পড়ে যাওয়ার কারণও হয়ে দাঁড়ায় । কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের ঝুঁকি পূর্বে ধারণার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ ।

বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতের ঘটনা ক্রমাগত বাড়ছে । চিকিৎসকদের মতে, গোসলের সময় শরীরের তাপমাত্রা ধীরে ধীরে বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হয় । হঠাৎ মাথায় জল ঢাললে সেই সামঞ্জস্য ভেঙে যায়, এবং রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোকের আশঙ্কা তৈরি হয় ।

তাই গোসলের সঠিক নিয়ম জানা ও মানা অত্যন্ত জরুরি । প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে, তারপর ধীরে ধীরে উপর দিকে জল দিতে দিতে কাঁধ পর্যন্ত যেতে হবে । মুখে জল দেওয়ার পর সবার শেষে মাথায় জল দেওয়া উচিত । এই পদ্ধতি বিশেষভাবে অনুসরণ করা উচিত যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল বা মাইগ্রেন রয়েছে ।

Address

Barangail, Manikganj
Manikganj

Opening Hours

Monday 07:00 - 19:00
Tuesday 07:00 - 19:00
Wednesday 07:00 - 19:00
Thursday 07:00 - 19:00
Friday 07:00 - 19:00
Saturday 07:00 - 19:00
Sunday 07:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Rafique Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram